নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
তৃষ্ণার্ত দু 'চোখ সদাই খুজে ফেরে
একটি সীমাবদ্ধ বক্রতল ।
আছে অনেক !
তবুও চাই শুভ্র অস্পৃশ ,
ঠিক যেন সদ্য জন্ম নেয়া
কোন সরল রেখার মতো
যা ক্রমান্বয়ে বক্রতলে পরিনত হয়।
বৃত্তের কেন্দ্রগামী রেখা
গড়ে তোলে অর্ধ বৃত্ত
যা অদ্ভুত সে তৃষ্ণাকে
বাড়ায় আরও বহুগুন !
ঠিক যেন পিপাসার্ত কোন পথিক,
যার বিন্দু জলও হয় সাগর সম।
সীমাবদ্ধ বক্রতল
২০১০ খৃষ্টাব্দ।
©somewhere in net ltd.