নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
শাহবাগের গণ জমায়েত হওয়া নিয়ে বিএনপি ও এর ছাত্র সংগঠন দলীয় ভাবে এর বিরুদ্ধে কিছু বলছে তা আমার জানা নেই। কারো যেমন সভা, সমাবেশ করার অধিকার আছে ঠিক তেমনি কেউ না যাবে সেটাও তার ব্যাক্তি স্বাধীনতা। তাই কেউ গেলে যেমন এর বিরুদ্ধে বলা নৈতিকতা না তেমনি কারো না গেলেও তাকে কটাক্ষ বা গালি দেওয়াও নৈতিকতার মধ্যে পরে না। কিন্তু অতীতের বদভ্যাসের কারণে আজকে বিএনপি ও ছাত্রদলকে অহেতুক এই নিয়ে গালাগালি করছে আওয়ামী-বাকশালী ও সমমনা সুশীল গং। অথচ হাসিনার ৭১এর ঘাতকদের বিচারের বিরুদ্ধে কিছু বলেনি। শুধু বলেছে এটা যেন সম্পূর্ণ আন্তর্জাতিক মানদন্ডে হয়। কিন্তু বাকশালী গং এটা মানতে নারাজ। তাদের কথা হল তারা যেভাবে চায় সেভাবেই বিএনপিকেও মানতে হবে। মনে হয় বিএনপি তাদের ক্রীতদাস। যদি আমরা ১৯৯১, ৯৬, ২০০১ ও ২০০৮তে বিএনপির নির্বাচনী ইশতেহার দেখি তাতে ৯১ বাদ দিলেও বাকী তিনটি নির্বাচনের কোনটিতেও খালেদা জিয়া বলেননি যে তারা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে। তারপরেও বাংলাদেশের কোটি কোটি জনগণ বিএনপিকে ভোট দিছে। তাই বিএনপি কোন পানিতে ভেসে আসা জনসমর্থনহীন কোন দল নয়। এই দেশের বাকশালী ও সমমনা জ্ঞানপাপী কুলাঙ্গারগণ তাদের ক্ষমতায় যাওয়া ও থাকার মতলবে কোন বিশেষ ইস্যুতে বিএনপি ও ছাত্রদলকে যেতেই হবে তা সভ্য জগতে ভাবা অকল্পনীয়। এটা কেবল মাত্র জংলী আইনেই সম্ভব। যেমন আমরা মুজিব আমলে দেখেছি তার ভাগ্নে শেখ মণি বলত;
আইনের শাসন নয়,
মুজিবের শাসন চাই!
তাতে ঐ সময়কার সে নিজে(মণি) সহ তার মামা শেখ নাসের, গাজী গোলাম মোস্তফা গংদের চুরি, বাটপারি ও হরিলুটের সুযোগ বহাল থাকে। মুজিব আমলের প্রথমে বিচারপতিদের স্বাধীনতা থাকলেও বাকশালী আইন দ্বারা তাদেরকে পদচ্যুত করার ক্ষমতা নিয়ে নেয় জাতীয় সংসদ। কিন্তু শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৫ম সংশোধনীর মাধ্যমে বলেন সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গড়েই কেবল একজন বিচারপতিকে অপসারণ করা যাবে। শুধু তাই নয় একদলের বদলে বহুদল, ৪টির বদলে বহু সংবাদপত্রের পুনঃ প্রচলন ঘটান জিয়া। দেশকে তলাবিহীন ঝুড়ির বদলে চাউল রফতানীর দেশে পরিণত করেন। বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে। তাই দেশের অন্যতম জনপ্রিয় দলে পরিণত হয় বিএনপি।
পরবর্তীতে ১৯৯১ সালে আলীগ নিজেরা সরকার গঠনের জন্য জামাতের সমর্থন না পেয়ে তাদেরই সমমনা বুদ্ধিজীবি দিয়ে ঘাদানিক গঠন করে। ১৯৯২-৯৫ প্রচন্ড জামাত বিরোধী তথা ৭১এর ঘাতকদের বিচার দাবী করলেও যেই জামাত তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আলীগের সাথে যোগ দেয় তখন আলীগ ও তার মদদপুষ্ট ঘাদানিক মুখে কুলুপ আটে। তাই হাসিনা প্রথম মেয়াদে ক্ষমতায় আসা ও প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে যুদ্ধাপরাধের ইস্যু ধামাচাপা দেয়। এই কারণেই ১৯৯৬-২০০১ মেয়াদে কোন বিচার হয়নি। এরপর জামাত যখন বিএনপির সাথে এসে চারদলীয় জোটে যোগ দেয় তখন আবার যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু পুনুরুজ্জীবিত করে আলীগ। এরপর ষড়যন্ত্রের মাধ্যমে ১/১১ ঘটিয়ে সিলেকশনের মাধ্যমে ২৩০টি সিট জিতে ক্ষমতায় আসে হাসিনা। প্রথমে এড়িয়ে গেলেও পরবর্তী এই বিচারের উদ্যোগ নেয়। কিন্তু হাজার চেষ্টা করেও একে যুদ্ধাপরাধের বিচার না বলে মানবতা বিরোধী বিচার নাম দিয়ে ICT গঠন করে। হাসিনা তখন বিদেশী বিশেষ করে মার্কিন সহকারী মন্ত্রী ষ্টিফেন র্যাপের কাছে বলে;
Bangladeshi Prime Minister Sheikh Hasina says her country’s first ever war crimes trial relating to the 1971 war of independence will be fair, impartial and conform to international standards—this according to the Bangladeshi newspaper The Daily Star. According to the paper, the Prime Minister made the comments to US ambassador-at-large for war crimes Stephen Rapp on Tuesday in Dhaka, following his pointed criticism of the judicial process.
Click This Link
কিন্তু যে কারণেই হৌক হাসিনার সরকার তা না করে জগা খিচুড়ী করে ফেলে। বলা হয় যে এটা দেশীয় ফৌজদারী বিধি মোতাবেক হবে। আমাদের দেশের ফৌজদারী আইনে চাক্ষুশ স্বাক্ষীর স্বাক্ষ্য ছাড়া কাউকে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন দেওয়া যায় না। বরং বেনিফিট অব ডাউট দিয়ে বিচারক খালাস দেন। আর কেউ মিথ্যা স্বাক্ষী দিলে তার শাস্তি হয়। কিন্তু দেখা যায় যে এই বিধানও রাখেনি। কিন্তু যখন খালেদা জিয়া বলেন যে তথা দাবী করেন যে আন্তর্জাতিক মানদন্ডে বিচারের তখনই আওয়ামী-বাকশালী গং ঘেউ ঘেউ করে মিথ্যা কথা বলে যে বিএনপি বিচার চায় না? এরই নাম হল আজব দুনিয়া। খালেদা জিয়া এই বিচার শুরু হওয়ার পর কখন বলল বিচার বাতিলের? নাকি বলছে যে এমন বিচার হয় যেন সেটা সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়। হাসিনা যা পূর্বে বলছে তখন কোন প্রতিবাদ হয়নি বা আলীগের কেউই তাকে কোন বাজে কথা বলেনি তবে এখন কেন খালেদা জিয়া বা বিএনপিকে গালাগালি করা হচ্ছে? এতেই আওয়ামী-বাকশালীদের উদ্দেশ্য সম্পূর্ণ পরিস্কার যে তারা নিরপেক্ষ, সুষ্ঠ ও ন্যায্য বিচার না করে নোংরা রাজনীতির মাধ্যমে পানি ঘোলা করে তাদের পুনরায় ক্ষমতায় যাওয়ার ব্যাবস্থা পাকাপোক্ত করতে চায়। তারা ইদানিং শিবিরের সাথে সংঘর্ষে ভয় পেয়ে গেছে। তাই মৃত্যুদন্ড প্রাপ্ত মাওলানা আযাদের চেয়েও গুরুতর অভিযোগে জামাতের কাদের মোল্লাকে যাবজ্জীবন শাস্তি দেয়। এরই প্রতিক্রিয়ায় যারা আলীগকে ভোট দিয়েছিল অথবা সমমনা তাদের একটা অংশ ঢাকার শাহবাগে জমায়েত হয়ে কাদের মোল্লা সহ বাকীদের ফাসীর দাবী করছে। ফলশ্রুতিতে নোংরা রাজনীতির অনুসারী BAL এর নেতা ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন এই ধরণের সাপোর্ট আগে পেলে বিচারের রায় অন্য রকম হত;
Click This Link
আমি এই মন্তব্যে মোটেও অবাক হইনি। কারণ স্কাইপির স্ক্যান্ডালই সব বলে দেয় যে বিচারকরা সরকারের বিশেষ মনোনীত। সুযোগ সুবিধা মত সরকার যেমন চাইবে তেমন রায়ই হবে এটাই কামরুল ইসলাম ইঙ্গিত দিয়েছে। এখন এই সমস্ত বিবেচনায় বিএনপি বা তার ছাত্রদল কারো মতলবী নোংরা রাজনীতিতে যাবে এটা একমাত্র ভন্ড, বেকুব ও বাকশালীরাই ভাবতে পারে। বর্তমান মহাজোটের র্দূনীতি, জুলুমের শাসনের কারণে পায়ের তলায় জমিন নাই তাই শিবিরের ধমকিতে ভয় পাচ্ছে। কিন্তু এই শাহবাগের জমায়েত তাদেরকে এই মনোভাব এনে দিয়েছে যে আমরা এটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতে পারি। এখানেই বিএনপির আপত্তি যে তারা আলীগের অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় থাকার জন্য জেনে শুনে কোন কর্মসুচীতে যেতে পারে না। তা যতই নির্দলীয় বলা হউক না কেন। এখন যখন বিএনপি আসছে না তখন আলীগের সমমনা দৈনিক প্রথম আলোও ছাত্রদলের নাম করে বিএনপিকে কটাক্ষ করছে;
শাহবাগে নেই শুধু ছাত্রদল
Click This Link
দৈনিক প্রথম আলোর রিপোর্টে মনে হয় বিএনপি শাহবাগে না এসে মহাঅপরাধ করে ফেলেছে। কোটি কোটি সমর্থকের দল বিএনপিকে এভাবে অপরাধী বানানো বাকশালী কায়দায় গণতন্ত্রকেই অস্বীকার করার শামিল। বিএনপির সমর্থকগণ কি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ২০০৮ বা তার আগে ভোট দিয়েছিল? তবে কেন তাকে এখানে না যাওয়ার জন্য কথা শুনতে হয়? প্রআলোর এই বিষয়ে ভন্ডামীর একটা সীমা থাকা উচিত!
আজকে শাহবাগে হয়ত অনেক বিবেকবান মানুষ জমায়েত হয়েছেন সেটা তাদের ব্যাক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার। তাই আপনারা নিজেদের জীবন উৎসর্গ করেও যদি কিছু অর্জন করতে চান সেটার অধিকার কেবল আপনাদের। কিন্তু বিএনপি ও ছাত্রদল এই বিষয়ে আপনাদের সাথে সহমরণে যাবে না। এটাও তাদের গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত অধিকার।
এবার কয়েকটি বক্তৃতায় খালেদা জিয়া বলছেন যে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই ৭১এর অপরাধের বিচার পুরোপুরি আন্তর্জাতিক মানদন্ডে করবেন। যেখানে বিদেশী বিচারক ও বিদেশী আইনজীবি থাকবে। আমার ব্যাক্তিগত দাবী এই বিচার পুরোপুরি জাতিসংঘের কাছে হস্তান্তর করা উচিত। যাতে সাবেক যূগেশ্লাভিয়া, রুয়ান্ডায় একই অপরাধের জন্য যে সকল বিচারক ছিলেন তাদেরকেই যেন আমাদের ৭১এর ঘটনার বিচারের দায়িত্ব দেওয়া হয়। এই ৭১এর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার যেন পুরোপুরি রোম সনদ অনুসরণ করে। তাতে বাংলাদেশের মুষ্টিমেয় অন্ধ আওয়ামীলীগার মেনে না নিলেও দেশের সকল বিবেকবান মানুষের কাছে সহ সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমরা বানের পানিতে ভেসে আসেনি। বিএনপি চাইলে এক সাথে লক্ষ লক্ষ সমর্থকের সমাগম ঘটাতে পারে। এরা সেই ৭ই নভেম্বর ১৯৭৫ হতেই আছে। অন্য কারো মতলবী হুকুম তামিল করি না।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
বখাটে স্বপ্ন বলেছেন: আপনে দেখাইছেন যে বিএনপি তার কোটি কোটি সমর্থকের সমর্থন নিয়া চলে। তারপরেও চেতনাধারীরা এত ক্রুদ্ধ কেন? তারা কেমনে কয় হাসিনা গণতন্ত্রের মানস কন্যা?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা ও BAL এর পক্ষে গেলে আঙুর ফল মিষ্টি নতুবা টক না তিতা সেটাই তারা আউলায় ফালায়
অখন বলেনতো ওরাই যদি টক না তিতা ঠিক করতে ব্যার্থ হয় তখন আমি কেমনে কি করমু...
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
সিউল রায়হান বলেছেন: বেজন্মা হতে চাওয়াও গনতান্ত্রিক অধিকার, হতে ইচ্ছা হলে হন।
তবে বেজন্মা কুত্তা রাজাকারটার ফাঁসির জন্যে আন্দোলন চলবেই আশা করি। দেশের সাথে গাদ্দারী করা সারমেয়দের ওখানে প্রয়োজন নাই। ওরা ভোটের হাড্ডির লোভে ঘরেই বসে থাকুক
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিএনপির কোটি কোটি সমর্থক কি কারো কেনা গোলাম? হাসিনার মতন কোলকাতায় যেয়ে মূখ্যমন্ত্রী ডাক শুনেও যারা কিছু বলে না তাদের থেকে বেজন্মার সংজ্ঞা শিখতে হবে?
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
হিংস্র ঈগল বলেছেন: আন্দোলন তো প্রথমে ব্লগার রাই শুরু করেছিলো। কিন্তু এখন যত সময় গড়াচ্ছে ততই এর চেহারা পাল্টাচ্ছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একদল অসভ্য-বর্বর মনে করে তারা যাবে দেশের সবাই তাইই ভাবে। এরা আত্নহত্যা করে করুক কোন বিবেকবান মানুষ তাদের সাথে সহমরণে যাবে না।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২
রবি_জল বলেছেন: শাহবাগের মোড় তো এখন চাপাতি লীগের দখলে !!! ছাত্রদল গেলে যে কোমর থেইক্কা চাপাতি বাইর করবো না তার গ্যারান্টি কি???? যেখানে ঢাবিতেই ছাত্রদল আর ঢুকতে পারতেছেনা !!!!!!!!!!!
বি এন পি অবশ্যই চায় নিরপেক্ষ বিচার হোক সকল রাজাকারের। কিন্তু হাসিনা যে কি চায় তাইতো বুঝতে পারতেছিনা ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যে হাসিনা ২০১০ সালে দিল্লীতে গিয়ে কি গোপন চুক্তি করল তার কোন খবর নাই আর একদল আহাম্মক আসে জোরাজুরি করতে। আজকে বাংলাদেশের ১৮ হাজার কিমি নৌপথ ভারতের পানি লুটের জন্য হারায়া গেছে এই সকল আহাম্মকদের জন্যই।
ধন্যবাদ ভাই।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: জামায়াত তথা যুদ্ধপরাধীদেরকে সাপোর্ট দেয়ার জন্য বিএনপিকে অবশ্যই দায় নিতে হবে। নির্বাচতে জিতা মানেই সব শুদ্ধ হয়ে যায় নি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে জিতা আসলে জনপ্রিয়তার কোন ইঙ্গিত না। বরং সেটা আরেক পার্টির দুঃশাসনের কনসিকয়েন্স। এই যেমন আওয়ামী লীগের কাজকর্মে অতীষ্ঠ হয়ে মানুষ ঠিকই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দিবে। একই কারনে আওয়ামী লীগ এখন ক্ষমতায়। বাংলাদেশের মানুষের হাতে চয়েস নাই বলেই এখনো আওয়ামী লীগ আর বিএনপিকে আকড়ে ধরে আছে। আর এর বিনিময়ের এদের পালিত সন্ত্রাসী বাহিনীর হাতে পুটু মারা খাচ্ছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তার মানে আপনে কোটি কোটি মানুষের চেয়ে খুব বেশী বুঝেন? মধ্যপ্রাচ্যে হতে আমাদের প্রবাসী বাংলাদেশীরা বছরে ৮ বিলিয়ন ডলার পাঠায় এটা কি আমাদের জন্য লাভ না ক্ষতি? সেখানে কাজ না পেলে কি হিন্দুস্থানের কাছে পটু মারা দিয়া এই টাকা পাওয়া যাইত?
