নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

৪-০ তে ধরাশায়ী মহাজোটঃ হাম্বা জাগরণ মঞ্চ হপে কি! ;)

১৬ ই জুন, ২০১৩ রাত ১:৫১







দেশের চারটি সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থিত মেয়র প্রার্থীদের ভরাডুবি হতে চলেছে। দেশের সার্বিক পরিস্থিতিতে এ চারটি নগরের নির্বাচনের ফল খুবই তাত্পর্যপূর্ণ। নির্বাচনের ফল কেবল জনমতের বহিঃপ্রকাশ নয়, রাজনীতির ‘সরল গাণিতিক সমস্যার’ রাজনৈতিক উত্তরও বটে।



Click This Link



****************



এতদিন আওয়ামীদের মদদে দেশে সেই কি তান্ডব যে জনগণ বিএনপি, জামাত তথা চারদলীয় জোটকে প্রত্যাখ্যান করছে। বলে যে এখন নাকি এদের সাপোর্ট অনেক কম! তারা কে....এই সমস্ত হাবিজাবি কথা বলে চরম তুচ্ছ করে আসছিল। কিন্তু আজকে বুঝা গেল বেশীর ভাগ জনগণ অন্ধ নয়। এখন প্রশ্ন হল তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কি এই সমস্ত জনগণকে নিজেদের পক্ষে আনার জন্য জাগরণ মঞ্চ করবে? :)



বিঃদ্রঃ এই নির্বাচন একটা টোপ। হাসিনা এই সিটি কর্পোরেশন গুলোর নির্বাচন সুষ্ঠ করতে বাধ্য হয়েছে। তাতে যদি খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচন হাসিনার অধীনেই করে। তবে এটা চরম ভুল হতে পারে। তাই খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৪

চাচু বলেছেন: প্লাস এবং বিজয়ের শুভেচ্ছা ভাই।

আওয়ামিলিগের সকল আকাম কুকাম আর চেতনা ব্যবসার মুখে ছাই দিয়ে জনগন এটাই প্রমান করেছে তাদের দিন শেষ । চাদর গায়ে শাহবাগে মাজারে গান বাজালে চাদর বাবার ঝুলি ভরে , পেট না - এই কথা এখন বিছানা ভেজানো বাচ্চাও বুঝে। আর একটু ওয়েট করূন , মাত্র ওয়ানডে শেষ হল , সামনে টেস্টও ধবল ধোলাই হবে আমাদের " ডটার অব পিস এন্ড গ্যাং " ।

খেল আভি বাকি হ্যায় ;)

১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই খালেদা যদি পশ্চিমাদের শাসন না শুনে জনগণকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করে তাতে হাসিনার পার পাওয়া খুবই দুরুহ। ভারত পশ্চিমাদের হাত করে রাখছে। তাই আমাদের উচিত হবে নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার খাতিরে সঠিক সিদ্ধান্ত নেওয়া।

অনেক ধন্যবাদ চাচু।

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: বড়ই বিচিত্র রাজনীতি । B:-)

নির্বাচনের ফল কেবল জনমতের বহিঃপ্রকাশ নয়, রাজনীতির ‘সরল গাণিতিক সমস্যার’ রাজনৈতিক উত্তরও বটে।


নির্বাচনের ফল কেবল জনমতের বহিঃপ্রকাশ নয়, রাজনীতির ‘সরল গাণিতিক সমস্যার’ রাজনৈতিক উত্তরও বটে।



উল্লেখ্য - নির্বাচিতদের অভিনন্দন।

১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: নির্বাচনের ফল কেবল জনমতের বহিঃপ্রকাশ নয়, রাজনীতির ‘সরল গাণিতিক সমস্যার’ রাজনৈতিক উত্তরও বটে।

এই নির্বাচন একটা টোপ। হাসিনা এই সিটি কর্পোরেশন গুলোর নির্বাচন সুষ্ঠ করতে বাধ্য হয়েছে। তাতে যদি খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচন হাসিনার অধীনেই করে।
:-B :-B

১৬ ই জুন, ২০১৩ রাত ২:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা থাকলে ভারত তার সব সুবিধা পাবে। যা খালেদা তাকে নাও দিতে পারে অথবা কঠিন শর্ত দিতে পারে। আর খালেদা নির্বাচিত হলে নতুন কোন একতরফা সুবিধা ভারত পাবে না।

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম ভাই, পলিটিক্সের মারপ্যাচ কম বুঝি। :|| :||

১৬ ই জুন, ২০১৩ রাত ২:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তারপরেও যেভাবে বাহাদুরি দেখান তার জন্য কমের নতুন সংজ্ঞা বের করতে হবে :)

