নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
সিএনএন এর মতে হেফাজতে ইসলামের মতিঝিল সহ আশে পাশের এলাকার সমাবেশে তে ২০-৩০ লক্ষ লোকের সমাগম ঘটেছে;
http://ireport.cnn.com/docs/DOC-952048
শাহরিয়ার কবির গংদের চক্রান্ত ও বাধা উপেক্ষা করে গতকাল ৬ই এপ্রিল মতিঝিলে ২০ হতে ৩০ লক্ষ লোকের সমাবেশ ঘটিয়েছে। যদি হরতাল না থাকত তাহলে ৬০-৭০ লক্ষ লোকের সমাগম হলেও অবাক হওয়ার কিছু হত না। যে দেশের ৯০% জনগণ মুসলমান তার উপর বিনা ভোটে সেক্যুলারিজমের নামে কুফরী ও মোনাফেকী মতবাদ চাপিয়ে দেওয়া সহজে সম্ভব নয়। এরা নিখাদ আল্লাহ ও তার রাসুল(সাঃ) এর প্রতি বিশ্বাস ও ভালবাসা স্বরুপ এসেছে। তাই এখন শাহরিয়ার কবির গংদের উন্মাদের অবস্থা সৃষ্টি হয়েছে। শাহরিয়ার কবির গংদের নিজেদের মতবাদে কোন আলাদা দল করলে জাতীয় সংসদ নির্বাচনে সব কয়টারই জামানত হারাবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু এরাই হাসিনার ও তার দলের কান্ধে চড়ে দিবা স্বপ্ন দেখে। অবৈধ ভাবে পুলিশ প্রশাসনের ক্ষমতা ছাড়া এদের রাস্তায় নামলে তেমন কাউকেই সাথে পাবে না। তাই আশা করি হেফাজতে ইসলামের কর্মীদের সন্ত্রাসী, জঙ্গী ও তালেবান না বলে এবং ইসলাম বিদ্বেষ বাদ দিয়ে তাদের জাগরণ মঞ্চের কাজ শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যাক। যদি সুষ্ঠ নির্বাচনে জনগণ তাদের ভোট দেয় তো তাদের সেক্যুলারিজম প্রতিষ্ঠা করবে নতুবা বেশী বাড়াবাড়ি করলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে!
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আওয়ামী যতদিন সেক্যুলারিজম ও ভারতের তাবেদারী ত্যাগ না করবে ততদিন তাকে বাকশালী কায়দাতেই দেশ চালাতে হবে। দেশের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণ ও সংসদকে না জানিয়ে আইন পাশ করছে। এখন বুঝুক জনগণ ক্ষেপলে কি হয়।
ধন্যবাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯
নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মিডিয়াই কোন সংখ্যা উল্লেখ করেনি!
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বেশীর ভাগ মিডিয়া আলীগের দালাল। তাই তাদের সৎ সাহস নাই।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩১
কলাবাগান১ বলেছেন: iREPORT is not a report by CNN.
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সিএনএন এরই অংশ এটা। এখন আপনে চোখে পট্টি বাধলেই কি সত্য বদলিয়ে যাবে?
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৩
শিপন মোল্লা বলেছেন: সমসাময়িক বিশ্লেষণ চমৎকার পোস্ট। বিদেশি মিডিয়া গুলি বুঝলেও আমাদের দেশের হাম্বা মার্কা মিডিয়া গুলি এখনো বুজতে পারছেনা।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই রক্তে যাদের বাকশাল তারা কি জনগণের যথাযথ মতামত নিবে কি? গণতন্ত্রকে শ্রদ্ধা আলীগের ইতিহাসে বিরল।
ধন্যবাদ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪২
অসীম দিগন্ত বলেছেন: আবুশিথি বলেছেন: সমসাময়িক বিশ্লেষণ চমৎকার পোস্ট। বিদেশি মিডিয়া গুলি বুঝলেও আমাদের দেশের হাম্বা মার্কা মিডিয়া গুলি এখনো বুজতে পারছেনা।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তাদের মনে রাখা উচিত "অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না"! পরে হাসিনার সরকারের পতন হলে বা পরবর্তীতে ক্ষমতায় আসতে না পারলে সাধারণ মানুষের জুতার বাড়ি খাবে
ধন্যবাদ।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৯
নষ্ট ছেলে বলেছেন: এই সমাবেশের পর নির্বাচনের ভোটের হিসাব আওয়ামী লীগ কোন ভাবেই মিলাতে পারবে না। নিশ্চিত পরাজয় জেনে কেয়ারটেকার গভমেন্টের হাতেও ক্ষমতা হস্তান্তর করবে না। বাধ্য হয়েই চরম পন্থ অবলম্বন করবে। কি ধরনের চরমপন্থায় যায় সেটা দেখার বিষয়। লীগের ভাগ্য এখন এতই খারাপ, সাম্প্রতিক সময়ে সব কিছুই তাদের বিরুদ্ধে যাচ্ছে। এমনকি ছাত্রলীগ পরিচয় দেবার পরও পুলিশ গুলি চালায়।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একমাত্র ভারত হস্তক্ষেপ না করলে পুলিশও ভাগব! কারণ ১-২ জন কইরা মারতে মারতে হাজার না লক্ষ না কোটি মানুষ ক্ষেপায়া তুলব...তখন তারা কি বাটে পড়তে চাইব?
