![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুষ খেয়ে হুঁশ নেই লারে লারে লাপ্পা
তাল নেই বেতালে দুদকের থাপ্পা।
চেহারাটা রোশনাই তিনি বড় কর্তা
খপ্পরে পড়ে তার কত লোক ভর্তা!
কত টাকা লাগে তোর কত বাড়ি গাড়ি
কতটুকু জমি লাগে কয়খানা নারী!
কত বড় অফিসের কত বড় বস
কতটুকু হলে পরে বলবিরে ব্যস্।
ধন মান চাকরিটা যেতে পারে চলে
জেলখানা গারদে যাবি পচে গলে
ঘুষ খেয়ে কতো-কিছু করে গেলি জমা
সব গেলো জলে তোর পাবিনারে ক্ষমা!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
#রকি ভাইয়া প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ, অবৈধ সম্পর্ককেও ইসলাম সর্মথন করে না
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: ছবি কই?
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার !
৫| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিএম বরকতউল্লাহ ভাই,
আপনাকে দীর্ঘদিন যাবত ব্লগে দেখছি না। আমি বেশ কয়েকবার আপনার ব্লগে এসে খোঁজ নিয়েছি। এখন চিন্তায় আছি - আপনি কেমন আছেন কোথায় আছেন প্লিজ মন্তব্য প্রতিমন্তব্য করে জানাবেন।
ইতি,
ঠাকুরমাহমুদ
০৩ জুলাই, ২০২১ ইং
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: ঘুষখোরদের এমনই পরিণতি হওয়া উচিত। কবিতায় প্লাস। + +
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
ফয়সাল রকি বলেছেন: প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ
ঘুষ খাওয়া কখনোই নয়!