নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

যত র্দূনীতি হয় হউক, কিন্তু আম্লীগকে ভোট না দিলে আপনে ছাগু! ;)

২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৮







বেসিক ব্যাংকে বড় জালিয়াতি..২০০৮ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল দুই হাজার ৭০০ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা দাঁড়িয়েছে নয় হাজার ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ চার বছর তিন মাসে ব্যাংকটি ছয় হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দিয়েছে, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে।



বছর পাঁচেক আগেও বেসিক ব্যাংক ছিল দেশের অন্যতম ভালো মানের ব্যাংক। কিন্তু নানা ধরনের অনিয়মের কারণে এখন ব্যাংকটির পরিস্থিতি নাজুক। বেসিক ব্যাংকের পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকে আলোচনা চলছিল সেখানে প্রশাসক নিয়োগের। কিন্তু শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এখন ব্যাংকটির সঙ্গে একধরনের নিয়ন্ত্রণমূলক সমঝোতায় যেতে চাইছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য কিছু নিয়মনীতিগত শর্ত দিয়ে গত বৃহস্পতিবার একটি চিঠি পাঠানো হয়। বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের আজকের (বৃহস্পতিবার) সভায় সম্মতি দেওয়া হলে এই স্মারকে স্বাক্ষর করবে ব্যাংক কর্তৃপক্ষ।





Click This Link



********

আওয়ামীলীগ ও হরিলুট যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ! ১৯৭২-৭৫ এমনি এমনি তলাবিহীন ঝুড়ির দেশ হয় নাই। অথচ ১৯৭৫-৮১ বাংলাদেশ এই অপবাদ ঘুচিয়ে একটা শক্ত ভিতের উপর দাড়ায়। তারপরেও আওয়ামী-বাকশালী গং বলে ১৯৭৫-৯০ নাকি অন্ধকার যূগ তথা দেশ নাকি পিছিয়ে গেছে। ১৯৯৬-২০০১ এবং ২০০৯ এর পরে যে র্দূনীতি, লুটপাট হয়েছে তার সাথে কেবল ঐ ১৯৭২-৭৫ এরই তুলনা চলে। এরশাদের আমলেও এত র্দূনীতি হয়নি। এখন যখন হাম্বালীগ সিংহভাগ মানুষের ভোট পেতে ব্যার্থ হচ্ছে তখনই তাদেরকে ছাগুর অপবাদ শুনতে হচ্ছে। যেন বাংলাদেশের সব জনগণ হাসিনা গংদের কেনা গোলাম। সীমাহীন র্দূনীতি, জুলুম সহ্য করেও সেই আম্লীগকেই ভোট না দিলে তাকে বোকা বলবে জ্ঞানপাপীর দল। এর জন্যই বলি আওয়ামীলীগার গং শুধু তাদের জ্ঞান-বিবেক নয় তাদের আত্নাটাও ইব্লিশ শয়তানের কাছে বন্ধক দিছে!

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
বাংলাদেশের ইতিহাসে এ যেন নতুন আওয়ামী লীগ।
সত্যিই নতুন।

নতুন জোচ্চুরীতে।

নতুন টেন্ডারবাজীতে।

নতুন খুনোখুনিতে।

নতুন ব্যাংক লুটে।

নতুন মিডিয়া দখলে ও পেষণে।

নুতন আদালত দখলে।

নতুন সোনার ছেলেদের গুন্ডামী, সন্তাসীপনা ও ধর্ষণে রেকর্ড ছাড়িয়ে যাওয়াতে।

নতুন নির্লজ্জ মিথ্যাচারে।

নতুন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করাতে।

নতুন ডাবল ষ্টান্ডার্ডে।

নতুন সর্বগ্রাসী দূর্নীতিতে।

আগে এরশাদকে রাজনীতির টপ মাস্তান মনে করতাম, যে কি-না প্রায় এক দশক দু'ই ইয়া বড় দলকে ঘোল খাইয়েছে। রাজনীতি কাকে বলে শিখিয়েছে। কিন্তু এখন ঐ এরশাদ ম্লান হয়ে গেছে। নিষ্প্রভ হয়ে গেছে। এরশাদ তো তুলনায় ফেরেশতা।

তবে একটা মৌলিক পার্থক্য রয়েছে। তা' হচ্ছে, এরশাদ দেশ পরিচালনায় সে নিজে একাই থিংক ট্যাংক। একার মগজ দিয়ে দেশ চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ তা' নয়।

