নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক মানদন্ডে খালেদা যুদ্ধাপরাধের বিচার চাওয়ার পরও গোয়েবেলস আশরাফের অস্বীকার!

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫









আলীগ ও হিটলারের গোয়েবেলস একই মুদ্রার এপিঠ-ওপিঠ!



স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে বেশি ‘হিংস্র ভূমিকা’ নিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার চলছে। যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য প্রথম থেকে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি হিংস্র ভূমিকা নিয়েছেন।




Click This Link



খাড়ার উপর মিথ্যা বলা ও পল্টি দেওয়া আলীগের পক্ষেই মানান সই। অথচ এই ১লা মার্চে খালেদা জিয়া বলেন;



খালেদা জিয়া বলেন, ‘আমরা বার বার পরিষ্কারভাবে বলেছি, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা চাই। সেই বিচার হতে হবে স্বচ্ছ এবং দেশি ও আন্তর্জাতিক মান বজায় রেখে। আমরা বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পক্ষপাতী নই।



Click This Link



খালেদার এই বক্তব্যের মানে কি তিনি ৭১এর যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে যায়? নাকি নিরপেক্ষ, সুষ্ঠ ও ন্যায্য বিচারের পক্ষে যায়? আশরাফের নেত্রী হাসিনাও এই ICTর বিচারের শুরু প্রাক্কালে মার্কিন মন্ত্রী ষ্টীফেন রাপের কাছে বলেছিল;



Bangladeshi Prime Minister Sheikh Hasina says her country’s first ever war crimes trial relating to the 1971 war of independence will be fair, impartial and conform to international standards—this according to the Bangladeshi newspaper The Daily Star. According to the paper, the Prime Minister made the comments to US ambassador-at-large for war crimes Stephen Rapp on Tuesday in Dhaka, following his pointed criticism of the judicial process.



Click This Link



তাইলে আশরাফের নেত্রী হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদার বিচার নিয়ে বক্তব্যের পার্থক্য কোথায়? বিগত চার বছরের উপর চুরি, র্দূনীতি-লুটপাট, অপশাসন-কুশাসন ও ভারতের তাবেদারী করে এখন পায়ের তলায় আশরাফ গংদের মাটি নেই। তাই ঘোলা পানিতে মাছ শিকারের মত ৭১এর যুদ্ধাপরাধের বিচার নিয়ে নোংরামী শুরু করেছে। তাই খালেদা জিয়া ও তার বিএনপির উচিত হবে ১৮ দলীয় জোটের মাধ্যমে কঠোর আন্দোলন অব্যাহত রাখা।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

ফাহীম দেওয়ান বলেছেন: আপনার লেখা পইড়া গোয়েবলস কেমন ছিলো বুঝতাছি X( X(

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যথাযথ রেফারেন্সের উপর রাগ দেখালে কি সত্য বদলে যাবে না!

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭

অচেনাসময় বলেছেন: আন্তর্জাতিক মান টা কি ? কেমনে আন্তর্জাতিক মান হয় ?

সরকার কাদেরকে বিচার করতেছে ? তারা কারা ? কি তাদের অপরাধ তা কি বাংলার মানুষের কাছে নতুন কিছু ?

খালেদা তো অনেক দিন ক্ষ্যামতায় আছিন আসিল কই তখন তো বলেনি বিচারে কথা ?
এখন ততা কথিত স্বচ্ছবিচার মানে কি ভাইজান ?

আপনার মুখে আওয়ামীলীগ বা আশরাফ সাহেবে সমালোচনা কোনভাবেই শোভা পায় না ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনের কথায় কি মূল্য আছে? হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন মন্ত্রীর কাছে যা বলছে সেটাই বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান। এই ICTর জন্য আপনেরা ২০০৮ এ ম্যান্ডেট নিছেন আবার আপনেদের নেত্রী হাসিনা আন্তর্জাতিক মানের কথা বলছে। পরে আপনেরা কটাক্ষ করলে খালেদা বিএনপির বর্তমান অবস্থান জানাইছে। তারপরেও সেখানে বিচার চায়না সেটা কেমন সত্য কথা? ৮৬র জাতীয় বেঈমানরা বলবেই আশরাফ সাধু!

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

অচেনাসময় বলেছেন: আর ৭১' -২০১৩ এর বেইমান রা কি বলবে জনাব তথাকথিত জাতিয়তাবাদী ??

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঘোলা পানিতে মাছ শিকার করলে অমনই মনে হয়। অবশ্য আওয়ামী-বাকশালীদের বিবেক আছে কিনা সেটাও ফ্যাক্টর!

