| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

কোমরে দুই হাত রেখে মা আমার দিকে তাকাও
একটুখানি হাসি দিয়ে মাথাটা খানিক বাঁকাও।  
রেডি রেডি রেডি।   কিলিক কিলিক কিলিক
মোবাইল ফোনের ক্যামেরাতে আশ্চর্য এক ঝিলিক!  
 
হাত নেই তো কী হয়েছে? মুখটা কাজের কাজি
ছবি আঁকায় হেরে যাবেন ধরেন যদি বাজি।  
তার কল্পলোকের গল্পকথা তুলির টানে টানে
ফুটিয়ে তোলে রঙ-তুলিতে ভালোবাসার দানে।
২| 
০২ রা ডিসেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
অধীতি বলেছেন: নির্মল আনন্দ আর অযোগ্যতাকে জাদুঘরে রাখা।
৩| 
০৩ রা ডিসেম্বর, ২০২০  রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: মেয়েদের সাপোর্ট করতে হবে। সাহস দিতে হবে।
৪| 
০৩ রা ডিসেম্বর, ২০২০  দুপুর ১:৪৩
রাসেল বলেছেন: নির্মল আনন্দ
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০২০  বিকাল ৫:৪২
রোকনুজ্জামান খান বলেছেন: মেয়ে বাবার ফটোগ্রাফী। সেই সাথে আরেক ফ্রেমে নারী যার হাত নেই। কিন্তু আছে ছবি আকার দারুন প্রতিভা। সবই আল্লাহ্র ইচ্ছা।