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৫৬

পীপিলিকা বলেছেন: ভাই বাংগালি আসলেই গোল্ডফিশ মেমোরি নিয়া চলে। এদের শত ধর্ষণ করেও ধর্মের দোহাই কিংবা দুটা পয়সা ধরিয়ে দিলেই ব্যস, আপনার কথাই বলবে। অন্তত আজকের নির্বাচন সেটারই ইংগিত দেয়।

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৭১এ স্বাধীন হয়েছি একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু মুষ্টিমেয় পাকী রাজাকারদের ছুতা দেখিয়ে এই দেশকে আর ভারতকে একই দেশ যারা বলে তাদেরকে জনগণ মেনে নিবে না। উপরন্ত হাসিনা গংদের র্দূনীতি লুটপাটের কাছে এরশাদও ফেল। কাজেই জনগণ র্দূনীতিবাজ ও ভাদাদের প্রত্যাখ্যান করে সঠিক কাজ করেছে। এবার তত্ত্বাবধায়কের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পালা।

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৫৮

মেকগাইভার বলেছেন: হাসিনা থাকলে ভারত তার সব সুবিধা পাবে

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তারপরে একদল জ্ঞানপাপী দালাল সেই ৭১ ও পাকিস্তান ঢালও ভাবে অজুহাত হিসেবে টেনে আনে। কিন্তু হাসিনাকে ভারতীয়রা মূখ্যমন্ত্রী বললে কোন দোষ পায় না।

ধন্যবাদ।

৭| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
নবনির্বাচিত চার জন মেয়রকে অভিনন্দন!
মেয়র নির্বাচনের সাথে সাধারন নির্বাচনের কিছুটা ভিন্নতা আছে।
এই সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতিমুক্ত থাকবে।
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গতকাল ৪ টি সিটি নির্বাচনের ফলাফল দেখলে বুঝতে সমস্যা হয় না।
আসন্ন ঢাকা নির্বাচনে এই রকম ফলাফলই দেখা যাবে।

কিন্তু সাধারন নির্বাচনে এ ব্যাপারটা থাকবে না।

১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাকা সাহেব, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না! অন্তত দুই জন আওয়ামী মেয়রের স্ব স্ব এলাকায় অনেক উন্নয়নের ছোয়া আছে। তারপরেও তারা ফেল করছে জাতীয় তথা হাসিনা গংদের সীমাহীন র্দূনীতি ও অপশাসনের জন্য;

Click This Link

ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষীদের আস্কারা এবং ভারতের দালালীও এই পরাজয়ের কারণ। তাই হাসিনা চাইবে না যে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন দিতে। তাতে তার ও ভারতের অশুভ উদ্দেশ্য ব্যাহত হবে।

৮| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:০৯

তামিম ইবনে আমান বলেছেন: প্লাস

১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:১৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৯| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: পরিব্ র্তনের পক্ষে রায় দিয়েছে জনগণ।

১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১০| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৭

ভিটামিন সি বলেছেন: আবারো জোরালো প্লাসাইলাম। ভাদাদের আর মুখ দেখানোর উপায় থাকলো না। ছিঃ কালা বিলাই, দাতাঁল শুয়োর গংদের।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৬

ধৈঞ্চা বলেছেন: স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট হয়ে যদি বিএনপি বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেয় তবে বিড়াট ভুল করবে। এটা একটা আওয়ামী ফাঁদ হতে পারে। ফাঁদে পা দেওয়া মোটেও ঠিক হবে না।

৪নং মন্তব্যের জবাবটা সেই রকম দিছেন। আমি মনে করছিলাম তারা কিছুদিনের জন্য শীতনিদ্রায় যাবে। গতকাল একজন ব্লগারকে বলতে শুনলাম তার বিএনপির বন্ধুরা নাকি ব্যক্তি ইমেজের কারণে আওয়ামী মেয়রকে ভোট দিবে, উনি আবার ব্লগে কট্টর আওয়ামী প্রতিনিধিত্ব করেন।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমার মনের কথাটাই বলেছেন। হাসিনার যে ধরণের মানসিকতা তাতে সে যেন তেন ভাবে আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে মরিয়া।

অনেক জ্ঞানপাপী দেখে, শুনে এবং বুঝেও না বুঝার ভান করে আরকি :)

অনেক ধন্যবাদ ধৈঞ্চা ভাই।

১২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯

ইকবাল পারভেজ বলেছেন: হাসান কাল বৈশাখী ও বাকী আওয়ামী চামচাগুলার কমেন্ট পইড়া হাসতে হাসতে লুংগি খুইলা গেল!!! :):)

আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক হইতে হইলে লাজ-লজ্জা থাকতে নাই|


১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে খাস আওয়ামী-বাকশালীদের শুধু জ্ঞান-বিবেক না বরং তাদের আত্নাটাও শয়তানের কাছে বন্ধক দেওয়া :)

ধন্যবাদ পারভেজ ভাই।

১৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫

স্পেলবাইন্ডার বলেছেন: বালগুলার লজ্‌জা বলে কিছু নাই...

