নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ভারতের সাথে গোপন চুক্তি ও ফ্রি করিডোর দেওয়া মূখ্যমন্ত্রী হাসিনার কাছে খালেদা পাকিস্তান প্রেমি হতেই পারেন! :D

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১















২০০০ সালে ভারতের কোলকাতার বই মেলায় হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বদলে মূখ্যমন্ত্রী বলা হয়। এই নিয়ে হাসিনাকে প্রশ্ন করা হলে সে বলে "আমি মিটি মিটি হাসছি"। শুধু হাসি কেন সম্ভব হলে আনন্দে নেচেই ফেলতেন। কারণ ঐ ষ্টেজেই কোলকাতার দাদা বাবুরা হাসিনাকে বলে "হাসিনা তুমি আমাদেরই লোক"। ১৯৯৬ সালে দেশবাসী, নদী-পানি বিশেষজ্ঞদেরকে না জানিয়েই ৩০ বছর মেয়াদী প্রতারণামূলক ফারাক্কা চুক্তি করে আসে। বলে যে তারা বেশ সফল শুস্ক মৌসুমে বাংলাদেশ পানি পাবে। আর এখন বলে যে জলাধার নির্মাণ করে বর্ষা কালের পানি ধরে রাখতে হবে :D



১৯৯৬-২০০১ ভারতকে করিডোর সুবিধা না দিতে পারলেও ২০০৮ এ মিথ্যা বলল যে সার্ক কানেটিভিটির মাধ্যমে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। কিন্তু ঐ ৩০ বছর মেয়াদী ফারাক্কা চুক্তির মতই জানুয়ারী ২০১০এ দিল্লীতে হাসিনা গোপন শর্তে ভারতের সাথে চুক্তি করে। এখন যখন নদী পথের ট্রানজিট ফি দাবী করা হয় ভারত দিতে নারাজ। উপরন্তু হাসিনার উপদেষ্টা মসিউর বলে "ভারত হতে ফি চাওয়া অসভ্যতা"। আজ পর্যন্ত আমরা জানলাম না হাসিনা ২০১০ সালে ভারতের সাথে কি কি শর্তে চুক্তি করল। ভারত আলীগের কল্যাণে আমাদের পোল্ট্রি সহ বিভিন্ন ব্যাবসা বাগিয়ে নিয়ে আমাদের ব্যাবসায়ীদের ক্ষতিগ্রস্থ করছে তখন হাসিনা আবিস্কার করে;



খালেদার হৃদয়ে পেয়ারে পাকিস্তান: প্রধানমন্ত্রী (অডিও)

Click This Link



একেই বলে হাসিনার চুরি তার উপর শিনাজুড়ি! অথচ কোলকাতার দাদা বাবুরা প্রায়ই বলে হাসিনা বাংলাদেশের মূখ্যমন্ত্রী;



Click This Link



কোলকাতার এই দাদা বাবুরা মনমোহন সিংকে ঠিকই ভারতের প্রধানমন্ত্রী বলে। কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে এক মনে করে বিধায় এই হাসিনাকেই স্রেফ মূখ্যমন্ত্রী বলে। হাসিনা ভারতকে মনে প্রাণে ভালবাসেন। তাই তার কাছে স্বাধীন-সার্বভৌম সচেতন খালেদাকে পাকিস্তান প্রেমিক মনে করা খুব স্বাভাবিক। তাতে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে ভারতকে দেওয়া একতরফা সুবিধা ধামাচাপা দেওয়া যেতে পারে! B-)

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

মিত্রাক্ষর বলেছেন: ছি ছি কি লজ্জা। :P :P :P

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

নষ্ট শয়তান বলেছেন: ভাই এইতা তো নতুন কিছু না স্বাধীনতা যুদ্ধ থেকে এইটা শুরু হইছে সাত দফা দিয়ে

দেখেন সাত দফা

১। যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারাই শুধু প্রসাশনিক পদে নিয়োজিত থাকবে। বাকীদের চাকুরী চ্যুত করা হবে এবং সেই শূন্যপদ পূরন করবে ভারতীয় কর্মকর্তারা।

২। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে (কতদিন অবস্থান করবে তার সময় সীমা নির্ধারন করা হয়না) ১৯৭২ সালের নবেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্ক পুনরীক্ষনের জন্য দু দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে

৩। বাংলাদেশের কোন নিজস্ব সেনা বাহিনী থাকবে না।

৪। অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে

৫। সম্ভাব্য ভারত-পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবে ভারতীয় সেনা বাহিনীর প্রধান, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে।

৬। দু দেশের বানিজ্য হবে খোলা বাজার (ওপেন মার্কেট) ভিত্তিক। তবে বানিজ্যর পরিমান হিসাব হবে বছর ওয়ারী আর যার যা পাওনা হবে সেটা ষ্টার্লিং এ পরিশোধ হবে

৭। বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশ কে সহায়তা দেবে।


এরা বিনা পাশপোর্টে ভারত যাইতে চায়। ;)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একদল কুত্তা মার্কা দালাল বুদ্ধিজীবিরা ভারত বলতে অজ্ঞান। এই চুক্তি গুলির কথা মুখেই আনে না। তারপর ২০০৭ সালে রাহুল গান্ধী বলেই দিয়েছে ৭১ ভারতের আসল মতলবের কথা;

Our Family Divided Pakistan, RahulGandhi
Click This Link

আমরা যেখানে জীবন-মরণ যুদ্ধ করছি সেখানে ভারত নিজেদের কুমতলবে আমাদের সাহায্য করছে।

ধন্যবাদ।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫

ফালতু বালক বলেছেন: ;-);-);-)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: !

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

টাইম পাস বলেছেন:

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

এস দেওয়ান বলেছেন: অনেকে মানুষকে গাধা বলে তুমিও একজনব গাধা । বিএনপি দলটাই গাধাদের ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা ও তার আম্লীগ ভারতের ক্রীতদাসগিড়ি করে নিজেদের মহাবুদ্ধিমান ভাবতেই পারে :)

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

অভী আসলাম বলেছেন: প্রায় একই ধরণের একটা পোষ্ট দিয়ে ফেলেছি মনে হয়।

আপনি আরও বেশি তথ্যসম্পন্ন ও গোছানো ভাবে লিখেছেন। প্লাস।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

দেখি শুনি বলি বলেছেন:

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: +++ এই পোস্টের ফলে অনেকের পুটুতে জ্বালা পোড়া শুরু হয়ে যেতে পারে ,, বার্ন ক্রিম রেডি রাইখেন বাজি ভাই

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যার শরীর তার বোঝা.... ;) ভারতের প্রতি এত দরদ কেন :)

ধন্যবাদ ভাই।

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

মাজহারুল হুসাইন বলেছেন:
কোলকাতার দাদা বাবুরা মনমোহন সিংকে ঠিকই ভারতের প্রধানমন্ত্রী বলে। কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে এক মনে করে বিধায় এই হাসিনাকেই স্রেফ মূখ্যমন্ত্রী বলে।

এদেশের কিছু লোকও এপার বাংলা-ওপার বাংলা বলে । কিন্তু এপাশে বাংলাদেশ-ওপাশে ভারত । এটা এই ভাড়গুলো ভুলে যায় ।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই গুলা হইল বেজন্মা বাংলাদেশের খেয়ে পড়ে ভারতের গুণগাণ গায়!

ধন্যবাদ ভাই।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

বেপারিবাজ বলেছেন: কে যে কার স্বার্থে লিখা বুঝিনা

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা ও খালেদা কে কি ভারতের সাথে চুক্তি করল সেটা পর্যালোচনা করা উচিত!