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯
বিষাদ বর্ণন বলেছেন: ---শাহবাগের গঞ্জিকা সেবিরা এখন ত্রি-ধারায় বিভক্ত.........
শাহবাগের ছবির হাটে প্রতিদিন সন্ধ্যায় যে গঞ্জিকা সেবিদের হাট বসত সে হাট আজ বসেছিল চার রাস্তার মোড়ে। ওহারা গাঁজা টানিতে টানিতে মনের সুখে আবল-তাবল বকিতেছিল। কিন্তু মাঝখান দিয়ে এসে ভেজালটা লাগাইল বোতল সেবি ছাত্রলীগ। তাহারা আসিয়া সামনে যাহা পাইল তাহাই চাটিয়া চুটিয়া খাইয়া উজাড় করিয়া দিল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ ভাই।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
বাকরুদ্ধ আমি বলেছেন: বিষাদ বর্ণন বলেছেন: ---শাহবাগের
গঞ্জিকা সেবিরা এখন ত্রি-ধারায় বিভক্ত.........
শাহবাগের ছবির হাটে প্রতিদিন সন্ধ্যায়
যে গঞ্জিকা সেবিদের হাট বসত সে হাট আজ বসেছিল
চার রাস্তার মোড়ে।
ওহারা গাঁজা টানিতে টানিতে মনের সুখে আবল-তাবল
বকিতেছিল। কিন্তু মাঝখান
দিয়ে এসে ভেজালটা লাগাইল বোতল সেবি ছাত্রলীগ।
তাহারা আসিয়া সামনে যাহা পাইল তাহাই
চাটিয়া চুটিয়া খাইয়া উজাড় করিয়া দিল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
বাকরুদ্ধ আমি বলেছেন: বিষাদ বর্ণন বলেছেন: ---শাহবাগের
গঞ্জিকা সেবিরা এখন ত্রি-ধারায় বিভক্ত.........
শাহবাগের ছবির হাটে প্রতিদিন সন্ধ্যায়
যে গঞ্জিকা সেবিদের হাট বসত সে হাট আজ বসেছিল
চার রাস্তার মোড়ে।
ওহারা গাঁজা টানিতে টানিতে মনের সুখে আবল-তাবল
বকিতেছিল। কিন্তু মাঝখান
দিয়ে এসে ভেজালটা লাগাইল বোতল সেবি ছাত্রলীগ।
তাহারা আসিয়া সামনে যাহা পাইল তাহাই
চাটিয়া চুটিয়া খাইয়া উজাড় করিয়া দিল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
বাউল! বলেছেন: এইখানে ছাগুগো ম্যাতকার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনের মত বাকশালীর কাছে বিএনপির কোটি কোটি সমর্থক ছাগু! আবার গণতন্ত্রের মানস কন্যা হাসিনা কন....ওয়াক থু!
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
দাসত্ব বলেছেন: খালেদা জিয়া স্মৃতিসৌধে যাওয়ার সময় যখন তার গাড়ি বহরকে সাভারের লোকাল ছাত্রলীগ বাধা দিসিলো, সেটার প্রতিবাদ করায় সাভার ছাত্রদলকে আক্রমন করসিলো তাদের স্বভাবজাত গুন্ডামী করে , তখন প্রথম আলো কোথায় ছিলো ?
এখন শাহবাগে কেন্দ্রীয় ছাত্রলীগ অবস্থান নিসে। তারা এখন ছাত্রদলের সাথে কি আচরন করবে সেটা কি আমরা জানি না , বুঝিনা ?
আর ছাত্রদল এখন সেখানে গেলে ছাত্রলীগ মারামারি বাধাবে , ছাত্রদল পাল্টা মার দিলে পরের দিন এই প্রথম আলো নিউজ করবে -
" ছাত্রদলের হাংগামায় শাহবাগের জমায়েত পন্ড হলো "
নিউজটা দিয়ে তারা কি বোঝাতে চাইবে সেটা কি আমরা জানিনা ?
সমকাল , কালের কন্ঠ , জঘন্যকন্ঠ , ভোরের ন্যাপকিন এর কথাতো বাদই দিলাম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রআলোর মতি খামার পোলা বড্ড সুযোগ সন্ধানী। আপনের নিশ্চয়ই মনে আছে ২০০৭ সালে বলছিল খালেদা-হাসিনা আপনেরা বিদায় নেন। কিন্তু জনগণ ভোটে বুঝায়া দিছে তুই মতি বেজন্মার এই জমিদারী কথার মূল্য নাই। এখন আবার ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।
অনেক ধন্যবাদ দাসত্ব ভাই।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬
রিফাত হোসেন বলেছেন: আমার ব্যাক্তিগত দাবী এই বিচার পুরোপুরি জাতিসংঘের কাছে হস্তান্তর করা উচিত। যাতে সাবেক যূগেশ্লাভিয়া, রুয়ান্ডায় একই অপরাধের জন্য যে সকল বিচারক ছিলেন তাদেরকেই যেন আমাদের ৭১এর ঘটনার বিচারের দায়িত্ব দেওয়া হয়। এই ৭১এর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার যেন পুরোপুরি রোম সনদ অনুসরণ করে।
ছাত্রদল ছাত্র লীগ কই গেছে কি করছে জানি না, এতটুকু বুঝি যে , আপনার মা , বোনকে কেউ এসে আদর করলে...... আপনার জীবন থাকতে হয়ত এটা হতে দিবেন না বা প্রতিশোধ পরায়ন হবেন,.... তখন থাকবে কই আপনার ইন্টারন্যাশনাল বিচার ব্যবস্থা ....... আগে বোঝাপোরা তারপর কাজী । এদের যে চান্স দিসে নিজের উকিল নিয়োগের এইটাই বেশী । বিদেশী আনলে কি নিরপেক্ষ আসা করছেন ?
কেন হাসিনার এতগুলি ডিগ্রী দেখে মনে হয় নাই , কতটুকু নিরপেক্ষ হতে পারে যে গনহারে প্রসব করে ডিগ্রী ?
মাননীয় হাসিনা কি ডিগ্রী কায়েম করে নাকি রাজনীতিতে ব্যস্ত থাকে ?
আপনার বিবেক কি বলে ?
বাহিরের ব্যক্তি থাকলেই ১০০ পিউর হবে কথা নাই ।
দোষীদের বিচার আর কি করবেন ?
আমরা চেষ্টা করব ফাসির ব্যবস্থা করার , আর লজিক্যালী তারা জানে বাচার পথ খুজবে ? !
এখন বিচারক পথ খুজবে কোন যুক্তিতে তাকে কম সাজা দেওয়া যায় ? !
আমার যুক্তি হল সব স্বীকার করলে একটা ক্ষমার চান্স দেওয়া যেত..... কিন্তু এরা কেউই স্বীকার করছে না ? !
এমনকি এদের চীফ হুইপ গোলাম আজম সাহেবও না ! কিন্তু সে ১০০ প্রমানিত ও স্বীকারও করেছে সে পাকি পন্থী !
তবুও তাকে বাচানোর প্রসেস কেমন করে হয় ?
সুতরাং বিদেশী বিচারক এর টাইম নাই, যে অনুতপ্ত না , ব্যস ডাইরেক্ট খতম,,, কাহিনী শেষ ,...........
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রিফাত ভাই, আমি কোন ঘাপলায় বিশ্বাস করি না। যা বলি সরাসরি। আপনে বা আপনের কোন পছন্দ দলে গিয়ে নির্বাচনের ইশতেহারে ডাইরেক্ট ফাসীর কথা লিখেন আর বিএনপি (যদি নির্বাচনে অংশগ্রহণ করে) রোম সনদ অনুসারে বিচারের কথা বলে নির্বাচন করলে দেইখেন জনগণ কাকে গ্রহণ করে। এর জন্যই আমি বলছি বিএনপি ৯৬, ২০০১ এবং ২০০৮ এ এই বিচারের কথা না বলেও কোটি কোটি ভোট পাইছে। আর ২০০১ সালে ক্ষমতায় গেছে। কাজেই বিএনপির সমর্থকদের বাইরে এই নিয়া কে কি ভাবল তার টাইম নাই।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
সুমনদেশ বলেছেন: আওয়ামী লীগ-হাসিনার হুকুমের গোলামদের সাজানো-পাতানো রায়ের পর পরই তাদের সাজানো-পাতানো শাহবাগের জমায়েতে ছাত্রদল কেন যাবে? এটা নিয়ে প্রথম আলোর কেন চুলকানি হলো? ওই জমায়েতকে সর্বসাধারণের জমায়েত না বলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সরকারী জমায়েত বলছে আম জনতা।
এই সমাবেশ নিয়ে বাকশালী পিগুদের মিথ্যা প্রচারণা চলছে।
[PIG থেকে পিগু]।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আজকে যদি বিএনপি এই শাহবাগের জমায়েতের বিরুদ্ধে কথা বলত তাইলে হয়ত তাদের প্রতিবাদের বিরুদ্ধে কিছু বলতাম না। কিন্তু প্রআলো ও বাকশালীরা যা শুরু করছে তা রীতিমত পায়ে পারা দিয়া ঝগড়া। রীতিমত অসভ্য-বর্বরতা, আবার গণতন্ত্রর দাবীদার
ধন্যবাদ।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
চাঁপাডাঙার চান্দু বলেছেন: শাহবাগে যারা অবস্থান করছেন, তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। সেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গও আছেন, আশা করি উনারা জনমানুষের কোন আন্দোলন হতে যে কোন রাজনৈতিক দলের ক্রেডিট নেওয়ার অপচেষ্টা প্রতিহত করবেন।
'সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো' এই হলো আওয়ামী লীগের অবস্থা। মানুষ তো আর এতো বোকা নয় যে ওঝার বাঁশির সুরে নাচবে। কিছু হাম্বা গলাবাজি করলেও মানুষ এইসব কামরুল, সাজেদার কথায় কান দিবেনা।
আর ছাত্রদলকে নিয়ে আমি একটু হলেও আশাহত। এদেশের মিডিয়া ১৯৭০ এর ছাত্রলীগের কথা বললেও, ৯০'এর সেই ছাত্রদলের কথা কখনোই বলে না, যারা এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছিল। যেই ছাত্রদল সামরিক সরকারকে পরাভূত করেছিল, তারা কেন উপরের নির্দেশের অপেক্ষা করবে? জনমানুষের কাতারে মিশেই বর্তমান স্বৈরাচারকে হঠাতে হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই কেউ ব্যাক্তিগত ভাবে যাক সেটা তার অধিকার। কিন্তু বিএনপি গেলনা এই নিয়ে এত গত্রদাহ কেন? এটা কি হীরক রাজার দেশ নাকি?
ধন্যবাদ চান্দু ভাই।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
সুমনদেশ বলেছেন: শেখ সেলিমের বেয়াই মুসা বিন শমসের ওরফে নুলা মুসা এখন কোথায়?১৯৭১ সালে সে ফরিদপুরে হত্যা, ধর্ষণ, লুটপাটের জন্য কুখ্যাত ছিল। নুলা মুসার '৭১-এর কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় রিপোর্ট করায় সাংবাদিক প্রদীপ শিকদারের ওপর হামলা চালানো হয়। প্রাণে বেঁচে গেলেও প্রদীপ শিকদার আজীবনের জন্য পঙ্গু হয়ে যান।
একই অপরাধে ফরিদপুরের আবুল কালাম আজাদ ও কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের জন্য বিচার করা হয় কিন্তু ফরিদপুরের এই কুখ্যাত যুদ্ধাপরাধীকে কেন গ্রেফতার করা হচ্ছে না?
কারণ সে শেখ সেলিমের বেয়াই। এই মুসা বিন শমসেরকে নিয়ে প্রথম আলো কোনো টু-শব্দও করছে না কেন?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৯৬-২০০১ মেয়াদে হাসিনার ধর্ম প্রতিমন্ত্রী নূরুল হকরে লোকাল শান্তি কমিটির প্রধান বলায় ভোরের কাগজের বরগুনা প্রতিনিধিরে পিটায়া হাসপাতালে পাঠাইছিল। সাবের হোসেন চৌধুরী নৌ-উপমন্ত্রী হয়েও কোন ব্যাবস্থা নিতে পারেনি। আজকে তারাই আবার বিএনপির উপর মাস্তানি করে। দেশটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি, যা মন চাইবে বেআইনী ভাবে করে বেড়াবে?
ধন্যবাদ।
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
দেশপ্রেমিক পোলা বলেছেন: আজকে যদি হাসিনার সাথে জামাত থাকতো আর বিএনপি রাজাকারদের বিচার করত , তাহলে লিগের পোলাপান শহবাগে যেতো না। আসলে ইচ্চা এখনে বিষয় নয়। বিষয় হলো যেতে পারতো না। তাছাড়া বিএনপি গেলে, লীগ-বিএনপির উপস্থিতিতে আন্দোলন এতো শান্তিপুর্ণভাবে না হতেও পারতো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আসলতো ক্ষমতার দ্বন্দ! বিএনপি বনাম আলীগ। এক রাজ্যে কি দুই রাজা থাকতে পারে কখনও
ধন্যবাদ।
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩
সবখানে সবাই আছে বলেছেন: থু থু ছিটালাম তোর ব্লগে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে পারলে বিএনপির কোটি কোটি সমর্থকের গায়ে থুথু দিয়েন। আপনের মত বিবেকহীনদের দয়ায় বিএনপি চলে না।
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
রামন বলেছেন:
যাদের প্রানের বিনিময়ে এই দেশ স্বাধীন হলো সেই সকল শহীদের প্রতি যদি ন্যুনতম শ্রদ্ধা থাকে তাহলে দলমত নির্বিশেষে খুনি রাজাকারের সর্বোচ্চ শাস্তি আদায়ের দাবিতে আমাদের সকলেরই সমাবেশে অংশ নেয়া উচিত।
প্রসঙ্গক্রমে বলা যায় বি এন পি দলে এমন অনেক বিবেকবান লোক রয়েছে যারা আদালতের রায়কে সমর্থন করছেন না কিন্তু দলীয় বাধ্যবাধকতার কারণে মুখ ফুটে বলতে পারছেন না, ইচ্ছা থাকলেও তারা সমাবেশে অংশ নিতে পারছে না। বি এন পির বোঝা উচিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবী বিশেষ কোনো দলের এজেন্ডা নয় এটা এ দেশের আপমর জনগনের প্রানের দাবী ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: খালেদা জিয়া বলেন নাই তিনি ক্ষমতায় গেলে এই বিচার বাতিল করবেন। তিনি বলছেন আন্তর্জাতিক মানদন্ডে বিচার হবে।
ধন্যবাদ রামন ভাই।
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
টিনের চশমা বলেছেন: আইনের শাসন নয়,
মুজিবের শাসন চাই!
তা তো বটেই, তা তো বটেই !! ওরা যখন জনগনের তোয়াক্কা করেনি, তখন বিএনপির কেন জনগণের ডাকে সাড়া দিতে হবে ?? বিএনপি কি জনগণের কেনা গোলাম নাকি ??
