নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

জামাতকে নিষিদ্ধ করতে না পারলে জোটের জন্য বিএনপিকে অপবাদ দেওয়ার কোন নৈতিক অধিকার আলীগের নাই!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮





গণতন্ত্রে একটা কথা আছে Majority should be granted!



এই কথা বিবেচনায় নিলে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টিরও বেশী আসনে জেতা শেখ হাসিনার আওয়ামীলীগের পক্ষে মাত্র ২ সিটের জামাতকে নিষিদ্ধ করা কোন ব্যাপারই ছিল না। জামাতকে নিষিদ্ধ করার ১০০% বৈধ ক্ষমতা আছে আলীগের। কিন্তু ২০১০ সালের ২৩শে জুলাইয়ে আলীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী হাসিনা বলেন;



“আমি ব্যক্তিগতভাবে কোন দল নিষিদ্ধ করার বিপক্ষে । কারন রাজনীতি করার অধিকার সবার রয়েছে..........”







কালের কণ্ঠ / ২৩ শে জুলাই , ২০১০ / শেখ হাসিনার বক্তব্য জামায়াত নিষিদ্ধকরণ বিষয়ে



Click This Link



(কৃতজ্ঞতা ব্লগার দাসত্ব)



অর্থ একটাই হাসিনা জেনে শুনে জামাত সমর্থকের ভোট বিএনপিতে যেতে দিবে না। তার লক্ষ্য হয় জামাতকে বৈধ দল হিসেবে রেখেই বিএনপি হতে তাকে সরিয়ে রাখা। আর তা না করা গেলে বিএনপিকে ৭১এর ঘাতকের সহযোগী দল হিসেবে অপবাদ দেওয়া। তাইলেও যদি হাসিনার আলীগ ভোটের অংকে লাভবান হয়। জামাতকে নিষিদ্ধও করবে না কিন্তু বিএনপিকে ঠিকই অপবাদ দিয়েই যাবে! বিষয়টি ভন্ডামি ও অনৈতিক হলেও হাসিনা ও তার বিবেকহীন অনুসারীদের বলে কথা।



দীর্ঘ মেয়াদের রাজনীতি ও শাসন ক্ষমতা একমাত্র ভোটের দ্বারাই একটি গণতান্ত্রিক দেশে নির্ধারিত হয়। এখন যখন হাসিনা, আলীগ ও তার চামচারা লক্ষ চেষ্টা করেও বিএনপি ও জামাতের জোট ভাঙতে পারল না তখন সাধুর মুখোশধারী আলীগের কিছু বুদ্ধিজীবি ও সমর্থক এবং ভন্ড সুশীল গং বার বার এবং এখনও বলে ৭১এর মুক্তিযোদ্ধা জিয়ার দল কত ভাল কিন্তু সমস্যা হল জামাতকে সঙ্গে নিয়ে জোট করা। একে ত্যাগ করলেই বিএনপিকে কত্ত সুন্দর লাগবে! :D



তাই ইশপের গল্পে বর্ণিত শিয়াল ও কাকের কাহিনী মনে পড়ে গেল! :D

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

স্মিথ হাসান বলেছেন: Click This Link

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি আমার পোষ্টের ফোকাসেই থাকতে চাই।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

Admiral General আলাদীন বলেছেন:
জামাত নিষিদ্ধ হলে সবচয়ে বেশি লাভবান হবে বিএনপি। কারন জামাতের যে ভোট ব্যাংক এর জন্য তাদের জোটে রাখা হচ্ছে, তা স্থায়িভাবে বিএনপির হয়ে যাবে। কারন, জামাত নির্বাচনে না থাকলে জামাত সমর্থকরাতো আর আওয়ামীলীগকে ভোট দিবেনা বরং বিএনপিকেই ভোট দিবে।
আর কেউ বলতেও পারবেনা যে, বিএনপির সাথে স্বাধীনতাবিরোধী দল জোট করেছে। তাই ঐসব তথাকথিত সুশীলদের মুখ বন্ধ হবে।

বড় ক্ষতি হবে আওয়ামীলীগের। কারন, "ওরা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপাধী, রাজাকার, মৌলবাদী," অথবা "আমরাই স্বাধিনতার পক্ষের শক্তি" . ইত্যাদি ইত্যাদি বলতে পারবে না। তাই তারা যেসব অতি-অবেগপ্রবন মানুষের ভোট পায় সেসব ভোটও হরাবে। তাই........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগের কাজই হল গুরুত্বপূর্ণ অনেক সমস্যার পুরা সমাধান না করে তা ঝুলিয়ে রাখা। কারণ তাতে রাজনীতির মাঠ গরম রেখে প্রতিদ্বন্দী দলের উপর অনৈতিক সুবিধা পাওয়া যায়।

ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: জামাত শিবির নিষিদ্ধ করা কোনো দলের দাবি না, জনগনের দাবি। জনগনের সাথে না থাকার সিদ্ধান্ত নেয়ার অধিকার বিএনপির আছে। সহমত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ বিএনপি কোটি কোটি সাধারণ মানুষের ভোট পায়। কাজেই বিএনপির সাথে জনগণ নাই সেটা অন্ধ ও বিবেকহীন বাকশালীদের পক্ষেই দাবী করা সম্ভব।

জনগণ আইন বানাতে পারে না। একটি দল ক্ষমতায় যেয়ে সংসদে আইন বানানো ও তা বৈধতা দেওয়ার ক্ষমতা আছে। এইবার ২০০৮ আলীগ সরকারের কাছে সূবর্ণ সুযোগ জামাত নিষিদ্ধ করার। কিন্তু প্রতারণা করেই যাচ্ছে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: বিএনপি যেনো কোন দল?

যে দলের কোনো প্রতিনিধি একবারের জন্যও শাহবাগ যাননি। যে দলের সভা-সমাবেশ থেকে গণজাগরণের পরও একবারও যুদ্ধাপরাধীদের ফাঁসিতো দূরের কথা, বিচারের দাবিও উঠেনি। যে দল ক্ষমতায় থাকার সময় যুদ্ধাপরাধীদের বিচার দাবি করার জন্য শহীদ জননী জাহানারা ইমামকেও রক্তাক্ত করেছে। যে দল ক্ষমতায় থাকার সময় এই আন্দোলনের উদ্যোক্তা জাহানারা ইমামসহ বরেণ্য ব্যক্তিদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে।

বিএনপি হল সবচেয়ে বড় ভন্ড, রাজাকারের দোসর। হান্নান শাহ, মির্জা ফখরুলের মত গবেটের দল এখন বিএনপি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যারা সব দল নিষিদ্ধ করে মাত্র ৪টি সংবাদপত্র রাখে তাদের মত অসভ্য-বর্বরদের কাছে বিএনপি কোন দল মনে না হওয়াটাই স্বাভাবিক। জিয়া ও এই বিএনপিই বহুদলীয় গণতন্ত্র পুনঃউদ্ধার সহ সকল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিছে। এই কারণেই আলীগের পুনঃজন্ম হইছে। ১৯৯১ সালে বিএনপি কেন পরবর্তীতে ২০০৮ পর্যন্ত কোন নির্বাচনী ইশতেহারেই এই বিচার নিয়ে কোন ওয়াদা করেনি। কোটি ভোট পেয়ে ক্ষমতায় আসছে কাজেই কোন গর্দভের কাছে বিএনপিকে শিখতে হবে না যে দেশ কিভাবে চালাতে হয়। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি বিপুল ভাবে বিজয়ী হবে। কারণ হাসিনার বিগত ৪ বছরের কুশাসনে তার দলের পায়ের নীচে মাটি নাই।

নিজেদের বর্তমানে ২৫০ উপর সিট থেকেও যারা জামাতকে নিষিদ্ধ করে না তারা কোন বিবেকে বিএনপির সমালোচনা করে? আলীগ সরকারে থেকে যা করতে পারে না তখন কোটি কোটি দলের সমর্থকের দল কেন আওয়ামী ভন্ডদের তালে তালে নাচবে? বিএনপি নির্বাচনী ইশতেহারে যা দিবে সেভাবেই ভোটে ক্ষমতায় আসলে চলবে। হাসিনার মত প্রতারণা করবে না।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জামাতের রাজনিতী যেদিন সংসদে আইন করে নিষিদ্ধ করবে আওয়ামীলীগ তার পরের দিন আমি ১০০ ফকিরকে খাওয়াবো। কথা দিলাম @বাংলাদেশ জিন্দাবাদ ভাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে ভাই হাসিনার চামচা গুলি যতই ছাগলের বাচ্চার মত লাফালাফি করুক তাদের নেত্রীকে দিয়ে জামাতকে নিষিদ্ধ করার ক্ষমতা এদের নাই। কারণ এদের শুধু বিবেক নয় আত্নাটাও হাসিনার কাছে বন্ধক দেওয়া। তাই যত্তসব চোটপাট বিএনপির উপর। গণতন্ত্র হত্যা করে যারা বাকশাল করে তারাই আবার বিএনপিকে তুচ্ছ করে।

ধন্যবাদ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

ফলাফল বলেছেন: আওয়ামীলীগ এমন একটা মেশিন ।এর ভিতর থাকলে রাজাকার মুক্তিযুদ্ধা হয়ে বের হয় । হায়ে হায়রে হায়ানা লীগ .