১১| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

দুরন্ত-পথিক বলেছেন: পোস্টে প্লাস

২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১২| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২১

ঘুমকাতুর বলেছেন: ভারতীয় দালাল যখন কাউরে দালাল বানাতে চায় তখন হাসি পায়

২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যইতো বলে "চোরের মন পুলিশ পুলিশ" :)

ধন্যবাদ ভাই।

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২

অেসন বলেছেন: 'ভারতের সাথে গোপন চুক্তি' - বিএনপি ক্ষমতায় আসলে তো আর গোপন থাকবে না, তখনই না হয় বলেন। আগেতো পার্বত্য শান্তি চুক্তি, গঙ্গা পানি চুক্তি বাতিলতো দুরের কথা, বিএনপি ক্ষমতায় থাকাকালে রিভিউ করার চেষ্টাও করা হয় নাই। ভারতের সাথে কি আপোষহীনতা বিএনপি/খালেদা জিয়া দেখিয়েছেন বলতে পারেন?
--টিপাইমুখ বাঁধ নিয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালে কি করেছে?
--তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালে কি করেছে?
--সীমান্ত হত্যা ঐসময় ছিল না? পরিসংখ্যান বলে আরো বেশী হয়েছে।
তখন নীরব ছিল কারন এটা নিয়ে রাজনীতি করার দরকার ছিল না।

সবশেষে বলি, প্রধানমন্ত্রী পদে এই ধরনের বক্তব্য শোভনীয় নয়।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দেখুন আমি মনে করি একটা সুস্থ সবল মানুষকে জেনে শুনে আগুনে পুড়িয়ে বলবেন যে শীঘ্রই ভাল কর, সেটা কি সম্ভব? দেশবাসী ও সংসদকে না জানিয়ে হাসিনা চুক্তি করতে যায় কেন? ভারতের সাথে চাইলেই কি চুক্তি সহজে বাতিল করা যায়? ৩০ বছরের ফারাক্কা চুক্তি করে ভারত এখন বলে বাংলাদেশকে বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে যদিও ২০০৪-০৫ বিএনপি বার বার ভারতের নিকট আপত্তি জানায়;

Click This Link

বিএনপির কথা হল গিভ এন্ড টেক। আর আলীগের কথা হল বাংলাদেশ কিছু পাক না পাক ভারত পেলেই হল। এখানেই দুই দলের বিদেশ নীতিতে পার্থক্য!

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

প্রকৌশলী আতিক বলেছেন: ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে পারত চীন-পাকিস্থান-ইরান সম্পর্কের মতন। স্বাধীনতার পর থেকেই যদি আত্নসম্মান বিকিয়ে না দিয়ে, প্রান ঘাতী এসকল চুক্তি না করা হত, তবে দুটি দেশই উপকৃত হত।

বাট আমাদের দুর্ভাগ্য, আওয়ামী সরকার, তা হতে দেয়নি। তারা বাংলাদেশকে ভারতের গোলাম রাষ্ট্রে পরিনত করেছে।

বাকশালী ভাদা দের এজন্যেই দুচক্ষে দেখতে পারিনা।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগ যতদিন রাজনৈতিক ভাবে টিকে আছে ভারত বাংলাদেশের ক্ষতি করেই যাবে। এটা লক্ষ কোটি বার নিশ্চিত!

ধন্যবাদ আতিক ভাই।

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

অেসন বলেছেন: ফারাক্কা চুক্তি বাতিলের ক্লজ আছে। যে কারনে মমতা তিস্তা পানি জটিলতার
সময় ফারাক্কা দিয়ে পানি বাংলাদেশে বেশী প্রবেশ করায় চুক্তি বাতিলের দাবী জানিয়েছিল।
আমরা ন্যায্য হিস্যা পাচ্ছি না কিন্তু এই চুক্তি না হলে আমরা পানি বেশী পেতাম না কম পেতাম তা খতিয়ে দেখা দরকার।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: চুক্তির পরও পানি অনেক কম পাচ্ছি। তাই পদ্মার প্রায় অর্ধ শতাধিক শাখা নদী বিলুপ্ত সহ সে তার ব্যাপক নাব্যতা হারিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.