নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ভারতের চেয়ে বাংলাদেশের বড় বন্ধু আর নেই : স্বাস্থ্য প্রতিমন্ত্রী! :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯







এ দেশে এখন আর কোনো খাদ্যের অভাব নেই। শেখ হাসিনার আমল তাই শায়েস্তা খানের আমলের মতো। ভারত এবার বাংলাদেশকে পাঁচ কোটি ইউএস ডলার সাহায্য দিয়েছে, যা পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা হবে। সরকার এখন বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই সেতু নির্মাণ শুরু করবে। ভারত স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের দেশের যেকোনো সমস্যায় ভারত পাশে থাকে। যেমনটি ছিল মুক্তিযুদ্ধের সময়। তাই ভারতের চেয়ে বড় বন্ধু আমাদের আর নাই।



গত বুধবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দায়িপুরে একটি রাস্তার ফলক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: ক্যাপটেন (অব:) মজিবুর রহমান ফকির প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। সরকার ওয়াদা রক্ষার জন্য আইন সংশোধন করেছে। যে ভাবেই হোক আমরা আমাদের ওয়াদা রক্ষা করব।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ নেতা বিধু ভুষণ দাস, ডা: হেলাল উদ্দিন আহম্মদ, ম নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।



http://www.dailynayadiganta.com/new/?p=123728



******************



১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের জন্য সরকার ভারতের কাছে কোলকাতা বন্দর মাত্র ৬ মাস ব্যাবহারের সুযোগ চেয়েছিল। দিল্লী সাফ বলে দেয় ৬ মাস কেন ছয় ঘন্টার জন্যও তা দেওয়া যাবে না। হাসিনার সিঙ্গাপুরী মুলা ঝুলালেও ভারত আমাদেরকে তথাকথিত কোন ট্রানজিট ফি দিবে না। মসিউর বলে যে "ভারত হতে ফি চাওয়া অসভ্যতা"। উল্টা ভারতীয় নৌযান ও ট্রাককে আমরা রাষ্ট্রীয় ভর্তূকী মূল্যে জ্বালানি তেল দিচ্ছি। ভারতের আদৌ যেখানে কোন কৃতজ্ঞতা ও উপকার আমাদের প্রতি নেই তারপরেও মূখ্যমন্ত্রী হাসিনার চামচা মজিবর রহমান ফকিরের কাছে ভারতই সবচেয়ে বড় বন্ধু। এই রকম দালাল থাকলে ভারতের সাথে আমাদের ন্যায্য দাবী দাওয়ার জন্য কিভাবে শক্ত দেন দরবার করা সম্ভব? ঘরের শত্রু বিভীষণ!

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

ভোলার ডাইরী বলেছেন: ছাগু ট্যাগ আসতেছে =p~ =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই সব কোয়া হিন্দুস্থানের দালালরা নিজেদেরকে স্রেফ সাময়িক শান্তনা দিবে :)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

ইকবাল পারভেজ বলেছেন: হ ভাই, আমাগো বিরাট বন্ধু। বন্ধু দেইখাই তো ৪০দিনের ফারাক্কা বাঁধের বন্ধুত্ব এখনও অটুট রাইখা দিছে। তাগো বন্ধুত্বের কথা আমরা যাতে ভুইলা না যাই, এইজন্য মাঝে মাঝে সীমান্তে গুলি কইরা মনে করায়ে দেয়। বন্ধুত্বের দেয়া উপহার ফেলানীর মৃতদেহ আমরা এখনও ভুলি নাই।
কইছিল কম দামে চাউল দিব; বন্ধুর লগে তো কথা রাখতে হয় না, হেই জন্য দেয় নাইকা।

মাইন্ড করি নাই অবশ্য এসব ব্যাপারের লাইগা। হাজার হোক আমাগো সবচেয়ে বড় বন্ধু বইলা কথা। X(( X(( X((

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভারত বাংলাদেশের বন্ধু নয়, স্বার্থের সম্পর্ক। তাই বলে পাকিস্তানকে কোলে টানার কোনো স্বপ্ন দেখবেন না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কি ভারত কি পাকিস্তান কি আম্রিকা কি চীন সবার সাথেই নিজেদের মর্যাদা ও স্বার্থ রক্ষা করেই সম্পর্ক চাই। কোনমতেই নিজেদের স্বার্থ বিকিয়ে নয়।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ভারতের পা চাটা দালালগুলারে যদি মাথার থেকে পা পর্যন্ত কাচা ইচ্ছা মত পিটাইতে পারতাম X( X( X(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঘরের শত্রু বিভীষণ!

