![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
চারিদিকে শুধু পোড়াগন্ধ......
কোথাও চেতনা পোড়া আর
কোথাও অধিকারে পোড়া,
এতো গন্ধ কেনো ??
একি!! মাংস পোড়া গন্ধ এলো কোত্থেকে?
ধ্যাত, এ তো কলিজা পোড়া।
জরুরী সমাচার,
যাদের নাকেই পোড়া গন্ধ যাবে
ভালো করে শুকে নিবেন,
ইহা কিসের পোড়া।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫
মিষ্টি লবণ বলেছেন: কিভাবে জানি নামটা ভুল হয়ে গেলো !! এখন আর ঠিক করা যাচ্ছে না।
২| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: আমার ঠান্ডা লেগেছে। আমি কোনো পোড়া গন্ধ পাই না।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৪
মিষ্টি লবণ বলেছেন: পোড়া গন্ধ না পাওয়া সেতো ভাগ্যের ব্যাপার।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৭
বাকপ্রবাস বলেছেন: লবণ ডাবল রস্যিকার মিষ্টি হলে সব পুড়ে যায়