ধন্যবাদ।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: কিছু bastard এর চুলকানি দেখে মাথা ঠিক রাখা কঠিন হয়ে যাই
পোস্টে পিলাচ বাজি ভাই ,, সুন্দর লিখেছেন
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১১
খারাপ লোক বলেছেন: জয় বাংলা বইলা আগে চিল্লাইতাম এখন আল্লহু আকবার বলে চিল্লাবো।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯
আমার আমি নাই বলেছেন: 'দেশের বহু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণ ও সংসদকে না জানিয়ে আইন পাশ করছে'- এইরকম ২/১ টা সিদ্ধান্ত জনগণের সামনে উপস্থাপন করলে জনগণ ভালভাবে বুঝতে পারত।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সংবিধানের ১৫তম সংশোধনী, ২০১০ সালে ভারতের সাথে গোপন শর্তে চুক্তি..
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৪
আমি মোঃ চয়ন বলেছেন: এত লোক দেখে পুলিশে মাথা আউলাইয়া গেছে । 'বিবিসি'কে পুলিশ বলে ১ লাখ। 'আল-জাজিরা'কে বলছে ২ লাখ। যদি আল-জাজিরা মনেকরে ১.৫ মিলিয়নের কম না।
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: চারিদিকে এত লোক...তারপরেও ফুলিশ বলতেই পারে এক লক্ষ
ধন্যবাদ।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩
তামিম89 বলেছেন: ভাই, এটা সিএনএন এর রিপোর্ট না। ireport হলো সামু ব্লগের মত সিএনএন এর একটা কমিউনিটি ব্লগ সাইট। অনেকটা প্রথম আলো এবং প্রথম আলো ব্লগের মত। আপনিও ইচ্ছা করলে যে কোন বিষয়ে সেখানে লিখতে পারবেন। এর জন্য আর্টিক্যালটার একদম নিচে "add your story" বাটনে ক্লিক করে সাইন আপ করে লেখা পাবলিশ করতে পারেন।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হলেও ফজরের নামাজের পর থেকেই হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা মতিঝিলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার চারপাশ থেকে মিছিল ও জিকির করে হেঁটে দলে দলে সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। একপর্যায়ে মঞ্চের পশ্চিমে দৈনিক বাংলা মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত, দক্ষিণে টিকাটুলী মোড় হয়ে রাজধানী সুপার মার্কেট, উত্তরে আরামবাগ হয়ে ফকিরাপুল কাঁচাবাজার এবং নয়াপল্টন, বিজয়নগর পানির ট্যাংকিসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
Click This Link
এখানে জায়গা গুলাতে যে হারে লোক হইছে তাতে ২০ লক্ষের উপর যাওয়া অসম্ভব কিছু না।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫
মুহসিন বলেছেন: শাহবাগ আর হেফাজতের আন্দোলনে সন্ধি করা যায়না? মূল দাবীগুলো তো পরস্পর সমর্থন দিলেই হলো। আর শাহবাগের নেতারা যদি প্রমাণ করতে পারে তারা মূলতঃ ইসলাম বিদ্বেষী নয়, তাহলে কিন্তু পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে চলে আসবে।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯
প্রভাষ প্রদৌত বলেছেন: ভাই এটা CNN রিপোর্ট না । এটা একটা ছাগুর লেখা কল্পনাপ্রসূত গল্প । এর কোনো ভিত্তি নেই । পেজটিটে গিয়ে দেখেন Add your storry নামে নিজের গল্প পোস্ট করতে পারবেন । কোনো গল্পকে খবর হিসেবে প্রচার করে যনমনে বিভ্রন্তি ছড়ানোর চেষ্টা করবেন না ।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এত লোক দেখে কি ভয় পাইসেন? এত বিশাল জায়গা নিয়া লোক জমায়েতে ২০ লক্ষের বেশী মানুষ হওয়া কি অসম্ভব? ১১নং এর জবাব দেইখেন।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
আমি মোঃ চয়ন বলেছেন: @ প্রভাষ প্রদৌত
তোরা আল-জাজিরা পড় ।।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দেশের পত্রিকা গুলো যেভাবে বর্ণণা দিছে তাকে বিশাল এলাকা নিয়ে মানুষের সমাবেশ হইছে। কাজেই ২০ লক্ষ অসম্ভব কিছু না। আর হরতাল না থাকলে ঢাকার অর্ধেকই ভরে যেত।
ধন্যবাদ।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬
আমি মোঃ চয়ন বলেছেন:
মন চাইলে বিবিসি দেখ ।।
আর কি চাও !!! আরো লাগবে...???
