নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
কংগ্রেস মুসলমানদের জন্য কিছুই করেনি: দাবি করলো বিজেপি
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দাবি করেছে, দেশটির ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেস দেশটির সংখ্যালঘু মুসলমানদের কল্যাণের জন্য কিছুই করেনি।
ইউপিএ সরকারের সংখ্যালঘুদের কল্যাণের ‘ফাঁকা’ বুলির ‘স্বরূপ উন্মোচন’ করা হবে বলেও একই সঙ্গে হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি।
বিজেপি মুখপাত্র রবি শংকর প্রসাদ দাবি করেছেন, তারা ইউপিএ সরকারের বিরুদ্ধে ‘অভিযোগপত্র’ তৈরি করছেন; এতে ইউপিএ সরকারের আমলে সংখ্যালঘুরা যে ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে তা তুলে ধরা হবে।
এই ‘অভিযোগপত্র’ তৈরির জন্য একটি কমিটিকে দায়িত্ব দিয়েছে বিজেপি এবং লোকসভার উপ নেতা গোপীনাথ মুন্ডেকে এ কমিটির প্রধান করা হয়েছে বলে জানান রবি শংকর প্রসাদ।
ইউপিএ সরকারের ১০ বছরের শাসনামলকে কুশাসন, দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার দশক হিসেবে অভিহিত করেন তিনি।#
রেডিও তেহরান/সমর/এমআই/৩
Click This Link
********************
বাংলাদেশে মুষ্টিমেয় একদল জ্ঞানপাপী আছে যারা জনগণ মানল কি না মানল জোরপূর্বক ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিতে চায়। ঘুরে ফিরে এই সেক্যুলারিষ্টদের একটাই কথা যে ১৯৪৭ সালের ভারত বিভাগ ভুল ছিল। তাদের ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে সেই কি বন্দনা যেন ভারত তাদের তীর্থ স্থান। অথচ ভারতে যে সেক্যুলারিজম প্রতারণা মাত্র সেটা তারা কখনই তুলে ধরে না। সেই ১৯৪৭ সাল হতে ভারতীয় মুসলমানগণ সরকার-প্রশাসনের চরম অবহেলার শিকার। ভারতে বেশীর ভাগ সময়ই ক্ষমতায় ছিল ধর্মনিরপেক্ষ কংগ্রেস। তাদের উপর দায়টা অনেক বেশী। তারা মুখে মুখে ধর্মনিরপেক্ষতা বললেও তারাও উগ্র-হিন্দুত্ববাদের সহায়ক শক্তি। এই কারণেই বিজেপিরা ক্ষমতায় আসার আগে ও পরে সেই দেশের মুসলমান, খ্রীষ্টানদের গণহত্যা, নির্যাতন করেও পার পেয়েছে। ১৯৯২, ২০০২ এ বোম্বে ও গুজরাটে মুসলিম নিধন এবং ২০০৮এ উড়িষ্যায় খ্রীষ্টানদের গণ-হত্যার হোতাদের বিচারতো দূর পুলিশও তাদের গ্রেফতার করতে পারে নাই। এই যখন অবস্থা ভারত সরকার কিভাবে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার ছুতায় ৯০% জনগণের ইসলামী মূল্যবোধকে দূর্বল ও পর্যায়ক্রমে ধ্বংস করা যায় সেই চেষ্টায় মশগুল। তাই আমাদের সচেতন হয়ে ধর্মনিরপেক্ষতার মোড়কে ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়তে হবে।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমার এই সমালোচনা করায় আপনের গত্রদাহের কারণটা কি? দেখেন না ভারত ও এই দেশে তার দালালরা আবার ৪৭এর পূর্বাবস্থায় ফিরা যাইতে কয়? নিজ দেশের মুসলমানদের যারা অবহেলা করে তারা কোন দুঃখে বাংলাদেশের মুসলমানদের মূল্যায়ন করবে?