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ ভাই।

১৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: প্লাস এবং বিজয়ের শুভেচ্ছা ভাই।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই। ইনশাল্লাহ আমাদের নেট কার্যক্রম চলবে।

অনেক ধন্যবাদ ভাই।

১৫| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

নেক্সাস বলেছেন: দুঃশাষন,ঘুম খুন, গনতন্ত্র হত্যা, লুটতরাজের বিরুদ্ধে রায় দিয়েছে জনগন।

কোন অপপ্রাচারে কাজ হবেনা। জাতিয়তাবাদী শক্তির জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জনগণকে সর্বদা সচেতন রাখতে হবে। নিজেদের মর্যাদা ও স্বার্থ বিকিয়ে কোন বিদেশী রাষ্ট্রের কথা শুনা যাবে না।

অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।

১৬| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১

মাইন রানা বলেছেন: নির্বাচন যুদ্ধে বিজয়ের কোন বিকল্প নেই

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিএনপিকেও অতীতের ভুল-ত্রুটি শুধরাতে হবে। জনকল্যাণ মূলক কাজ যেমন গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ ইত্যাদি খাতে অগ্রগতি মসৃণ রাখার প্রত্যয় নিয়ে এগুতে হবে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য কড়া নজরদাড়ি করে স্থিতিশীল রাখতে হবে। যদিও ২০০১-০৬এ দ্রব্য মূল্যর ১৯৯৬-২০০১ এর তুলনায় সামান্যই বেড়েছিল কিন্তু বিএনপির মিডিয়ার ব্যার্থতায় এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি। এই খানেই বিএনপি অনেক পিছিয়ে আছে।

ধন্যবাদ রানা ভাই।

১৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

এস এইচ খান বলেছেন:


ভ 'তে ভোটার,
তুই রাজাকার তুই রাজাকার :-B :-B

আহা! ছুলুকান কইণ্যার মুখের উপর খাড়া করা ইয়ে মানে মাউথ স্পিচটার নষ্টালজিক দৃশ্যটা মনটাকে বড় আনচান করে দেয় বাজি ভাই ;)


সোজা সাপ্টা কথা, জাতীয় নির্বাচনে তত্বাবধায়ক প্রশ্নে কোন ছাড় নেই!

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত ভাইজান।

অনেক ধন্যবাদ।

১৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০১

বলশেভিক বলেছেন: হাম্বা লীগের বর্তমান নাম বদনা লীগ।কেননা বদনা আর ওরস্যালাইন তাদের নিত্য সাথী। হাম্বাপ্রজনন মন্চ আজ হাম্বাদের পবিত্র গোচনায় ভেসে যাচ্ছে।
বাংলাদেশের জনগন আজ জানিয়ে দিল তারা দাদাদের দাস হয়ে থাকতে চায় না।বাংলাদেশের মানুষ তাদের বাপ দাদার ধর্ম নিয়ে নিজের দেশে নিজের ভিটায় গরিব দেশের মেহনতি মানুষ হিসাবে বাচতে চায়।

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দারুণ বলেছেন বলশেভিক ভাই।

অনেক ধন্যবাদ।

১৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

পীপিলিকা বলেছেন: ভাই আপনার কথাবার্তা শুনে করুণা করা ছাড়া আর কিছু করার নাই। কথায় কথায় ভাদা, ভারত প্রসংগ টেনে নিয়ে আসেন অথচ অসুস্থ হলেতো ফাকিস্তান আর যান না......যান তো দাদাদের কাছেই। আর রাজাকার প্রসংগ আপনার কাছে ছুতা মনে হলেও সবার কাছে কিন্তু একই রকম মনে হয় না( চুতিয়া তো আর গাছে ধরে না)।

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সারা রাত রামায়ণ পড়ে বলে সিতা কার বাপ!

