নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
সেই ১৯৯৬ সালের কথা। আমার কয়েক জন বন্ধু ভারতের তামিল নাড়ুতে বিবিএ পড়াশোনার জন্য যায়। তারা ইংরেজীর সাথে হিন্দীও জানত। কিন্তু তামিলনাড়ুতে গিয়ে দেখল যদি ঐ তামিল ভাষা জান খুব ভাল নতুবা ইংরেজীও চলবে। তাই বলে হিন্দির বেইল নাই। নিজ ভাষাকে তামিলরা খুবই আবেগ প্রবণ। বস্তুত এই কারণেই তামিল নাড়ুতে তাদের মাতৃভাষা বহাল তবিয়তে আছে। আর ভারতের পশ্চিমবঙ্গে হিন্দীর কাছে মার খেয়ে কোমড় ভেঙে পড়ে আছে। তাদের রাজ্যের বাংলা গল্প সাহিত্য, গান ইত্যাদি বাংলাদেশে না আসলে তারা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়। তথা বাংলা পশ্চিমবঙ্গে ভিন্ন সংস্কৃতিই মনে হয়। সেখানে হিন্দি ও ইংরেজীই ষ্ট্যাটাস সিম্বল।
তামিলনাড়ু ভারতের অঙ্গরাজ্য হয়েও হিন্দীকে ভালমতই ঠেকিয়ে রাখছে। কারণ তাদের জাতীয় ঐক্য প্রবল। অথচ আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও নিজেদের স্বার্থ বিকিয়ে ভারত হতে সিনেমা আমদানীর নিষেধাজ্ঞা তুলে দিছি। সেই স্বাধীনতার পরে মুজিব সরকার দেশের বাংলা সিনেমার স্বার্থে উপমহাদেশের কোন দেশের সিনেমা আমদানী নিষিদ্ধ করছেন। অথচ আজকে তারই কন্যা হাসিনা বাংলাদেশের মানুষের মতামত ও অনুমতি না নিয়েই ভারতের জন্য এই দেশের সিনেমার বাজার খুলে দিছে। এখন আমাদের সিনেমার জন্য এটা ক্ষতিকর। হিন্দি সিনেমা ভারতেই ব্যাপক লাভবান। বাংলাদেশে যা পাবে সেটা তাদের অতিরিক্ত আয়। তাদের মূভি এই দেশে না আসলেও তাদের কোন ক্ষতি নাই। কিন্তু পশ্চিমবঙ্গের দাদা বাবুরা নিজেদের ব্যার্থতায় এখন বাংলাদেশের বাজারেও হিন্দি সিনেমার জন্য পথ খুলে দিচ্ছে। তোরা তোদের সিনেমা চালানোর কোন উদ্যোগ না নিয়ে ৪১ বছরের বাংলাদেশের সিনেমা ও দর্শকের উপর কেন ফায়দা নিতে চাস? তোরা তোদের চর্কায় তেল দে! আমাদের ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারীর ভাষা শহীদ ও সৈনিকরা নিজেদের বাংলা ভাষাকে হুমকিগ্রস্থ করার জন্য আন্দোলন করেনি। তিলে তিলে গড়ে উঠা বাংলাদেশের সিনেমা ভারতের কাছে মার খাবে এটা কোন দেশপ্রেমিক ও সচেতন নাগরিক মেনে নিবে না।
তাই আমার দাবী ভারত সহ উপমহাদেশের অন্য রাষ্ট্রের সিনেমা আমদানী নিষিদ্ধই থাকুক!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
কামরুল হাসান শািহ বলেছেন: আমারও দাবী ভারত সহ উপমহাদেশের অন্য রাষ্ট্রের সিনেমা আমদানী নিষিদ্ধই থাকুক!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই বিষয়ে নিজের দেশ সবার আগে।
অনেক ধন্যবাদ কামরুল ভাই।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: এত ঝামেলা না করে সরাসরি ঘষনা দিলেই তো সব লেটা চুকে যাই ,, যেহেতু ভারতের কাছে পুটু মারা দিতে সরকারের কারো অনুমতি বা আলোচনার প্রয়োজন নাই ,, তাই বাংলাদেশ কে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘষনা দিলেই সব ঝামেল একবারে শেষ ,, তখন সকাল বিকাল মনের আনন্দে হাছিনা গং পুটু মারা খেতে পারবে কেউ কোন কথা বা প্রশ্ন করবে না ,,,
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এরাই নাকি বলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি! অঙ্গরাজ্য তামিল নাড়ু যে দাপটে চলে হাসিনাকেও ভারত ততটা মূল্য দেয় না। কারণ হাসিনা অনেক আগেই নিজ দেশের আত্ন সম্মান নষ্ট করছে।
ধন্যবাদ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভারত সহ উপমহাদেশের অন্য রাষ্ট্রের সিনেমা আমদানী নিষিদ্ধই থাকুক!