২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০১
বলশেভিক বলেছেন: এসব কি লিখেন!ভাদারা মনে কষ্ট পাবে।অলরেডি একজন ভাদা দুক্ক পেয়ে গেছে।তাদের জন্য লিখতে হবে ভাড়তে সবার জন্য ২ টা করে টয়লেট আছে,ভাড়তে এত ক্ষতিপুরন দেয়া হয় যে গরুর গাড়িতে জায়গা হয় না...ভাড়তের কোনো সীমান্তই নাই,সীমান্ত হত্যাতো দূরের কথা।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আবার দেখেন না মনমোহন নামক ধূরন্ধরটা বলে "ভারত বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সরকার দেখতে চায়"! ব্যাটা বাটপার নিজ দেশে উগ্র-হিন্দুত্ববাদকে আস্কারা দিয়ে বাংলাদেশের মুসলমানদের ধর্ম নষ্ট করার কুমতলব।
অনেক ধন্যবাদ ভাই।
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
বাংলার হাসান বলেছেন: ভারত হলো পৃথিবীর একমাত্র দেশ, যেই দেশের শতকরা ৬০% মানুষ খোলা আকাশের নিচে মল ত্যাগ করে। সেই দেশে ভাল কিছু আশা করা আর কচু গাছে লিচু আশা করা একই।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এরাই আবার বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র শেখায়
ধন্যবাদ।
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
অনিক রহমান বলেছেন: সমালোচনা করছি কারন আপনারে দেখছি ইন্ডিয়ারে নিয়া চুলকাইতে।ইন্ডিয়ার মুসলিমরা কি আপনারে ভাই মনে করে?নাকি দুচির ভাই মনে করে সেটা জানেন?কয়জন ইন্ডিয়ান মুসলিমরে দেখছেন বাংলাদেশের প্রতি সহানুভুতিশীল?
আপনার মেইন টার্গেট কি ?ইন্ডিয়া নাকি হিন্দু?
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে ইন্ডিয়ান না বাংলাদেশী? ভারতরে কিছু বললে কেন আপনের আতে ঘা লাগে?
ভাই না বন্ধু মনে করে তার ধার আমি ধারি না। কংগ্রেস বিজেপি নিজ দেশের মুসলমান, খ্রীষ্টানদের জুলুম কইরা আবার বাংলাদেশরে কেন ধর্মনিরপেক্ষতা ুদাইতে আসে?
ভারত অন্যায় করে তাই তুইলা ধরছি। অখন আপনে সেই দুঃখে কান্দলে আমি কি করতে পারি?
৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮
আজব মানুষ০০৯ বলেছেন: ভারতের হিন্দুরা ঐতিহ্যগত ভাবেই মুসলিম বিদ্বেষী। মুসলমানদের মাওলানা আবুল কালাম আযাদের মত কিছু নেতা হিন্দুদের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে চাইলেও তাদের সে চেষ্টায় কোন লাভ হয়নি। বরং এটিকে পুঁজি করে হিন্দু নেতারা বিশ কোটি মুসলমানের ভোট চিনতাই করে নিয়েছে। আপনার পোস্টটি যখন আমরা পড়ছি, তখনও হয়তো কাশ্মিরের মুসলমানদের অন্যায় ভাবে নির্যাতন করছে হিন্দুরা।
ছবিটি সপ্তাহ খানেক পূর্বের
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারতের নীতি নির্ধারকরা ব্রাম্মণ ও বর্ণবাদী প্রথায় বিশ্বাসী।
ধন্যবাদ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬
জাহাজ ব্যাপারী বলেছেন: ইন্ডিয়া একটা সংকীর্ণমনা উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র। শঠতা ও স্বার্থপরতাই এর মূলনীতি - ভিন্ন মত ও ধর্মের কোন মূল্যই নেই এর কাছে।
ইন্ডিয়াতে মুসলিমদের বর্তমান অবস্থার কিছুটা চিত্র পাওয়া যাবে “সাচার কমিটি”র এই রিপোর্টে - Social, Economic and Educational Status of the Muslim Community of India
Click This Link
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:১২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
অনিক রহমান বলেছেন: তো আপনি করেন টা কি?মালাউন গো দেশে যাইয়া জিহাদ করতে পারেন না?