নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

একেই বলে বেইলঃ গ্যারেথ বেইল ১০০০ কোটি টাকার বিনিময়ে রিয়াল মাদ্রিদে!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৯







প্রায় দীর্ঘ এক মাসেরও বেশী অনেক দেন দরবারের পর ইংলিশ ক্লাব টটেনহামের উইঙ্গার গ্যারেথ বেইলকে দলভূক্ত করল স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ! এটার জন্য নতুন ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়তে হল রিয়ালকে। প্রায় ৮৬ মিলিয়ন পাউন্ড বা ১০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশী টাকায় ১০১৪ কোটি টাকার বিনিময়ে;



Gareth Bale finally seals £86m move from Tottenham Hotspur to Real Madrid



Click This Link



আগামীকাল মঙ্গলবার রিয়াল মাদ্রিদের শুধু আনুষ্ঠানিক ভাবে ঘোষণাটা করা বাকী!



ব্রাজিল ও পর্তূগালের উভয় রোনাল্ডো দ্বয়, ফ্রান্সের জিদান, পর্তূগালের ফিগো, ইংল্যান্ডের বেকহামের পর এই ওয়েলসম্যান গ্যারেথ বেইল। একটা জিনিস বলতেই হবে যে শুধু জেদ নয় রিয়াল মাদ্রিদের চাহিদা হিমালয়ের চেয়েও বিশাল। এই যাবৎ স্রেফ আর্জেন্টাইন মেসিকে বাদ দিলে বিশ্বের প্রায় সিংহভাগ সেরা খেলোয়াড় সবাই এখানে খেলেছে। এখন রিয়ালের প্রতিটা খেলা দেখা আমার জন্য জরুরী হয়ে গেছে। গ্যারেথের গতি সেই সাথে পেনাল্টি বক্সের বাইরে নির্দিষ্ট জায়গায় যে নিশানা নিয়ে কিক করে তার বেশীর ভাগই গোল হয়ে যায়। গোলকিপারেরও কিছু করার থাকে না। সরল অর্থেই গোল মেশিন। আমি মনে করি তরুণ হিসাবে ব্রাজিলের নেইমারের চেয়েও উচুমানের খেলোয়াড় এই গ্যারেথ বেইল। যেহেতু সে ব্রাজিল বা আর্জেন্টিনার না তাই আমাদের বাংলাদেশের মিডিয়ায় তার নামটা তেমন উচ্চারিত হয় নাই। আশা করি রিয়াল এই বেইলের মাধ্যমে যেকোন প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে উঠবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আজব মানুষ০০৯ বলেছেন: যারা বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাবের জন্য ফাল পার্তেছেন, তাদের জন্য এই পোস্ট একটি শিক্ষা হতে পারে। যতই হাই প্রোপাইল ব্যক্তিকে নিয়ে দল বা ক্ষমায় আসার চেষ্টা করা হোব না কেন, ব্রাজিল-আর্জেন্টিনার বাহিরে যেমন কোন কিছু মিডিয়া পায় না; তেমনি ঐটাও পাবে না।
সে যাই হোক, আমি বার্সার সমর্থক হলেও আপনার রিয়ালের জন্য শুভ কামণা করি

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই, আমিও স্পেনে বার্সারই সমর্থক। তবে ওয়েলসের রায়ান গিগসের মতই এই গ্যারেথও আমার প্রিয় খেলোয়াড়। অনেক আশা ছিল যে ম্যান ইউ একে নিবে....কিন্তু কিপটুস ম্যান ইউর মার্কিন মালিক তা হতে দিল না। অতীতে এই রকম বহু উচু তারকা খেলোয়াড় ম্যান ইউর হাতছাড়া হইছে। যেমন ব্রাজিলের রোনাল্ডিনহো :(

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.