সহমত।
এধরনের লেখাই লিখেন, যেগুলো আমাদের মধ্যে বিভক্তি নয় একতা নিয়ে আসবে। ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি সব সময় দেশের সার্বভৌমত্ব ও অন্যান্য স্বার্থের পক্ষেই লিখি।
ধন্যবাদ।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
আত্নহত্যা বলেছেন: প্রথমে ভারতীয় দালাল হাসানুল হক ইনুকে মাইনাস করা হোক... কিছুদিন আগেই তো কেলিকাটা গিয়া ভরতীয় ছবি অমদানী করার জন্য চুক্তি কইরা অসছিলেন...
তই অমি বাঙ্গালা লেখার সময় ভুল কইরা লিখলম..
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ইনু একটা দালাল
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
শিপন মোল্লা বলেছেন: আওয়ামী হাসিনা সরকার এই কাজটি কখনোই করতে পারবে না ভারত একে দিয়েই তাদের কাজ গুলি করিয়ে নিবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যইতো দিল্লী সব সময় চায় তার দালাল হাসিনা ও আলীগ বাংলাদেশের ক্ষমতায় থাকুক। ১/১১টা দিল্লীরই চক্রান্ত।
ধন্যবাদ।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইটা কি কন ভাই ২১ আসে একবার আর আমাগোর জোয়ার আসে বার বার ---- যদি এমন টা হয় মইরা যামু জৌবনের জালা!
বলতে চাচ্ছি বৎসরে একবার এক ফুল নিয়েত শহীদ বেদীতে যাই কারন দেশকে ভাল বাসি আর হিন্দি ভাষার সাতেত আছে নগ্নতা , কামতা কেমনে হিন্দিকে ছাড়া থাকব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
ইকবাল পারভেজ বলেছেন: তামিলনাড়ু নিয়ে যা বললেন ভাই তা ১০০% সত্যি।
আমার আগের কোম্পানিতে ড্রাফটসম্যান আর সার্ভেয়ার হিসাবে বেশকিছু তামিলনাডুর লোক ছিল; এদের গলা দিয়ে সহজে তামিল মুভি ছাড়া কোন হিন্দি মুভি নামানো যেত না। আর এরা থাকতোও দলবেঁধে, একজনকে কিছু বললে দশজন মিলে জবাব দিত। ভারতের বাকি অঞ্চলের লোকরা এদের দেখতে পারে না; কিন্তু এদের ঘাটনোরও সাহস করে না।
ঠিক উল্টো অবস্থা প্রবাসী বাংলাদেশীদের; হিন্দি মুভি আসা মাত্রই হলে দৌড় দিবে। এটি সত্যি প্রবাসীদের বুকে দেশের জন্য রয়েছে বিপুল ভালবাসা; কিন্তু তাদের এই হিন্দি মুভি প্রেম দেখতে সত্যিই কষ্ট লাগে।
দেশেও দেখলাম সবাই মুখে বলে হিন্দি ছবি খারাপ; কিন্তু মুভি রিলিজ হওয়া মাত্রই ডাউনলোড করার জন্য সবাই টরেন্ট সাইটগুলোতে খোঁজাখুঁজি করা শুরু করে দেয়। আমার কথা বিশ্বাস না হলে এই সামুতেই একটা কমার্শিয়াল হিন্দি মুভিকে নিয়ে রিভিউ দেন; দেখবেন কতগুলা কমেন্ট পরে।
