নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
ভারতের হরিয়ানায় কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে তামাশা
বৃষ্টিতে ফসলের তিপূরণ হিসেবে দেয়া হয়েছে মাত্র দুই রুপি থেকে ছয় রুপি। তিগ্রস্ত প্রত্যেক কৃষককে তিপূরণ হিসেবে সরকারের প থেকে যে পরিমাণ অর্থ দেয়া হয়েছে তাতে অপমানিত বোধ করছেন তারা। সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যে এ ঘটনা ঘটে। বিবিসি। ২০১১ সালে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় হরিয়ানার ঝাজ্জর জেলার কৃষকদের ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর তির পরিমাণ নিরূপণ করে কৃষকদের তিপূরণ দেয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যসরকার। তিপূরণের চেক কৃষকদের হাতে এসে পৌঁছলে তারা দেখতে পান, কেউ পেয়েছেন ছয় রুপি, কেউবা দুই রুপি। কেউবা এর মাঝামাঝি কোনো সংখ্যা। এটি কেমন তিপূরণ হলো তা নিয়ে বিস্মিত হয়ে পড়েন তারা। কাছের শহরে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতেই এর চেয়ে বেশি খরচ পড়ে। আবার কোনো কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টই নেই। ব্যাংক হিসাব খুলতেই এর চেয়ে অনেক বেশি অর্থ প্রয়োজন। তাই সরকারের প থেকে দেয়া এই তিপূরণ নিয়ে অত্যন্ত ুব্ধ হয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। রাজ্যের বিরোধী দল এই তিপূরণকে কৃষকদের সাথে করা ‘নির্মম তামাশা’ বলে অভিহিত করেছে। কিন্তু নিজ সিদ্ধান্তকে সঠিক বলেই বিবেচনা করছে রাজ্যসরকার। তিপূরণ দেয়ার েেত্র সরকারের অবস্থান স্বচ্ছ ও নিরপে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
Click This Link
***********
কথায় বলে মুরোদ নেই দুই আনা সেই হয় শেয়ানা। অনেক ভারতীয়দের দেখলে মনে হয় দুনিয়ার সব কিছুই যেন তারা আবিস্কার ও তৈরি করছে। তাদের দাবী গোটা বিশ্বের ব্যাবসা বাণিজ্যে তাদেরই জমিদারী। তাদের ভাবখানা দেখে মনে হয় যে অর্থনৈতিক পরাশক্তি জার্মানী, জাপান ও যুক্তরাষ্ট্র তাদের সামনে কিছুই না। তাদের কথার তেজে ও উপরের ফিটফাটে তাদের সাথে আলাপে পেরে উঠা যায় না। কিন্তু তারা ভুলে যায় খালি কলসি বাজে বেশী। ভারতের ৮০% জনগণের দৈনিক আয় মাত্র ২০ রুপি! ভারতে প্রতি বছর হাজার হাজার কৃষক আত্নহত্যা করে। অথচ বাংলাদেশের মত ভারতেও এই মেহনতী কৃষকরাই সেই দেশের খাদ্যশস্য সহ বিভিন্ন ব্যাবসা-বাণিজ্যতে বিশাল অবদান রাখে। কিন্তু ভারতের শিল্পপতিরাতো বটেই সেই দেশের সরকারও দরিদ্র কৃষকদের সাথে বিদ্রুপ করে। তাই দেখা যায় মাত্র ২রুপি ক্ষতিপুরণ সাহায্যর জন্য ৬ রুপি ব্যায় করে একাউন্ট খুলতে হবে। এই ভাবে কি মানুষ বেচে থাকতে পারে? ভুখা-নাঙ্গা, বাসস্থান ও স্যানিটেশন সমস্যায় প্রায় ৮০ কোটির উপর মানুষ জর্জরিত হলেও তাদের আকাশ কুসুম স্বপ্নের কোন কমতি নেই। ব্যাবসা-বাণিজ্যের সুত্রে