খালেদা জিয়া নিজে একজন বীরঙ্গনা হয়ে একাত্তরের রাজকারদের সাথে যেমন সঙ্গ দিচ্ছে, তেমনি বিএনপি সর্মথকদেরও রাজকারদের সঙ্গ দেওয়া উচিত !! এবং বিএনপি সর্মথকরা রাজকারদের সাথে সঙ্গ দিয়ে সঠিক কাজটিই করছে !!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৮৬-৮৮, ১৯৯৫-৯৬ হাসিনা কি জামাতের সমর্থন নেয়নি? আম্বারা সমর্থন নিলে ১৯৯৬-২০০১এ বিচার হয় না যদিও ১৯৯২-৯৫এ ঘাদানিক দিয়ে বিচারের দাবীতে বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে চাইছে। আর বিএনপিকে সমর্থন করলে হয়ে যায় রাজাকার, এই মতলববাজি আর কতদিন? পক্ষে গেলে আঙুর ফল মিষ্টি না গেলে টক, দেশের বিবেকবান জনগণ এই কুমতলব বুঝে গেছে।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
সুমনদেশ বলেছেন: শেখ সেলিমের বেয়াই কুখ্যাত যুদ্ধাপরাধী মুসা বিন শমসেরকে নিয়ে বিস্তারিত তথ্যসহ একটি পোস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হাসিনা-সেলিমের এই আত্মীয়ের ছবিসহ পোস্ট আমরা দেখতে চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সকাল বিকাল রাজাকার ধর,
শেখ হাসিনার বেয়াই কর!
ধন্যবাদ।
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
লিঙ্কনহুসাইন বলেছেন: আপনি দেশ প্রেমিক নয় বিএনপি প্রেমিক
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কোটি কোটি মানুষ বিএনপি প্রেমিক!
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি ভাই সাধারন নাগরিক। আপনাদের মত কারো লেজ ধরে ঝুলে থাকি না। আমি আইজুকেও ছাগু বলে গালি দেয়া পাবলিক।
থাকেন, ছাগুদের লেজ ধরে ঝুলে থেকে হরতাল সফল করেন। আপনাদের আমি ছাগু হিসেবেই জানি, যদিও সবাই আপনাদের বলে ছাগবান্ধব। আমরা আপনাদের শাহবাগে আশাও করি না। জনতাই যথেষ্ট।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমরা কি কাউকে শাহবাগে যেতে বাধা দিছি? তবে কেন আমাদের সাথে পায়ে পারা দিয়ে ঝগড়া? এখানে কি জংলী আইন চলে নাকি যে বিএনপিকে মাস্তানী করে শাহবাগে নিয়ে যাওয়া হবে?
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
সুমনদেশ বলেছেন: দেশের ৯০ ভাগের বেশি মানুষের প্রাণের দাবী তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করা বা সবার দৃষ্টি এখান থেকে সরানোর অপচেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত!
ধন্যবাদ।
২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি কি বলেছি জোর করে নিয়ে যাবো? জামাত শিবিরকে বোমা মারলেও কি এ আন্দোলনে যোগ দেবে?
নিজের ভাব আর বাড়ায়েন না। আপনাদের কেউ ডাকে নাই, যেমন ডাকে নাই ছাগুদের।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সারা রাত রামায়ণ পড়ে বলে সিতা কার বাপ? পোষ্টের শিরোণাম কি দেখা হয়নি? পায়ে পারা ঝগড়া করবে আবার সাফাই গাওয়াও হবে!
২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
মেহ্দী হাসান বলেছেন: Nice articel. A quality pro BNP post very rare in blog. Most of political post either pro AL or JI or by some leftist, BNP should seriously think about it. You should encourage more pro BNP blogger to actively express their view. It will rich political discussion.
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি যা বলি সোজা সাপ্টা বলি। আমার দলীয় পরিচয় কখনই গোপন রাখিনি। আমার এই নিকটাই তার প্রমাণ! সুশীলগিড়ি নিরপেক্ষতার ভান করা আমার দ্বারা সম্ভব নয়।
ধন্যবাদ।
২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
সূর্যবালক২৩ বলেছেন: আওয়ামীলীগের কূটচাল সবসময়ই সেরা ছিলো । এবারও তাঁরা সেরা চালটাই দিয়েছে । আর এই ফাঁদে ধরা দিয়েছে কিছু আবেগী ছেলের দল ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই কিছু আবেগী লোক তাদের বিবেক ও সাধারণ জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলে। এই কারণে দেশের সাধারণ মানুষ ও এই আবেগীদের কাছে হাসিনা ১০ টাকা/কেজি চাউল খায়ানোর ওয়াদা করেও এখন দিব্যি অস্বীকার করে, তা আমি আপনে যতই ভিডিওর প্রমাণ দেখাই না কেন। এরাই আবার আমার সাথে যুক্তিহীন বর্বরের মত চোটপাট দেখায়।
ধন্যবাদ।
২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
না তুমি না আমি বলেছেন: এবার কয়েকটি বক্তৃতায় খালেদা জিয়া বলছেন যে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই ৭১এর অপরাধের বিচার পুরোপুরি আন্তর্জাতিক মানদন্ডে করবেন। যেখানে বিদেশী বিচারক ও বিদেশী আইনজীবি থাকবে। আমার ব্যাক্তিগত দাবী এই বিচার পুরোপুরি জাতিসংঘের কাছে হস্তান্তর করা উচিত। যাতে সাবেক যূগেশ্লাভিয়া, রুয়ান্ডায় একই অপরাধের জন্য যে সকল বিচারক ছিলেন তাদেরকেই যেন আমাদের ৭১এর ঘটনার বিচারের দায়িত্ব দেওয়া হয়। এই ৭১এর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার যেন পুরোপুরি রোম সনদ অনুসরণ করে। তাতে বাংলাদেশের মুষ্টিমেয় অন্ধ আওয়ামীলীগার মেনে না নিলেও দেশের সকল বিবেকবান মানুষের কাছে সহ সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য হবে।
ভাই, আপনার কথারগুলোর সাথে পুরোপুরি একমত পোষণ করছি। তবে ১২ কমেন্টে রিফাত ভাইয়ের কথাও যথেষ্ঠ যুক্তিযুক্ত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রিফাত ভাই মানুষ খারাপ না। তবে উনার বুঝা উচিত যে এই সমস্যা তথা বিচারের ভিতটা মুজিবই দূর্বল করে দেন। যে পাকিস্তানী সৈন্যরা মূল যুদ্ধাপরাধী তাদের ছেড়ে দিয়ে চামচাদের বিচার জটিল ও দুরুহ! কারণ গো আযম, নিজামী এরা পাকিস্তানের বেতন ভূক্ত রাজাকার ছিল। ৭১এ যুদ্ধাপরাধের দায় পাকিস্তান রাষ্ট্রের শাসক ও সামরিক বাহিনীর। ঠিক যেমন সার্বিয়ান প্রেসিডেন্ট মিলোসোভিচ। তাই আমাকে ব্যাক্তিগত ভাবে সমালোচনার আগে ১৯৭২ হতে ধারাবাহিক ভাবে সব ঘটনাবলী বিবেচনায় নেওয়া উচিত।
ধন্যবাদ।
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
রাফসান রাফী বলেছেন: Click This Link
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ রাফী ভাই।
২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
সুমনদেশ বলেছেন: এই কিছু আবেগী লোক তাদের বিবেক ও সাধারণ জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলে। এই কারণে দেশের সাধারণ মানুষ ও এই আবেগীদের কাছে হাসিনা ১০ টাকা/কেজি চাউল খায়ানোর ওয়াদা করেও এখন দিব্যি অস্বীকার করে, তা আমি আপনে যতই ভিডিওর প্রমাণ দেখাই না কেন। এরাই আবার আমার সাথে যুক্তিহীন বর্বরের মত চোটপাট দেখায়।
........................................................................................
চমৎকার বিশ্লেষণ! আওয়ামী-বাকশালী পিগুরা তাদের সকল চুরি-চামারি, কুকর্ম ধামাচাপা দেওয়ার একটা উপলক্ষ পেয়েছে মাত্র। বেশিদিন এটা পাবলিককে খাওয়ানো যাবে না।
* [PIG থেকে পিগু]
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
ঢাকাবাসী বলেছেন: দুটো দলই মূলত ক্ষমতার জন্য উন্মাদ, তবে বর্তমান সরকারপ্রধান তথা আ.লিগ প্রধান একটু বেশী মনে হয়। মাঝখানে আমরা শেষ, মনে কিছু নিবেননা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: না ভাই, মনে কিছু নেইনি। আমার এখানে কেউ গালাগালি ও অশোভন কথা এবং ব্যাক্তি আক্রমণ না করলে তাকে সব সময় স্বাগত জানাই মন্তব্য করার। আমি মনে করি আমার জানা তথ্য ও যুক্তি যথেষ্ঠ নয়। এই আপনারা পাঠক ও ব্লগারগণ থেকে এখনও অনেক কিছু শেখার আছে।
ধন্যবাদ।
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
মাহমুদ েরজা বলেছেন: হাগিয়া গেলাম..
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মাথায় ও শরীরে যা ভর্তি সেটাইতো করবেন। সবাইতো আর জ্ঞানী ও বিবেকবান হয় না!
৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
মাহমুদ েরজা বলেছেন: তুমি জে মুুখ ডিয়া হাগ সেটা সবাি জানে.. Rajaker er bachha...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তুমার মাথা ভর্তি বাকশালী গু তাই হাসিনারে মূখ্যমন্ত্রী কইলেও আনন্দে নাচ....বিএসএফের জারজ আবার কথা ুদাও...যা কোলকাতায় যায় পাদে মা তরম ুদা!
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
এই আমি সেই আমি বলেছেন: হা হা হা ছাত্রদল ছাত্রলীগের ভয়ে শাহবাগে আসছে না, কিন্ত কার ভয়ে ছাত্রদল যুদ্বঅপরাধীর বিচারে সমর্থন জানায়না অন্তত নিরাপদ দুরত্ব থেকে । আর মোহতারেমা খালেদা কার ভয়ে , কিসের অনুরাগে জামাতকে ওদের নৈতিক সমর্থন জানায় আর বীর উত্তম মুক্তিযোদ্বা জিয়া কার ভয়ে কিসের অনুরাগে ৭৫ এ কবর থেকে তুলে এনে বহুদলীয় গণতন্ত্রের নামে জামাত কে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে , গোলাম আজম কে পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে ।
এখনই কিছু জাতীয়তাবাদী ঘেউ ঘেউ শুরু করবেন আওয়ামীলীগ জামাতকে নিয়ে যুগপৎ আন্দোলন করেছে । আমিও দোষী জ্ঞাত অজ্ঞাতসারে আজ জামাতী প্রোডাক্ট ব্যবহার করছি । সবই এরা একই পাল্লায় মাপবে। কিন্তু এসব কিছুর জন্য দায়ী ঐ খেতাবী মুক্তিযোদ্বা জিয়া।
শেখ হাসিনা , শেখ সেলিমের বেয়াই রাজাকার, ঠিক আছে তোরা ক্ষমতায় এসে তার বিচার কর । আমরা নয়া পল্টনে গিয়ে তোদের সমর্থন জানাব ।
কিন্তু তোদের নেত্রী সিলেটের জনসভায় গিয়ে গিয়ে নাম ধরে বলে গো আজম অপরাধী নয় ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মূল পাকিস্তানী যুদ্ধাপরাধীদের শেখ মুজিব কেন ছাড়ল?
আজকে যে মধ্যপ্রাচ্যে ৪০ লক্ষ বাংলাদেশী আছে এটা কোন সাল থেকে যাওয়া শুরু হয়?
আলীগ জামাতকে নিয়ে নাচে তখনই যখন ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। মানে আঙুর ফল মিষ্টিই থাকে। এই পরম সত্যটা বিবেকহীনদের কাছে ঘেউ ঘেউই শুনাবে
বিএনপির কাছে আমার দাবী রোম সনদানুযায়ী বিচার করবে। এটাই যেন তার নির্বাচনী ইশতেহারে থাকে। তারপর জনগণ চাইলে ক্ষমতায় আসবে। কোন আওয়ামী-বাকশালী কুত্তার দয়ায় বিএনপি চলে না।
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
চারু_চারবাক বলেছেন: জামাত শিবিরের কাছে ছাত্রদল বিএনপি তাদের পাছার কাপড় উদোম করে দিবে তাতে আওয়ামী লীগ বা প্রথম আলোর এতো জ্বলে কেন?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৮৬-৮৮ ও ১৯৯৫-৯৬ সালে কোন নেত্রী জানি এই ভাবে জামাতের কাছে উদাম হইচিল? ৮৬ সালে এরশাদের কাছে উদাম হয়ে জাতীয় বেঈমান হয়েছিল
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
একজন ঘূণপোকা বলেছেন: গুনলাম ১২ টা মাদার চোদ ল্যাদাইয়া গেল।
এই আবাল দের কেম্নে বুঝামু, আরে বাবা আওয়ামিলিগ আমলে আন্দোলন কেন করতে হবে বিচার নিয়ে।তারা তো খমতায় এসেছে বিচার করার কথা বলে, আর রায় হয়ে গেছে আন্দোলন করে কি হবে কারন সরকাররের কথায় বিচার তো স্বাধিনভাবে হচ্ছে তাই না।
বাবারা বিএনপি হলে না হয় বিচার কিংনবা আপিল করার আন্দোলন করতে পারতে, এখন তো কররার দরকার নাই তাই না।
আসলে আত্মগাতি বাংলাই বুঝলি না,
আবুল-পদ্মাসেতু-বিশ্বাব্যাংক ঠিক মত তলান গেল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এদের মত অসভ্য-বর্বরদের জন্যই হাসিনা আবুল চোট্টারে দেশপ্রেমিক বানায়া দেয়। এরাই আবার চুরির উপর শিনাজুড়ি করে
ধন্যবাদ।
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: @ চারু_চারবাক ১৯৮৬ সালে পাছার কাপর তুলে এরশাদের কাছে কে পুটু মারা দিয়েছিল ,,,, নিজামি , গুয়াজমের সাথে ১৯৯৫-৯৬ সালে কে যেন সহবাস করেছিল ? ১৯৮৬,, ১৯৯৫-৯৬ সালে রাজাকার ও সৈরশাষক সাথে অবৈধ সহবাসের ফলে জন্মান জারজ গুলার ঘুম হারাম হয়েগেছে ছাত্রদল কে নিয়ে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে যখন আমরা প্রাথমিক ভাবে জানতে পারি যে আবুল হোসেন ঘুষ চেয়েছিল তখন সে তেলে বেগুনে জ্বলে আমার পোষ্টে এসে বেহুদা তর্ক জুড়ে দেয়। ভারতের টিপাই বাধ নিয়ে সে সমর্থন জানায় যার কারণে সামু তার একটি পোষ্ট ড্রাফট করে দেয়! এর মত চরম বিবেকহীন সমর্থক আছে বলেই হাসিনা ৮৬র জাতীয় বেঈমান হিসেবেও আরামসে রাজনীতি করে যাচ্ছে। এদের বিবেক ও আত্না হাসিনা ও বাকশালের কাছে বন্ধক আছে।
অনেক ধন্যবাদ ভাই।
৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: তার মানে আপনে কোটি কোটি মানুষের চেয়ে খুব বেশী বুঝেন? মধ্যপ্রাচ্যে হতে আমাদের প্রবাসী বাংলাদেশীরা বছরে ৮ বিলিয়ন ডলার পাঠায় এটা কি আমাদের জন্য লাভ না ক্ষতি? সেখানে কাজ না পেলে কি হিন্দুস্থানের কাছে পটু মারা দিয়া এই টাকা পাওয়া যাইত?
হুম, আপনার পোস্টে আর মন্তব্য করব না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জামায়াত তথা যুদ্ধপরাধীদেরকে সাপোর্ট দেয়ার জন্য বিএনপিকে অবশ্যই দায় নিতে হবে।
১৯৭৬ সাল হতে মধ্যেপ্রাচ্যে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ হইছে। এটা কিভাবে হয়েছে তা কি কখনও ভেবে দেখেছেন? পটু মারা খাওয়ার কথা আপনেই তুলছেন। আমি কখনই কাউকে আগে খারাপ কথা বলি না।
আপনি মন্তব্য করবেন না করবেন আপনার ইচ্ছা।
৩৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
মুহাই বলেছেন: আপনের মতো লোকেরা না আসলেও চলবে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পোষ্টা পুরাটা পড়ছেন?
৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
মুহাই বলেছেন: আপনের মতো লোকেরা না আসলেও চলবে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কোটি কোটি বিএনপির সমর্থক আসবে না, তাতে আপনাদের এত উষ্মা কেন?
৪০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
অরিয়ন বলেছেন: যখন দেখলাম রাজাকার সাজেদা চৌধুরী সেখানে গিয়ে ভন্ডামীর আশ্রয় নিয়েছে তখনই সন্দেহ হচ্ছিল আন্দোলন হাইজ্যাক হয়ে যাবে। তাই হলো, গতকালই শাহাবাগের আন্দোলন গন্জিকা সেবিদের হাত ফস্কে বাকশালী চাপাতি লীগের দখলে চলে গেছে। এখন সেখানে নারী নির্যাতনের হাটে পরিনত করছে লীগ। আর এখানে ছাত্রদল গেলে লীগ তাদের অপকর্মের দায় ছাত্রদলের উপর চাপিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার সুযোগ খুজবে। আর বাকশালের সহযোগী, 'র' এর এজেন্ট এসব মিডিয়া ফলাও করে বিএনপি বিরোধী প্রপাগান্ডা চালাতেই থাকবে। যেভাবে তারা এখনো নির্লজ্ব ভাবে এই সরকারের মিডিয়া সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।
ছাত্রদলকে ধন্যবাদ জানাই তারা এই আওয়ামী ভন্ডদের সহযোগী না হওয়ার জন্য। ছাত্রদল যখন
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুন্ডালীগ ও প্রশাসন দ্বারা নির্জাতনের স্বিকার হচ্ছে তখন এই
প্রথম আলো কি করে। স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের দোকানিরা যখন পাকিস্থানের এজেন্ট বলে তখন তারা কি করে। শহীদ জিয়া যেমন দেশের সার্থে কারো জন্য অপেক্ষা না করে সহযোগিদের নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তেমনি ভাবে তার হাতে
গড়া ছাত্রদলও দেশের প্রয়োজনে যথাসময়ে এগিয়ে আসবে।
সব কথার শেষ কথা হলো যুদ্ধাপরাধের সু্ষ্ঠ ও সঠিক বিচার অবশ্যই চাই। তা না হলে আওয়ামী বাকশালীরা তাদের সকল অপকর্ম আড়াল করতে, আওয়ামী বিরোধী আন্দোলন দমাতে এবং দেশকে অস্থিতিশীল করতে এই ইস্যূকে ব্যাবহার করবে। সেই সুযোগ তাদেরকে দেওয়া ঠিক হবেনা।
ধন্যবাদ আপনাকে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আর বাকশালের সহযোগী, 'র' এর এজেন্ট এসব মিডিয়া ফলাও করে বিএনপি বিরোধী প্রপাগান্ডা চালাতেই থাকবে। যেভাবে তারা এখনো নির্লজ্ব ভাবে এই সরকারের মিডিয়া সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।
পূর্ণ সহমত!
পিলখানা বিদ্রোহের সময় ভারতীয় বিমানবাহিনী প্রস্তুত ছিল। হতে পারে হাসিনা এদেরকে কুট কৌশলে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিবে। তখন দেশে অরাজকতার সুযোগ নিয়ে ভারতীয় সামরিক বাহিনী ঢুকে পড়বে।
অনেক ধন্যবাদ।
৪১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
সবখানে সবাই আছে বলেছেন: ছাত্র দল বলে কিছু আছে নাকি এখনো? ফিল্ড পলিটিক্স কতদূর করছেন জানিনা, তবে ছাত্র শিবিরে সহয়তা ছাড়া ছাত্রদল এখন একটা পাদও মারতে পারে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনাকে ভাল বলেই জানতাম, কিন্তু আজকে প্রমাণ করলেন যে আপনিও তথ্য ও যুক্তির ধার ধারেন না।
যদি বিএনপি ক্ষমতায় আসে তখন ছাত্রলীগেরও একই হাল হবে, এটা ভেবে দেখেছেন?
৪২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
হিম১২৩ বলেছেন: ছাগুর বাচ্চা ছাগু।দুরে গিয়া মর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তোর বাপের জমিদারী এই দেশ না ব্লগ? আমার মতন কোটি কোটি সমর্থক আছে যারা তোরা জুতায়া সিধা কইরা দিব! ভাগ হিন্দুস্থানী রামছাগল, বিএসএফের গেলমানী কইরা সেখানেই লেদা
৪৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
এই আমি সেই আমি বলেছেন: হা হা হা হা বি এন পি রোম সনদ অনুযায়ী বিচার করবে ; ওরে তোরা সব জয়ধ্বনি কর । ওহে ভ্রাতা মোহতারেমা সিলেটের জনসভায় কোন সনদ অনুযায়ী ঘোষণা দিয়েছিল গো আজম , নিজামী যুদ্ব অপরাধী নয় । নিশ্চয় পাকিস্তানী জেনারেল জামসেদের সনদ অনুযায়ী যেটা ম্যাডাম খুব এঞ্জয় করেন ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ICTটা কি যুদ্ধাপরাধের বিচার নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার? মুজিব পাকি যুদ্ধাপরাধী সৈন্যদের ছেড়ে দেওয়াতে এই দেশে কোন ৭১এর যুদ্ধাপরাধী আইনগত ভাবে থাকে না। তাই এখন একে আইনগত রুপ দেওয়ার জন্যই মানবতা বিরোধী অপরাধ বিষয়টি যুক্ত হয়েছে। সে যাই হৌক এটা অপরাধ। খালেদা হাসিনার মত ১০ টাকা/কেজি চাউল খায়ানোর ওয়াদা করে না। উনি যা বলেন বাস্তব ভিত্তি আছে। আর হাসিনার ছেলে জয়ের জন্ম হলে ৭১এ পাকিস্তানী সেনাবাহিনী মিষ্টি বাটে। এর চেয়ে বেশী কোন মহিলার এনজয়ের কিছু আছে যে প্রথম মা হিসেবে অন্য কেউ মিষ্টি বেটে দেয়
৪৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
একাকী_পথিক বলেছেন: ami akjon kothor awami birodhi... akjon BNP ponthi jubok. but shb cheye boro holo ami akjon Bangladeshi. kosto ta kun jaygay janen... 'Bangladeshi jatiotabad' kotha ta kintu BNP procholon korechilo!! kintu ajker ei khomotalovi BNP netri bindo, Merudondohin Chatro dol er Gordhov type er paralized netribindo der dekhe prochondo hotash! shb kichutei khomota na ane ki akta bar dol ta parto na desher manush er kotah shunte. Awami leagu ki kortese eita amar kache imp na. BNP ki kortese eita ami jante chacchi!! ajkeo dekhlam Kichu neta bollen.... Awami lg caretaker govt er jonno ei natok kortese..!! caretaker gov er jonno dorkarhole abar shobai rastay nambe...shobai andolon korbe..kintu akta bar Rajakar der fashir jonno BNP ki parto na manshuer shate jug dite!! parto na...jur golay bolte j amra JAMAT TYAG korlam !! sposto bashay bolte parto na...RAJAKAr er fashi chara ar kunu dabi nai!! vote kome jeto?? khomotay ashte parten na!! vul dharona!! mansuh amnitei BAL er upor birokto..!! BNP er akta shahoshi podokkhep BNP er image k onek clear kore felto!! ki dorkar pap er bujha niye khomotay ashar?? jekhane onek clean slate win possible?? BNP onek boro akta shujug haraitese..!! even onek boro boro shujug haraitese!! kisher ashay JAMAt er jonno eto bhalobasha!! chure fele dik na... Er pore jodi AWAMI lg jamat ershate kicchu korte chay tkhn ei desher mansuh awami lg k latthi diye desh theke tarabe!!
ar akta kotha... jonogon er kotha shunar chesta koren..jonogon kheple awami-bnp karo rokkha nai.
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমি নিজে দেখছি ১৯৯২-৯৫ সাল যে কিভাবে স্বৈরাচার মূক্ত দেশের নতুন সরকারকে ঘাদানিক গঠন করে অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে জামাত আলীগের সাথে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যোগ দিলে ঘাদানিককে আর খুজে পাইনি ১৯৯৬-২০০১। তাইলে দেখা যায় সবই ক্ষমতার রাজনীতি। বিএনপি কখনই ৭১এর কোন অপরাধকে সাফাই গায় নাই। এটা জামাতের নিজস্ব এজেন্ডা। আমাদের দরকার সার্বভৌমত্ব সচেতন প্রধানমন্ত্রী, হাসিনার মত মূখ্যমন্ত্রী নয় যে দেশবাসী ও সংসদের অনুমোদন ছাড়া গোপন শর্তে ভারতের সাথে চুক্তি করে আসে। আর জনগণের ক্ষেপার কথা বলছেন, সেটা আপনার অবশ্যই নিজস্ব দৃষ্টি ভঙ্গি থাকবে। কিন্তু যেই জনগণ ১০ টাকা/কেজি চাউল ৪০ টাকায় খায় এবং আজকে সঞ্চয় ভেঙে খায় তারপরেও হাসিনার বিরুদ্ধে না ক্ষেপলে বিএনপির বিরুদ্ধে এই বিচার নিয়ে ক্ষেপবে তা আমি মনে করি না। বিএনপি মানেই সার্বভৌম বাংলাদেশ, স্থিতিশীল অর্থনীতি যেখানে জনগণ মহাসুখে না থাকুক কোন সংকটে থাকে না বরং মানুষ কিছুটা হলেও অর্থ সঞ্চয় করতে পারে।
৪৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
জোছনার আলো বলেছেন: "বেয়াই" সহ সব রাজাকারদের ফাসি চাই। আওয়ামী লুটেরাদের ফাঁসি চাই। পদ্মা সেতু খোড়দের ফাঁসি চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই সমস্ত বিষয়ে শাহবাগে জড়ো হওয়াদের মুখে শুনবেন না। দেশের সাধারণ মানুষ আজকে খাদ্যদ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম এমনকি দেউলিয়া হওয়ার পথে সেই দিকে এদের কি আদৌ চিন্তা আছে?
৪৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
জোছনার আলো বলেছেন: পোস্টের বক্তব্যে সহমত এবং প্লাস।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৪৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
ফাহীম দেওয়ান বলেছেন: ভাবে তো মনে লয় বহুৎ তেনা প্যাচাইন্যা নেতা হইয়া গেছেন। আপনার কথায় কোটি কোটী ছাত্র দলের কর্মীরা বহুৎ বড় তাং ফাং করে ফেলবে।
একটা সত্য ও সোজা কথা শোনেন, এই আন্দোলন কোন দল, সরকার ট্রাইব্যুনালের বিরুদ্ধে নয়। একটা রায় যাতে জনগনের মনের চাওয়ার কোন প্রতিফলন হয়নি, এটা সেই রায়ের বিরুদ্ধে আন্দোলন। আপনি বেশী বুঝে ঘরে বসে থাকলে কি হবে, এই আন্দোলনে জামাত-শিবির আর তাদের সংগঠনের সমর্থক ব্যাতীত সব দল ও মতের লোকের ই সমাগম হয়েছে যারা সবাই যেকোন হীন মন্যতার উর্ধে উঠে এক কাতারে জমা হয়েছে। এইটাই দেশ প্রেম, এইটাই বিপ্লব।
যতোই "বাংলাদেশ জিন্দাবাদ" বলে মুখে ফেনা তুলেন না কেন, একজন প্রকৃত দেশপ্রেমিক কখোনো নিজে না জেতে পারলেও অন্যকে উৎসাহিত করবেই। এটাই সংহতি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮ কোটি কোটি লোক বিএনপিকে ভোট দিছে। এটা আপনার মত যারা অন্য ভাবে চিন্তা করে তাদের দয়ায় নয়। ১৯৭২-৭৫ এ মুজিব তলাবিহীন ঝুড়ির দেশ বানাইছে আর জিয়া এটাকে একটা শক্ত ভিতের উপর দাড় করায়া গেছেন। কাজেই কিভাবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠ অর্থনীতিতে রাখতে হয় এই বিষয়ে বিএনপির উপর বাহাদুরি দেখায়েন না। তাই বিএনপিকে কোন সমাবেশে যেতে হবে সেটা তার কোটি কোটি সমর্থকই সিদ্ধান্ত নিবে। কারো চোখ রাঙানিতে বিএনপি টলবে না।
৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
টয় বয় বলেছেন: আওয়ামী বলদরা এই পোস্টে মুখ দেখায় কেমনে?? তোগো মুখে থুতু মারি, পেশাব করি|
তোরা পয়সা খাইয়া বাচ্চু রাজাকাররে ভারতে পাচার করছস| তোরা জামাতের সাথে আঁতাত কইরা কাদের মোল্লারে ফরমায়েশী রায় দিছস|
রাইতের বেলা আওয়ামী লীগ রায় লিখবো আর দিনের বেলায় শাহবাগে কগিচুরি পাকাইয়া আন্দোলনের পিকনিক করবো আবার কইবো ছাত্রদল আইসা খিচুরি খাওয়ায় যোগ দেয় না কেন??
পেশাব করেন আওয়ামী বলদ গুলার মুখে||
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তোরা পয়সা খাইয়া বাচ্চু রাজাকাররে ভারতে পাচার করছস| তোরা জামাতের সাথে আঁতাত কইরা কাদের মোল্লারে ফরমায়েশী রায় দিছস|
ছিঃ ছিঃ দিলেনতো তাদের ইজ্জতরে বাশ! তারপরেও আমার সাথে মাস্তানী করে বেড়ায়। যে তথ্য ও যুক্তি মানে না সে অসভ্য-বর্বর। আমার এই পোষ্ট অনেক আওয়ামী-বাকশালী ও সুশীল বর্বরদের কট করছে এটাই আমার স্বার্থকতা।
ধন্যবাদ।
৪৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: নতুন কোন দল দেখতে চাই। আম্লিগ বিম্পি শুনতে শুনতে কান পচে গেছে। ৪০ বছর ধরে দেশটা এই দুইদলের বৃত্তের ভিতর আটকা পড়ে আছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৫০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
টয় বয় বলেছেন: -
ওরে আওয়ামী বলদের বাচ্চারা, ছাত্রদল যখন শহীদ মিনারে গেলে মাইর খায়, ক্যাম্পাসে গেলে মাইর খায় তখন তোরা কই থাকস??????
তোদের লজ্জা নাই? রাতের বেলা জামাতের সাথে আঁতাত কইরা রায় দিবি আবার সকালে শাহবাগে মিছিল করবি!!
ওয়াক থু তোদের মুখে||
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এদের বিবেক ও আত্না হাসিনার কাছে বন্ধক দেওয়া আছে। এরা হাসিনার ক্ষমতায় যাওয়ার সিড়ি!
ধন্যবাদ।
৫১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
বলশেভিক বলেছেন: প্রথ মালু ওদের পক্ষে লিখবেই।দিল্লির টেকা হালাল করতে হবে না।"র" বর্তমানে বাকশালের বিরুদ্ধে গনরোষকে অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছে।
আজীবন এই ভারতের পাচাটা ভাকুরগুলাকে দেখলাম এসব করতে।সেই একি নাম নাкЕট্যকর্মী,চারুকলার গান্জাখোর পার্টি,বাংলা টানা লীগ,ইসলাম ব্যাশিং মহাজোট,এলজিবিটি বাংলাদেশ শাখা,রাবিন্দ্রিক মোলবাদি,শিবসেনা বিডি ইনকরপোরেটেড ইত্যাদি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দারুণ বলেছেন বলশেভিক ভাই।
অনেক ধন্যবাদ।
৫২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
নিয়েল ( হিমু ) বলেছেন: ছাত্রদল কি তাহলে যুদ্ধাপরাধের শাস্তি মৃত্যুদন্ড চায় না ?
সংহতি প্রকাশ তো করতে পারত !