ভারতীয় টিভি চ্যানেলগুলার কারনে এখন আমাদের দেশের ছোট বাচ্চারাও বাংলা থেকে হিন্দিতে বেশী পারদর্শী হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই কিছু করা দরকার, না হলে আমাদের দেশের ভাষাটাও বাংলা থাকবে কিনা সন্দেহ। দেশের স্বার্থেই ভারতীয় সিনেমা আমদানী বন্ধ করা অবশ্যই জরুরী; কিন্তু সেই সাথে দেশের স্বার্থেই অপসংস্কৃতির জন্য লুকানো ভালবাসা দেখানোও বন্ধ করতে হবে।
আসলে বলা উচিত ভারতীয় সিনেমা আমদানী বাতিল করুন আর অপসংস্কৃতিকে মনের থেকে না বলুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত ভাই।
অনেক ধন্যবাদ পারভেজ ভাই।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
এস দেওয়ান বলেছেন: বাংলার প্রতি আম্মান দেখিয়ে হিন্দী সিনেমা ও হিন্দী টিভি চ্যানেল আমদানি বন্ধ করা উচিৎ ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০
দক্ষিণের যুবক বলেছেন: সময়োপযোগী পোস্ট। সার্ক ভুক্ত সব দেশের ছবি আমদানীতে নিষেধাজ্ঞা আরোপ হোক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
দুরন্ত-পথিক বলেছেন: নিজেদের স্বারথে ভারতীয় মুভি আমদানী বাতিল করা উচিত।যদিও সরকার অনেক উতসাহে এই কাজটি করেছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা ও তার সরকারের নির্দিষ্ট অন্যায়ের কথা বললেই বেশ কয়েকজন খুবই রাগ হয়। আমারে গালিও দেয়
ধন্যবাদ।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
হাছন রাধা করিম বলেছেন: দেশ প্রেম নিয়ে অসম্ভব সুন্দর একটি পোষ্ট। বিষয়ের সংগে পূর্ণ সহমত জ্ঞাপন করছি। হিন্দি জগাখিচুড়ি সংস্কৃতির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
গ্যাম্বলার বলেছেন: উহু, এটা প্রধান না।
যেমন, গত ১০ বছরে মাত্র একটা ছবি দেখছি সিনেপ্লেক্সে, যা দেখার সব দেখেছি টিভি বা সিডিপ্লেয়ারে। আমি একটা বাক্য হিন্দি বলতে পারিনা কিন্তু আমার ৬ বছরের ছেলে টুক-টাক বলা শুরু করেছে। কিভাবে হল? ঐ টিভি চ্যানেল। আমি সিনেমা হলে না গিয়ে থাকতে পারলে ও টিভি তো আর বন্ধ করতে পারছি না। আজ টিভির মাধ্যমে আমাদের বউ-পোলা সবার চিন্তা চেতনা প্রভাবিত হচ্ছে। মুল সমস্যা এখানে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনার বক্তব্যের সাথে সহমত। তবে ভারতীয় সিনেমা আমদানী ইদানীং পাকাপোক্ত ভাবে ব্যাবস্থা করা হচ্ছে। এই কারণেই এটার বিরোধীতা করছি।
ধন্যবাদ।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
হাবিব০৪২০০২ বলেছেন: সহমত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
নয়ামুখ বলেছেন: সহমত । আমাদের অনেক দেরী হয়ে গেছে। এর পরও বলবো এখনি আমাদের সচেতন হতে হবে। আমাদের বুঝতে হবে সেনা আগ্রাসনের চেয়ে সংস্কৃতি অনেক অনেক মারাত্মক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলেই সত্য সংস্কৃতিক আগ্রাসন অস্ত্র ও বাহুবলের চেয়েও মারাত্নক!