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সাধারণত অন্যান্য সমাবেশে পল্টন ময়দান ও ডিআাইটি রোড মিলিয়ে যদি ৫০ হাজার লোক হয় তাইলে এত ব্যাপক জায়গাতে ২০ লক্ষ লোক হইতেই পারে।
ধন্যবাদ।
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮
এ সামাদ বলেছেন: প্রভাষ প্রদৌত তো হিন্দু মানুষ। উনি তো এমন কথাই বলবেন।
আসলে সরকারের পক্ষের সবার মাথা গেছে খারাপ হইয়া।
তারা এখন শুধুই ভুল বোঝাচ্ছে মানুষকে।
এর থেকে দেশ প্রেমিকদের দূরে থাকতে হবে। এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে ইসলাম কি? ব্লগ কি? নাস্তিক কি?
আসলে ব্লগ আর নাস্তিক এক করলে হবেনা। যারা ব্লগার তারা তো সবাই নাস্তিক না।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯
জেড সৈনিক বলেছেন: প্লাস।
সব মিডিয়া ভাদা আম্বা বাম্বা কোমরে গামছা বেধে অপপ্রচারে লেগেছে। আর সাধারন মানুষ ব্লগ চেনে না, মিডিয়া বিশ্বাস করে না কিন্তু বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবকে চেনেন, বিশ্বাস করেন।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪
গোয়েন্দাপ্রধান বলেছেন: asole hefajat gonjagrn mncher bipokke clo na tara ja cheyese ta hlo gono jgrn mnch er sathe jorito nastik noy borong nastik namdhari islam biddesi der bichar .tara soa blogg k nastik blen nai borong hamba media emn vabe likse j hefajat sob blogger k nastik bolese.kin2 gonjagrn mnch kno hefajat er sthe sotruta krlo.vi egula nie leken.mobile e bangla likte pari na.r modem e tk nai.r gono ra amader porichoy dicce bangali ble kno. amra age bangladeshi tader ei slogan er uddeso ki
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমরা বাংলাদেশী, সহমত।
ধন্যবাদ।
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
রামন বলেছেন:
যারা যে উদ্দেশ্যে কোটি কোটি টাকা ঢেলে ম্যাঙ্গো পাবলিক জড়ো করলো তাদের সেই উদ্দেশ্য ভেস্তে গেছে। এই সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচার বানচালের কোনো সুযোগ তো নিতে পারেনি বরঞ্চ নারী বিদ্ধেষী স্লোগান দিয়ে এবং নারীর গায়ে হাত তুলে দেশেবিদেশে ধিকৃত হয়েছে। পুরা টাকাটাই জলে গেছে আহম্মকদের।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শেয়ারবাজার, কুইক রেন্টাল, ডেষ্টিনি এবং হলমার্ক সহ মোট ২ লক্ষ কোটি টাকার উপর র্দূনীতির অভিযোগ হাসিনার বিরুদ্ধে। তার উপর আবুল হোসেন দেশ প্রেমিক, তখন এই মতিঝিলের সমাবেশে একদিনের খরচ আপনের কাছে কি খুব বড়? হেফাজতে ইসলাম কি বলছে যে তারা যুদ্ধাপরাধী থুক্কু মানবতা বিরোধী অপরাধের বিচার চায় না? এটাতো হাসিনার ওয়াদা যে সে বিচার করবে যা হবে আন্তর্জাতিক মানদন্ডে! কিন্তু এখন আবার নিজেদের লোকদের দিয়েই কেন জাগরণ মঞ্চ? উগ্র-নাস্তিকদের বাদ দিয়ে কি অন্য কেউ ছিলনা এই জাগরণ মঞ্চকে নেতৃত্ব দিতে? এখন যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কি ঝামেলা সেটা আলীগ ও জামাত মারামরি করে করুক। এই খানে এখন শুধু দর্শক হিসেবে দেখে যাব।
নারী রিপোর্টারের উপর হামলা দুঃখজনক! তবে টিভি চ্যানেল গুলি সহ অন্যান্য নারী সাংবাদিকদের খবর নেওয়ার জন্য কোন ইসলামী দলের সমাবেশে না পাঠানোই ভাল। অন্তত মাথায় কাপড় ছাড়া নয়।
রামন ভাই নিজেকে আর কত মিথ্যা সান্তনা দিবেন বিগত চার বছরে সরকার শুধু র্দূনীতি ও ভারত তোষণ করছে। ফলে দেশের মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। পেটে খাওয়া দিয়া পিঠে মারলে মানুষ কম-বেশী সহ্য করে নেয়। কিন্তু এই মহাজোট মানুষের পেটে লাত্থি দিছে তাই সরকার চাইলেও কোন আন্দোলনই ঠেকাতে পারছে না। বরং হাসিনা তার অনেক এমপি সহ মধ্যম সারির নেতাদের উপর ক্ষ্যাপা যে ঢাকার বাইরে গিয়ে নিজ নিজ এলাকার কর্মীদের নিয়ে জামাত ও বিএনপিকে রুখবে সেটা করছে না। বরং অষ্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকায় ভেগে যাচ্ছে তাই সময়ই বলে দিবে যে টাকা জলে গেছে নাকি কাজে লেগেছে।
২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বাজি ভাই ভাবছি সামু ছেরে দিব ,,, সামু যেভাবে এই সব বেজন্মাদের প্রোমট করছে তাতে সামুতে আর ঢুকতে মন চাই না ,, সামু বেজন্মা নাস্তিক ও কুত্তা হাম্বাদের ছিল ও থাকবে যতদিন সামু থাকবে
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমাদের আর কয়টাদিন ধৈহ্য ধরতে হবে....ওদের আর কয়েকদিন ইচ্চামত বান্দর নাচ নাচতে দেন। দেখছেন না মগাচীফের বাহাদুরি এখন কোথায়...
ধন্যবাদ।
২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: সিএনএন আই রিপোর্টে ছাগুরাও লিখতে পারে। আপনিও লিখতে পারেন। এসব সোর্স দিয়ে ব্লগ লেখা মূর্খামি !
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নিজেরে খুব মহাবুদ্ধিমান ভাবেন? আজকে আম্লীগের কেউ লিখলে ভাল লাগত তাই না?
২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: এই ব্লগ টা লিখেছে- ভোরের পাখি।
http://ireport.cnn.com/people/VorerPakhi
যে সাইন আপ করেছে ২৮ মার্চে ! ২ দিনের যোগী ভাতরে কয় অন্ন !