ছাত্রদলের ইতিহাস তো জাশির পক্ষে ছিল না কখনৈ । কিন্তু আজকের এই গনজাগরন কে লীগের ঘাড়ে দিয়ে ছাত্রদল কি নিজেদের অতিত কে অপমান করছে না ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শেখ হাসিনা মার্কিন মন্ত্রী ষ্টীফেন র্যাপের কাছে বলছে যে সে আন্তর্জাতিক মানদন্ডে বিচার করবে। পরে একই কথা খালেদা জিয়া বলছে। এখন এই রোম সনদে মৃত্যুদন্ড না থাকলে কি করার? তবে বিচারতো না করেনি। এমন বিচার হবে যেন সারা বিশ্বে এটা গ্রহণযোগ্যতা পায়। এই বুড়া অপরাধীরা যদি বাকী জীবন জেলে থাকে এটা মৃত্যুর চেয়ে বেশী যন্ত্রণা। ফাসীতে ঝুলে মাত্র ১০ মিনিটেই শেষ। আর আরো ১০-২০ বছর জেল অনেক বেশী কষ্টকর।
৫৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
টয় বয় বলেছেন: @হিমু বলদ:
তোদের লজ্জা নাই? রাতের বেলা জামাতের সাথে আঁতাত কইরা রায় দিবি আবার সকালে শাহবাগে মিছিল করবি!!
ওয়াক থু তোদের মুখে||
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: টয় ভাই, কেউ যদি ভদ্র ভাবে কমেন্ট করে তাকে কিছু বইলেন না। আমরা তথ্য ও যুক্তির মাধ্যমে আমাদের কথা বলব।
ধন্যবাদ।
৫৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
এস আর সজল বলেছেন: ওয়াও, এখানে তো দেখি ছাগলের খোঁয়াড়। সামুর সব ছাগুগুলা এক হইছে এক জায়গায়।
ছাগুবাদ জিন্দাবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হ বাংলাদেশে কোটি কোটি মানুষ আলীগরে ভোট না দিয়া বিএনপিরে দেয় হেরাও ছাগু! দেশটা কি আপনের পৈতৃক সম্পত্তি? রামছাগলরাই এভাবে আরেকজনকে ছাগু বলে!
৫৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
akash3269 বলেছেন: সিউল রায়হান বলেছেন: বেজন্মা হতে চাওয়াও গনতান্ত্রিক অধিকার, হতে ইচ্ছা হলে হন।
তবে বেজন্মা কুত্তা রাজাকারটার ফাঁসির জন্যে আন্দোলন চলবেই আশা করি। দেশের সাথে গাদ্দারী করা সারমেয়দের ওখানে প্রয়োজন নাই। ওরা ভোটের হাড্ডির লোভে ঘরেই বসে থাকুক
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সিউল রায়হানের মত লোকরা ঘিলু নয় আবেগ দিয়ে চিন্তা করে। এরা গণতন্ত্রকে নয় ফ্যাসিবাদকে সমর্থন করে। যে গেছে তাকে যেমন কেউ বাধা দেয়নি তেমনি কেউ না গেলে সেটা তার ব্যাক্তি স্বাধীনতা। এটাই যারা মানে না তারাই ফ্যাসিষ্ট এবং বেজন্মা! বিএনপি একাধিক বার সরকারে আসছে কোনটায় যাবে আর কোনটায় যাবে তা কোন ফ্যাসিষ্ট বেজন্মার কাছে শিখতে হবে না।
৫৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
দমকল৮৬ বলেছেন: যেসব খান...র ছেলেরা এই খানে ল্যাদাইতছে তাদের কাছে প্রশ্ন জাতির নাতিন যখন ৭.৫ ইঞ্চি মেশিনের গুঁতা খায় তখন ওই গুঁতা বন্ধ করতে এরা কোন পদক্ষেপ নেয় না কেন ?
পোঁদ জ্বলে খালি বিএনপি কি করল না করল এই নিয়া ।
তিনটা করে কুত্তা ধইরা একটা কুত্তিরে করলে নতুন একটা কুত্তালীগ পয়দা হয় ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এই জন্যইতো মুজিব ১৯৭৫ সালে বাকশাল ও ৪টি রেখে সব সংবাদপত্র নিষিদ্ধ করেছিল। তখন তারা কোথায় ছিল? এই সেকল চেতনাধারী কখনও কেউকি বলে যে মুজিব কাজটা অন্যায় করে গেছে? বরং মুজিবের বাকশাল ও সংবাদপত্র নিষিদ্ধ করাকে সমর্থন করে। এরাই আবার বিএনপির উপর চোটপাট দেখায়। পরবর্তীতে নির্দলীয় সরকার ও সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি আসবে সেটা তারা দেখেও না দেখার ভান করে। সব ভন্ডের দল।
অনেক ধন্যবাদ।
৫৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
মাহির কাবির বলেছেন: are bujhen na vai.....
hasina bodhy moti vai re raite lagaite dai......
tai ek2 dalali kre r ki !!!!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ছিঃ ছিঃ এটা বলে না
ধন্যবাদ।
৫৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
রাফসান রাফী বলেছেন: জামায়াত- আওয়ামীলীগ ভাই ভাই!
কাদের মোল্লার ফাঁসি নাই!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৫৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
বাঁশ বাগান বলেছেন: বিচারের রায় নিয়ে যেহেতু ক্যাচাল লাগছে, তার মানে বি.এন.পির দাবী অনুসারে বিচার নিরেপেক্ষভাবে হচ্ছে না, রাজনৈতিক ভাবে হচ্ছে সেটাই কি আপনি বলতে চান?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই স্কাইপি স্ক্যান্ডালের পর এমন মনে হওয়া কি অযৌক্তিক?
৬০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
টয় বয় বলেছেন: বাজি ভাই:
আপনারে ট্যাগ দিলে ঐ কমেন্ট মুছে কুত্তাদের ব্লক করবেন| কুত্তাগুলায় ওগো নাতা-নেত্রীর জামাতের সাথে সহবাস ঠেকাইতে না পাইরা লাগছে এখন ছাত্রদল আর আপনার পিছে|
আওয়ামী বলদ গুলারে জিগান, শাহবাগে না গিয়া সুধা সদনে গিয়া ঘেরাও করুক|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যারা নোংরা গালি দিছে সবাইরে জুতা দিয়া পিটাইয়া আমার এখান থেকে গদাম দিছি। বাকী কিছু মানুষ কঠিন শব্দ ব্যাবহার করলেও তাদের অনেকে একটু পুরানো তাই এলাউ করছি। নতুবা তারা বলবে আমি ভিন্নমত সহ্য করি না। আশা করব তারাও যেন আমাকে ব্যাক্তি আক্রমণ না করে আমার পোষ্টের তথ্য ও যুক্তির উপর ফোকাস রাখতে।
ধন্যবাদ টয় ভাই।
৬১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
স্বাধীকার বলেছেন:
ছাত্রদল মিলাদ পড়ে আনুষ্ঠানিক ভাবে সেখানে না গেলে কি ছাত্রদলের কেউ সেখানে যায়নি? আমরা কি মানসিকভাবে সমর্থন দিইনি? সাধারণ মানুষের আবেগকে মূল্যায়ন করিনি? অবশ্যেই করেছি, অবশ্যই যুদ্ধাপরাধের বিচার চাই, চাইবো। কিন্তু মতলবী বিচারের নামে সাময়িকভাবে আম্লীগ লাভবান হবে, আখেরে একদিন এই মতলবী বিচারের কারণে যুদ্ধাপরাধীরা হিরো হবে-এরকম ফাঁদে ছাত্রদল যাবে কি যাবেনা সেটার সিদ্ধান্ত ছাত্রদলই নিক।
তবে সাধারণ মানুষের প্রত্যাশা যে ছাত্রদল তাদের পাশে থাকলে-তাদের আন্দোলন বেগবান হতো, দাবীটি আরো ন্যায্যতা পেতো-এই প্রত্যাশাকে অন্যায় হিসাবে দেখছিনা, বরং ছাত্রদলের প্রতি এখনো সাধারন মানুষের যে ভরসা ও বিশ্বাস আছে সেটাকে মূল্যায়ন করতে চাই।
কোনো কোনো বলদ বলছে, খালেদা জিয়া গোলাম আযমকে নিরপরাধ বলেছেন, তাই খালেদা জিয়া রাজাকার তোষণকারী, তাকে ঘৃণা করছেন। কিন্তু এই বলদরা এটা বলছেন না যে, স্বয়ং প্রধানমন্ত্রী জনসভায় বলেছেন আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নন। এই খানে বলদেরা রাজাকার তোষণ দেখতে পায়না। কারণ তারা মতলবী। সত্যিটা হলো খালেদা জিয়া বলেছেন রাজনৈতিক বিবেচনায়-যা জোট না থাকলে সেটার আর গুরুত্ব নেই। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন আত্মীয়তার বিবেচনায়-যা সকল সময়ই বহাল থাকবে এবং সম্পর্ক বজায় রাখতেই হবে। তাহলে কোনটা বেশী আতংকের রাজনৈতিক নাকি আত্মীয়তা? বলদদের কাছে প্রশ্ন থাকলো।
রাজাকার কাদের মোল্লার রায় হওয়ার পর ভি-চিহ্ন দেখানোকে আমি বিজয় হিসাবে দেখছি। কাদের জানতো তার অপরাধের বিবেচনায় বিচারে ফাঁসি হবে, কিন্তু হয়নি, তাই তিনি বিজয়ী ভি-চিহ্ন দেখানোর মতো দৃষ্টতা দেখিয়েছেন। জনগণও হতাশ হয়েছে চরমভাবে এই রায়ে। জনতার প্রবল প্রত্যাখানকে উপলব্ধি করে সাথে সাথে মতলবী আম্লীগ অভিনয়ে নেমে পড়ে, রওনা হয় শাহবাগের দিকে বাধ্য হয়ে, জনতার থুঁতু চাটার ভয়ে। দলীয় ছাত্রলীগ নামিয়ে আগেই শাহবাগ দখলে নেয় জনতার ঘৃনা থেকে বাঁচতে একাত্ম প্রকাশকারী সাজেদারা -যা সবই নাটকের অংশ মাত্র।
মামলার রায় হওয়ার পর পর বিখ্যাতদলবাজ অন্ধ আম্লীব্লগার এস্কিমো ভাই এই রায়কে মেনে নিতে সবক দেওয়ার মতো একটি পোস্ট দেয় আম্লীগকে ডিফেন্ড করতে, ব্লগার ও্ুহো নসিয়ত করে যে যারা এই রায়ের বিরোদ্ধে অবস্থান নিবে তারা ভুল করবে-ফাঁদে পা দিবে!!! আমরা সব খেয়াল করেছি, সংগ্রহও করেছি এসব ডকুমেন্ট। কারণ আমরা জানতাম বুলপাল্টানো আম্লীগের ক্রনিক ডিজেজ। সময়ে সব প্রমান করা যাবে।
দেশপ্রেমিক জনতার দাবি ছিলো যুদ্ধাপরাধের বিচার, আম্লীগের মতলব ছিলো সুবিধাবাদী রায় প্রদানের মাধ্যমে জাতিকে ঘুম পাড়িয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ধান্ধা। ফলে পুলিশ কাস্টডি থেকে নির্বিঘ্নে আজাদী লাভ করলো রাজাকার আজাদ। নিখোঁজ রাজাকারের হলো ফাঁসি-জনতা মিস্টি বিতরণ করলো বহু স্থানে, কিন্তু কুখ্যাত কাদেরের বেলা আসলো যাবৎজীবন, ভি-দেখালো কাদের। জনতার হাতে বিতরণের জন্য থাকা মিষ্টি গুলোকে আম্লীগ বানিয়ে দিলো বিষের মতো তেতো অখাদ্য। সন্দেহাতীত ভাবে অপরাধ প্রমানের পরও এমন রায় আসায় সরকার যে কোনো অংকের ভিতর দিয়ে যায়নি-এটা বিশ্বাস করার মতো মুর্খ শাহবাগে একটিও নেই। উপায়হীন আম্লীগ পাছার কাপড় বাঁচাতে মেকাপ নিয়ে অভিনয়ে নামার আগেই সেখানে পাঠায় ছাত্রলীগ, তারপর আসে মঞ্চে অভিনয় করতে!! এসব আমাদের কাছে আরো ক্লিয়ার হবে জাস্ট কয়েক দিনের মধ্যেই।
আজ যারা শাহবাগ স্কয়ারে রাজাকার যুদ্ধাপরাধীদের ফাসিঁর দাবীতে না খেয়ে, না ঘুমিয়ে, চিৎকার করে শ্লোগান দিচ্ছে, স্বাধীনতার গান গেয়ে মানুষকে উজ্জিবীত করছে-তাদের দেশপ্রেমকে আমি শ্রদ্ধা করি, তাদের মহৎ উদ্দেশ্যকে আমি সারাজীবন প্রত্যাশা করবো। কিন্তু আমার সামান্য জীবনের অতীত অভিজ্ঞতায় এটুকু বলতে পারি এই মহৎ নিবেদিতপ্রাণ আন্দোলন থেকে আমাদের দৃশ্যমান কোনো অর্জন শাহবাগের গোলচক্করের বাইরে আম্লীগ আনতে দিবেনা। যেখানেই আম্লীগ মুখ দিবে-সেখানের সব কিছুকেই নষ্ট করে দিবে। আম্লীগ এখন হয়তো সাধারণের সাথে আছে বলছে, কিন্তু তারা এখন চরম বিব্রতকর অবস্থায় পড়েই আছে। বিব্রতকর অবস্থাটি কাটিয়ে উঠলেই আম্লীগ সেখানে একশো চুয়াল্লিশধারা জারি করতে একমিনিট সময়ও নিবেনা। কষ্ট পাচ্ছি এটা আশংকা করে- যে তরুনেরা আজ দেশপ্রেমের টানে রাজাকার যুদ্ধাপরাধীদের ফাসিঁর দাবীতে শত কষ্টকে মেনে নিলো, তারা যখন কিছুই পাবেনা, তখন আগামীর কোনো ন্যায্য আন্দোলনে এই তরুনেরা দেশের প্রয়োজনে ঘরবের হতে দশবার অতীতকে ভাববে-যা আমাদের জন্য শক্তিহীনতার সামিল হবে।
প্রকৃত দেশপ্রেমি তরুন প্রজন্মের কাছে অনুরোধ থাকলো খেয়াল রাখবেন রায়দাতারা যেন তাদের রায়কে জাস্টিফায়েড করে সুবিধা নিতে না পারে এবং কমিটমেন্ট থাকলো, যদি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীর এই আন্দোলন আপনাদের হাতে থাকে, আপনাদের দ্বারাই পরিচালিত হয়-তাহলে কেবল আমি নই, সকল জাতীয়তাবাদী ব্লগার আপনাদের সাথে থাকবো, থাকবো থাকবো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রিয় স্বাধীকার ভাই, কেউ শাহবাগে যায় তাকে অসম্মান করি না। সেটা যার যার ব্যাক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। একটা পর্যায় পর্যন্ত বিএনপির প্রতি শোভন ভাবে দাবীও তারা জানাতে পারে সেটাও গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখন বলে জিয়া ও খালেদা রাজাকারদের প্রতিষ্ঠা করছে তারা ছাগল তখনই অবশ্যই তাদেরকে কঠোর ভাষায় জবাব দেই। কারণ এরা মুজিব আমলে কি করছে তারপর ১৯৮৬-৮৮, ১৯৯৫-৯৬তে জামাতকে নিয়ে একজোট হইছে সেটা বলে না। এই কারণেই শাহবাগের জমায়েতকে পুরোপুরি বা গ্রহণযোগ্য পর্যায়ে একটা দেশের ভালোর জন্য কোন মহৎ উদ্দেশ্য তার প্রতি সন্দেহ থেকেই যায়। ভাই আপনে নিজেই বলছেন;
আম্লীগ এখন হয়তো সাধারণের সাথে আছে বলছে, কিন্তু তারা এখন চরম বিব্রতকর অবস্থায় পড়েই আছে। বিব্রতকর অবস্থাটি কাটিয়ে উঠলেই আম্লীগ সেখানে একশো চুয়াল্লিশধারা জারি করতে একমিনিট সময়ও নিবেনা।
এই বিশেষ অংশের প্রতি পূর্ণ সহমত।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক সহমত।
৬২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
নাইট রিডার বলেছেন: ছাত্রদল শাহবাগে যাবে না এটা তার দলীয় স্বাধীনতা।