ধন্যবাদ।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪
শফিকুর রহমান শাহজাহান বলেছেন: সময়োপযোগী লেখা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮
শফিকুর রহমান শাহজাহান বলেছেন: সময়োপযোগী লেখা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯
শফিকুর রহমান শাহজাহান বলেছেন: সময়োপযোগী লেখা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬
প্রকৌশলী আতিক বলেছেন: খুবই গুরুত্বপূর্ন প্রসঙ্গ। অবিলম্বে এসব গাজাখুরি সিদ্ধান্ত বাতিল করা হোক।
শুধু ভারতীয় সিনেমা আমদানি নয়, ভারতীয় উগ্র/অপ সংস্কৃতি রোধে ভারতীয় চ্যানেল গুলোকে বন্ধ করা উচিত।
ফেসবুকে দেখবেন, কি কি ভাষা পারেন? উত্তর "বাংলা, উর্দু, হিন্দি"। উর্দু আর হিন্দি জাইনা কি লাভ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেই সাথে আমাদের সামাজিক ভাবেও সচেতন হওয়া দরকার।
ধন্যবাদ আতিক ভাই।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: একুশ আমার মায়ের মুখের
১ম শেখা অ,আ,ক,১,২ বুলি
শহীদ স্মৃতি স্মরণে
শ্রদ্ধাঞ্জলি / শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ।
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭
ইকবাল পারভেজ বলেছেন: @টয় বয়: ভাই আমি আপনার কমেন্ট পড়ে সত্যি সত্যিই হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেছিলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: বালের প্রধান নেত্রী আপনাকে বলছি এই দেশ আপনার কারণে অনেক পুটু মারা খাইছে আর না এবার একটু সৎ নজর দেন
দেশের সিনেমা বাজার কে নষ্ট করবেন না
সময়োপযোগী লেখা পোস্ট করার জন্য বাজি ভাইকে ধন্যবাদ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ইউসুফ ভাই।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
ধীবর বলেছেন: আপনি মৌলবাদি। দেশে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন। আপনি স্বাধীনতার চেতনার বিপক্ষ্যে কথহা অলে রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন।, ইত্যাদি ইত্যাদি।
চেতনার জলে প্রতিদিন ডুব দিয়ে শুদ্ধ হওয়া অনেকজঙ্কেই তো এই পোস্টে দেখছি না। কারণ কি? কারণ তারা মনে করে ভারত বিরোধীতা হলো চেতনার পরিপন্থি। তোগো ঐ মেকি চেতনার পশ্চাদদেশে লাত্থি দেই আমি। আমার বাংলাদেশ, আমার বাংলা ভাষা সবার উপরে। এর বাইরে যাদের চিন্তা চেতনা তারা ভারতীয় দের নষ্ট বীর্যে জন্ম নেওয়া জারজ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঐ সকল বিশেষ চেতনাধারীদের শুধু বিবেক নয় আত্নাও হাসিনা ও তার দলের কাছে বন্ধক দেওয়া আছে। তাই তারা আসবে না।
অনেক ধন্যবাদ ধীবর ভাই।
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
িলয়া বলেছেন: +++++++++++++++++.
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
htusar বলেছেন: বন্ধ করলে সব হিন্দি চ্যানেলকেই বন্ধ করা উচিত। যারা দেখার তার টিভিতেই হিন্দি দেখে; হলে গিয়া কেউ দেখে না। কদিন আগে যখন ভারতীয় ছবি হলে চালানো হইলো , কেউ হলে গিয়া দেখলো না; হল রইলো ফাকা। কিন্তু হিন্দি দেখা ঠিকই চলসে। তাই সব ভারতীয় চ্যানেল বন্ধ করা হোক। তখন এমনেও দেশের সাংস্কৃতিক উন্নতি ঘটবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলে এটা যেমন একদিনে হয়নি তেমনি খুব দ্রুতই যাবে না। এর জন্য চাই ব্যাপক সামাজিক সচেতনতা।
ধন্যবাদ।
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
বহুভুজ বলেছেন: ইন্ডিয়ান ছিঃনেমা আমদানীর বিরুদ্ধে বলাও "বর্তমান প্রজন্ম চত্তরের আন্দোলনের বিরোধীতা করার শামিল"-
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ২১শে ফেব্রুয়ারীর দাবীঃ ভারতীয় সিনেমা আমদানী বাতিল করা হউক!
