নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতক্ষন শ্বাস ততক্ষন বাঁশ (POSTERIOR BAMBOO)

বাঁশ আর বাঁশ

শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।

বাঁশ আর বাঁশ › বিস্তারিত পোস্টঃ

"Hats off to our গরীবের রক্ত চোষা, অমানুষ, কসাই"

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

ঘটনা_১:

৪৭ বছর বয়সী কৃষকের এক পায়ে,

সংক্রমণ থেকে একসময় দেখা দেয় পচন।

অবস্থা বেগতিক দেখে তিনি ছুটে যান

চিকিৎসকের কাছে। চিকিৎসক

তাঁকে জানান, পায়ে অস্ত্রোপচার

করতে হবে। এ জন্য খরচ পড়বে ৪৯ হাজার

মার্কিন ডলার। এ কথা শুনে, কৃষকের মাথায়

আকাশ ভেঙ্গে পড়লো।

উপায় না পেয়ে বাড়ি ফিরে যান তিনি।

এরপর তিন মাসেরও বেশি সময় বিছানায়

পড়ে ছিলেন। শেষ পর্যন্ত তীব্র ব্যথার

যন্ত্রনা সহ্য করতে না পেরে ধাতু কাটার

করাত ও ফল কাটার ছুরি দিয়ে নিজের

পা নিজেই কেটে ফেলেন তিনি।



- ঘটনাটি ঘটেছে চীনে, যারা বর্তমান

বিশ্বের একটা পরাশক্তি।

যারা কিনা প্রতি ২০মিনিটে একটি যুদ্ধবিম

তৈরী করার মতো ক্ষমতা রাখে।





ঘটনা_২:

এক ভিক্ষুক। ডান হাতে পচন

ধরেছে। তীব্র গন্ধে কাছে ঘেঁষা দায়।

কয়েকজন ধরাধরি করে হাসপাতালে রেখে চলে গেলো

খোঁজ নিয়ে জানা গেলো, এই

পৃথিবীতে তার, আপন বলে কেউ নেই। কিন্তু

খুব দ্রুত তার অপারেশন করতে হবে।

অপারেশনে খরচ আছে। খরচের কথা বাদ

দিলেও, অপারেশন করতে নূন্যতম দুই ব্যাগ

রক্তের প্রয়োজন।

যতো কিছুরই প্রয়োজন হোক, তাই

বলেতো আর চিকিৎসা বন্ধ

থাকতে পারে না।

সব ডাঃ মিলে চাঁদা দিয়ে ওষুধের জোগাড়

করলো। দুই জন ইর্ণ্টানী ডাঃ নিজেদের

শরীর থেকে রক্ত দিলো। এবং অপারেশনের

মাধ্যমে রুগীকে সুস্থ করে তুললো।



- ঘটনাটি বাংলাদেশের এক

সরকারী হাসপাতালের। যে দেশের

শতকরা ৭০-৭৫ ভাগ লোক দারিদ্র সীমার

নীচে বাস করে। যে দেশের

ডাঃরা পৃথিবীর শ্রেষ্ঠ কসাই।



- ঘটনা দু'টির বিশ্লেষণ করবো না।

বিশ্লেষণ করার দায়িত্ব পাঠকের হাতেই

ছেড়ে দিলাম।



- আমি শুধু বলবো, Hats off to you.



- Hats off to our কসাই।।



copy paste from facebook.

courtesy: ডাঃ শামীম রেজা।।।।।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

৭১৫০ বলেছেন: শুধু বাঁশ আর বাঁশ

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

বাঁশ আর বাঁশ বলেছেন: বাঁশ।।।।।

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: এইতো আমাদের প্রিয় জন্মভূমি, এই আমাদের প্রিয় বাংলাদেশ।
এদেশের রাজনৈতিক নেতারা যদি সৎ হতেন তবে বাংলাদেশ সত্যিকারের সোনার দেশে পরিণত হতো।
দারুন লিখেছেন ভাই।
++++++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।। :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

ড. জেকিল বলেছেন: সুন্দর পোস্ট।

কয়েকজনের দায় তো আর হাজার জনের ঘাড়ে চাপানো যায়না। যারা চাপায় তারা নির্বোধ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

বাঁশ আর বাঁশ বলেছেন: তবুও আমরা কসাই।।।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: এগুলোর সমাধান আছে আপনার ও আমার হাতে।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: হাতের সব আংগুল সমান না এটা বোঝা উচিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.