সহমত
কিন্তু এই শাহবাগে যাওয়াটা কিন্তু আওয়ামি বা ছাত্রলীগ শুরু করেনি, করেছে কিছু মানুষ যারা চায় যুদ্ধাপরাধীদের ফাঁসি, সেই আন্দোলনে যদি বি এন পি যোগ দিত সেটাও কিন্তু হত তাদের স্বাধীনতা। এখানে প্রশ্নটা স্বাধীনতার চেয়ে বি এন পির ভুল সিদ্ধান্তের, জানি বি এন পির কোটি কোটি সমর্থক আছে, কিন্তু এই আন্দোলনে একাত্নতা প্রকাশ করলে তাদের সেই কোটি কোটি সমর্থন কমতো না বরং বাড়ত। এই আন্দোলনে যোগ না দিয়েও হয়ত বি এন পি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে, কিন্তু যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে এই গণ আন্দোলনে যোগ দেয়াটাই হত রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত।
আমি জানি আপনার মত আরও অনেক বি এন পি পন্থী ব্লগার আছে যারা চান রাজাকারদের ফাঁসী, তারা চান এই আন্দোলনে যোগ দিতে, বাধাটা কেবল দলীয় সিদ্ধান্তের। এবং এই সিদ্ধান্ত নেয়ার সকল অধিকার বি এন পির আছে, কিন্তু মনে হয় সিদ্ধান্তটা ভুল।
আপনি ব্লগার চাপাডাঙার চান্দুর কমেন্টটি আবার পড়তে পারেন।উনার কমেন্টের সাথে সহমত।
চাঁপাডাঙার চান্দু বলেছেন: শাহবাগে যারা অবস্থান করছেন, তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। সেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গও আছেন, আশা করি উনারা জনমানুষের কোন আন্দোলন হতে যে কোন রাজনৈতিক দলের ক্রেডিট নেওয়ার অপচেষ্টা প্রতিহত করবেন।
'সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো' এই হলো আওয়ামী লীগের অবস্থা। মানুষ তো আর এতো বোকা নয় যে ওঝার বাঁশির সুরে নাচবে। কিছু হাম্বা গলাবাজি করলেও মানুষ এইসব কামরুল, সাজেদার কথায় কান দিবেনা।
আর ছাত্রদলকে নিয়ে আমি একটু হলেও আশাহত। এদেশের মিডিয়া ১৯৭০ এর ছাত্রলীগের কথা বললেও, ৯০'এর সেই ছাত্রদলের কথা কখনোই বলে না, যারা এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছিল। যেই ছাত্রদল সামরিক সরকারকে পরাভূত করেছিল, তারা কেন উপরের নির্দেশের অপেক্ষা করবে? জনমানুষের কাতারে মিশেই বর্তমান স্বৈরাচারকে হঠাতে হবে।
তাই যে কোন গণ মানুষের আন্দোলনে যোগ দিতে পারাটাই ভাল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শাহবাগে স্বেচ্ছায় কারো গণ সমাবেশে যোগদানে আমার কোন আপত্তি নাই।
আমি দেখেছি ১৯৯১ সালে যখন বিএনপিকে জামাত তাদের ১৮টি সিট দিয়ে সরকার গঠনে সমর্থন দিল তখন শেখ হাসিনা বলল "বিএনপিকে একদিনেওর জন্যও শান্তিতে থাকতে দিব না"। তারপর ঘাদানিক গঠন করে ১৯৯২ সালে গণ-আদালত হল এবং গো আযমের ফাসীর ঘোষণা হল। এরপর যখন দেশের রাজনীতি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে যায় তখন ১৯৯৫ সালে জামাত আলীগের সাথে যোগদান ও একই সাথে সংসদ থেকে পদত্যাগ করলে ঘাদানিককে আর খুজে পাইনি। এমনকি ১৯৯৬-২০০১ মেয়াদেও হাসিনা এই বিচার করেনি। যদিও সে ঘাদানিকের কাছে ওয়াদা করছিল। আর ঘাদানিকতো আলীগের উইং। তারা কোন দুঃখে আলীগের বিরুদ্ধে আন্দোলন করবে। তাইলে দেখা যায় আলীগকে ক্ষমতায় আসতে সহায়তা করলে জামাতের বিরুদ্ধে কিছুই বলে না ঘাদানিক। কিন্তু জামাত বিএনপির পক্ষে গেলেই যত্ত দোষ। কাজেই এই সকল মতলবী এজেন্ডায় আমার জড়িত হওয়া সম্ভব নয়। দেখা যাবে শেষমেশ হাসিনা ও আলীগ এর ফসল ঘরে তুলবে। যেমন ১৯৯৬তে করেছিল। এই প্রসঙ্গে উপরে ১১২ নং কমেন্টে দেখেন স্বাধীকার ভাই কি বলছে;
আম্লীগ এখন হয়তো সাধারণের সাথে আছে বলছে, কিন্তু তারা এখন চরম বিব্রতকর অবস্থায় পড়েই আছে। বিব্রতকর অবস্থাটি কাটিয়ে উঠলেই আম্লীগ সেখানে একশো চুয়াল্লিশধারা জারি করতে একমিনিট সময়ও নিবেনা।
কাজেই সেই ১৯৭২-৭৫, ১৯৯৬-২০০১ এবং ২০০৯ সালে জাতি সব সময় আওয়ামী-বাকশালীদের কাছে প্রতারিতই ও আশাহত হয়েছে। বেশীর ভাগ ভাল মানুষ শাহবাগে জমায়েত হলেও আওয়ামী তস্কর ও গুন্ডাদের হাতেই তার লাগাম থাকবে। আমার বা বিএনপির পক্ষে জেনে শুনে এই সহ মরণে যাওয়া সম্ভব না।
ধন্যবাদ।
৬৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: লেখক @ কথার পিঠে কথা বলা যাবে । কিন্তু আপাতত কিছু বলতে মুঞ্চাইতেছে না ।
আমি অন্য একজনকে জবাব দিতে এই কমেন্টে আসলাম ।
টয় ছাগল @ (যদিও ফালতু দাবি) রাতের আঁতাত ধামা-চাপা দেয়া গেলেও দিনের হাতাত ( ) ধামাচাপা দিতে পারবি ? নে এইবার নিজের ছেপ নিজে চাইটা খা ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি কিন্তু টয় বয়রে বলছি কারো ভদ্র কমেন্টে ব্যাক্তি আক্রমণ না করতে। আমার এই ব্লগে ভদ্র ভাবে তথ্য ও যুক্তির মাধ্যমে কমেন্টকারীদের জন্য সব সময়ই খোলা। তাই আশা করি এটাও আপনার তাকে এখানে শেষ আক্রমণ করে কমেন্ট।
৬৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
আহমদ আফজাল বলেছেন: এটা আওয়ামীলীগের সমাবেশ নয় এটা সাধারণ মানুষের আন্দোলন ।
ছাত্রদলের সেখানে অংশগ্রহন করা উচিত ছিল । আফসোস জাতির এত বড় অর্জনে বিএনপির কোন কৃতিত্ব নেই ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই দয়া করে ১১৩নংকে দেওয়া জবাবটা দেখে নিয়েন।
ধন্যবাদ।
৬৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
নাইট রিডার বলেছেন: কাজেই সেই ১৯৭২-৭৫, ১৯৯৬-২০০১ এবং ২০০৯ সালে জাতি সব সময় আওয়ামী-বাকশালীদের কাছে প্রতারিতই ও আশাহত হয়েছে। বেশীর ভাগ ভাল মানুষ শাহবাগে জমায়েত হলেও আওয়ামী তস্কর ও গুন্ডাদের হাতেই তার লাগাম থাকবে। আমার বা বিএনপির পক্ষে জেনে শুনে এই সহ মরণে যাওয়া সম্ভব না।
ভুলটা এখানেই। সাধারণ মানুষ চাচ্ছে এই আন্দোলনটা যেন কোন দলের হাতে না পড়ে, এর প্রমাণ তারা দিয়েছে হানিফ-সাজেদাদের ঘটনায়। এটা আওয়ামি বা কোন দলীয় আন্দোলনে পরিণত হবে না তখনই যখন সবাই দল মত নির্বিশেষে এখানে যোগ দিবে, বি এন পি আসলে এই উদ্দেশ্য আরও ভালভাবে সফল হত। বি এন পি যোগ না দেয়ায় আপনি যে আশংকার (ফসল আওয়ামী লীগের ঘরে যাওয়া) কথা বলেছেন তার সম্ভাবনা বাড়ল বৈ কমল না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনি একটা জিনিস নিশ্চিন্ত থাকুন যদি এই সমাবেশ আদৌ হাসিনা বা আলীগের কোন নোংরা রাজনীতির উদ্দেশ্য সফল না করে কোন ভাল কিছু অর্জন করে বিএনপি তার বিরুদ্ধে যাবে না। কিন্তু যেহেতু ঘড় পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায় তাই আশা জাগে না। যেমন সিলেটে ইলিয়াস আলীর গুম হওয়া, মির্জা ফখরুলকে একে ঠুনকো মামলায় দিনের পর দিন বন্দী রাখা এবং অরাজনৈতিক সাগর-রুনীর হত্যাকান্ডর জন্য খুনীর গ্রেফতার না হওয়া সহ বহু কারণ আছে যা আশা নয় শংকা জাগায়।
৬৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭
দরিদ্র তারা বলেছেন: ভাই কৌটি বিএনপি প্রেমিক বলে কি হবে!!!
এখানে তো শেখ হাসিনা বা মুজিব্রে নিয়ে কিছু হচ্ছে না...
কেউ নিজের জন্য যায় নায় জাষ্ট বিবেকের টানে গেছে, হয়ত হতে পারে কেউ কিছু আশা নিয়ে গেছে সব তো আর না কিন্তু আপনার কথায় তো সন্ধেহ হচ্ছে আসলে আপনি কি বলতে চান?
কি কাদের মোল্লা মাদারচোদের বিচারে ফাঁসি দিলে ভুল হবে না যাবতজীবন দিলে ভুল হবে না আর কিছু!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি কি এই গণ সমাবেশে কারো যাওয়ার বিরুদ্ধে বলছি? তাই স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে বিএনপির যাওয়া নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে কেন? ১৯৯২ সালের গণ-আদালতের সময়ও বলা হয়েছিল এটা কোন দলীয় সমাবেশ নয়। পরের ঘটনা কি আর নতুন করে বলতে হবে? বিএনপি বাংলাদেশের বেশীর ভাগ সময় ক্ষমতায় ছিল, তাই কে কি সন্দেহ করল তার চেয়ে তার সিংহভাগ জাতীয়বাদে বিশ্বাসী কি ভাবল, দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিই বেশী জরুরী। মনে রাখবেন আলীগকেও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জাপার সমর্থন নিয়েই সেই ১৯৯৬ হতে ক্ষমতায় যেতে হচ্ছে। এরশাদ সাপোর্ট না দিলে বা জোট না করলে হাসিনা বা আলীগের পক্ষে একক ভাবে ক্ষমতায় যাওয়া আর সম্ভব নয়।
৬৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বাজি ভাই আপনি নিশ্চয় জানেন আমি হর্ডকোর বিএনপি সমর্থক ,,, আমি শাহাবাগে যে পরিবর্তনের হাওয়া দেখতে পারছি , তাতে বিএনপির উচিত এই আন্দলনের সাথে একত্বতা ঘোষনা দিয়ে , প্রেসবিফিং ডেকে জামাতকে জোট থেকে বের করে দেওয়া ,,, জামাতের অপকর্মের ভাগ আমরা কেন নিব ,,,
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই হুযুগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি আমি নই। এখন অনেক কিছু চাইলেও বলতে পারছি না। খালি ধৈহ্য ধরে দেখেন বিএনপির এই সমাবেশ এড়িয়ে চলা যুক্তিযুক্ত হয় কিনা। উপরে স্বাধীকার ভাইয়ের বক্তব্য সেটাই ইঙ্গিত দেয়।
ধন্যবাদ।
৬৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: যাক, সাজাপ্রাপ্ত পলাতক আসামি র মাথায় বাজির চাইতে ঘিলু একটু হলেও বেশি আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আর তুমার মাথায় ঘিলু বহুত বেশী!
৬৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: যাক সাজাপ্রাপ্ত পলাতক আসামির মাথায় বাজির চাইতে একটু হলেও বেশি ঘিলু আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তবে যত যাই বল হাসিনার ধূরন্ধর ঘিলুর কাছে আমরা অসহায়। এই শাহবাগের গণ-জমায়েত হতে হয় হাসিনা লাভবান হবে নতুবা আলীগের বিরুদ্ধে কিছু হওয়ার আগেই পুলিশের হস্তক্ষেপ হবে।
৭০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২
বাঁশ বাগান বলেছেন:
লেখক বলেছেন:.........এই শাহবাগের গণ-জমায়েত হতে হয় হাসিনা লাভবান হবে নতুবা আলীগের বিরুদ্ধে কিছু হওয়ার আগেই পুলিশের হস্তক্ষেপ হবে।
বিশাল ভাবে সহমত
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমার জ্ঞান বুদ্ধি কম থাকতে পারে কিন্তু অতীত ইতিহাস হতে হাসিনা ও আলীগ ধূরন্ধরে ধূরন্ধর, এই কারণেই এদেরই সমমনাদের সাথে কোন হুযুগে সহজে তাল দেই না। পরিস্থিতি অত সোজা না। বহুত জটিল ও প্রতারণাপূর্ণ।
ধন্যবাদ।
৭১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮
নিরীহ জন বলেছেন: বহু কষ্টে হাসিনা তার প্রতিপক্ষ নির্মূলের জন্য অন্যতম হাতিয়ার হিসাবে এই যুদ্ধাপরাধ ইস্যুটা দাঁড় করিয়েছে। কেন বি এন পি হাসিনার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাসিনার দিকে সর্বাত্মক সহযোগিতার হাত প্রসরিত করছেনা? অথচ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রি হিসাবে বি এন পি.র কাছ থেকে এ সহযোগিতাটুকু পাওয়ার হকদার। বি এন পির উচিত ছিল হাসিনার এই মোবারক ইচ্ছা বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতায় অগ্রসর হওয়া। তা ছাড়া হাসিনা দয়া করে এতদিন বি এন পি কে এদেশে বিরোধীদল হিসাবে থাকার সুযোগ দিয়েছে। এর জন্যও তো একটা কৃতঞ্গতাবোধ থাকা উচিৎ!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: চুরি, বাটপারি, র্দূনীতি-লুটপাট ও জুলুমের শাসন করে হাসিনা ও তার দলের পায়ের নীচে মাটি নেই। তাই টিকে থাকার একটাই উপায় এই বিচার নিয়ে নোংরা রাজনীতি করা। আযাদের যেখানে হয় মৃত্যুদন্ড সেখানে তারচেয়েও বেশী অপরাধের জন্য কাদের মোল্লার যাবজ্জীবন...এর অর্থ কি? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যতই এখন ঘোলাটে হবে সব হাসিনার বর্তমান আমলের কূকীর্তি চাপা পড়বে। এটাই হাসিনা ও তার সমর্থক সুশীল গংরা চায়
ধন্যবাদ।
৭২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
এই আমি সেই আমি বলেছেন:
"ছাত্রদল শাহবাগে যাবে না এটা তার দলীয় স্বাধীনতা তাতে বাকশালী ও প্রআলোর গত্রদাহ কেন?"