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

ফাহীম দেওয়ান বলেছেন: আপনার লেখা পইড়া গোয়েবলস কেমন ছিলো বুঝতাছি X( X(


যে মহিলা নিজের মুখে বলতে পারে অইগুলা রাজাকার ছিলোনা, তারে নিয়া কেমনে বেশরমের মতো এতো যুক্তি দেন ? এই গুলা কি রেফারেন্স না ?

কেন আপনার নেত্রী বলে নাই সেনাবাহিনী বসে থাকবে না ?

সেনাবাহিনী কি তার হুকুমের গোলাম নাকি তার কোন ষড়যন্ত্রের প্লান হাসিলের জন্য এমন কথা বলে ?

আমরা কি সামরিক শাসনামলে বাস করতেছি ?

ভাই সোজা কথা জামাত কে কোলে নিয়া যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া বানরের খেলা দেখানোর মতোই লাগে। জামাতকে ছুড়ে ফেলে খালেদা বলুক একবার আওয়ামীলিগের সহ সব যুদ্ধাপরাধীদের বিচার করবে, বাংলার আমজনতাই ত্বত্তাবধায়ক সরকার না হলেও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে বাধ্য করবে ?

কিন্তু পারবেনা আপনার নেত্রী , আপনার দল। কারন বিএনপি আজ জামাতে বিলীন হয়ে গেছে। তাদের দেউলিয়াত্ব প্রকাশ পায় যখন শিবিরকে হরতাল পালনে সহযোগীতা করতে আহবান জানায়।

যদি মনে করেন আপনার নেত্রী কথা বলতে গিয়ে বেফাস বেড়িয়ে গেছে, তবে তাকে চুপ থাকতে বলুন। অযথা বেফাস কথা নিয়ে ভুল ব্যাক্ষ্যা দিবেন না। মানুষকে এতো বোকা ভাববেন না।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কথা আরেক দিকে নেন কেন? আপনেরা মিথ্যা বলছেন "খালেদা জিয়া বিচার চায় না" সেটাই প্রমাণ করছি। বিচার নিয়ে হাসিনা যে আন্তর্জাতিক মানের কথা বলছে সেটাই খালেদা বলছে। এন্ড অব ষ্টোরী।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

মুহাই বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: আপনার লেখা পইড়া গোয়েবলস কেমন ছিলো বুঝতাছি ।>boss of the comments!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৮৬র বেঈমান হাসিনার সমর্থকদের চাল চলন কেমন সেটাই আবার প্রমাণিত হইল :)

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

নিকষ মেঘ বলেছেন: কমেন্টকারী ম্যাক্সিমামই দেখি ইয়াহু

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার মতন না হয়ে যাবে কোথায় :)

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
মনে মনে একটা কার্টুন ..
দুই বগলে দুই দাড়ীওয়ালা (হাস্যজ্জল) নিজামি-মুজাহিদ ... কে রেখে ম্যাডাম বলছেন -

"আমরা সকল মানবতার বিরুধী অপরাধের বিচার চাই। কিন্তু সেই বিচার হতে হবে স্বচ্ছ এবং দেশি ও আন্তর্জাতিক মান বজায় রেখে"!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৮৬র জাতীয় বেঈমান কাকে নিয়ে যেন এরশাদের অধীনে নির্বাচনে গেছিল ;)

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

অর্ণব আর্ক বলেছেন: ঐ মিয়া ফাউল। আনি যোশেফ গোয়েবলস এর মানহাবি করছেন কেনু ?
আমি লোকটারে ভালু পাইতাম। B:-/

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

বুনো বলেছেন: গুড পোস্ট। এই সব বালছালের কথা পাত্তা দিয়েন না।
আজকে যদি আন্তর্জাতিক মানের বিচার হইত, তাইলে সাইদিরে দশবার ফাঁসি দিলেও জামাত একটা টুঁ শব্দ করতো না।
বিএনপির কথা না শুইনা দেশটারে ঝামেলার মধ্যে ফালাইল হাসিনা। আর এই মুক্তিযোদ্ধাডিরে দেখেন না, শিবিরের নাম শুইনাই গরম তেলের কড়াইয়ে লাফ দেয়। খালি কি বোর্ডেই াল ছিঁড়তে পারবে।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বলতে হয় নতুবা আওয়ামী-বাকশালীরা গোয়েবেলসীয় কায়দায় মানুষকে বিভ্রান্ত করবে। এই চামচারা যতই ফালফালি করুক সত্য ঢাকতে পারবে না।

