নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ইহুদীদের শয়তান বলায় একটি মার্কিন স্কুলের ক্ষমা প্রার্থনাঃ মত প্রকাশের স্বাধীনতা মানেই ঘৃণা ছড়ানো নয়!

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৫







আমেরিকায় একটি হাইস্কুলের শিক্ষক তার শিক্ষার্থীদের রচনা লেখা বিষয়ে বলে যে মনে কর তোমরা নাৎসীদের কাছে লিখছ "ইহুদীরা কেন শয়তান"! এই ঘটনা জানাজানি হলে ঐ স্কুল কর্তৃপক্ষ এর জন্য ক্ষমা চান। তারা বলে ভবিষ্যতে এই ধরণের ঘৃণার বিষয় সহ্য করা হবে না। তবে উক্ত শিক্ষকের নাম গোপন রাখা হয়েছে;



Click This Link



ঢালাও ভাবে ইহুদীদের শয়তান বলা চরম জঘণ্য কাজ। কোন সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য নয়। এটা অমানবিক।



আজকে অনেকেই বলে যুক্তরাষ্ট্র Land of free! তাই শুধু সেখানে কেন বাংলাদেশেও ইসলাম ও তার নবীর বিরুদ্ধে নোংরা ও কুৎসিত ভাষা চলবে। অথচ এই ধরণের ইহুদীবিরোধী এন্টিসেমিটিক কথা মার্কিন মুল্লুকে গ্রহণযোগ্য নয়। দেখা যায় একদল ইসলাম বিদ্বেষী বেছে বেছে শুধু ইসলাম ও রাসুল(সাঃ)কে নিয়ে নোংরা কথা বলে যা প্রকারন্তরে সব মুসলমানকেই ঘৃণা করার শামিল। ইসলাম ও তার নবী খারাপ মানে মুসলমানরাও খারাপ। কিন্তু এই সকল ভন্ডের দল এটাকে ইসলাম-বিদ্বেষী বর্ণবাদী বা ঘৃণা ছড়ানো বলতে নারাজ। তাই এখন সময় এই সকল ইসলাম বিদ্বেষীদের চিহ্নিত করে বয়কট ও প্রতিরোধ করার। ৯০% জনগণের ধর্মকে এভাবে অনবরত অপমানিত হতে দেওয়া যায় না।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৩

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বিবেক বিবর্জিত অন্ধ বধির দের আপনি যতই উদাহরন দিন বা বোঝানর চেষ্টা করুন না কেন কোন লাভ নেই ,,, কারন তাদের বিবেক বিশেষ একটি গোষ্টি ও টাকার কাছে বিক্রি করে দিয়েছে

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যই ব্লাসফেমী আইন। কেউ নাস্তিক হউক সমস্যা নাই। কিন্তু ইসলাম ও নবীকে খারাপ কথা বললেই বাংলাদেশে তার কঠোর শাস্তির বিধান থাকা উচিত।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

শাহীন উল্লাহ বলেছেন: sokol nastikder khoma chaite hobe, and eder jara sohoyta diyeche tader o

tara amaer ridoye aghat koreche. tara amader dhormo theke bichchinno korte chay???

kintu bokara janena joto na western culture er sonkha barche tar koek gun barche mosjid a jawa polapan. r eai jonoy ami old town er culture pochondo kori, karon sekhankar puro culture tai dhormio aborte. r sekhane kono nastiker thakar prosnoy uthe na. karon sekhane prothom bichar hoy mohollay pore thanai.

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মুসলিম, অমুসলিম কিংবা নাস্তিক যার যার ব্যাক্তিগত স্বাধীনতা। কিন্তু কারো হতেই উস্কানি, গালাগালি ও ঘৃণা কাম্য নয়। কারোরই সীমা লংঘন করা উচিত না।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩২

সিদ্ধার্থ. বলেছেন: হেট স্পিচ আর বাক স্বাধীনতা আলাদা ।
কোনো এক সম্প্রদায় কে ঢালাও খারাপ বলা হেট স্পিচ ।
কোনো মতাদর্শ (বাম পন্থা থেকে ধর্ম ) এবং কোনো মানুষ (নবী থেকে অবতার )কে সমালোচনা করবার অধিকার কে বলে বাকস্বাধীনতা ।

আশাকরি এই পার্থক্য টা বুঝবেন ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কারো ইসলাম ভাল না লাগতেই পারে। সেটা কি শালীন ও শোভন ভাষায় করা যায় না? তাকে অহরহ কটাক্ষ, নোংরা ও কুৎসিত ভাষায় গালাগালিই ঘৃণার প্রকাশ। এই ভাবে ইসলামকে খারাপ বলা সকল মুসলমানদেরই খারাপ বলার শামিল।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

নীলতিমি বলেছেন: সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বিবেক বিবর্জিত অন্ধ বধির দের আপনি যতই উদাহরন দিন বা বোঝানর চেষ্টা করুন না কেন কোন লাভ নেই ,,, কারন তাদের বিবেক বিশেষ একটি গোষ্টি ও টাকার কাছে বিক্রি করে দিয়েছে
...............

কথা সত্য /:)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

আবিদা০৬ বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা মানেই ঘৃণা ছড়ানো নয়!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

প্রকৌশলী আতিক বলেছেন: পুর্ন সহমত বাজি ভাই।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একদল ইসলাম বিদ্বেষীতো আছেই এছাড়াও অন্য আরেক দল অসৎ মানুষ শটকাটে নাম কামানোর জন্য ইসলাম ও নবীকে গালাগালি করে নাম কামাইতে চায়। অথচ এদের মধ্যে ইন্টেলেকচ্যুয়ালিটি তেমন থাকে না। তারা এটা ভুলে যায় "খালি কলস বাজে বেশী"!

ধন্যবাদ।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

রওনক বলেছেন: লাইক

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: দেশের সুশীলদের কাছে জানতে চান : আপনারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, কিন্তু এদেশের মানুষ যদি তাদের প্রাণ প্রিয় নবীর অবমাননার প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে সরকারের অনুমতি নিয়েই করতে চায় তবে তার বাধা দেন কেন ? এতটুকু মত প্রকাশের স্বাধীনতা কি তাদের নেই ?

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এরা মতলবী। এরা মুক্তিযুদ্ধ ও ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে দেয়। অথচ ভুলে যায় যে আমরা পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি মোটেও ইসলামের বিরুদ্ধে নয়।

ধন্যবাদ।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

সাইবার অভিযত্রী বলেছেন: সুশীলদের পাশাপাশি ইসলামের মোড়কে যারা নাস্তিকতার প্রচার করে তারাও এর সদুত্তর কোন দিনই দিতে পারবেনা ।
Click This Link

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

টিনের বাড়ী বলেছেন: ইসলাম এর বিরুদ্ধে হইলে ঠিকই বাহ বাহ দিত ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

গেস্টাপো বলেছেন: এরা সবাই কুন বিশেষ ধর্মের লোক এইটা কিন্তু আমরা সবাই জানি।এদের মধ্যে একটা আওয়ামী হিন্দু লীগের সমর্থকরে নিয়া পোস্টু দিছিলাম এইখানে

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাল জিনিস ধরছেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.