না না যুক্তি দেখাচ্ছেন কেন ছাত্রদল শাহ বাগে যায়নি । সে অধিকার আপনার আছে, কিন্তু যখনই আমরা কেন ছাত্র দল যায়নি তার কোন ব্যাখ্যা দেই তখনই টেনে আনেন এটার সাথে অপ্রাসংগিক পদ্মা সেতু ,সাগর রুনি ,বিশ্বজিথে,৯৫ সালে জামাতের আওয়ামীলীগের যুগপৎ আন্দোলন ইত্যাদি ইত্যাদি । এগুলোর সাথে আমরা অবশ্যই একমত। এ গুলার তদন্ন্ত এবং বিচার আমরাও চাই । কিন্তু কথা হচ্ছে ছাত্রদল কেন শাহবাগে যায়নি?
অনেক যুক্তি দেখাচ্ছেন , চাপাতি লীগের ভয়্, দেশব্যাপী আপনাদের বিপুল সমর্থন , আপনারা কেন অন্যের হুকুম তামিল করবেন ইত্যাদি ইত্যাদি ।কিন্তু আমি মনে করি ছাত্রদলের না যাওয়ার কারন তারেক জিয়ার সেই পল্টনের বিখ্যাত ; আমাদের মতে কুখ্যাত ঘোষণা জামাত বিএনপি ,শিবির ছাত্রদল একই বৃন্তের দুইটি ফুল , এক মায়ের পেটের দুইটি ভাই । আর অতি সাম্প্রতিক খালেদা সিলেটের জনসভায় ঘোষণা করেছেন গো আজম , নিজামি যুদ্ব অপরাধী নয়।
আমি মনে করি এটাই ছাত্রদলের শাহ বাগে না যাবার আদি ও অকৃত্রিম কারন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৯৫ সালে জামাতের আওয়ামীলীগের যুগপৎ আন্দোলন ইত্যাদি ইত্যাদি ।
মানে তখন আঙুর ফল ছিল খুবই মিষ্টি। আর বিএনপির সাথে জামাত থাকলে এটা টক....তাই এই মতলবাজি ও নোংরামী আর কতদিন? বিএনপি আর যাই হৌক র্দূনীতিবাজ, লুটপাট কারী, জুলুমবাজ মূখমন্ত্রী হাসিনার ক্ষমতায় যাওয়ার ও থাকার হাতিয়ার হবে না।
৭৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বাজি ভাই আমি শুধু আমার মনের কথাটা বললাম ,,, অবশ্যই নীতিনর্ধারকরা আমার থেকে বেশি জানে ও বুঝে ,, তবে আমার মতে বিএনপির এই মুহুর্তে কিছু একটা করা উচিত,,
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমি হুযুগে নয় বরং ঠান্ডা মাথায় চিন্তা করার পক্ষে। পরবর্তী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হলে ইনশাল্লাহ বিএনপিই ক্ষমতায় আসবে। তার জন্য শাহবাগে যাওয়ার কোন দরকার নাই।
ধন্যবাদ ভাই।
৭৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
এই আমি সেই আমি বলেছেন: আমি ২৩ নাম্বার কমেন্টে উল্লেখ করেছি আপনি কি চালাকির সাথে মূল প্রাসঙ্গিক উত্তর এড়িয়ে যান। এবারও আপনি তাই করলেন ।
অনেক যুক্তি দেখাচ্ছেন , চাপাতি লীগের ভয়্, দেশব্যাপী আপনাদের বিপুল সমর্থন , আপনারা কেন অন্যের হুকুম তামিল করবেন ইত্যাদি ইত্যাদি ।কিন্তু আমি মনে করি ছাত্রদলের না যাওয়ার কারন তারেক জিয়ার পল্টনের বিখ্যাত ; আমাদের মতে কুখ্যাত সেই ঘোষণা ; জামাত বিএনপি ,শিবির ছাত্রদল একই বৃন্তের দুইটি ফুল , এক মায়ের পেটের দুইটি ভাই । আর অতি সাম্প্রতিক খালেদা সিলেটের জনসভায় ঘোষণা করেছেন গো আজম , নিজামি যুদ্ব অপরাধী নয়।
আমি মনে করি এটাই ছাত্রদলের শাহ বাগে না যাবার আদি ও অকৃত্রিম কারন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সত্য ঘটনাকে চালাকি ভাবলে করার কিছু নাই। বিএনপি তার নিজস্ব একটা আদর্শ আছে। এর জন্যই তাকে কোটি কোটি লোক ভোট দেয়। আমরা দেখেছি ছাল নাই কুত্তার বাঘানাম ধারী যারা নিজ মার্কায় পাশ করতে পারে না এমন বাম দল গুলোকে ধর্মনিরপেক্ষতার জন্য, রাষ্ট্রধর্ম বাতিল ও ধর্মীয় দল বাতিল দাবীতে পুলিশ প্রশাসন নগ্ন ভাবে হরতালে সহায়তা দিছে। আজকে এই প্রশাসন নিরপেক্ষ থেকে ১৮ দলীয় জোটকে এই ভাবে গণজমায়েত করতে দিক শাহবাগের চেয়ে ১০ গুণ মানুষ আসবে। এখন প্রশ্ন হল হাসিনা এটা হতে দিবে কি? শাহবাগের যাই হৌক সব হাসিনার নিয়ন্ত্রণেই থাকবে। এখান থিকে সব ফসল হাসিনাই তুলবে। ছাত্রদল হাসিনার কুশাসন রক্ষার জন্য ক্রীড়ানক হবে না।
৭৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ম.র.নি বলেছেন:
শাহবাগে যদি ছাত্রদল না যায় তার মানে কি তারা রাজাকারের ফাঁসি চায় না?আমি শিউর প্রচুর জাতীয়তাবাদী ব্লগার আছেন যারা এখন শাহবাগে রয়েছেন।দলগত বা পার্টির ব্যানারে হয়ত তারা নেই কিন্তু তারা আছেন।আর রাজাকারদের বিচারের ভার কি আওয়ামিলীগের একার রেসপন্সিবিলিটি?কি বিচার করছেন তা তো দেখতেই পাচ্ছি।নিজেদের মধ্যেই অনৈক্য লক্ষনীয়।টাকলু প্রতিমন্ত্রী কামুকরুল কি আইন বানালো যে এখন এই আইন নিয়ে সমালোচনা হচ্ছে আর বি এন পি কিছু বল্লেই বিচার বিরুধীতা করছে।রায় হয়ে গেছে এখন কি হবে শাহবাগে জমায়েত হয়ে?এই ফ্যাসিস্ট সরকার কি আপনাদের কথা শুনবে?মনে হয় না। তারা এটা উপজীব্য করে নতুন ফায়দা লুটার চেস্টা করবে। নব্য রাজাকার সাজেদা, ফালতু হানিফ তারা অলরেডি জুতার বাড়ী খেয়েছে।সামুতে 'পেইড এজেন্ট' দালাল বা কিছু পীর আছেন যেমন 'মিঃ এস্কিমো ও আরেকজন '্হো' তারা অলরেডী বলেছেন আন্দোলনে না যেতে কিন্তু মুরীদেরা উনাদের কথা না শুণেও শাহবাগে অবস্থান নিয়েছেন।কিছু লেনদেন হবে পরে আস্তে বোল পাল্টে নতুন 'মূলা' ঝোলানো হবে।শাহবাগে আপনারা বলুন সবারকাছে গ্রহনযোগ্য বিচার যেন হয় কেও যেন বাদ না পরে।যারা আওয়ামিলীগ ও জামাতীদের আসল আঁতাত জানেন না আপানারা দয়া করে ফিউশন ফাইভের পোস্টের রাজাকারদেরও চিনুন ও জানুন Click This Link এ সব শুয়রের বাচ্চাদেরও যেন যেন বিচারের আওতায় আনা হয় তাহলে ছাত্রদলও যাবে,দরকার হয় ছাত্রলীগের কাধে কাধ মিলিয়ে স্লোগান দিবে রাজাকারে ফাঁসি চাই দিতে হবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমি বুঝি আইন তার নিজস্ব গতিতে চলবে। প্রচলিত ICTতে যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী হবে তার অবশ্যই ফাসী হওয়া উচিত। এখন হাসিনা গং কেন ইদুর-বিড়াল খেলতাছে সেটা তারা বেশ ভাল করেই জানে। ক্ষমতার লোভে হাসিনা কত লোভী ও নীচে নামতে পারে সেটা আমি জানি। তারপরেও বলব যার ইচ্ছা সে যাক শাহবাগে এবং কোন ভাল ও ন্যায্য কিছুর পাওয়ার জন্য তার প্রতি শুভ কামনাও থাকল।
ধন্যবাদ ভাই।
৭৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
বিপদেআছি বলেছেন: ধুর পুরান ক্ষ্যাতা তুলেন কেন?? লিগ, বিএনপি দুটাই হারামি , এদের জন্যই জামাতের এত সাহস বাড়ছে, এই গনরোষের মাধ্যমে জেগে ওঠুক বাংগালি, পুড়ে যাক যত অনাচার, বিশ্বের বুকে মাথা তুলে দাড়াক আমাদের দেশ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যইতো ১৯৯৬-২০০১ সালেই বুইঝা গেছি হাসিনা কি চিজ! জামাতের নেতাদের বিচার না করে টু শব্দটাও করেনি আলীগ এবং ঘাদানিক।
৭৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আকাশী কন্যা বলেছেন: ধুর কি বলেন এসব? ছাত্র দল যায় নাই মানে? হয়তো ছাত্র দলের নেতারা যায় নাই, বি এন পির নেতারা যায় নাই। কিন্তু আজকে আমাদের ভার্সিটি থেকে ৫৬ জন গিয়েছি যাদের মধ্যে ১০-১২ জন তো ছাত্রদলের সদস্য এবং শুধু তাই নয় তারা এই আন্দোলনের সমর্থক, এই আন্দোলনের সুবিধা কে নিচ্ছে, কে নিবে এটা কোন অজুহাত হতে পারে না। আমি দুইটি কারন দেখাচ্ছি।
১। আওয়ামীলীগ বারবার এই সেইম ইস্যু ইউজ করতে পারবে না যদি যুদ্ধাপরাধের এই বিচারটা শেষ হয়ে যায়, তাই আমি মনে করি বি এন পি এর উচিত এই মুহূর্তে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা কারন রাজাকারদের এই দায় তো শুধু ওখানে যারা যাবে তাদের একার নয় এটা আমাদের সমগ্র জাতির। তাই না? হ্যা আপনি রোম সনদ বলছেন আরো অনেক হাবিজাবি। কিন্তু এটাকে এতো প্যাচানির কি আছে? ওরা জেকজন ধরা পড়েছে তারা চিনহিত যুদ্ধাপরাধী। দরকার হলে আরো যারা বাহিরে আছে বি এন পি ক্ষমতায় গেলে তাদের ও বিচার করবে। সমস্যা কি?
২। আপনি বলেছেন বি এন পি এর সাথে কোটি কোটি সমর্থক আছে। হ্যা সত্যি তাহলে তো এই রাজাকারদের দলের সাপোর্টের কোন দরকার নাই বি এন পি এর? তাই নয় কি? তাহলে কেন এই দলটিকে নিজেদের গায়ের সাথে পরগাছার মত ঝুলিয়ে রাখা? কেন ছুড়ে ফেলছে না? কারা আছে বি এন পি এর হাই কমান্ডে? বি এন পি নেত্রী আমি যা বুঝি সব সিদ্ধান্ত উপদেস্টাদের কথায় বেইজ করে নিচ্ছেন। সেই সব উপদেস্টাদের কেন ছুড়ে ফেলছে না?
দেখুন আমি নিজেও বি এন পি এর সমর্থক। এটা আমার ফেবু প্রোফাইলে সব সময় ঝুলে ছিলো।
আর তাই আমি মনে করি ছাত্রদলের সদস্যদের উচিত বি এন পি এর হাই কমান্ডকে বাধ্য করা যেন এই মুহূর্তে সেই সকল দুর্নীতিগ্রস্থ উপদেস্টাদের ছুড়ে ফেলা এবং সেই সাথে জামাতের সঙ্গ ত্যাগ করা নয়তো বি এন পি এর সমর্থন অবশ্যই কোটি থেকে নেমে আসবে। আমি সাবধান করে দিচ্ছি হারিছ চৌধুরীর মত উপদেস্টারা পাশে থাকলে বি এন পি কে এই গ্লানি সারা জীবন বয়ে বেড়াতে হবে।
ভুলে যাচ্ছেন কেন এটা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের জাতির ভিত্তির প্রশ্ন। আজ যদি আমাদের দেশ সাধিন না হত তবে আওয়ামীলীগ বি এন পি কোন দল ক্ষমতায় আসতে পারতো না, আর যাদের জন্য , যে ত্রিশ লক্ষ শহীদের জন্য হাজারো নির্যাতিতা মেয়েদের জন্যে আমাদের এই স্বাধীন দেশ আমরা পেয়েছি তাদের জন্যে কি আমরা এভাবে বসে থাকবো?
আপনাদের এই সকল অবুঝ প্রপাগান্ডা জামায়াত আর শিবির কে আশ্রয় দিচ্ছে, এটা কেন বুঝতে পারছেন না?
আজ একটা পেইজে দেখলাম ফেবুতে লাকী আক্তার কে বেহায়া আরো আজে বাজে কথা বলে প্রচার চালাচ্ছে। কিন্তু কারা চালাচ্ছে? কিভাবে চালাচ্ছে? হোলি কাউ যে ছেলে এটা চালাচ্ছে সেই ছেলে কি জানে না ঐ মেয়েটি হাজারো নির্যাতিতা নারীর ভয়েস হিসেবে ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে?
এটাও প্রশ্নবিদ্ধ হল কিভাবে?
এই প্রশ্রয় পাচ্ছে তারা এভাবেই।
আজ প্রজন্ম স্কয়ারের আন্দোলন সম্পর্কে আপনার ধারনা কম থাকায় অনেক কিছুই বললেন যে এর সুবিধা হাসিনার সরকার নিবে, আমি আপনার সাথে একমত নই। এই আন্দোলন তো কেবল শুরু। এই আন্দোলন থেকেই আসবে পরবর্তী জাগরণ, সকল দুর্নীতির বিরুদ্ধে। তখন শুধু খালেদা হাসিনা সব দউরানির উপ্রে থাকবে।
সচেতন হোন, দলের চেয়ে দেশ অনেক বড় এটাই শুধু মাথায় রাখুন। আর হ্যা ওখানে গেলেই বুঝতে পারতেন আই আন্দোলনের সুবিধা আমরা কোন দল কে নিতে দিবো না। এই আন্দোলন আমাদের সমগ্র জাতির যার বেনিফিট অফ দাউট পুরো জাতিই ভোগ করবে।
ধন্যবাদ আপনাকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রোম সনদের কথা কেন বলছি সেটা পোষ্টেই ব্যাখ্যা করা আছে। বিএনপির সমর্থকরা তার দলের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার করার কথা না থাকলেও ভোট দিবে। আমার কথা হল রোম সনদ দিয়ে বিচার করলে এই বিষয়ে আলীগ তার নোংরা ও অশূভ উদ্দেশ্যতে চিরতরে ব্যার্থ হয়ে যাবে।
এই ব্লগে চান্দু ও স্বাধীকার ভাই উনারাও জাতীয়তাবাদী হয়ে গেছে, আমি কি উনাদের কাউকে বাধা দিছি। তবে বেশীর ভাগই যাবে না। কার হাসিনা ধূরন্ধরের ধূরন্ধর।
বাংলাদেশের ভিত শহীদ জিয়া শক্ত করে গেছেন। ভারত উপেক্ষা করে মধ্যপ্রাচ্য ও চীনের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ছেন। এই কারণেই উনাকে আই.এস.আইয়ের অপবাদ শুনতে হয়।
সে যাই হৌক আপনারা আপনাদের উদ্দেশ্য সফল করে নিজেরা নতুন প্লাটফর্ম করে জনগণের ভোট নিয়ে সরকার গড়ার চেষ্টা করেন। নির্দলীয় সরকার ও সুষ্ঠ ভোটের নিশ্চয়তা পেলে বিএনপি আলাদা ভাবে জনগণের কাছে ভোটের জন্য যাবে। তখন দেখব দেশের সাধারণ জনগণ কাকে বেছে নেয়।
৭৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আকাশী কন্যা বলেছেন: ৯৫ এর অজুহাত দিচ্ছেন ক্যান? ও চুরি করলে আমার চুরি করাও কি জায়েজ হয়ে যাবে নাকি? ফালতু যুক্তি। কুত্তায় কামড় দিছে তাই আমিও কুত্তারে। :/
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কুকুরকে কামড় না দিলেও কমসে কম মুগুর দিয়া দুই এক ঘাতো লাগানো যায়
তারা জিয়াকে অপবাদ দেয় যে জামাতকে জিয়া প্রতিষ্ঠা করছে। কিন্তু ১৯৭২-৭৫ এ মুজিব যুদ্ধাপরাধী পাকি সৈন্যদের ছেড়ে দিছে এবং এই জামাতী নেতাদের আনতে চাইছে সেটা বলে না। কাজেই আপনার কাছে ৯৫ অজুহাত হলেও ১৯৯১-৯২ ঘাদানিক দিয়েই আমি এটা বিবেচনা করি। আমি দেখেছি কিভাবে একটা নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য হাসিনা কারসাজি করে ঘাদানিক গঠন করেছিল।
৭৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
টয় বয় বলেছেন: আকাশী কন্য:
ইমোশনাল কথা কইতাছেন ক্যান?? ছাত্রদল কি ঢাকা বিশবিদ্যালয়ের ক্যাম্পাসে পা দিতে পারছে??