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: সুন্দর পোস্ট বাজি ভাই ,,
আর এই নিম্নপ্রজাতির হাম্বাদের কথাই কান দিয়ে লাভ নাই

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ওদের নেত্রী হাসিনা আন্তর্জাতিক মানদন্ড বললে অসুবিধা নাই। কিন্তু খালেদা জিয়া একই কথা বলার পরও আওয়ামী-বাকশালী গং প্রোপাগান্ডা করে "খালেদা বিচার চান না"। এরা যে কেমন বিবেকহীন তা এই পোষ্টে আবারও প্রমাণিত হল।

ধন্যবাদ ভাই।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০

ঘুমকাতুর বলেছেন: গুড পোস্ট।

২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

ধৈঞ্চা বলেছেন: আমি খালেদা জিয়ার বক্তব্য লাইভ শুনেছি, উনি সেনাবাহিনী সম্পর্কে বলেছেন, যে সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন জায়গার দায়িত্ব পালনকরে দেশের সুনাম করছে সেই দেশের ভিতরেই যদি এত অরাজকতা থাকে তবে সেনাবাহিনীকে দেশের শান্তির জন্য হাল ধরতে হবে।
এই বক্তব্যে কিভাবে রাষ্ট্রদ্রোহীতার কথা বলা হলো বুঝলাম না। গতকাল আশরাফ সাহেব বলেছেন, খালেদা জিয়ার এই কথার জন্য অন্য দেশ হলে তাকে জেলে যেতে হতো, বাংলাদেশ একটা আজব দেশ তাই যা ইচ্ছা তা বলে পাড় পাওয়া যাবে না। আবার একই কথা মখাও বলেছে তাকে রাষ্ট্রদ্রোহীতার মামলা দেওয়া হবে।
মন্ত্রীদের কাছে অনুরোধ, আপনারা দেড়ী করছেন কেন? মামলা দিয়ে খালেদাকে জেলে দিয়ে দেন। স্থায়ী বাকশালীকরনে খালেদাই একমাত্র পথের কাটা।
ধন্যবাদ, বা.জি. ভাই ।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মিডিয়া বিপ্লবের যূগেও আওয়ামী-বাকশালী ও সমমনাদের মিথ্যার জোয়ারে হিটলারের গোয়েবেলসও ফেল! :)

ধন্যবাদ ধৈঞ্চা ভাই।

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

আকাশ চুরি বলেছেন: আশরাফ চাচা মনে হয় একটু বেশী বেসামাল ছিলেন অথবা উনি হিংস্রতার মানেই বুঝেন না।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

ধীবর বলেছেন: ্যারা জানতে চাচ্ছেন যে আন্তর্জাতিক মান বলতে খালেদা কি বুজচ্ছেন, তারা কস্ট করে হাসিনাকে জিজ্ঞেস করলেই তো পারেন। কারণ একই কথা ক্ষমতায় যাবার আগে হাসিনাও বলেছিলেন।

আর আশরাফ ওই লোকটা না? যে বলেছিল ইন্ডিয়া আর বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এক?

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার আন্তর্জাতিক মান তার সমর্থকের কাছে আঙুর ফল মিষ্টির মতন। কিন্তু খালেদার সময় টক! :)

শুধু সংস্কৃতি না আশরাফের কাছে দুই দেশই এক :)

অনেক ধন্যবাদ ধীবর ভাই।

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

এই আমি সেই আমি বলেছেন: আমি শুনেছি তারেক নাকি বলেছে জামাত বিম্পি এক মায়েত পেটের দুই ভাই ।

আর আশরাফের কথা বাদ দেন । আমি নিজে লাইভ শুনেছি খালেদা সিলেটের জনসভায় নাম ধরে বলেছে গুয়াজম , নিজামী যুদ্ব অপরাধী নয় । তাদের মুক্তি চাই ।

এখন বিম্পি যে বলে আমরাও যুদ্ব অপরাধীর বিচার চাই তবে ,স্বচ্ছ, নিরপেক্ষ,আন্ত্রজাতিক, যদি , কিন্তু ব্লা ব্লা ব্লা এগুলি হল খালেদার ভাওতা বাজি ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এবার শুনেন আম্লীগের হানিফ জামাতীদের ভাই ডাকছে;

Click This Link

তাইলে ICTকে মানবতা বিরোধী অপরাধের বিচার বলা হয় কেন?

তাইলে হাসিনাও যে আন্তর্জাতিক মানের কথা বলছে সেটাও কি ভাওতা? হাসিনা কইলে কোন দোষ নাই কিন্তু খালেদা কইলে দোষ, তা এই মতলববাজি আর কত দিন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.