![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব স্তুতি মিথ্যে
আমার সে আলিঙ্গন মিথ্যে
আমার সব প্রনয়, প্রেম, আবেগ মিথ্যে
ক্রীড়ার এই মিথ্যে সুখ নিয়ে বেঁচে থাকা মিথ্যে
আমার লাগামহীন ভাবনা মিথ্যে
ঠোঁটের ভাজে লেগে থাকা তামাশার হাঁসি মিথ্যে
তোমাকেই ভালবাসি, আশ্বাস মিথ্যে
শরিরেরএই হৃদয়গ্রাসী টাটকা উষ্ণতার প্রলোভন মিথ্যে
এই রাত, ঐ চাঁদ মিথ্যে
নীশিথের এই শিহরনী অন্ধকার মিথ্যে
আমাতে আমি মিথ্যে
আর তোমাতে আমার সব অনুভুতিও মিথ্যে
26ই ভাদ্র, 1422
9 sep, 2015
২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:০৮
বিষাদবন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ রাত ১:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা । খুবই ভাল লাগল ।