এখন কি ছাত্রদল মিছিল নিয়ে শাহবাগে যেতে পারবে? ঐখানে এখন বাম-ছাত্রলীগ আার ছাত্র ইউনিয়ন সাধারন জন গণের ইমোশন নিয়ে খেলা করছে|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: টয় বয় ভাই, রিভার্স নিকের অভাব নাই। সামুতে এখন দেখি মাত্র ৫/৬ দিনের মধ্যেই জামাতীরা নিক জেনারেল হয়েই উল্টা পাল্টা পোষ্ট, কমেন্ট দেয় এই ICTর বিচার নিয়ে এবং সর্বশেষ শাহবাগের জমায়েত নিয়ে। চুলতো আর এমনে এমনে পাকেনি
এদের নিক গুলা একটু নজড়ে রাইখেন কেমন পল্টি দেয় তারা
৮০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
হৃদয় বাংলাদেশ বলেছেন: পোস্টের বক্তব্যে একমত। +
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৮১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার/যুদ্ধাপরাধীদের তালিকা :
১. খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর
ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির
চেয়ারম্যান।
২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান
আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।
৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।
এই দেশে কোন রাজাকারই থাকতে পারবেনা !!
সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক ।
বন্ধুরা, সব রাজাকারের একই শাস্তি কি হওয়া উচিৎ নয় কি ??
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই বালদের উদ্দেশ্যে বলবেন;
সকাল বিকাল রাজাকার ধর,
শেখ হাসিনার বিয়াই কর!
এটাই তাদের জন্য বিশাল পুরস্কার!
৮২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এই আমি সেই আমি বলেছেন: অনেক যুক্তি দেখাচ্ছেন , চাপাতি লীগের ভয়্, দেশব্যাপী আপনাদের বিপুল সমর্থন , আপনারা কেন অন্যের হুকুম তামিল করবেন ইত্যাদি ইত্যাদি ।কিন্তু আমি মনে করি ছাত্রদলের না যাওয়ার কারন তারেক জিয়ার পল্টনের বিখ্যাত ; আমাদের মতে কুখ্যাত সেই ঘোষণা ; জামাত বিএনপি ,শিবির ছাত্রদল একই বৃন্তের দুইটি ফুল , এক মায়ের পেটের দুইটি ভাই । আর অতি সাম্প্রতিক খালেদা সিলেটের জনসভায় ঘোষণা করেছেন গো আজম , নিজামি যুদ্ব অপরাধী নয়।
আমি মনে করি এটাই ছাত্রদলের শাহ বাগে না যাবার আদি ও অকৃত্রিম কারন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যই তো বললাম ১৯৮৬-৮৮, ১৯৯৫-৯৬ জামাত যখন হাসিনা ও আলীগের সাথে ছিল তাই আঙুর ফলও মিষ্টি কিন্তু বিএনপির সাথে গেলেই তা টক!
১৯৮৬ সালের জাতীয় বেঈমান হাসিনা কি চিজ তা কারো থেকে নতুন করে তেমন কিছু শেখার নেই।
৮৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
এস আর সজল বলেছেন: "রাজাকারের বিচার চাই ইয়ে মানে তবে"
মাদারচুদে শিবির করে জেনে রাখো সবে"
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তোর হাসিনা মা কোলকাতায় গিয়ে মূখমন্ত্রীর ডাক শুনে হাসে তখন তুই কোথায় থাকস? দেশের কোটি কোটি বিএনপি সমর্থক কি তোর বাপের জমিদারী? যা তোর বিএসএফের জওয়ানগো কাছে গিয়া সেবা দে!
আর আমি এখন দেখব সামু এই অসভ্য মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয় কিনা! আমি যেমন ভদ্র ভাবে ব্লগের আইন মেনে লিখি তেমনি সামুরও কঠিন মডারেশন আশা করি এই সমস্ত অসভ্য-বর্বর যে ব্লগার গুলা আমাকে এই ভাবে আক্রমণ করে।
৮৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
সবুজ ভীমরুল বলেছেন: মইত্যা রাজাকারদের ফাঁসি চায়না এমন লোক বাংলাদেশে হাতে গোনা কিছু আছে। সবারই নৈতিক ভাবে শাহবাগের আন্দোলনে সমর্থন আছে।
কিন্তু এখন দেখা যাচ্ছে এই দাবীর সাথে অনেক লেজ যুক্ত হচ্ছে, ইসলামী ব্যাংক নিষিদ্ধ, ইসলামী রাজনীতি নিষিদ্ধ, অমুক প্রতিষ্ঠান নিষিদ্ধ..........................!! ফাইজলামী নাকি? এইগুলা কি মুদি দোকান যে চাইলেই বন্ধ করা যায়?? এইগুলা এখন রাষ্ট্রিয়করন করতে চাইলে দেশের অর্থনীতিতে ভয়াবহ চাপ পড়বে, এইগুলা কি কেউ বুঝে না!!
ইসলামী রাজনীতি কেন নিষিদ্ধ করবে?? আসলে, বামবাদিরা এই আন্দোলন থেকে নিজেরা হালুয়া রুটি খাইতে চায়!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই বিএনপি কোন বিবেকহীন ব্যাক্তি বিশেষ বা গোষ্ঠীর দয়া ভিক্ষাতে ক্ষমতায় আসেনি। দেশের কোটি কোটি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাকে ক্ষমতায় আনছে ১৯৯১ ও ২০০১এ। এ ছাড়া ১৯৯৬ ও ২০০৮এও কোটি কোটি মানুষের ভোট পেয়েছে। কাজেই বিএনপি কোন বিবেকহীন দাবীর কাছে নত স্বীকার করবে না। আমার ও বিএনপির ষ্ট্যান্ড এক তথা এই মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদন্ডে হবে। আর বাকি প্রতিষ্ঠান যা নিষিদ্ধের ও শাস্তির দাবী জানাইছে তাও প্রচলিত আইনের ভিত্তিতে নির্ধারিত হবে।
ধন্যবাদ।
৮৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট পড়লাম, কিছু বললেই তো ব্লক দেন। তাই কিছু প্রশ্ন মনে জাগলেও .......... জ্ঞানী মানুষদের মাঝে কথা বলা সাজে না(লাস্ট টাইম এমনই বুঝিয়েছিলেন আচরনে)
শুধু একটা প্রশ্ন করি ভাই, শাহবাগে যাক বা না যাক, বিএনপি কি জনতার শ্রদ্ধা হারাচ্ছেনা এমন একটি দলের সাথে থেকে? সিমপ্ল এন্ড ইজি, জাস্ট এন্সার দিস।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই দেশের জনগণের স্বাধীনতা যে তারা কোন দলকে ভোট দিবে। তারা কারো গোলাম নয়। বিএনপি জনসমর্থন হারাচ্ছে না হারাচ্ছে সেটা নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হলেই বুঝা যাবে।
৮৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩
নরাধম বলেছেন:
হাহা, কিন্তু গাত্রদাহ হওয়াটাও কি ব্যক্তি/দলীয় স্বাধীনতা না?!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৯২ সালেও গণ-আদালতে বিএনপি ছিল না তাই বলে কি ২০০১এ পুনরায় ক্ষমতায় আসেনি? কারো শাহবাগে সমাবেশে যোগ দেওয়া যেমন ব্যাক্তি স্বাধীনতা তেমনি কারো না যাওয়াটাও একই ব্যাপার। বিএনপি কখনই কোন ইস্যুতে কাউকে বলে না যে এখানে সবাইকেই আসতেই হবে। দেখা যায় বেশীর ভাগ মানুষই বিএনপির পক্ষে আছে। আলীগেরও ক্ষমতায় যেতে হলে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জাপার সমর্থন লাগে। ১৯৯৬ হতেই প্রমাণিত যে আলীগ একক ভাবে আর ক্ষমতায় যেতে পারবে না। তাই বিএনপির নিজেদের উপর যথেষ্ঠ আত্নবিশ্বাস আছে।
৮৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলার সংবিধান কি রাজাকার এর সাথে হাত মেলানকেও "ব্যাক্তি স্বাধীনতা" হিসেবে মেনে নেয়!?! স্যালাইন দিয়ে রাজাকার এর দুর্বল দলকে পুষ্ট করার অনুমতি দেয়? যাদের কিনা সরাসরি জঙ্গি সম্পৃক্ততা আছে? অতীতের পুনর্বাসন এর কথা না হয় নাই বললাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শুনেন আপনি ইতিহাসের ধারাবাহিকতায় না গিয়ে পছন্দ মত বিষয় জুড়ে দিচ্ছেন। ১৯৮৬-৯০, ১৯৯৫-৯৬ আলীগ ও জামাত এক সাথে সরকার বিরোধী আন্দোলন করছে। তাইলে ভোটের জন্য বিএনপি ও জামাত জোট গড়লে অসুবিধা কেন হবে? ২০০১এ তো তারা ক্ষমতায় এসেছিল।
৮৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
ওই চোরা বলেছেন: স্বাধীকার ভাই সুন্দর বলেছেন
আওয়ামীরা শাহবাগ নিয়ে ফায়দা লুটার অপচেষ্টা কইরা ধরা খাইয়া এখন নানা কথা
নাস্তিকদের নষ্টামী তুলে ধরাও নাকি উস্কানী এদের নিয়ে কইযে যাই???
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৮৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লেখক বলেছেন: শুনেন আপনি ইতিহাসের ধারাবাহিকতায় না গিয়ে পছন্দ মত বিষয় জুড়ে দিচ্ছেন। ১৯৮৬-৯০, ১৯৯৫-৯৬ আলীগ ও জামাত এক সাথে সরকার বিরোধী আন্দোলন করছে। তাইলে ভোটের জন্য বিএনপি ও জামাত জোট গড়লে অসুবিধা কেন হবে? ২০০১এ তো তারা ক্ষমতায় এসেছিল।
এর পড়ে আর কোন প্রশ্ন করার নাই। যদিও ১৯৮৬-৯০, ১৯৯৫-৯৬ এর আগে ১৯৭৫-১৯৭৬ আসে। তবে আজকের পোষণে বিএনপিই দায়ী। এবং যুদ্ধপরাধিদের সাথে থেকে নিজেদেরকেও তাদের দোসর বলেই প্রমান করে চলেছে, তাও ইমানদার দোসর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৪০ সিট, আলীগ ৮৮, জাপা ৩৫ এবং জামাত ১৮টি সিট পায়। যখন বিএনপি ও জামাত সমঝোতা হয় যে সরকার গঠনে তারা সমর্থন করবে তখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন খালেদাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য শপথ নিতে আমন্ত্রণ জানায়। তখন হাসিনা আন্দোলনের হুমকি দেয়। পরে খালেদা প্রধানমন্ত্রী হলে হাসিনা বলে "বিএনপি সরকারকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দিব না"। তখনই জামাতের বিরুদ্ধে ঘাদানিক গঠন করে যুদ্ধাপরাধের বিচারের দাবী তুলে। পরে ১৯৯৫-৯৬ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পুনরায় জামাত ও আলীগ একাট্টা হয়। তখন ভুলেও হাসিনা যুদ্ধাপরাধের ইস্যু তুলেনি। এমনকি ১৯৯৬-২০০১এও ঘাদানিক এই নিয়ে কোন উচ্চ-বাচ্চ্য করেনি।
তাইলে এর অর্থ একটাই হাসিনার ক্ষমতার জন্যই এই যুদ্ধাপরাধের ইস্যু। এই হাসিনার মতলবী বুদ্ধির জন্য গোটা দেশকে অশান্ত করা হচ্ছে। হাসিনার যে মতলব তার দ্বারা নিরপেক্ষ, সুষ্ঠ ও ন্যায্য বিচার সম্ভব নয়। এই কারণেই হাসিনার মতলবী উদ্দেশ্য হাসিল করে এমন কিছুতে বিএনপি ও ছাত্রদল যাবে না।
৯০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২১
নুর মাহমুদ বলেছেন: সাবাস বস । ঠিক কথাই বলেছেন। কারো কথায় আমরা নাচি। আমাদের নাচনের দরকার না কোথায় যাওয়া দরকার সেটা আমরা ভাববো।
ধন্যবাদ সাহসী পোষ্টের জন্য।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। কে কোথায় কোন সমাবেশে যাবে না যাবে সেটা তার ব্যাক্তিগত ইচ্ছা ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু তাই বলে আরেকজনকে যেতেই হবে তার জন্য জোরাজুরি করা অভদ্রতা।
ধন্যবাদ।
৯১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ছাত্রদল শাহবাগে যাবে না এটা তার দলীয় স্বাধীনতা তাতে বাকশালী ও প্রআলোর গত্রদাহ কেন?
দলীয় স্বাধীনতা তো বটেই তাবে কি দেশ দলের চেয়ে ছোট?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
লেখক বলেছেন: শুনেন আপনি ইতিহাসের ধারাবাহিকতায় না গিয়ে পছন্দ মত বিষয় জুড়ে দিচ্ছেন। ১৯৮৬-৯০, ১৯৯৫-৯৬ আলীগ ও জামাত এক সাথে সরকার বিরোধী আন্দোলন করছে। তাইলে ভোটের জন্য বিএনপি ও জামাত জোট গড়লে অসুবিধা কেন হবে? ২০০১এ তো তারা ক্ষমতায় এসেছিল।
ভোটের রাজনীতির ব্যনারে দল লীগ তাদের সাথে আতাত করে এসেছে বলেই তো আমরা ৪৩ বছর ধরে আবর্জনা পুষছি। আর কিছু বলার নেই।
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
৯২| ২৩ শে মে, ২০১৩ ভোর ৬:০৯
মিতক্ষরা বলেছেন: শাহবাগের ভাগাড়ই গন্তব্য ছিল
২৩ শে মে, ২০১৩ ভোর ৬:১১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৯৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯
মোমেরমানুষ৭১ বলেছেন: গনমঞ্চ এখন টাকা ভাগাভাগি নিয়ে ব্যস্ত
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
৯৪| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮
একজন ঘূণপোকা বলেছেন:
বিএনপি যেটা পাচ মিনিটে বুঝে আবালেরা সেটা এক বছরে বুঝে
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আওয়ামী-বাকশালীরাও বুঝে। কিন্তু ঐ যে বলি তাদের শুধু জ্ঞান-বিবেক না বরং তাদের আত্না সমূহ হাসিনা ও ভারতের কাছে বন্ধক দেওয়া। দেখেন না হাসিনার উপদেষ্টা মসিউর বলে "ভারতের কাছে ফি চাওয়া অসভ্যতা"।
ধন্যবাদ।
৯৫| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
মদন বলেছেন: জয়বাংলা
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
শুধুই অর্ক বলেছেন: ম্যা ম্যা করার অনেক সময় পাবেন । দেশের প্রতি ভালবাসা থাকলে শাহবাগ আসেন ।