ধন্যবাদ ভাই।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

প্রকৌশলী আতিক বলেছেন: ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধুই শোষনের। একচেটিয়া শোষন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এটা হাসিনা ও আম্লীগ এবং সমমনা সুশীলদের জন্যই সম্ভব হয়েছে। ছোট্ট ও মাত্র এক কোটি লোকের দেশ শ্রীলংকার যে ঐক্য আছে তা আমাদের নেই, এই কারণেই ভারত শুধু ষোল নিয়ে যেতে পারছে :(

ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

টয় বয় বলেছেন:
-

দায়িত্ববান হাম্বা, কথা হইতেছে ভারত নিয়া তুই পাকিস্হান টানলি কেন?? তোর শরীরে কি পাকিদের রক্ত, ভুলতে পারস না??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলে আমাদের এক শ্রেণীর লোক মূল ফোকাসের বাইরে চলে যায় বিধায় জাতীয় ভাবে আমরা পিছিয়ে আছি।

ধন্যবাদ ভাই।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: টয় @
বাজির সাথে তো কথা হল।
কিন্তু পোষ্ট নিয়ে তুই কোনো কথা না বলে আমার সাথে লাগলি ক্যান? থাব্রা খাইতে চাস? X(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আশা করি ভবিষ্যতে পোষ্টের মূল ফোকাসে থাকবেন।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৩

টয় বয় বলেছেন:


দায়িত্ববান হাম্বা:

ভারতের দালালী লুকাইতে গিয়া পাকিস্হান কেন টানলি?? ভারতের দালাল আম্লীগ আর তুই হইলি অন্ধ ভাদা|

আমারে ব্লক করছস কেন বাকশালী, ফ্যাসিস্ট ?? ডিবেট কর যুক্তি দিয়া, যুক্তিতে না পাইরা ব্লক করে বাকশালী ফ্যাসিস্ট আম্লীগ|



৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাংলাদেশ ছাড়া আর কোনো দেশকে বেল দেয়ার টাইম নাই। বাকি সব দেশের সাথে মর্যাদা ও স্বার্থ রক্ষা করেই সম্পর্ক চাই। বাজির জবাবের সাথে সম্মতি আছে।

আর তোর সাথে ডিবেট! আইস ব্যাগ মাথায় দিয়া বসতে হবে। মাথা একটু পর পরই গরম হয়।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ভারতের চেয়ে বাংলাদেশের বড় বন্ধু আর নেই :-* :-* :-*
খারান হাইসসা লই =p~
পরে কমেন্ট করমুনে । :|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

আহলান বলেছেন: ভারত যার দোস্ত, তার আলাদা শত্রুর দরকার নাই ....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

ওই চোরা বলেছেন: ভোলার ডাইরী বলেছেন: ছাগু ট্যাগ আসতেছে =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিএসএফের গেলমানরা এটা বলতেই পারে ;)

ধন্যবাদ।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মাজহারুল হুসাইন বলেছেন: আহলান বলেছেন: ভারত যার দোস্ত, তার আলাদা শত্রুর দরকার নাই ....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

মুহাম্মাদ আলী বলেছেন: ভারতের চাইতে আমাদের আর বড় কোন শত্রু নাই :)
উনি এই কথাটা তো বলতে পারতো :-*

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মূখ্যমন্ত্রী হাসিনা যখন এই ব্যাটার নেত্রী তখন.......... :)

ধন্যবাদ।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: B:-/ B:-/ B:-/



উনি আসলে বলতে চেয়েছেন, আওয়ামী লিগের ভারত থেকে বড় বন্ধু আর নেই। জাস্ট স্লীপ অব ট্যাং আর কি।




টয় বয় বলেছেন:
-

দায়িত্ববান হাম্বা, কথা হইতেছে ভারত নিয়া তুই পাকিস্হান টানলি কেন?? তোর শরীরে কি পাকিদের রক্ত, ভুলতে পারস না??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: থাক ভাই আমরা ব্যাক্তি আক্রমণে না জড়াই।

ধন্যবাদ।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

মাহির কাবির বলেছেন: bharot tmi kar ?
hasina na sajedar ?????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.