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হিন্দুস্থানের মূখ্যমন্ত্রী হাসিনার এই স্বাধীনতার স্বপক্ষের মতলবী সার্টিফিকেট আমার কাছে সেফটি ট্যাংকের কীটদের মতই মনে হয়। এরা যে নিজেদের মিথ্যা সান্তনা দেয় সেটাও তারা বুঝে না।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

টয় বয় বলেছেন: @দায়িত্ববান চাপাতি গুন্ডা:


জাহানারা ইমামরে কেডা রক্তাক্ত করছে.....?? আওয়ামী বলদটায় কেম্নে ইতিহাস বানাইতাছে?

জুতা দিয়া পিটাইয়া তোদের চাপা ভাইংগা দেওয়া দরকার|


আর হাসিনার ইশারায় শাহবাগের নাটকে বিএনপির নেতারা কেন যাইবো? তুই হইলি আওয়ামী বলদ, না হইলে লাকীরে কেম্নে ছাত্রলীগের গুন্ডারা নির্যাতন করলো তার পরও তুই বলদ |


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই যারা গণতন্ত্রকে হত্যা করে তারা কিভাবে অন্য দলের স্বাতন্ত্রতা কে শ্রদ্ধা করবে? ভন্ডের দল জামাতকে নিষিদ্ধ করবে না কিন্তু ঠিকই বিএনপিকে অপবাদ দিয়ে যাবে। বিচারের বিষয়টি হাসিনার কাছে স্রেফ ছুতা মাত্র আসল টার্গেট বিএনপি।

ধন্যবাদ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

রবি_জল বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: জামাতের রাজনিতী যেদিন সংসদে আইন করে নিষিদ্ধ করবে আওয়ামীলীগ তার পরের দিন আমি ১০০ ফকিরকে খাওয়াবো। কথা দিলাম @বাংলাদেশ জিন্দাবাদ ভাই। =p~ =p~ :P




ইতিহাস না জানা লীগারদের জন্য করুণা হয়।তাদের জিজ্ঞেস করেন জাতীয় বেঈমান কারে বলে মানুষ? আর জামাতের প্রথম নির্বানের সঙ্গী ছিলো কারা কারা আর কারা সেই ৮৬'র নির্বাচন বৈকট করছিলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঐ সময়ে হাসিনা গংদের কাছে আঙুর ফল মিষ্টি ছিল :)

ধন্যবাদ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: @দায়িত্ববান ভাদা , সব জায়গা ভাদাগিরী করতে আইসোনা ,, ইতিহাস জাইনা শুইনা ফাল পারতে আইবা ,,, ট্রাইবুন্যাল বানাইলি তোরা ,, বিচারপতি নিয়োগ দিলি তোরা ,, রায় দিলি ,, আর এখন ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফাইতাছোস মানি মানি কইরা ,,, শালা ঘিলু বহীন নির্লজ্জ খাটাস ,,,

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এরা জ্ঞানপাপী দালাল। নিজেদের ভুলতো স্বীকারই করবে না বরং প্রতিদ্বন্দীকে গালাগালি করবে।

ধন্যবাদ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ( মানি না মানি না )****

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ইটস ওকে ভাই!