আওয়ামী লীগের দেশ পরিচালনার চানক্য ও ম্যাকিয়াভেলিয়ান মন্ত্রণা/থিংক ট্যাংক যেন অদৃশ্য। অশুভ কোন চক্র। এ নিষ্ঠুর ও কুচক্রীপনার মেধা যেন ভিন দেশ ও ভিন গ্রহ থেকে অবতরণ হচ্ছে। এ ভয়ংকর ও ক্রুর মেধা বাংলাদেশে নেই বলে আমি মনে করি। তাই এ যেন অন্য আওয়ামী লীগ। বাকশালও নস্যি হয়ে গেছে। সামরিক শাসনও ম্লান হয়ে গেছে। এত কোন সন্দেহ নেই

এখন মূল কথা হোল,

বাংলাদেশ নামক এ দেশটি আসলে কে চালাচ্ছে?

কে শাসন করছে?


বিলিয়ন ডলার কোশ্চেন!!! B:-) B:-) B:-)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

অনেক ধন্যবাদ।

২| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: গত ৬৬ বছরে এই মাটিতে এত জঘন্য দুর্নীতিবাজ অদক্ষ অর্থলোভী স..কার(?) আর আসেনি।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮

আতা2010 বলেছেন: মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।
Click This Link

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৫২

হুলামামা২৭৫ বলেছেন: টোটালি বোগাস, রাবিশ, ভকেট .....। এ টাকা এমন বেশি কিছু না =p~ :P

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০

ধীবর বলেছেন: সাড়ে চারশো বার পড়া হয়েছে। আর মাত্র ৪টা মন্তব্য? বুঝা যাচ্ছে, জাতিয়তাবাদিরা সামু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর বিরোধীরা এই পোস্টে এলেও কিছু বলতে ভীষণ লজ্জা পাচ্ছে। :)

আরেকটি উন্মোচনমুলক পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ বা জি ভাই :)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমি মনে হয় সত্য বিষয়টা শেয়ার করছি। এখন বাকী মানুষের মর্জি হইলে আসবে। এই নিয়া অত চিন্তা করি না।

আপনি আমার সবচেয়ে প্রিয় ব্লগার ও বড় ভাই, অন্তত আপনে আসলেই চলবে।

অনেক ধন্যবাদ প্রিয় ধীবর ভাই।

৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু দেখি না!

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৭| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

দুরন্ত-পথিক বলেছেন: আবার জিগায়।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৮| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

দূর আকাশের নীল তারা বলেছেন: আওয়ামী লীগ-বিএনপির চুরি, দুনীর্তির পাল্লা ১৯ আর ২০। দুইটাই চোরের দল।

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আম্লীগ মানুষরে পথে বসায়া আত্নহত্যার পথে ঠেইলা দিছে। যেটা বিএনপি কেন এরশাদের আমলেও কল্পনা করা যায়নি। পৃথিবীর ২-১টা দেশ বাদে সব দেশেই কম-বেশী র্দূনীতি হয়। কিন্তু আম্লীগ আসলে সব সময় উজাড় লাগে।

৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চোরের দেশে একে আরেকেরে কয় চুরি করলে খবরাছে! ;) বাংলাদেশ জিন্দাবাদ!

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই পোষ্টে বিএনপিরে ফেরেশতা বানানো হয়নি। সাড়ে ৭ কোটি কম্বল চুরি, দুই দফা শেয়ারবাজার লুট, আবুল দেশপেরমিক সবই আম্লীগের চরম কৃতিত্ব। এই তুলনায় বিএনপি শিশু।

জয় কম্বল চোট্টা মুজিব-কোর্ট! :)

১০| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২২

ভবঘুরে তানিম বলেছেন: কথা সত্য। :D :D :D :D

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: |-)

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:২০

বলশেভিক বলেছেন: জাতিয়াতাবাদীরা কোনো ভয় পায় নাই।ভাদালীগের লোকজন ট্রানসভেসটাইট গডফাদার ভাড়তমাতার আচলতলে ঠাই নিয়ে রেহাই পাবে না।বাংলাদেশের মানুষ ভালোর ভালো মন্দের মন্দ।নিজের ধুতিতে আছাড় খেয়ে নর্দমায় পড়ে থাকবে এরা।

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ২০০৮ এর নির্বাচনের আগে হাসিনা বিবির কত ঘেউ ঘেউ যে আওয়ামীলীগ দিন বদলে বিশ্বাস করে! তারপরেও BAL এর কোন র্দূনীতি তুইলা ধরলেই হাসিনার চামচাদের খালি বিএনপিরে টাইনা আনে। তাইলে তোরা কেন দিন বদলের কথা বলছিলি? যেমন হাসিনা শয়তান তেমনি তার চামচারা।

অনেক ধন্যবাদ বলশেভিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.