নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

বৃটেনে যৌন বিকারগ্রস্থ ও লোভী ভারতীয় চিকিৎসকের জেল!

২৩ শে মে, ২০১৩ রাত ৯:০৭







একজনের ডাক্তারের কাজ মানুষের জীবন রক্ষা ও অসুস্থকে সারিয়ে তোলা। বলা যেতে পারে ডাক্তার হল রক্ষক। কিন্তু যদি সে হয় ভক্ষক বা রোগীনীর ই্জ্জত হরণ কারী, তখন কেমন লাগবে? এমনই ডাক্তারের সন্ধান পাওয়া গেছে যে কিনা গোপনে রোগীনীদের নগ্নাবস্থায় ভিডিও করা, যৌন হয়রাণি করে তখন বিস্মিত হতেই হয়। বৃটেনে ভারতীয় এক চিকিৎসক দাবিন্দার জিত বাইন এমনই অপকর্মের জন্য অভিযূক্ত হয়েছে। এই পারিবারিক ডাক্তার নাকি জেমস বন্ড ষ্টাইলে বিভিন্ন রোগীনীদের এই সমস্ত আপত্তিকর দৃশ্য ধারণ করত। শুধু তাই নয় ৬০ পাউন্ড অর্থের বিনিময়ে সে এই ভিডিওগুলো অনলাইনে বিক্রি করত। বৃটিশ গোয়েন্দারা তাকে sexual predator হিসেবে আখ্যায়িত করেছে। প্রায় ৬৫টি অভিযোগের মধ্যে ৩৯টি সে স্বীকার গেছে। এর মধ্যে দুটি শিশু কন্যার উপরও হয়রাণির অভিযোগ আছে। এই সমস্ত অপরাধের জন্য বিচারক দাবিন্দারকে ১২ বছরের কারাদন্ড দেয়।



Click This Link



বৃটেনে বহু ভারতীয় ডাক্তার এখানে এসে স্থায়ী ভাবে প্র্যাকটিস করছে। দাবিন্দারের এই সমস্ত জঘণ্য আচরণ তাদের জন্য অপমানজনক।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইল্লত যায় না ধুইলে/খাসলত যায়না মরলে!!!!!

একটা বাজে উদাহরন হয়ে রইল!

২৩ শে মে, ২০১৩ রাত ৯:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারতে ও ভারতের বাইরে ভারতীয়রা যেভাবে ধর্ষণ শুরু করছে সেটা গোটা উপমহাদেশের মানুষের লজ্জা। আমাদের ও তাদের একই রকম দেখতে মনে হওয়াতে মাঝে মাঝে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়।

২| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: লেখক বলেছেন: ভারতে ও ভারতের বাইরে ভারতীয়রা যেভাবে ধর্ষণ শুরু করছে সেটা গোটা উপমহাদেশের মানুষের লজ্জা। আমাদের ও তাদের একই রকম দেখতে মনে হওয়াতে মাঝে মাঝে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়।

২৩ শে মে, ২০১৩ রাত ৯:২৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :(

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:০৯

আরিফুর রহমান বাবুল বলেছেন: এই বাইনছতদ্দের কোন মান সম্মান আছে নাকি?? একটা রাস্তা দিয়ে যদি একটা সাপ যায়, আর একটা হিন্দি যায়, তাহলে আগে হিন্দিকে মারবেন, তার পরে সাপ। এই শালারা সাপের ছাইতেও খারাপ।এদের বিশ্বাস করবেন্না।

২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৭

চারশবিশ বলেছেন: কয়লা
ধুলে না যায়
ময়লা

২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৫| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:৪৫

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: যারা করে লিঙ্গ পুঁজা ,, যাদের কে কামসুত্রের শিক্ষা দেওয়া হয়,,, তারা রেপ করবে নাতো কি করবে ?

২৪ শে মে, ২০১৩ ভোর ৫:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত স্রেফ নামেই গণতান্ত্রিক। কিন্তু সভ্য হইতে পারেনি। এই কারণেই অহরহ ধর্ষণ ঘটছে। মিডিয়াতে এর সামান্যই প্রকাশ পায়।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.