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই খানে আমার মূল উদ্দেশ্য হইল মতিঝিলের সমাবেশে কত লোক হইছে। আপনেরা বাধা দিছেন সেটা উপেক্ষা কইরা ২০ লক্ষর উপর লোক হইছে। এখন এটা মানতে কষ্ট হইলে করার কিছু নাই।
২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
রামন বলেছেন:
বা জি ভাই, গুটি কয়েক নাস্তিকদের সায়েস্তা করার মধ্য দিয়ে ইসলামকে পাকা পোক্ত প্রতিষ্ঠার জন্য কোটি টাকা ব্যয় করে সারা দেশ থেকে লোক এনে সমাবেশ করা হয়েছে এটা পাগলেও বিশ্বাস করবে না। এদেশে মুসলিম প্রতিষ্ঠা একদিনে হয়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে গুটিকয়েক নাস্তিক যতই প্রোপাগান্ডা চালক না কেন তাতে ধর্মীয় বিশ্বাসে মুসলিমদের ফাটল ধরাতে পারবে না। আপনি ব্লগেই দেখেন ৪ বছর আগে এখানে এদের সংখ্যা যা ছিল যথেষ্ট প্রপাগান্ডার পরও সে তুলনায় সংখ্যা কমছে বই বাড়ছে না। নাস্তিকরা এদেশের মুসলিমদের তুলনায় মশা মাত্র। আর এই মশা মারতে জামাতি শিবির কামান দাগবে এতখানি বোকা আমি তাদের মনে করি না।
ভাই যে যায় লঙ্কায় সেই হয় রাবন, এটা যেমন আওয়ামী লীগের বেলায় সত্য, তেমনি বি এন পি, জাতীয় পার্টির বেলায়ও।সেদিন যে আশা নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল আজ কিছু মুষ্টিমেয় মানুষ ছাড়া সবার আশা ভঙ্গ হয়েছে। স্বাধীনতার জন্য যাদের অবদান বেশি সেই নিপীড়িত খেটে খাওয়া সাধারণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তারা হয়েছে বঞ্চিত। আর সে সুযোগ নিয়েছে দেশে চিন্হিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীরা। দেশের অবহেলিত ও হতাশাগ্রস্থদের টেনে নিয়ে মগজধোলাই করে বানিয়েছে মৌলবাদী এবং জঙ্গি। তাদেরকে এমনভাবে সম্মোহিত করতে সক্ষম হয়েছে যে পাপাত্মাদের ইশারায় এরা মুর্খের মত নিজের জীবন দিতেও কুন্ঠিত বোধ করে না।
ভাই এটা সত্য আমি আওয়ামী লীগ সমর্থন করি। তবে এখনকার আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সেই আওয়ামী লীগ আর নেই। ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রামন ভাই, শাহবাগের নেতৃবৃন্দের একটা ইগো যে তারা উগ্র-নাস্তিকদের নেতৃত্ব হতে সময়মত সরাতে পারেনি। বরং থাবা বাবা ওরফে রাজীব হায়দারকে শহীদ বলছে(নাউজুবিল্লাহ)। শাহরিয়ার কবীর গং আটক ইসলাম বিদ্বেষী ব্লগারদের ছাড়ার জন্য বলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকছে।