নিউইয়র্কের নাসডাক এক্সচেঞ্জে ভারতীয় বেশ কয়েকটি কোম্পানীর প্রভাব আছে। এই কারণেই গত বছর ১৫ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নাসডাকের আউটার ডিসপ্লেতে একটা সেলিব্রেট করে। আর যায় কোথায় বহু ভারতীয়র কাছে এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মত। তারা আর কাউকে গ্রাহ্যই করতে চায়না। রয়টার্স, বিবিসি, সিএনন সহ মার্কিন কর্পোরেটও বাণিজ্যর জন্য ভারতের দূরাবস্থা তেমন তুলে ধরে না। ভারতে যে দরিদ্রতা, র্দূনীতি, অব্যাবস্থাপনা ও নোংরামী তার চেয়ে শ্রীলংকার অবস্থা হাজার গুণে ভাল। কিন্তু লংকানরা এই সকল অথর্ব ভারতীয়দের মত বেকুব নয়।
লংকানরা যেখানে বাস্তবভিত্তিক ও দেশপ্রেমিক এই বিষয়টা আমাদের দেশের আওয়ামীলীগারদের নেই। তাই বিগত ৪২ বছরে স্রেফ আশ্বাসের প্রেক্ষিতেই ভারতকে নিয়ে আনন্দে আটখানা। এই কারণেই হাসিনার দ্বিতীয় মেয়াদেও ভারত হতে উল্লেখযোগ্য প্রাপ্তি নাই। কিন্তু বাংলাদেশের ক্ষতি করে ভারতকে একতরফা সুবিধা দিতে গোপন চুক্তিতেও দেড়ী করে না তারা।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই কাজে সবচেয়ে সহায়ক শক্তি হইল হাসিনা গং
ধন্যবাদ।
২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৫
মনিরা সুলতানা বলেছেন: নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের উধারন
আপনাদের ফ্রী পয়সায় দেখাচ্ছে ...
নাহ আপ্নারা মটেও কৃতজ্ঞ জাতী নন
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮
আজব মানুষ০০৯ বলেছেন: সোহানী বলেছেন: সহমত। আমার কিছু ভারতীয় কলিগ ছিল, তারা আমার দেশের বেতন খেতো অথচ আমার দেশের কিভাবে ক্ষতি করবে তার সব্বোর্চ্ চেস্টা করতো। আসলে তারা আমাদেরকে সবসময় শত্রু হিসেবে্ই গনে.............
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩
অনেকের মধ্যে একজন বলেছেন: তারা তাদের দেশ নিয়ে গর্ব করার মত যথেষ্ট আছে তাদের। কেন বার বার তাদের পিছে লাগতে যান গা পেড়ে? আমেরিকা নিয়ে আমরাও তো কম লাফাই না।
আরে আমাদের দেশে সামান্য পেপাল টাই নাই। অন্য কিছু তো বাদই দেন... তাদেরকে তাদের মত থাকতে দিন। হিংসা হিংসি করা আমাদের তিন বেলা ভাত খাওয়ার মত অভ্যাসে পরিনত হয়েছে। দেশ প্রেম করার ইচ্ছা থাকলে অন্য ভাবে করুন দেশের জন্য কাজে দিবে। কালই নেমে যান বাধ ভাংগার কাজে। তারপর আমরা আসব
২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আপনে বিভিন্ন ফোরামে ভারতীয়দের তার প্রতিবেশী দেশ গুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখছেন কিনা জানি না। কিন্তু আমার সাথে প্রায়ই বিতর্ক হয়। এমনকি সামুতেও হয়েছে। তাই বাস্তবতা তুলে ধরলাম মাত্র। পেপালের বিষয়ে আপনি আলাদা পোষ্ট দেন, আমি তাতে আপত্তি করব না।
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২
