নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
মহানবী হজরত মুহাম্মদ সা: সম্পর্কে কটূক্তি ও ব্যঙ্গবিদ্রুপ করার অভিযোগে করা মামলায় ব্লগার আসিফ মহিউদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো: জহুরুল হক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জামিনের বিরোধিতা করেন।
আসামিপক্ষ থেকে বলা হয়, আসিফ মহিউদ্দিন মহানবী সা: সম্পর্কে তার ব্লগে কটূক্তি করেনি, কে বা কারা তার পাসওয়ার্ড জেনে তা ব্যবহার করে এ কাজটি করেছে। সে এ কাজের সাথে জড়িত নয়। সে এখন অসুস্থ, পিজি হাসপাতালে চিকিৎসাধীন। সে ব্লগে লিখে জার্মানী থেকে পুরস্কার পেয়েছে। খারাপ হলে তাকে তো পুরস্কার দিত না। মানবিক কারণে জামিন দেয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, এ আসামির বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়াই প্রসিকিউশন দিয়েছেন আদালতে। তদন্ত করে যা পাওয়া গেছেছ তা পড়লে গা শিউরে ওঠে। সে অন্যায় করেছে মহানবী সা: সম্পর্কে তার ব্লগে কটূক্তি করে। কাজেই তার জামিন দেয়া সঠিক হবে না।
Click This Link
***************
দিন যতই যায় ততই নিত্য নতুন ও আজব ধরণের বিনোদন আমাদের বাংলাদেশে দেখা যায়। বিশেষ করে আওয়ামী ও হাসিনার আমলে। প্রথমে বলা হচ্ছিল আসিফ মহিউদ্দিন সহ বেশ কিছু ব্লগার ইসলাম ও রাসুল(সাঃ)এর বিরুদ্ধে অশালীন, কুৎসিত, হিংসা ও ঘৃণা ছড়াচ্ছিল। কিন্তু সরকার তাতে আমল দেয় নাই। এরপর হেফাজতে ইসলামের আন্দোলনের চাপে পড়ে সরকার তাই পুলিশ গ্রেফতার করে আসিফ সহ মোট চারজনকে। ডিবি ও এসবির কাছে নিশ্চয়ই এই বিষয়ে সঠিক তথ্য আছে। অনেকেই আসিফের বিরুদ্ধে সহ অন্য ইসলাম বিদ্বেষী ব্লগারদের সাথে দিনের পর দিন বিতর্ক করেছে। আসিফ কোনদিনও তার অবস্থান ও মন্তব্য সমন্ধে এই ব্লগে বা ফেসবুকে অস্বীকার করেনি। তবে এখন কেন এই কথা উঠছে যে আসিফের একাউন্ট কেউ হ্যাক করছে? কার এত বড় সাহস যে দিনের পর দিন আসিফের নাম ভাঙায়া ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইল? তাও আসিফের বন্ধু যখন খোদ হাসিনার অন্যতম পিএ শাকিল!
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩
খাটাস বলেছেন: কত কি দেখার আছে।
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭
এইচ আর খান বলেছেন: ওরে নাকি জামিন দেয়া হয়েছে। অদ্ভুত দেশ।
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কার বন্ধু দেখতে হপে না
৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০১
বলশেভিক বলেছেন: আরে না আসিফ কবে ধর্মবিরিোধী কথা লিখলো!কবে শুনবেন সে আওয়ামি ওলামা লীগের সভাপতি হইসে।নবজাতক শিশুর মত সে নিষ্পাপ একটা মানুষ।
২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১২
আশিকুর রহমান ১ বলেছেন: মগাছিপকে আওয়ামী ওলামা লীগের সভাপতি করার জোর দাবী জানাচ্ছি!
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমার মনে হয় শাকিল এই বিষয়ে উদ্যোগ নিলে হাসিনা রাজী হপেই!
৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৬
মদন বলেছেন: আমাদের একজন আছেন যিনি সবচেয়ে বড় দেশপ্রমিক,
তেমনি আসিফ হলো সবচেয়ে বড় নাস্তিক বিদ্বেষী
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আসিফ ধর্ম বিদ্ধেষী কেডাই কৈছে? সামুতেতো এইরকম কিছুই হয়নাইক্কা।
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭
ShusthoChinta বলেছেন: আসিফের পার্সওয়ার্ড হ্যাক কইরা এই কাম অন্য কেউ করছে? তাও আবার প্রায় অর্ধযুগ ধইরা? হাসমু না কানমু বুঝতে না পাইরা পাইদা দিলাম............
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৯
ShusthoChinta বলেছেন: শালার কাপুরুষের বাচ্চা,পশ্চাদ্দেশে প্যাদানি পড়ার পর এখন ধর্মনিরপেক্ষতার এথিকস ভুইলা বাপ বাপ করতেসে!
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শাকিলের বন্ধু বলেকথা
ধন্যবাদ।
১০| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
অ্যামাটার বলেছেন: কত্তবড় আবালচুদ হলে এইভাবে থুথু চেটে খায়!
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪০
নষ্ট ছেলে বলেছেন: মদিনা সনদ অনুযায়ী এবার আসিফকে বাইরে পাঠানো হোক!
জয় বাংলা।