নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

প্রআলো ও সমমনা সুশীল গংরা কি এই খবর তুলে ধরবে?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭



মক্কা মসজিদে দাঙ্গা বাধাতে গিয়ে ধরা পড়ল ‘বিজয় কুমার’







দক্ষিণ ভারতে মুসলমানদের মধ্যে ঘরোয়া বিরোধ বা দাঙ্গা বাধানোর চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছে এক অমুসলিম যুবক।



বিজয় কুমার নামের ওই অমুসলিম যুবক ও তার একদল সঙ্গী গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর হায়দ্রাবাদের মক্কা মসজিদের মুসল্লিদের নানা অংশের মধ্যে ঢুকে এমনভাবে পাথর ছুঁড়তে থাকে যাতে হঠাত করে কারো কাছে এটাই মনে হত যে প্রতিদ্বন্দ্বী মুসলমানরাই পরস্পরের প্রতি পাথর ছুঁড়ছে।



কিন্তু মুসল্লিরা গৌলিপুরার যুবক বিজয় কুমারকে হাতেনাতে সনাক্ত করে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। বিজয়কুমার ও তার সঙ্গীরা ইসলামী প্রতীক খচিত কালো শোকের পোশাক এবং লকেট পরা ছিল। তারা জুমার নামাজ শুরু হওয়ার আগেই মসজিদে ঢুকতে সক্ষম হয়েছিল।



উল্লেখ্য, গতকাল ছিল ভারতের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২১ তম বার্ষিকী। #



রেডিও তেহরান/এএইচ/৭



Click This Link



**************



কিছুদিন আগে ভারতের এক পুলিশ অফিসারই আদালতে স্বীকারোক্তি দেয় যে ২০০১এ দিল্লীতে ভারতীয় লোক সভায় এবং ২০০৮এ মুম্বাই হামলা সেই দেশের সরকারেরই সাজানো ঘটনা। কিন্তু মতির প্রথম আলো সহ কোন সমমনা সুশীল পত্রিকায় এই খবরটা দেখিনি যদিও খোদ ভারতের মিডিয়া এটাকে গুরুত্ব দিয়েই প্রকাশ করছে। আর এখন যখন বিএনপি ও ১৮ দলীয় জোটের জনপ্রিয়তা বেশী তখন মতি মিয়ারা জঙ্গীবাদের উত্থানে ভারত চিন্তিত এটা নিয়মিত প্রকাশ করছে। এই সমস্ত ভাদা মার্কা সুশীলদের বয়কট করা না গেলে দিল্লীর অশুভ রাহু থেকে বাংলাদেশ মূক্ত হতে পারবে না।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গু মাখা জুতার বাড়ি মার ছুচাকে (বিজয় কুমার)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেই সাথে আমাদের ভাদা সুশীল গুলারেও একই ভাবে আদর করতে হবে :)

ধন্যবাদ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আদরসারািদন বলেছেন: পুলিশের হাতে সোপর্দ না করে শিরচ্ছেদ করা উচিৎ ছিল। X( X( X( X(

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :-B

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বেকার সব ০০৭ বলেছেন: পুলিশের হাতে সোপর্দ না করে শিরচ্ছেদ করা উচিৎ ছিল।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :-B

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মহাপাগল বলেছেন: মতি চুরা সুবিধাবাদী দালাল। তার অনুসারীর সংখ্যাও কম নয়। ব্যাটা আমাদের কাছে আবার সুশীলের ভেক ধরে। উষ্ঠাইয়া বিদায় করা দরকার।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: উষ্ঠাইয়া বিদায় করা দরকার।

সুপার লাইক!

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: প্রআলো ও সমমনা সুশীল গংরা কি এই খবর তুলে ধরবে?

















না

না

না


না

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

এম আর ইকবাল বলেছেন:
আমাদের দেশের কোন কোন পত্রিকায় খবরটি এসেছে ?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অন্তত ভারতীয় পুলিশ অফিসারের স্বীকারোক্তির বিষয়টি আসে নাই।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

জনাব মাহাবুব বলেছেন: এইসব চুশীল পত্রিকাই তো চলে দাদাদের টাকায়। X( X( X( X(


দাদাদের বিরুদ্ধে লিখে তো আর উপরি ইনকাম বন্ধ করা যায় না। :> :> :> :> :> :>

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

নেয়ামূল হক বলেছেন: এই রকম বিজয় কুমার বাংলা দেশেও আছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা সম্মূখ সমরে পারেনা পারেনাই বলেই প্রতারণা, মিথ্যা আর ছলনা দিয়ে খেলছে মুসলমানদের সাথৈ!

একই পলিসি হাম্বাদের!

যেই পুলীশ মাটি খূড়ে আসামী ধরে-তারাই বাসে আগুন দেওয়ার কাউকে ধরতে পারেনা!!!!!

সূখের বিষয় হলো মানুষ এই প্রতারণা গুলো বুঝৈ গেছে। যদিও লাল মিডিয়া ন্যাংটা হইয়া নেমেও শেষ রক্ষা করতে পারছে না- সিটিতে পারে নাই- সামনেও পারবে না।

আর একদলীয় নির্বাচন নিয়ে কথিত সুশীলদের ৯৬র লেখালেখী গুলৌ দেখৈন-আর আজ টু শব্দটি নেই!!!!!

মানুষ সব বুঝে নিরব।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.