অনেকের মধ্যে একজন বলেছেন: আমাদের ইতিহাস ছাড়া গর্ব করার মত কিছুই নাই। ভাবে দেখেছেন কখনও? আর অন্য দেশ নিয়ে লিখতে বসেছেন। গরীব দেশ হিসেব হলেও ভারতকে যেকোন দেশ এক নামে চিনে। আর আমাদের দেশের কথা বাদই দেন। ম্যাপ ধরাই দিলেও চিনতে পারেনা। গুগলই বাংলাদেশকে চিনেছে দুদিন হয়নি। আমরা নিজেরাই নিজেদের বার বার অপমান করি। শুধু কে কি করল এটা দেখতে দেখতে দিন শেষ। আরে নিজে কি করলেন আগে সেটা দেখেন। আর অন্যরা কে কি করছে জাস্ট এভইড ইট। ভাগাড়ে যাক অন্যরা। আগে নিজেকে নিয়ে কিছু করি... এসব মন মানুষিকতা আনুন। কাজে দিবে।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কে বলছে নাই? অমর্ত্য সেন কি বলছে শুনছেন? ভারত হতে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। ভারতের মাত্র কয়েকটি রাজ্য ছাড়া সবার জিডিপি বাংলাদেশের নীচে। যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো তবে ভারতের যেকোন রাজ্যের চেয়ে আমাদের জিডিপি বেশী থাকত। বিশাল দেশ ও জনসংখ্যার কারণে এর বাজার বড় তাই বিশ্বের বহুজাতিক কোম্পানীর দ্বারা মিডিয়ায় উঠে আসে।
৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০
অনেকের মধ্যে একজন বলেছেন: মোবাইলে 2g সস্তা ইন্টারনেট ব্যবহার করেন 1KB-30KB স্পীড। এভারেজ লেস দেন ১০ KB লজ্জা লাগেনা? ২৪ ঘন্টার মধ্যে ৪৮ বার কারেন্ট আসে যায় লজ্জা লাগেনা? গ্যাস থাকেনা লজ্জা লাগেনা? আজ ২০১৩ তে কি করেছি আমরা?? বাল? আপনার মত দেশ প্রেমিকদের দেশপ্রেম বন্ধ করে দেয়া দরকার।
শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ খালি চাইতেই থাকেন। মুয়া তো এমনি পেয়ে যাবেন।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শুনেন কিছু অসৎ লোকের কারণে এই বাংলাদেশ নিয়ে আমার আশা ও নীতি ভুল হয়ে যাবে? আর এই পোষ্টে বাংলাদেশকে ভারতের চেয়ে ভাল বলা হয়নি। বরং বলেছি আলীগের দালালীর কারণে আমরা বঞ্চিত হচ্ছি। কাজেই মূল ফোকাসে থাকেন।
৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
বলশেভিক বলেছেন: অনেকের মধ্যে একজন কথায় কিছু যুক্তি আছে।কিন্ত উগ্র দেশপ্রেম ছাড়া কোন দেশ উন্নতি করতে পারে না।আর ভাড়তের বিরোধিতা আমরা সাধে করি না।স্বাধীনতার পরপর ফারাক্কা বাধ দিয়ে আর চাকমাগুলাকে দিয়ে বাংলাদেশ ভাংগার চেশ্টা করেছে।জিয়াউর রহমান হিলট্র্যাক্টসে আর্মি না পাঠালে এতদিনে বেগমগন্জ হতে তেতুলিয়া বাংলাদেশে সীমা হত।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: স্বাধীনতার পরপর ফারাক্কা বাধ দিয়ে আর চাকমাগুলাকে দিয়ে বাংলাদেশ ভাংগার চেশ্টা করেছে।জিয়াউর রহমান হিলট্র্যাক্টসে আর্মি না পাঠালে এতদিনে বেগমগন্জ হতে তেতুলিয়া বাংলাদেশে সীমা হত।
পূর্ণ সহমত।
সাপেরে বিশ্বাস করা যায় তবু ভারতকে না। এটা মনে রাখতে হবে ভারতের নীতি নির্ধারকরা কখনই ১৯৪৭ সালের বিভাজন আন্তরিক ভাবে মেনে নেয়নি। শুধু মুসলিম দেশ বাংলাদেশ, পাকিস্তান কেন বৌদ্ধ শ্রীলংকা এবং হিন্দু নেপালকেও জ্বালায় দিল্লী।
