নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী-বাকশালী গং রাষ্ট্রীয় ব্যাংক যতই লুটুক, মৌলবাদী অর্থনীতিই খারাপঃ আবুল বরাকত!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪











সেই আশির দশকের শুরুর দিকের কথা যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তখন তথাকথিত ধর্মনিরপেক্ষ, ভারতপন্থী বুদ্ধিজীবি কবির চৌধুরী, কবি শামসুর রহমান গং বলে ইসলামী ব্যাংক এক সময়ে দেউলিয়া হয়ে লিল্লাহ যাকাতের প্রতিষ্ঠানে পরিণত হবে। কিন্তু এই সকল পরজীবিদের মুখে ছাই মেখে ইসলামী ব্যাংক বর্তমানের বেশ কয়েক বছর আগেই বাংলাদেশের এক নম্বর ব্যাংক হয়েছে। কেন? কারণ তাদের সততা, দক্ষতা আছে। কোন জালিয়াতি, র্দূনীতি ও অনিয়মকে তারা প্রশ্রয় দেয়নি। কিন্তু তারপরেও আওয়ামী-বাকশালী গংদের পরবর্তী প্রজন্ম অর্থনীতিবিদ আবুল বরাকত এই ইসলামী ব্যাংকেরই বিশাল দোষ খুজে পেয়েছে। এটা বরাকতের কাছে যেনতেন ব্যাপার নয় রীতিমত বিশদ গবেষণা। ১৯৭২-৭৫ সালে তলাবিহীন ঝুড়ির দেশ, ১৯৯৬-২০০১ শেয়ারবাজার হরিলুট সহ র্দূনীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান এবং এইবার মহাজোটের আমলে সেই একই শেয়ারাবাজার, কুইক রেন্টাল বিদ্যুৎ, পদ্মা সেতুর র্দূনীতি, ডেষ্টিনি, হলমার্ক এবং বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকের হাজার হাজার নয় লক্ষ কোটি টাকার র্দূনীতি হয়ে ৩৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হলেও আবুল বরাকত কোন দোষই খুজে পায় না। পদ্মা সেতু নিয়ে যখন বিশ্বব্যাংক ঋণ স্থগিত ঘোষণা করে তখন আবুল বরাকত বলে এটা নাকি ভালই হয়েছে এবং নিজেরাই পদ্মা সেতু নির্মাণ করব। মানে আবুল হোসেন ঘুষ চাইছে এটা কোন ব্যাপারই না। অন্যদিকে নিজ দেশের রাষ্ট্রীয় ব্যাংক গুলিতেও চরম অনিয়ম ও র্দূনীতির মাধ্যমে খেলাপি ঋণ সৃষ্টি করছে। যার সম্পদ ১০০ টাকা তাকে ৫০০ থেকে হাজার টাকার ঋণ দেওয়া হচ্ছে। কারণ এই রাষ্ট্রীয় ব্যাংক সমূহের বর্তমান পরিচালনা পরিষদ হাসিনার পছন্দের ব্যাক্তিবর্গ দ্বারা গঠিত। শুধু বিগত এক বছরেই চার রাষ্ট্রীয় ব্যাংকের খেলাপী ঋণের পরিমাণ ১৫ হাজার কোটি টাকার উপর;



Click This Link



এই আবুল বরাকত এখন জনতা ব্যাংকের পরিচালনা পরিষদে আছে যেখানে গত এক বছরে খেলাপী ঋণ হাজার কোটি টাকার উপর। ঋণ গ্রহীতা কেমন তা ভালমত বিবেচনা না করে কোন ব্যাংক ঋণ দেয় না। তাই খেলাপী ঋণের এত পরিমাণ টাকা নিশ্চয়ই বরাকতের অজান্তে হয়নি। আর ঐ দিকে বাংলাদেশ ব্যাংকও পরিস্থিতি খারাপ বলে দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারছে না। কারণ মুহিত ও হাসিনার অনুমতি নাই। হাসিনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই আবুল বরাকত নিয়োজিত। রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক সেটা যেহেতু তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে তাই তাদের চুরি-বাটপারি বৈধ। তথা ইচ্ছা মতই হরিলুট হবে। এই কারণেই;



রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাশালী ও বিত্তশালীরা শেয়ারবাজারে লুটপাট করেছে



Click This Link



এই সবই জ্ঞানপাপী দালাল আবুল বরাকত জানে ও বুঝে। কিন্তু নিজের বিবেক ও আত্না বন্ধক দিয়ে রেখেছে বলেই স্রেফ ইসলামী ব্যাংকের মত একটি সৎ ও দক্ষ ব্যাংকেরই দোষ খুজে পায়। মানে "কেষ্ট বেটাই চোর"!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: লীগে এত আবুল আইয়ে কইত্তে?? আবুল হোসেন, আবুল মাল এবার সর্বশেষ সংযোজন আবুল বারাকাত্