এক্কেবারে পুরুপুরি একমত ...।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
নক্ষত্রচারী বলেছেন: সহমত ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
বুনো বলেছেন: সহমত। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ নিন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বুনো ভাই।
৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
অথৈ সাগর বলেছেন:
“চোরায় না শুনে ধর্মের কাহিনী” আমরা একুশে চেতনায় উজ্জীবিত হয়ে হিন্দি ছবি দেখব । হিন্দি চ্যানেল না দেখলে আমারদের চলেই না। ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করা হয়ে ছিল একবার । রেজাল্ট নিশ্চয় জানেন? আমাদের দেশ প্রেম তারিখ ভিত্তিক । আজকের পর সবাই ভাষা আগামী বছরের জন্য তুলে রাখবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
ধন্যবাদ।
৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
এস এইচ খান বলেছেন: +
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ খান ভাই।
৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
মুহাম্মাদ আলী বলেছেন: ভাই বর্তমান স্যাটেলাইট,ইন্টারনেট এর যুগে শুধু হিন্দি ছবি আমদানি নিষিদ্ধ করে কি কাজ হবে?ডিরিমন বা ভারতীয় টিভি সিরিয়ালগুলো সব আসল কাজ করে দিচ্ছে।আমি তো মনে করি এমন একটা বেবস্থা করা উচিৎ যেন ইন্টারনেট ও স্যাটেলাইট এর জগতে পুরো ভারতকে নিষিদ্ধ করা উচিৎ।যাক একটু বেশীই বলে ফেললাম
যাক পোস্ট এ ভালোলাগা দিয়ে গেলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অন্তত নিজের গাটের অর্থ খরচ করে দেখব না। আর আমাদের নাটক লেখক, নির্মাতাদের আরো পরিশ্রমের দাবী করছি। যাতে সেই ৯০দশকের মতই বাংলাদেশী নাটক জনপ্রিয় হয়। খুব কঠিন কিছু না।
ধন্যবাদ ভাই।
৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমারও দাবী ভারত সহ উপমহাদেশের অন্য রাষ্ট্রের সিনেমা আমদানী নিষিদ্ধই থাকুক!
কিন্তু কথা হচ্ছে, দাদার দেশের জিনিস বলে কথা, না আইনা কেম্নে থাকি কন??
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দালাল শাসক থাকলে যা হয়
৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
মাসুম মিয়া বলেছেন: সহমত সহমত সহমত সহমত
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রাসেল মেটামোরফোজ বলেছেন: ধীবর বলেছেন: আপনি মৌলবাদি। দেশে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন। আপনি স্বাধীনতার চেতনার বিপক্ষ্যে কথহা অলে রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন।, ইত্যাদি ইত্যাদি।
চেতনার জলে প্রতিদিন ডুব দিয়ে শুদ্ধ হওয়া অনেকজঙ্কেই তো এই পোস্টে দেখছি না। কারণ কি? কারণ তারা মনে করে ভারত বিরোধীতা হলো চেতনার পরিপন্থি। তোগো ঐ মেকি চেতনার পশ্চাদদেশে লাত্থি দেই আমি। আমার বাংলাদেশ, আমার বাংলা ভাষা সবার উপরে। এর বাইরে যাদের চিন্তা চেতনা তারা ভারতীয় দের নষ্ট বীর্যে জন্ম নেওয়া জারজ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
মাজহারুল হুসাইন বলেছেন: অপসংস্কৃতির রোধে ভারতীয় সহ বাংলাদেশের সংস্কৃতি এবং চেতনা-মূল্যবোধের সাথে সাংঘর্ষিক সকল টিভি চ্যানেল বন্ধ করতে হবে । উপমহাদেশের যেকোন দেশের সিনেমা আমদানি ও প্রদর্শনি নিষিদ্ধ করতে হবে ।
আমরা যেমন গাটের পয়সা খরচ করে যেমন অন্য দেশের সিনামার বাজার হব না, আবার পে চ্যানেলগুলো পয়সা দিয়ে দেখে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারি না ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত ভাই।
ধন্যবাদ।
৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫
রিফাত হোসেন বলেছেন: আমি কিছু যোগ করতে চাই।
কেড়ালা। তামিলনাড়ুদের ব্যাপারে যা বলছেন সঠিক ই আলোচনা করেছেন
।
তবে, , , ,
আমি প্রচুর সিনেমা খাই, আমার প্রধান ভাষা হল সিনেমা দেখার ক্ষেত্র ইংরেজি, জার্মান, হিন্দী নেটিভ ভাষার মুভি গুলি কারন এই ৩ টা মোটামুটি বুঝি, , , ,
এরপর আসে চাইনিজ, থাই,কাজাখিস্তান,ফার্সি, জাপানিজ, কোরিয়ানসহ পৃথিবী র তাবত সব ভাষার সাব টাইটেল এ ইংরেজি বা জার্মান.