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭

ধৈঞ্চা বলেছেন: বিএনপির প্রতি আমার অভিযোগ, কারণ তারাই চিহ্নিত রাজাকারদের প্রথম দেশের মন্ত্রী বানিয়েছিল। রাগ এখনো আছে তবে আওয়ামীলীগ যখন এই ইস্যু নিয়ে বিএনপিকে হেয় করে তখন মেজাজ গরম হয় যায়।
বর্তমান মন্ত্রীসভায় তিনজন (মখা, সাজেদা ও মোশারফ) রাজাকার আছে, তারা চিহ্নিত না হলেও প্রমাণিত। ৭১-রে সাজেদা পাকিস্থানের আস্থাভাজন ছিল তা মুটামোটি সবারই জানা। মোশারফ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। কাদের সিদ্দিকী অনেক ভূয়া মুক্তিযুদ্ধাকে সনাক্ত করেছে যারা তার সহযোদ্ধা বলে দাবী করে আসছিল এমনকি আওয়ামী সার্টিফিক্যাটধারী মুক্তিযুদ্ধাকেও ভূয়া প্রমান করেছে যা বিভিন্ন সময় পত্র-পত্রিকায় এসেছে। কিন্তু গত সপ্তাহে কাদের সিদ্দিকী মখা সম্পর্কে যা বলল (ট্রাইব্যুনালে মখাকে বিচারের জন্য আনা হোক, রাজাকার প্রমানের জন্য আমি নিজে সাক্ষী দেব) তাতে নি:সন্দেহে বলা যায় আওয়ামীলীগ রাজাকারদের মন্ত্রী বানানোয় একধাপ এগিয়ে আছে।
যেখানে যুদ্ধাপরাধীদের ফাঁশীর দাবীতে শাহবাগ গরম সেখানে বর্তমান মন্ত্রীসভায় কি করে তিনটা রাজাকার থাকে? এবং শাহবাগ থেকে কেন এ নিয়ে কিছু বলা হচ্ছে না?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আপনের বক্তব্যটাতে কিছু সংশোধন হবে। ১৯৯৬-২০০১ এ হাসিনার মন্ত্রী সভায় দলীয় নূরুল হক ছিল ধর্ম প্রতিমন্ত্রী। সে ৭১এ বরগুনাতে তার এলাকায় শান্তি কমিটির প্রধান ছিল। এই রিপোর্ট ঐ মেয়াদেই দৈনিক ভোরের কাগজে প্রকাশিত হয়। পরে এই ঘটনার জের ধরে ভোরের কাগজের বরগুনা প্রতিনিধিকে প্রহার করে নূরুল হকের লোকজন। ভো. কা.র মালিক সাবের হোসেন চৌধুরী নৌ-পরিবহন উপমন্ত্রী হয়েও এর জন্য কিছুই করতে পারেনি। তাই রাজাকারকে মন্ত্রী বানিয়ে তার গাড়ীতে হাসিনাই প্রথম জাতীয় পতাকা তুলে দিয়েছিল।

যে হাসিনা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বানিয়ে দিতে পারে তার সার্টিফিকেট আবর্জনার সাথে সমতূল্য। হাসিনার যেমন শয়তান তেমনি তার অন্ধ সমর্থকরাও নিজেদের বিবেক বন্ধক দিয়ে রাখছে নেত্রীর হাতে।

ধন্যবাদ।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

উপপাদ্য বলেছেন: I would like to see UrduLeage banned jamaat. But once they banned it'll be the disaster for UrduLeage. As they don't have ideal politics. Right now they have issue, their politics is based on issue. In 1990 ershad issue, in 1996 caretaker issue, in 2006 k m hasan issue and now for next election they need jamaat issue. For the sake of political prostitution they needed an issue to be continued and jamaat is they best alternative for them. So I believe they ll not stop jamaati politics, the reason they ll show us is gonna be international pressure. And the shahbagi generation ll continue to shout for banning jamaat. Beside this jamaat is a part of opposition alliance so ultimately the allegation to jamaat will also stigmatize BNP. And the media ll continue to propagates as usual in favor of UrduLeage to vote them as there is only party can ban jamaat shibir

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

উপপাদ্য বলেছেন: I would like to see UrduLeage banned jamaat. But once they banned it'll be the disaster for UrduLeage. As they don't have ideal politics. Right now they have issue, their politics is based on issue. In 1990 ershad issue, in 1996 caretaker issue, in 2006 k m hasan issue and now for next election they need jamaat issue. For the sake of political prostitution they needed an issue to be continued and jamaat is the best alternative for them. So I believe they ll not stop jamaati politics, the reason they ll show us is gonna be international pressure. And the shahbagi generation ll continue to shout for banning jamaat. Beside this jamaat is a part of opposition alliance so ultimately the allegation to jamaat will also stigmatize BNP. And the media ll continue to propagates as usual in favor of UrduLeage to vote them as there is only party can ban jamaat shibir is Awamileage.

In my opinion, why UrduLeage ll not take the chance to hide all terrorism, abduction, killing opposition leaders and other bad things they have done. If jamaat alive Awamileage can show people that jamaat is the biggest problem for country & let us handle jamaat first.

I believe UrduLeage ll never ban jamaat. But I wish I be wrong.

I am sorry for writing in English. Cause I couldn't find how to write Bangla in the phone. Plz forgive me.