জামাত সুযোগ নিছে এতে কোন সন্দেহ নাই। কিন্তু ব্লগে চলে আসা এতদিনের ইসলাম বিদ্বেষও কিন্তু মিথ্যা নয়। সে যাই হৌক হাসিনা ২০০৯ হতে কোন প্রকার রাজনৈতিক প্রভাব ছাড়া নিরপেক্ষ, সুষ্ঠ যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিলে আজকে এই জটিলতা হত না। হাসিনা কখন উদ্যোগ নিল যখন ২০১০ তার জনপ্রিয়তা হ্রাস পেল। তার স্কাইপি স্ক্যান্ডালও বিবেচনায় নিতে হবে।
ভাই আপনে আমার অনেক সিনিয়র। অনেক কিছুই দেখেছেন যা আমি দেখিনি। তাই বিগত ৪২ বছর ধরে মানুষ ভূগার পর আর কত ভূগবে? আলীগ ও বিএনপি যখন নৈতিক অধঃপতনের শিকার তখন সংগঠিত জামাত সুযোগ নিবেই। কেবল আবেগ দিয়ে নয় জামাতের সাথে লড়তে হলে জ্ঞান, আদর্শ এবং সততা দিয়েই লড়তে হবে। ছাত্রলীগ ও ছাত্রদল চাদাবাজি, মাস্তানী করতে পারে এমনদের সংগঠনে নেয়। কিন্তু শিবির নেয় মেধাবীদের। পরবর্তীতে দেখা যায় ছাত্রলীগ ও ছাত্রদলের সুবিধাবাদীরা সুযোগ মত কেটে পরে এবং এদের উপর সাধারণ মানুষ ক্ষিপ্ত থাকে। এটা মূল দলেও দেখা যায়। কাজেই এখন যদি বড় দুই দল নিজেকে না শোধরায় ভবিষ্যতে দুই জনেরই অস্তিত্ব বিপন্ন হবে।
আপনার সুদীর্ঘ মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
২৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
টাইলুং বলেছেন: This iReport is part of an assignment:
Photo essays: Your stories in pictures
২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
টাইলুং বলেছেন: About this iReport
Not vetted for CNN
২৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫
টাইলুং বলেছেন: আপনার উচিত হেডিংটা ঠিক করে দেয়া।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: থাকুক এই ভাবে। তবে আমি স্বীকার করছি যে এটা স্রেফ কারো মতামত সিএনএনে প্রকাশিত হইছে এবং মূল রিপোর্ট না। তবে মতিঝিলের সমাবেশে অনেক লোক সেটা মোটেও অমূলক নয়। ২২নং এর জবাবে আমি বলছি আমার পোষ্টের মূল উদ্দেশ্য গতকালের সমাবেশে ব্যাপক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির বিষয়টি তুলে ধরা।
ধন্যবাদ।
২৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১
দখিনা বাতাস বলেছেন: ওরে খাইছে, সেই রকম সমাবেশ। এগোরে দেখলাম বিএনপি এত খানাদানা দিলো, এমনকি পল্টনের অফিসেও বলে খানাদানা মজুত করছিল, টানা অবস্হান নিলে যতদিন দরকার খাবার দিবো। জামায়াতও চাইছিল একই কাজ করতে। কিন্তু তারা কাউরে কোন সাইড দেয় নাই।
ভাবসাবে তো মনে হইতাচে হেরা কারো লগে নাই। এমনই তো চাইতেছিলাম। আওয়ামীলীগ বিএনপির বিকল্প। দাবী গুলাও সেই রকম। সব ইসলামি জোস আছে। কি কন ভাই?