এরপর আসে প্রান প্রিয় মাতৃ ভাষা বাংলা মুভি তবে কল্কাতার গুলি দেখি না, তাদের ভাষা বিরক্ত লাগে এক্টু, আর সাথে ইটালিয়ান. বা ফ্রেঞ্চ মুভি নেটিভ. ভাষা য় শিখার জন্য
বরাবর ই প্রশ্ন আসতে পারে লিস্টে টপে কেন বাংলা নাই,
কারন ১m বাংলাদেশে ছবি প্রসব হয় কম মানে ডেইলী ছবি রিলিজ সম্ভব না সপ্তাহেও পাওয়া যাবে না, প্রাপ্যতা
২y ফ্রি হতে হবে আমি বাকি সব ছবি রাশান ভার্সন এ জার্মান ডাবিং আগে পাই বা ইংরেজি সাবটাইইটেল, যেটা বাংলাদেশে সম্ভব না, সহজলভ্যতা
৩y ছবির মান , অভিনয় ,এইচডি ইত্যাদি
নতুন ছবি আস্লে যে হিন্দীমুভিখুজি তা ভুল ,
হিন্দীতো মাতৃ ভাষা নয় তাই পুরো পুরি বোঝার প্রশ্ন ই আসে না।
হলি,বলি,ঢালি,টালি, ই কিন্তু একমাত্র মুভি বানায় না, সব দেশ ই বানায়, তাই বলে এগুলোর বৃত্তে আটকে থাকা উচিত না।
ইংরেজি নেটিভ টপ ১ হলেও
সবচেয়ে বেশী জার্মান ডাবিং এ. ba ইংরেজি সাবটাইইটেল এ মুভি দেখা হয় ।
ছবিকে উন্মুক্ত করে দেও য়া উচিত মনে করি, দর্শক দের উপর. ছেড়ে দেওয়া উচিত।
কিন্তু যদি বাংলাতে ডাবিং করার রুল জারি করা হয় সেটাতেও সমস্যা নেই,
এখান কার হলে হহিন্দী মুভি জার্মান. এ ডাবিং করে দেখানো হয়, র deখানো নিষিদ্ধ।
তবে ডডোরেমন টা ক্ষতিকারক, এমনকি হিন্দী নাটকও ।
না, হিন্দী ভাষার জন্য না, তাদের স্ক্রিপ্ট নিয়ে।
মানুষ ভাল কিছু শিখছে না। এক্টা মুভি হলে ঠিকছিল কিন্তু ক্রমাগত. সিরিয়াল স্থায়ী সমস্যা সৃষ্টি করছে।
যতটুকু কখগ ইংরেজি শিখেছি তা এই কার্টুন থেকেই। হিন্দী বাস্তব জীবনে মুভি দেখা ছাড়া আর কাজের প্রথম বছর ছাড়া আর কিছুতেই লাগে নাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ রিফাত ভাই।
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
ইউনুস খান বলেছেন: পোস্টের সাথে সহমত। ভালো থাকুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাই।
৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের সুযোগ্য তথ্যমন্ত্রী একদিকে ইন্ডিয়ার মুভি আমদানী করে আবার আরেকদিকে ডোরেমন নিষিদ্ধ করে। স্ববৈপরীত্য আর কাকে বলে!! কি দরকার আছে আগ বাড়িয়ে ইন্ডিয়ান মুভি আমদানী করার! আর কি বলব, সুশীল প্রগতিশীল সংস্কৃতি মনা সেইসব বুদ্ধিজীবীরাও দেখি এব্যাপারে একদম চুপ!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে ভাই হাসিনার সম্মতি ছাড়া ইনু এই ধরণের কথা বলতে পারে না।
ধন্যবাদ।
৪০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
চাঁদ ~ মামা বলেছেন: সহমত
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
টয় বয় বলেছেন:
-
"জয় হিন্দ" সমর্থক গোষ্ঠি হিন্দি আগ্রাসন নিয়া ভাবে না| ডিজ্যুস প্রজম্ন হিন্দি গান শুনবো, হিন্দি মুভি দেখবো, ফেসবুকে স্টেটাস দিব হিন্দিতে তারপর শাহ বাগে গিয়া দেশ প্রেমিক সাইজা সরকারী গরম খিচুরি খাইয়া ঢেকুর তুলবো "জয় বাংলা" !!!