নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
এর আগে রুশ সরকার নিয়ম করে যে তার দেশের কোন এনজিও বিদেশী অর্থ বা অনুদান বিষয়ে তারা মনিটর করবে;
Click This Link
এগুলো যতনা রাশিয়ার সামাজিক উন্নয়ন তারচেয়েও সেই দেশে গোয়েন্দাগিড়ি সহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি মূখ্য ছিল বলে রুশ সরকার মনে করে। কিন্তু তারপরেও মার্কিনি সহ পশ্চিমা বিশ্বের রুশদের উপর গোয়েন্দাগিড়ির শেষ নেই। এরই সর্বশেষ হল রায়ান ক্রিষ্টোফার ফজল। সে মস্কোতে মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখার তৃতীয় সচিব। রুশ গোয়েন্দা এসএসবি(সাবেক কেজিবি) জানায় রায়ানের কাছে রুশ নাগরিকদের নিয়োগের জন্য কৌশলগত যন্ত্রপাতি, মুদ্রিত নির্দেশনা ছিল।
http://rt.com/news/fsb-detain-cia-agent-253/
তার কাছে উদ্ধার হওয়া চিঠিতে জানা যায় একজন এজেন্টের জন্য বছরে এক লক্ষ ডলার বেতন সহ গুরুত্বপূর্ণ তথ্যানুসারে ১০ রক্ষ ডলারও দেওয়া হবে। এর জন্য এজেন্টকে জিমেইলে একটি একাউন্ট খোলার জন্যও বলে।
আটক হওয়া রায়ানের বেশভূষা দেখে বুঝা যায় অত্যন্ত দক্ষ ভাবে একজন দূতাবাস কর্মকর্তা কিভাবে সাধারণ পর্যটকের মত হয়ে যায়। সে যাই হৌক রুশ এসএসবিরও জাল ছড়ানো আছে। এত সহজে এখন রাশিয়াতে ঢুকে সিআইএর এজেন্ট নিয়োগ দিবে সেটা মনে হয় অনেক কঠিন। এই কারণেই মার্কিনিরা কূটনীতিবিদের ছদ্দবেশে সিআএইএর এজেন্টকেই মস্কোতে পাঠিয়ে রুশ নাগরিকদের লোকাল এজেন্ট নিয়োগের চেষ্টা চালায়। কথায় বলে হাতি মরলেও লাখ টাকা। এখন যদি রুশ ক্ষমতাসীন, প্রশাসন, গোয়েন্দা ও সামরিক বাহিনীকে যদি অর্থ দিয়ে র্দূনীতিগ্রস্থ না করতে পারে তবে মার্কিনিদের পক্ষে রাশিয়ায় গুপ্তচরবৃত্তি করা অনেক কঠিন হয়ে যাবে। রায়ানকে আটকের মাধ্যমে মার্কিনিদের একটি বার্তা দিল মস্কো!
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: খবরটার লিংকটা দেন প্লিজ!
২| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাগো দেশেও নাকি গিজ গিজ করে.. ধরবে কেঠা..
উল।টা কেতার্থ হয়ে যায়
আমাদেন জাতীয়তাবোধকে আরও অনেক বেশি শানিত করা দরকার।
ইন্ডিয়ায় দেশপ্রেম নিয়ে বছরে না হলেও ডজন ডজন মুভি রিলিজ হয়--
আমাগো বার বছরে একটা পাইতেও মনে হয় কষ্ট হবে। এই ভাবে কি একটা দেশের জনগণের দেশাত্ববোধ টিকিয়ে রাখা যায়???
আশা একটাই আমরা বাই ডিফল্ট দেশপ্রেমিক
কিন্তু বিলিয়ন ডলার যড়যন্ত্রে যেমন মাঝে মধ্যে টাশকি খাই আর কি???
১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলে নিজ দেশের প্রতি টান ও ঐক্য না থাকলে সেই জাতি উন্নতি লাভ করতে পারে না। অনেক ধন্যবাদ ভাই।
৩| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
কলাবাগান১ বলেছেন: Click This Link
১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ। বিষয়টি মজার তা এই যে মার্কিন এই কর্মকর্তা পরচুলা পরে ছদ্দবেশ নিলেও এফএসবিও সাধারণ পোশাকে তার উপর নজর রাখতে ছিল। রায়ান বুঝতেও পারেনি যে তাকে এভাবে হাতে না হাতে আটক করবে।
৪| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
রাতুল রেজা বলেছেন: খবরটা পড়লাম, আমি শুনেছিলাম এসএসবির কর্ম কর্তাকেই সিআইএ এজেন্ট হিসেবে নিয়োগ করতে চেয়েছিল। এরকম ডাবল এজেন্ট ভুমিকা সিমেনায় দেখেছি, এখন দেখি সত্যি।
১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই রকম অনেক ঘটনাই আছে যা মিডিয়ায় প্রকাশিত হয় না।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
কলাবাগান১ বলেছেন: আবার ছেড়েও দিয়েছে