নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ভারতে মুসলিম সংখ্যা বাড়ার কারণ বাংলাদেশ থেকে অভিবাসনঃ সুব্রামনিয়াম স্বামী

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬







ভারতের জনতা পার্টির প্রধান সুব্রামনিয়াম স্বামী অভিযোগ করেছেন, তার ভাষায়, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের ফলে ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে।





ভারতীয় বেসরকারি চ্যানেল জি নিউজ জানিয়েছে, ‘মুসলিম জনসংখ্যা: এক দুঃচিন্তা’ নামের একটি বই প্রকাশ উপলক্ষে এ ন্যক্কারজনক অভিযোগ তোলেন ভারতের উগ্রবাদী এ নেতা।





তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের ফলে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে।’ তিনি আরো বলেন, ‘নিজের জনগণকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশকে কঠোরভাবে বলে দেয়া উচিত।’





তিনি একই সঙ্গে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে বিশেষ মর্যাদা দেয়ার বিষয়েও আপত্তি তোলেন। সুব্রামনিয়াম স্বামী বলেন, প্রেসিডেন্টের নির্দেশের মাধ্যমেই এ সংক্রান্ত ভারতীয় সংসদের ৩৭০ ধারা বাতিল করা যায় এবং এ বিষয়ে সংসদের ভোটাভুটির কোনো প্রয়োজন নেই।





কোনো কোনো বিশ্লেষক মনে করেন, ভারতের মুসলিম বিদ্বেষী এক শ্রেণীর রাজনৈতিক নেতার মধ্যে অযৌক্তিকভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব বিরাজ করছে এবং যে কোনো ইস্যুতেই তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করে থাকেন।#





রেডিও তেহরান/সমর/১



Click This Link



**********************



ভারতে বহু হিন্দু শুধু ইসলাম নয় বরং বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মও গ্রহণ করছে। একোতো ধর্মের দূর্বলতা অন্যদিকে হাজার হাজার বছর ধরে প্রবল বর্ণবাদ অসহায় নিম্ন বর্ণের হিন্দুদের ধর্মান্তরিত হতে বাধ্য করছে। তাই ভারতের মুসলমানদের একাধিক সন্তান গ্রহণকেও এখানে অজুহাত দাড় করানো যায় না। এতদা সত্ত্বেও বিজেপির মত চরম সাম্প্রদায়িক দলের সুব্রামনিয়াম স্বামী ভারতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে দোষারোপ করছেন। এর জের ধরেই গত বছর আসামে দাঙ্গা হয়। বলা হয় ভারতের অসাম রাজ্যের মূল বাসিন্দারা বাংলাদেশীদের তাড়াচ্ছে। ভারত এত অপমান করা সত্ত্বেও আর আমাদের প্রধানমন্ত্রী হাসিনা ক্রীতদাসের মত সব সহ্য করে ভারতের প্রশংসায় পঞ্চমুখ। ভারতের এই ধরণের বাংলাদেশ বিদ্বেষের বিরুদ্ধে হাসিনা গংদের প্রতিবাদ অরণ্যে রোদন মাত্র!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অকপট পোলা বলেছেন: ঐখানকার মুসলিমরা কি সব ভ্যাসেকটমী কইরা বইসা আছে নাকি।

তবে ছুবা সাব মনে হয় ভ্যাসেকটমী করাইসেন নাইলে উনাদের জনসংখ্যা বাড়ে না কেনো ??!!

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নিজেদের দেউলিয়াত্ব ঢাকার জন্যই এই ধরণের উস্কানি দিতাছে।

ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারত এত অপমান করা সত্ত্বেও আর আমাদের প্রধানমন্ত্রী হাসিনা ক্রীতদাসের মত সব সহ্য করে ভারতের প্রশংসায় পঞ্চমুখ। ভারতের এই ধরণের বাংলাদেশ বিদ্বেষের বিরুদ্ধে হাসিনা গংদের প্রতিবাদ অরণ্যে রোদন মাত্র!

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

মাজহারুল হুসাইন বলেছেন: ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, আর তেলাপোকাও একটা পাখি !

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ভারতের নীতি নির্ধারকদের মনোভাব অসভ্য-বর্বরের মতই।

ধন্যবাদ।

৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আহসান২২ বলেছেন: NDTV এর একটি অনুষ্ঠান হইছিল নাম-> "Is Bangladesh is bigger problem than Bangladesh"
youtube এ দেখতে পারেন।।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঠিক আছে।

ধন্যবাদ ভাই।

৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আহসান২২ বলেছেন: আসলে ভারতে বেশীরভাগ লোকই কট্টর মুসলিম বিদ্বেষী।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অন্তত তাদের নীতি নির্ধারকরা। এমনকি কংগ্রেসও মুসলমানদের সময়ে সময়ে নিরাপত্তা দিতে টালবাহানা করে।

ধন্যবাদ।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩২

বলশেভিক বলেছেন: আমরা পান করি রুহ আফযা আর এরা খায় গোচনা।মুত্রপানকারিদের কাছ থেকে ভালো কিভাবে আশা করবো।আর ভাদালীগ হলো মুত্রসেবীদের ঘেটুলীগ।বাংলাদেশের মাটিতে এরা যাতে কখনো ক্ষমতায় আসবে না পারে এই আশা করি।আর যদি মানুষ আবার ভুল করে তাহলে বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত।

অনেক ধন্যবাদ বলশেভিক ভাই।

৭| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

একজন ঘূণপোকা বলেছেন: মাজহারুল হুসাইন বলেছেন: ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, আর তেলাপোকাও একটা পাখি !

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.