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১২

কামরুল হাসান শািহ বলেছেন: ভাবছিলাম লগইন হমু না কিন্তু এক আওমী বলদের মন্তব্য দেখে লগইন হইলাম।

আবালরে কয়েকটা প্রশ্ন ও উত্তর দেই

শাহবাগ আন্দোলন কেন শুরু হইছে?
-কাদের মোল্লার ফাসি হয় নাই তাই।

কাদের মোল্লা কি ফাসি দেওয়ার মত অপরাধ করছে?
- অবশ্যই

তাইলে কি আপনে মনে করেন বিচার সঠিক হয় নাই?
- হ্যা


"বিচার সঠিক" এইকথা তো বিএনপি প্রথম থেকেই বলতাছেরে আম্বার আবাল।

শাহবাগে প্রথম দুইদিন যেকেউরে প্রশ্ন করলে এমন উত্তরই দিতো। পরে আম্বারা জড়াইলো। বললো বিচার নিয়া প্রশ্ন করা যাবে না। এখন শেষ প্রশ্নের উত্তর বদলে গেছে। এখন যদি প্রশ্ন করেন


তাইলে কি আপনে মনে করেন বিচার সঠিক হয় নাই?
উত্তর হবে
--বিচার ঠিক আছে কিন্তু ফাষি চাই।

বলি আবাল এতোদিন কই আছিলি?এতোদিন ফাসি দাবী করোছ নাই কেন?
উত্তর দিবে "ভাবছিলাম ফাসি হবে"

এর মনে ঘুরাইয়া সেই একই কথা "ভাবছিলাম বিচার সঠিক হবে"


সেই ঘুরে ফিরে বিএনপির কথাই ঠিক। বিচার সঠিক হয় নাই।



ভালো কথা বিএনপি শাহবাগে যায় নাই,আওমী আম্বাটা গেছে? নাকি ডলার কামাইতে এখনও বিদেশ? বিদেশে কিছু করছে?
বিএনপির অনেক ব্লগারই এই আন্দোলনে সমর্থন দিছে এবং অংশও নিছে। তারা কিন্তু শো অফ করে নাই ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৮৬তে হাসিনার ঘোষণা "যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান"। পরের দিন হাসিনা জামাতকে সাথে নিয়ে এরশাদের অধীনে নির্বাচনে যায়। আলীগের নীতি নির্ধারক প্রেসিডিয়াম, বুদ্ধিজীবি, সাংবাদিক সহ বহু বিবেকহীন সমর্থক থাকার জন্যই হাসিনা ক্ষমতার লোভে ও তা টিকিয়ে রাখতে নিরন্তন খাড়ার পল্টি দিতে পারে :)

অনেক ধন্যবাদ কামরুল ভাই।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

উপপাদ্য বলেছেন: A masterpiece from Kamrul hasan shahi.

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

ধৈঞ্চা বলেছেন: আপনাকে ধন্যবাদ,
দু:খিত, এই ইনফরমেশান টা আমার জানা ছিল না........
যাইহোক, একজনকে দেখলাম আপনাকে সামুতে ব্যন করার জন্য পোষ্ট দিলো। আপনার এ ধরনের পোষ্ট তাদের গা জ্বালা ধরায় সন্দেহ নাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি তথ্য ও যুক্তির ভিত্তিতে দেই। আওয়ামী-বাকশালীদের সাথে মিলালে ভাল নতুবা সে রাজাকার। যেমন আজকে বঙ্গবীর কাদের সিদ্দীকিও রাজাকার :)

ধন্যবাদ।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

টয় বয় বলেছেন: @ধৈঞ্চা:

আরো ইনফো আছে, হাসিনার প্রথম টার্মে আরো একজন ছিলেন পাট মন্ত্রী ফায়জুর রহমান, মুসলিম লীগের নেতা, রাজাকার প্রধান, তার যাবজ্জীবন সাজা হয়েছিল!!


ডিজ্যুস আওয়ামী আবালরা সেই ইতিহাস জানে না.......!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ ইনফোটার জন্য। আর যতদূর মনে পড়ে মখা আলমগীর ১৯৯৬-২০০১এ পরিকল্পনা মন্ত্রী ছিল।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

আহসান২০২০ বলেছেন: আরে ভাই, ছাগলের তিন নম্বর বাচ্চা কিছু বুইজ্জাও লাফায়, না বুইজ্জাও লাফায়। রাজনীতি করে গলির মোড়ের চায়ের দোকানে। ওদের দ্বারা এমনই বলা সম্ভব। হাম্বা আর মাত্র কয়টা দিন অপেক্ষা কর। জনগনই তোদের রাম ধোলাই দিব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

স্পাইসিস্পাই001 বলেছেন: এখানে দেখি কিছু ছাগুর হাট বসেছে......