চলেন যোগ দেই। আগামী নির্বাচনে হেজাফতে ভুট দিমু
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
২৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০
এম.ডি জামান বলেছেন: বাংলাদেশের ইতিহাসে এতবড় সমাবেশ আর হয়েছে কিনা আমার জানা নেই। এদেশের মানুষ কতটুকু ধর্মপ্রান তা কালকের সমাবেশের মাধ্যমে আবারও প্রমানিত হলো।ধর্ম বিদ্বেষী ঘাদানিক শাহরিয়ার কবির ও বাচ্ছুরা সরকারের প্রত্যক্ষ সহযোগিতা নানা রকম বাধা দিয়েও জনস্রোত বন্ধ করতে পারেনি।যদি নির্বিগ্নে লংমার্চ করতে দিত তাহলে ঢাকা শহরের অর্ধেক মানুষের পদবারে প্রকম্পিত হতো তাতে কোন সন্দেহ নেই। আওয়ামিলীগ যদি কালকে সমাবেশ থেকে কোন বার্তা নিতে না পারে তবে আওয়ামিলীগের পরিণতি হবে খুবই ভয়াভয়।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ জামান ভাই।
২৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫
দখিনা বাতাস বলেছেন: @ এমডি জামান, আওয়ামীলীগের এক নেতার সাথে কথা হইছে, উনি বিজয় সরনির দিকে ভালই প্রভাব নিয়ে থাকেন।। তারা বার্তা একটা নিছে গতকালের সমাবেশ থেকে। বার্তাটা হইলো, যে যত বড় সমাবেশই করুক, রাজাকারের বিচার বন্দ করো- কথাটা সরাসরি বলার মত সাহস কারো নাই।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হেফাজতে ইসলাম কখনই বলেনি যে তারা যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে।
ধন্যবাদ।
৩০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: ফরিদ্যার ৩০০ লোখের সমাবেশের একটা ছবি দিলে মুরগিরা এই পোস্টে কিছু বলার সাহস পাবে না
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হা হা
ধন্যবাদ।
৩১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
অরিয়ন বলেছেন: সি এন এন কি জানেনা বাংলাদেশের বিশাল মিডিয়া সাম্রাজ্য এখন জন্ডিসে আক্রান্ত ?