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নামে তারা আবুল হইলে কি হইব তাদের বুদ্ধি, কাজ-কর্মে ইব্লিশ শয়তানও পুরাই টাস্কি খাইব :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

টাইটান ১ বলেছেন: এটা ঠিক নয়। ভালোকে ভালো বলে স্বীকার করতেই হবে। সেটা গরিবের হোক আর বড়লোকের হোক, শয়তানের হোক, আর মৌলবাদের হোক। তবে কেন অন্যান্য ব্যাংক ফেল মারছে আর ইসলামি ব্যাংক পাস করে যাচ্ছে? এর উদ্দেশ্য ভাবতে হবে জনগণকে। দেখা গেল খুব ভালো ভালো_একসময় এমন বাঁশ দেওয়া দিল যে জনগণ আন্ধার দেখবে চোখে। এ কী করলাম। কাকে কী মনে করলাম? বেইমাণেরা আজীবনই বেইমানি করে। মনে রাখতে হবে। তাই সবকিছু ভেবে চিন্তে। ভাবনা-চিন্তার পর যদি মনে হয় তারাই ঠিক। কোনো সমস্যা নেই। আমরা সাধারণ জনগণ আমাদের কথা যারা ভাববে তাদেরকে অবশ্যই আমরা সমর্থণ দেব।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমরা সাধারণ জনগণ আমাদের কথা যারা ভাববে তাদেরকে অবশ্যই আমরা সমর্থণ দেব।

সহমত। আমাদেরকে সতর্ক থাকতে হবে।

ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: হাছিনার ছুড়ে ফেলে দেওয়া হাড্ডি চেটে খাওয়া কুকুরের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন বাজি ভাই ?

২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার পালিত কুত্তাদের মাঝে মাঝে মুগুরের দুই-এক ঘা দেই আরকি :)

ধন্যবাদ ভাই।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১০

প্রকৌশলী আতিক বলেছেন: ৩য় ভাল লাগা বাজি ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ আতিক ভাই।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: এই সবই জ্ঞানপাপী দালাল আবুল বরাকত জানে ও বুঝে। কিন্তু নিজের বিবেক ও আত্না বন্ধক দিয়ে রেখেছে

এটাই সবচাইতে বড় সত্যি কথা ...

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ আপা।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: উনি উদ্ভট বিষয়ে বিশদ গবেষণা করে থাকেন ।স্যার এমন সব টপিকস কৈ পান কে জানে

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

একজন ঘূণপোকা বলেছেন: মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: লীগে এত আবুল আইয়ে কইত্তে?? আবুল হোসেন, আবুল মাল এবার সর্বশেষ সংযোজন আবুল বারাকাত্

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

কামরুল হাসান শািহ বলেছেন: কিচ্ছু বলবো না বাজি ভাই

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১

কামরুল হাসান শািহ বলেছেন: কিচ্ছু বলবো না বাজি ভাই

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

কামরুল হাসান শািহ বলেছেন: এই ব্যাপারে কিচ্ছু বলার নাই

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

কামরুল হাসান শািহ বলেছেন: এই ব্যাপারে কিচ্ছু বলার নাই

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: স্রেফ এই BAL জ্ঞানপাপীটারে মনে রাইখেন :)

ধন্যবাদ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

ম.র.নি বলেছেন: এরা যে পোষ্য দালাল তা সহজেই বুঝা যায়।২০০৬/০৭ থেকে শুরু হওয়া রিসেশানের পর দুটো ব্যাপার ঘটে যা আমরা অনেকেই জানি।এক কার্ল মাক্সের বই বিক্রি বেড়ে যায় আর দুই অনেক ফাইনান্সিয়াল পন্ডিতেরা ইসলামীক বা শরিয়া ব্যাংকিংএর গুণগান শুরু করেন।পশ্চিমাদেশে অনেক ব্যান্ক তাদের বিভিন্ন ব্রাণ্চে শারিয়া ব্যান্কিং চালু করছেন।এবং এর ডিমান্ডও অনেক।অনেক নন মুসলীমও ইসলামিক ব্যান্কিংএ ঝুকছেন।আর আমাদের দেশের আবাল, কানা,চোর বাটপারেরা উঁচু গলায় কথা বলে উল্টো আমাদের ভালো মন্দের ছবক দেয়।দূর হ শালা দালাল।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

ধীবর বলেছেন: বুবু দেখি আবুলেই আটকিয়ে রয়েছেন। ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নামেই কেবল আবুল আরে কাজে শয়তানের চেয়ে কোন অংশে কম ধূরন্ধর নয় ;)

ধন্যবাদ ধীবর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.