ছাগু দৌড়া বাঘ আইলো....... B-)) :P B-))

এবার বিএনপিও স্থান দিবো না ছাগুদের

ওদের কি হবে....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মুজিব বাকশাল বানায়া গেছিল আর হাসিনা হইল গণতন্ত্রের মানস কন্যা B-)) তাই বাকশালী রাম ছাগলদের কাছে অন্য সবাইকে ঢালাও ভাবে ছাগল মনে হতেই পারে :-B

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

মাজহারুল হুসাইন বলেছেন: হাম্বালীগারদের বলব তারা যেন আওয়ামীলীগকে বলে জামায়াতকে নিষিদ্ধ করতে ।


শাহাবাগের আন্দোলনকারীদের বলব রায় অবশ্যই মার্চের মাঝে শেয করে তাদের ফাঁসি নিশ্চিত করতে । আওয়ামীলীগ যদি এ বিচারকে পরবর্তী নির্বাচনের ইস্যু বানায় একটা কথাই বলতে হবে আপনাদের আন্দোলন ব্যর্থ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

বিডি আইডল বলেছেন: "এবং নিশ্চয়ই খাপো লীগের লোকদের এই পোষ্টে জবাব দেবার মত কিছু থাকবে না"--বিডি আল আইডল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কিন্তু তা না পারলেও BAL গং বলদ ও রাম ছাগলের মত ল্যাদাইতে কোন পরোয়া করে না :)

ধন্যবাদ বিডি ভাই।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

সবুজ ভীমরুল বলেছেন: এই আন্দোলনে বামবাদিরা ঢুইকা দূষিত কইরা ফেলছে, এখন শুনতাসি জাহানারা ইমামের প্রতিকৃতি স্থাপন করা হবে!! নাস্তিকরা এই আন্দোলন থেইকা লাভের গুড় খাইতে চায়!! X( X(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা ক্ষমতায় থাকতে তার থেকে কারো লাভের অংশ নেওয়ার সম্ভাবনা কম।

ধন্যবাদ।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

শিপন মোল্লা বলেছেন: আমরাও চাই জামাতকে নিষিদ্ধ করুক। কিন্ত সত্যি হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করবে হা হা ?

যদি জামাতকে নিষিদ্ধ করে, লাভ হবে বিএনপির। ৫০% যাবে বিএনপিতে, ২৫% নিস্ক্রিয় বা এদিক ওদিক, আর ২৫% আন্ডারগ্রাউন্ডে। ওদের হামলায় হাসিনা সহ পুরা কেবিনেট কথায় যে যাবে আল্লাহই জানে। আমার মনে হয় না এমন কাম হাসিনা করবে।

নাটক করে কিছুদিন কিছু করা গেলেও নির্বাচনে জেতা যাবে না নাটক করে। জনগণের ভোট লাগবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা গংদের কাজই হইল বিতর্কিত ইস্যু পুরাপুরি সমাধান না করে ঝুলিয়ে রাখা। তাতে মাঠ গরম করে বিএনপিকে অপবাদ দেওয়া পানির মতন সহজ হয়।

ধন্যবাদ।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

নগর বালক বলেছেন: ভাই , পার্টির নেতারা কি বইসা বইসা আঙ্গুল চুষে । উনারা কি সামনে কি হবে সেটা নিয়ে ভাবেন না । পুরাই চুপ করাই দিলো , এইটা কি বুঝে না । এভাবে আর কতদিন বিএনপির লাখ লাখ নেতাকর্মী মুখে কুলুপ এটে থাকবে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সবদিন সমান যায় না। পরিস্থিতি পাল্টালে অবশ্যই বিএনপি সক্রিয় হবে। দেশের সাধারণ মানুষ এত বোকা না যে খুব তাড়াতাড়ি হাসিনার বিগত ৪ বছরের কুশাসন ভুলে যাবে।

ধন্যবাদ।

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

ইয়াংিক বলেছেন: উচিত কথা বল্লে হাম্বাদের বিবেক আর কাজ করে না। দেখেন এই পোস্টের জন্ন হাম্বারা কয়টা পোস্ট নাজিল করে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এই হাম্বাদের লম্ফ জম্ফ কর্পূরের মত। আসল হইল ভোট যেটা তাদের হানিফ বাবায় স্বীকার গেছে;

জাতীয় ঐকমত্যের পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে: হানিফ

Click This Link

তাইলে ঘুইরা ফিরা ভোটের কথাই আসে। এটাই যখন বলি যে বিএনপির ষ্ট্যান্ড হল জনগণের ভোট তারপরেও উনাগো মতলবী রাজনৈতিক এজেন্ডা জোর জবরদস্তি ও মাস্তানি কইরা আমাদের উপর চাপায়া দিতে চায়। এখন দেখি এই হাম্বাদের কত বড় ক্ষমতা যে হাসিনারে বাধ্য কইরা জামাত নিষিদ্ধ করুক!