এই সাড়ে চার বছরে চুরি-বাটপারি, হরিলুট-র্দূনীতি, জুলুম এবং ভাদাগিড়ি ছাড়া জনগণের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারে নাই। ১০ টাকা/কেজি চাউলতো খাওয়াতেই পারে নাই উল্টা দ্রব্যমূল্য ২-৩ গুণ করে ছাড়ছে। তাইলে বেশীর ভাগ ভূক্তভোগী জনগণ কেন আলীগকে ভোট দিবে? কেন বিএনপিকে বেছে নিবে না? যে নেত্রী ২০১০ সালে ভারতে গিয়ে গোপন শর্তে চুক্তি করে ও তার উপদেষ্টা মসিউর বলে "ভারত হতে ফি চাওয়া অসভ্যতা" তাদের কাছে আমাকে পাকিস্তানী মনে হতেই পারে। আপনার দল ইন্দুস্থানের গেলমানী ুদাইবো আর পাব্লিক সেই দলকেই ভোট দিবে এত দালাল তারা না। ইন্দুস্থানের গেলমানরাও গাছে ধরে না বরং আপনাদের মত বিবেকহীন লোকেদের দেখলেই বোঝা যায়।

২০| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৪

ননদালীনাজ বলেছেন: চরম হইচে। চালিয়ে যান ভাই।

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

২১| ২১ শে জুন, ২০১৩ রাত ১:১৫

ধীবর বলেছেন: ঠিক ধরেছেন বা জি ভাই। জুয়া খেলতে গিয়ে আওয়ামি লিগের পাছায় বাশ। হাসিনার ফাদে পড়া যাবে না। তত্ত্ববধায়ক ছাড়া জাতিয় নির্বাচন হবে না। যে যাই বলুক !++++++

২১ শে জুন, ২০১৩ রাত ১:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত ধীবর ভাই।

অনেক ধন্যবাদ।

২২| ২১ শে জুন, ২০১৩ রাত ১:২৪

নিয়েল হিমু বলেছেন: ছাগ জাগরণ হৈছে । আবার বাঁশ খায়া সুবাহান আল্লাহ জিকির তুইলা ভাগছেও এইগুলা কৈরা যদি কেউ তাদের দিকে মানুষ টান্তে পারে (?) তাইলে হাম্বা (!) রাও জাগরণ মঞ্চ করতেই পারে এতে টেনশিত হওয়ার কিয়াছে ? /:)

২১ শে জুন, ২০১৩ রাত ১:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যত খুশী মঞ্চ করুক! কিন্তু আরেক জনরে জোড়াজুড়ি করে কেন? জাগরণ মঞ্চ হইল হিন্দুস্থানের রামছাগলের মঞ্চ। এটা ভারত নিজেই বলছে যে এটা আমাদের ব্যাকিং আছে। হিন্দুস্থানের দালালরা সার্বভৌম সচেতন বাংলাদেশীদের ছাগল ভাবতেই পারে যা নতুন কিছু না। পাব্লিক খেপলে জয় হিন্দ কয়া পশ্চিমবঙ্গ ভাগতে হইব :)

২৩| ২১ শে জুন, ২০১৩ রাত ২:১৯

নিয়েল হিমু বলেছেন: হিন্দুস্তান তো ম্যাডামকে নিয়ে কতই আজে বাজে কথা বলে ইভেন তারেক ভাইয়া কে ফলাও করে চুরও বলছে । তাহলে ঐগুলা মাইনা নেওয়া হয় না কেন দলিও ভাবে ? ;)
হিন্দুস্তানের ব্যাকএ (!?!) জাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীর ফাঁসি চায় তাহলে সমস্যাটা কোথায় ? /:)

২১ শে জুন, ২০১৩ রাত ২:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হিন্দুস্থান জোট আমলে তথাকথিত ট্রানজিট না পায়া খালেদারর বিরুদ্ধে আজে বাজে কথা সহ দেশকে সন্ত্রাস জঙ্গীবাদের অপবাদ দিছে।

আপনেরা যুদ্ধাপরাধীদের একবার কেন হাজার বার ফাসীর দাবী করতে পারেন! কিন্তু বিএনপি বা ছাত্রদল শাহবাগে যায় নাই তার জন্য এত কটাক্ষ এবং গালাগালি হবে কেন? সমাবেশ যেমন গণতান্ত্রিক অধিকার। তেমনি কে যাবে না যাবে সেটাও তার গণতান্ত্রিক অধিকার।

২৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

নিয়েল হিমু বলেছেন: lolzzzzzzzz

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :-B

২৫| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

হায়দার সুমন বলেছেন: এই নির্বাচন একটা টোপ। হাসিনা এই সিটি কর্পোরেশন গুলোর নির্বাচন সুষ্ঠ করতে বাধ্য হয়েছে। তাতে যদি খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচন হাসিনার অধীনেই করে। তবে এটা চরম ভুল হতে পারে। তাই খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

২৬| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

একজন ঘূণপোকা বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন: হুমম ভাই, পলিটিক্সের মারপ্যাচ কম বুঝি।



আম্রে কেউ মাইররালা রে মাইররালা রে

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.