অনেক ধন্যবাদ ভাই।
৮| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
বলশেভিক বলেছেন: খারাপ লাগে আমেদের কোনো রিকনসেন্স স্যাটেলাইট নাই।সাবমেরিন নাই।কোনো অ্যাক্টিভ স্পেইস প্রোগ্রাম নাই।"অনেকের মধ্যে একজন" এর কথা যুক্তি এখানেই।বাংলাদেশের সম্ভাবলা অনেক।কিন্ত ভাদা
ভাকুরদের কথা শুনলে আর আশা দেখি না।আমার মনে হয় ভাড়ত মাতা বাংলাদেশের অনেক গভীরে ইনফিলট্রেইট করেছে।আমাদের অনেক সাবধান হতে হবে।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কিন্ত ভাদা ভাকুরদের কথা শুনলে আর আশা দেখি না।আমার মনে হয় ভাড়ত মাতা বাংলাদেশের অনেক গভীরে ইনফিলট্রেইট করেছে।আমাদের অনেক সাবধান হতে হবে।
একেবারেই সত্য। আমাদের জনগণের একাংশ অসেচতন ও অলস। এদের কারণেই হাসিনা ও ভাকুর দল গুলা সুযোগ নেয়। অথচ দেখেন লংকানরা কত ঐক্যবদ্ধ। তারাই আগামী ১০-১৫ বছরে সিঙ্গাপুর হয়ে যাবে। আর আমাদের হাসিনা থাকলে ভারতে শুধুই করিডর না ভর্তূকিও দিতে হবে
৯| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৮
আল ইফরান বলেছেন: ভারতীয় এজেন্ট আমাদের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রবেশ করেছে। দেশের এমন একটি জায়গা দেখাতে পারবেন না যেখানে তাদের অনুপ্রবেশ হয় নি।
বিশেষ করে ইদানীং মাল্টিন্যাশনাল কোম্পানীর ট্রেন্ড হয়েছে ভারত থেকে সিইও আনার। আরে ভাই, দেশে কি যোগ্য লোকের অভাব পড়ছে ? ? ?
আর ভারত সম্পর্কে কি বলবো, যে দেশে ২/৩ অংশ মানুষ খোলা আকাশে কাজ সারে, প্রতি ৩ জন শিশুর ১ জন রাতের বেলা না খেয়ে ঘুমাতে যায় আর মাত্র ১৭% জনগন বিদ্যুত সুবিধা পায় সেই দেশের দালালি করতে যায় আমাদের দেশের রাজনীতিবিদরা।
একটা কথা বলে শেষ করতে চাই, মুম্বাই ইস নট দ্য রিয়েল ইন্ডিয়া, ইফ ইউ ওয়ান্ট টু নো এবাঊট ইন্ডিয়া দেন হেভ ইউর আই'স অন বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গাল এন্ড আদার স্টেটস লাইক দেম হুইচ রিফ্লেক্ট দ্য রিয়েল ইন্ডিয়া
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একটা কথা বলে শেষ করতে চাই, মুম্বাই ইস নট দ্য রিয়েল ইন্ডিয়া, ইফ ইউ ওয়ান্ট টু নো এবাঊট ইন্ডিয়া দেন হেভ ইউর আই'স অন বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গাল এন্ড আদার স্টেটস লাইক দেম হুইচ রিফ্লেক্ট দ্য রিয়েল ইন্ডিয়া
পূর্ণ সহমত ভাই।
এরাই আবার পরাশক্তি হওয়ার খোয়াব দেখে যেখানে তার সিংহভাগ মানুষের নিরাপদ-স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নাই।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
সোহানী বলেছেন: সহমত। আমার কিছু ভারতীয় কলিগ ছিল, তারা আমার দেশের বেতন খেতো অথচ আমার দেশের কিভাবে ক্ষতি করবে তার সব্বোর্চ্ চেস্টা করতো। আসলে তারা আমাদেরকে সবসময় শত্রু হিসেবে্ই গনে...............