ধন্যবাদ।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

বাকাট্টা বলেছেন: হানিফ না দায়িত্ববান চামচা হাম্বারা কে পটু দিয়া কথা কয়.... :-P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

ইঁচড়েপাকা ছেলে বলেছেন: ওরে আবাল ২০০১ এর ইলেকশানে ৪১% ভোট পাইছে।আর তোদের রাজাকার জোট পাইছে ৩৩%।২১ বছর ক্ষমতার বাইরে থেকে ক্ষমতায় আসছে।তোদের বিএনপি ২ টার্ম ক্ষমতায় না আসলে ভ্যানিশ হয়ে যাবে।আওয়ামিলীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে সেটা মেনে নে।এর পর জামাতরেও নিষিদ্ধ করবে,।শাহবাগের আন্দোলন দেখ।শেষ হোক দেখবি কি করে হাসিনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তাইতো বাকশালের বালতো বহুত লম্বা! :-B

হিন্দুস্থানের মূখ্যমন্ত্রী হাসিনার চামচাদের কাছে বিএনপির সমর্থকরা রাজাকার হবেই। মুজিব বাকশাল করে রাখতে পারেনি হাসিনাও স্বৈরাচারী কায়দায় ক্ষমতা ধরে রাখতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার হবেই। হাসিনাকে বাংলাদেশী জাতীয়তাবাদীদের সমর্থন নিয়েই সরকারে আসতে হবে। যেমন ১৯৯৬ ও ২০০৮এ জাপা সমর্থন দিছে। একক ভাবে হাম্বাদের ক্ষমতায় আসা আর জিন্দেগীতে সম্ভব না।

আগে তোরা জামাত নিষিদ্ধ করে কথা বলিস। তোর হানিফ বাবায় বলছে যে বিএনপি সহযোগীতা না করলে জামাত নিষিদ্ধ করা সম্ভব নয়। ২৫০সিট নিয়াও যারা এই কথা বলে তাদের জোর কতটুকু সেটা বিবেকবান মানুষ বুঝে! পুলিশ-প্রশাসনের প্রহারায় অনেকেই বাহাদুরি দেখাতে পারে।

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে হাসিনাকে রক্ষার জন্য হিন্দুস্থানের বিমানবাহিনী রেডী ছিল। যে দেশ রত্ন হাসিনা বিপদে নিজ দেশের মানুষ ও সেনাবাহিনীর সমর্থন নিয়ে সংশয়ে থেকে ভারতকে হস্তক্ষেপ করার জন্য রেডী রাখে তারাই আবার শিনাজুড়ি করে!

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার/যুদ্ধাপরাধীদের তালিকা :

১. খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর
ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির
চেয়ারম্যান।

২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান
আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।

৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।

৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।

৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।

এই দেশে কোন রাজাকারই থাকতে পারবেনা !!
সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক ।
সব রাজাকারের একই শাস্তি কি হওয়া উচিৎ নয় কি ?
কেন উপরের একজনেরও নাম শাহাবাগে উচ্চারিত হল না ?????
কেন তাদের কে নিয়ে কোন ব্যানার , ফেস্টুন নেই ????
সবার দৃষ্টি শাহাবাগের দিকে ,, কেউ খোজ রেখেছে এই সুযোগে সরকার কতগুল কাজ আরামের সঙ্গে বাগিয়ে নিয়েছে ?????
** পদ্মা সেতুর দুর্ণীতির দায়ে আটকৃতরা ছারা পেয়ে গেছে
** হলমার্ক হোতা জামিনে ছারা পেয়ে গেছে
** পরাগ মন্ডল কিডন্যাপের দায় আটকৃত যুবলীগ নেতা ছারা পেয়ে গেছে
** ৪-৫ টি রাজনৈতিক ব্যাংকের অনুমদন ,,
** মিরপুর থেকে হিন্দু পরিবার গুলার জমি জবর দখল ,,,
অপরদিকে , ট্রাইবুন্যাল গঠন করল সরকার , বিচারপতি নিয়োগ দিল সরকার ,, রায় দিল তারাই , অথচ আজ তারাই রায় মানি না মানি না করে চিল্লা চিল্লি করে ,,
আর আমরা আম জনতা ছাগলের তিন নম্বর বাচ্চার মত জেনে না জেনে ফাল পারতাছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মোনাফেক হাসিনা ও তার জ্ঞানপাপী দালাল সমর্থকরা যাকে খুশী মুক্তিযুদ্ধের পক্ষের সার্টিফিকেট এবং রাজাকারের উপাধি দেয়। কথা সহজ হাসিনার ক্ষমতায় যাওয়া ও টিকার ফেভারে থাকলে আঙুর ফল মিষ্টি নাইলে টক! :)

