![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না-খেয়ে সে ঘরের বাহির হলো
বউটি ঘরে থাকে কেমন করে
পাকে আমার আর হবে না দেরি
জোর মিনতি করছে পায়ে ধরে।
স্বামীকে নিয়ে গেল পরে বাসায়
সঙ্গে করে অবুঝ রতন ছেলে
অভিমানী ভাত খেলো পেট ভরে
গোপন সুখে চোখের পানি ফেলে।
১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: যাইবেনা ছাড়ি!
২| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলার নারীকে পড়তে না দিয়ে, নারীদের মাঝে শেখ হাসিনা, চাকরাণী, ঝি ও গার্মেন্টস কন্যাদের সৃষ্টি করা হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: দেশে নারী শিক্ষার হার ঈর্ষনীয়!
৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: বাঃ! খুব সুন্দর।
১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: সিঙাড়াসহ ধন্যবাদ।
৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
দরিদ্র নারীরা বড় অসহায়।
দরিদ্র পরিবারে এই চিত্র ধনী পরিবারে উল্টো চিত্র।
১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: এখানে ভালোবাসাও আছে।
ধন্যবাদ।
৫| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২০
নেওয়াজ আলি বলেছেন: বাংলার অবলা নারী এমন হয়
১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আর সবলারা!
৬| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৩
জগতারন বলেছেন:
কবিতা ও ছবি যেন
যুগল বন্ধি ও জোড়া মানিক।
প্রথম লাইক।
১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আমার প্রীতি নিন।
৭| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৪
কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া আপনার কবিতার ভাষাগুলো খুব ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু মানুষের কমেন্ট দেখে মনে হলো। এরা যেনো অবোলা না বোলা মানুষ। জানেন তো নিচু মনের মানুষের মন সবসময় নিচুই থাকে।
কারো কারো কমেন্ট দেখে মনে হলো এরা এমনি এদের মন নিচু। বাংলার নারী, অবলা নারী। এরা কি করে বুঝবে স্বামী-স্ত্রীর ভালো বাসা। এরা শুধু বোঝে বাংলার নারী আর অবলা নারী। এরাই ভালোবাসাকে অবলা বানায়, মানুষকে নারী বানায়, আর এই জন্যই অনেকের সংসার থেকে স্বামী-স্ত্রীর ভালোবাসা উঠে যায়। কারণ তাদের মন-মানসিকতা খুবই দুর্বল। দরিদ্র বলেন আর ধনী বলেন ভালোবাসা সব সময় ভালোবাসাই হয়ে থাকে। এরকম ভালোবাসায় কখনো চির ধরে না। তাই এখানে কেউ মনে করে, ভালোবাসার মানি যদি হয় বাংলার নারী আর অবলা নারী তাহলে তারাই হলো অবলা পুরুষ, হতচ্ছারা পুরুষ।
১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: একেক জন একেক ভাবে দেখেন ও বোজেন। এগুলো দৃষ্টিভঙ্গির ব্যাপার।
ভালোবাসা সবসময় থাকবে। এর মূল্য-মর্যাদা দিতে হবে।
ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
বাংলার নারী!