সি এন এন কি তাহলে সরকার এবং এদেশের মিডিয়ার রোষানলে পরবে?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রকৃতপক্ষে এটা সিএনএনের কোন রিপোর্টার নয়। তবে ২০ লক্ষের উপর লোক হওয়া অসম্ভব কিছু নয়। এখন সরকার যতই অন্ধ হৌক হেফাজতে ইসলামের পক্ষে গণ-জোয়ার কোন চক্রান্ত ছাড়া ঠেকানো অসম্ভব।
ধন্যবাদ।
৩২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনার পোস্টের শিরোনাম পুরাই মিসলিডিং। CNN ireport is NOT VETTED by CNN. এখানে যে কেউ লিখতে পারে। অনেকটা ব্লগের মতই। আপনি বা আমিও লিখতে পারি। আর লেখা কতক্ষন CNN এর সাইটে থাকবে সেটা নির্ভর করে সেই লেখা কতগুলো রিকমেন্ডেশন পেল। আপনি নিশ্চয়ই বলবেন না যে প্রথম আলো পত্রিকা আর প্রথম আলো ব্লগ একই জিনিস। যদি বলে থাকেন, তাহলে আলাদা কথা।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি ইতিমধ্যে তা স্বীকার গেছি। তবে মতিঝিলের এই সমাবেশে ২০ লক্ষের বেশী লোক জড়ো হওয়া অসম্ভব না।
ধন্যবাদ।
৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
বলশেভিক বলেছেন: শাহবাগি ভাড়তীয় হাইব্রিড মুরগিদের এবং তাদের কাউ ইউরিন কোলা পানকারি সহযোগীরা ক্রনিক ডাইরিয়ার রোগী হয়ে গেছে।সকল ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশে মানুষ তাদের স্বাধীনতা ও ধর্ম আটুট রাখবে।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সকাল ৭-৮টার মধ্যে যে লোক জড়ো হইছে শাহবাগের একদিনের সর্বোচ্চকে ছাড়িয়ে গেছে।
অনেক ধন্যবাদ বলশেভিক ভাই।
৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
মরু বালক বলেছেন:
আমাকে প্রতিদিন ২০ লক্ষ টাকা আর ৩ স্তরের নিরাপত্তা দাও............ আমি তুমাদের একটি 'ঘনজাগরন মঞ্চ' উপহার দিব!!!!!!!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
সুমনদেশ বলেছেন: এই সমাবেশ আওয়ামী লীগের মত ভাড়া করা লোকের সমাবেশ নয়। সমাবেশে যোগদানকারীগণ নিজেদের মনের তাগিদে, স্বতঃস্ফূর্তভাবে মতিঝিলের শাপলা চত্বরে এসেছেন। আওয়ামী লীগ সরকার তাদের লুটের টাকা ব্যবহার করেও এমন সমাবেশ করতে পারবে না।
এই জনসমুদ্র দেখে ওয়ামী লীগ প্রচণ্ড ভয় পেয়েছে। কয়েকদিন চুপচাপ থাকবে আওয়ামী লীগাররা। তারপর আবার তাদের স্বভাব অনুযায়ী খিস্তি-খেউর শুরু করবে।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
সুমনদেশ বলেছেন: মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের সাথে শাহবাগের ভাড়াটে লোকের সমাবেশের তুলনা করা হাস্যকর।
শাহবাগের সমাবেশ হাসিনা-আওয়ামী লীগের অর্থ ও মদদে চলছে। হাসিনার সরকারী পুলিশ দিয়ে ৩ স্তরের নিরাপত্তা দিলে শাহবাগে ভাড়াটে লোক কেন- তেলাপোকা, চামচিকারাও নাচানাচি করবে আর আম জনতাকে হুমকি-ধমকি দিতে সাহস করবে।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা চাচ্ছে বিএনপি যেন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু চাঙ্গা না করতে পারে...
অনেক ধন্যবাদ।
৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
অরিয়ন বলেছেন: এখানে দেখা যাচ্ছে কিছু অন্ধ বাকশালী এটা মেনেনিতে পারছেনা। সিএনএন- এর নিউজ হোক বা নাহোক তারা যে চোখ থাকতেও অন্ধ সেই প্রমানই দিয়ে যাচ্ছে। এদেশের ইতিহাসে সর্ববৃহত সমাবেশ, এটা প্রমানের জন্য সিএনএন, বিবিসি বা আলজাজিরার সংবাদের উপর নির্ভর করার কোন প্রয়োজন নাই। খোলা চোখে স্পস্ট ভাবে দেখলে এবং সত্য মানার মানুষিকতা থাকলেই তারা বুজতে পারতো।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তারা এখন দিশেহারা হয়ে হেফাজতে ইসলামকে গালাগালি করছে।
ধন্যবাদ।
৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত
Click This Link
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিএনপি ও জাপা যথাক্রমে ৫ম ও ৮ম সংশোধনী আনছে। জিয়া ধর্মনিরপেক্ষতা বাতিল করছিল। কাজেই বিএনপি দ্বারা ইসলাম অবমাননা হবে না ইনশাল্লাহ!
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯
নেয়ামূল হক বলেছেন: এক কর্মসূচীতে পাল্টে গেল আওয়ামী সরকারের সব হিসাব নিকাশ।