ধন্যবাদ ভাই।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

টুনির জামাই বলেছেন: হাসিনা আপা জামাত নিষিদ্ধ করলে আমি পরেরবার হাসিনা কে ভোট দিতে রাজি আছি।
শাহবাগের আন্দোলন দেখে এখন হাসিনার চক্ষু চড়কগাছ। তাই উনার আবেগ উথলে পড়ছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ২৫০ সিট নিয়ে হাসিনা যা করতে পারে না তার জন্য মাত্র ৩০-৩৫ সীটের বিএনপির উপর চোটপাট কেন........ভোট ব্যাংক বলে কথা :)

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

টয় বয় বলেছেন:

বাজি ভাই:

এচকিমোরে হাল্কা ডলা দিলাম, পিছলাইয়া যাইতাছে :):)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আর কি বলুম! উনার এখানে যতই ভদ্র ভাবে কমেন্ট করি না কেন উনি আমার কিছু কমেন্ট মুছে দেয়। উনি ফাকা মাঠে গোল দিতে চান! আরে সামাজিক ব্লগিং এ কি এই ভাবে চলা সম্ভব? কেউ যদি গালি, নোংরা কথা বলে তবেই তাকে ব্লক করে দেওয়া যায়। এর বাইরে ভদ্র ভাবে কেউ তথ্য ও যুক্তির মাধ্যমে কমেন্ট করলে কেন তার সাথে এই অন্যায় আচরণ? এই কারণেই এস্কিমোর পোষ্টে কমই মন্তব্য করি!

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

টয় বয় বলেছেন:

-

গায়ে বাকশালের রক্ত থাকলে পরমত সইবে কেমনে? কমেন্ট মুছবো, ব্লক করবো, ব্যান চাইবো..........

শাহবাগে এখন জিকির উঠছে আমার দেশ পত্রিকা বন্ধ কইরা দিব, কত বড় ফ্যাসিষ্ট আচরন, আবার বলে সেইটা সাধারন মানুষের আন্দোলন !!!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই মুজিবও বাকশাল করা ও ৪ পত্রিকা রাখছিল। তা কয়দিন টিকে ছিল? কিন্তু পরে ঠিকই বহুদলীয় গণতন্ত্র ফিরে আসছে। কাজেই সবার ইতিহাস মনে রাখা উচিত।

ধন্যবাদ।

৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

ইকবাল পারভেজ বলেছেন: কিছু লোক দেখি পোস্টে আসেই অকারনে বাজে তর্ক করতে।
সবার মত আমিও চাই জামাতকে নিষিদ্ধ করা হোক; কিন্তু এইটাও সবার মত এটাও জানি ঐ কাজ আওয়ামী লীগ এই মুহূর্তে জীবনেও করবে না, কারন এখন জামাতকে নিষিদ্ধ করলে লাভ বেশী হবে বিএনপিরই।
এদের কয়েকজনের মন্তব্য দেখলে মনে হয় আওয়ামী লীগ ছাড়া শাহবাগে অন্য কোন দল নাই। কিন্তু শাহবাগের আন্দোলনটাই যে শুরু হইছিল লীগ কাদের মোল্লার বিচার করে নাই দেইখা, সেইটাও ওদের মাথায় ঢুকে না। আর অন্য দলের সাথে লীগও যে শাহবাগে আছে এইটাও জানা কথা; না হলে লাকি মাইর খাইল কেমনে?
বিএনপিরও প্রচুর দোষ আছে, বিএনপিও ধোয়া তুলসিপাতা না। কিন্তু আওয়ামী লীগ অন্তত বিএনপির দোষ নিয়ে লাফালাফি করার অবস্থায় নাই। আওয়ামী লীগ আগে নিজের দোষগুলা একটু ঠিক করুক, পাশের দেশটারে নতজানু হইয়া সবকিছু দেওয়া বন্ধ কইরা একটু চোখ খুলুক; আর সর্বোপরি জামাতরে নিষিদ্ধ করুক, তাইলে বলব আওয়ামী লীগের মত দল হয় না।

সবারই উচিত অন্ধভাবে দল অনুসরণ না করে দেশের কথা আগে ভাবা।


আর বাজে প্যাচাল পাড়লাম বলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি শুধু বলতে চাচ্ছিলাম আপনার সাথে ১০০% একমত।

৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

মাহির কাবির বলেছেন: dayittoban nagoriker pasar chamra kaita lobon dya lagbo,shala hamba.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.