নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

অসুবিধা কি..ভারতই ১২ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য আমদানী করবে! :D

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২





মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের











ভারতের নগ্ন হস্তক্ষেপে ৫ই জানুয়ারী ২০১৪ এর পাতানো নির্বাচনে জিতে আলীগ ও তার বিবেকহীন অন্ধ সমর্থকরা সারা বিশ্বের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এরই সর্বশেষ যোগ হয়েছে আলীগ নেত একে ক্ষন্দকারের দাবী যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মজীনাকে বহিঃস্কার করতে হবে;



Click This Link



তার কথায় মনে হয় যে ভারতই বিশ্বের একমাত্র পরাশক্তি!



তার কথায় এমন যে ভারতই বিশ্বের একমাত্র পরাশক্তি! ১৯৭১ সালে ভারত কোন মহৎ উদ্দেশ্যে আমাদেরকে সহায়তা করেনি। বরং তাদের বদ মতলব ছিল। ১৯৭৫-৭৬ হতে আমাদের বাংলাদেশ মধ্যপ্রাচ্য, চীন, ইউরোপ ও মার্কিনিদের সাথেই বিভিন্ন ধরণের বাণিজ্যক লেনদেন ও শ্রম বাজারের মাধ্যমে লাভবান হয়েছে। আর সেখানে ভারত ও বাংলাদেশের লেনদেনে ভারত একাই লাভবান। প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি। আর গত বছরে বাংলাদেশ প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস পণ্য সারা বিশ্বের বিভিন্ন দেশে রফতানী করে। এর ৪৫% তথা ১২ বিলিয়ন ডলারের কিছু বেশী রফতানী হয় যুক্তরাষ্ট্রে;



Click This Link



এখন যদি সত্যিই মজীনাকে হাসিনার সরকার বাংলাদেশ থেকে বহিস্কার করে তাহলে কি মার্কিনিরা এই পরিমাণের পণ্য আমদানী করবে? যদি না করে তাহলে কি হাসিনা ও একে ক্ষন্দকারের প্রিয় বন্ধু ভারত কি এই ১২ বিলিয়ন ডলারের পণ্য আমদানী করবে?



এখন ভারতের আসল সামর্থ্যের কিছু নমুনা দেখি;



ভারতীয়দের চেয়ে আমেরিকার কুকুরের স্বাস্থ্য ভাল



Click This Link



এত চরম দরিদ্রর দেশ কি পারবে নিজ দেশের পক্ষে ৪.৫ বিলিয়ন ডলারের উদ্ধৃতর বদলে ১২ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে আমদানী করতে?



একে ক্ষন্দকারের ভুলে গেল নাকি যে ১/১১র পরবর্তীতে হাসিনা বিশেষ জেলে বন্দী থেকে কত কাতর যে তিনি অসুস্থ হয়ে পড়ছেন তাই বাসায় বিশ্রাম দেওয়া দরকার। পরে প্যারোলে মূক্ত হয়ে কিসের বাসায়! এমনি ইউরোপ, মার্কিন মুল্লুকে ছোটাছোটি। তখন ক্ষমতায় আসার জন্য ইইউ ও মার্কিনিদের কাছে শতবার ধর্ণা তাই তখন প্যাট্রিসিয়া বিউটেনিস খারাপ ছিল না। এখন ভারতের আস্কারা পেয়ে কোন পরোয়া নাই। তাতে যদি দেশের গার্মেন্টস রপ্তানী হুমকির মধ্যেও পড়ে। দেশ ও জনগণের চেয়ে ভারতীয় স্বার্থই হাসিনা ও আলীগের কাছে মূখ্য!

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা উন্মাদ হয়ে গেছে!!!

৫% এর শতভাগ ;) (জালিয়াতি, টুকুর ছেলে গংএর ৪৭৫ একাই সীল মারা সহ অন্যাণ্য উপায়ে) ভোট কাষ্ট করে মুই কি হনুরে ভাব নিয়া উড়তেছে!!!!

বাকী ৯৫% এর সমর্থকদের তবে কি করা উচিত!!!

হে আল্লাহ দেশটাকে মিথ্যাবাদী, চাপাবাজ, স্ভৈরাচারী জালিমদের হাত থেকে রক্ষা কর।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমিন!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

ঢাকাবাসী বলেছেন: এই ছাগলটা মন্ত্রী অইতে পারে নাই!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

এম এ কাশেম বলেছেন: ছাগলটা মন্ত্রী হইতে চাই
সে জন্য বড় বড় কথা কয়।

শালা ভারতের দালাল।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

পুরানো আমি বলেছেন: এরা মনে করছে ভারত এই অবৈধ সরকারকে যুগের পর যুগ ক্ষমতায় বহাল রাখবে। আর শুধু গার্মেন্টস শিল্প কেন এরা তো পুরা দেশটাই ভারতকে দিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর !!

দেশ ও জনগণের চেয়ে ভারতীয় স্বার্থই হাসিনা ও আলীগের কাছে মূখ্য! কোন সন্দেহ আছে কী ?

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার উদ্দেশ্যই হইল দেশে লুটপাট, জুলুম করা আর ভারতকে ফ্রি সেবা দেওয়া।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

একজন ঘূণপোকা বলেছেন: তারা কিন্তু ৫% ভোটের পুরোটাই পেয়েছে। ;) ;) ;)

সাবধান বাজি ভাই

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আসলে এরা মনে করে দাদারা তাদের পাশে থাকলে সব দেশের এরা পুংগি বাজাবে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারতের জনগণের চেয়ে বলে মার্কিন কুকুরদের স্বাস্থ্য ভাল। আর এরে নিয়া হাসিনা গংদের বাহাদুরি।

ধন্যবাদ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

রামন বলেছেন:
এই লোকটার আর দোষ কি? খাল কেটে তো আমরাই কুমীর নিয়ে এসেছি!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রামন ভাই, এই গার্মেন্টস সহ রপ্তানী নির্ভর বাংলাদেশী শিল্প গুলো কিন্তু একদিনে গড়ে উঠেনি। এখন যদি মার্কিনিদের চটানো হয় তখনতো গরীব মানুষের উপর আঘাতটা বেশী পড়বে। এর জন্যই বলি বেশী অহংকার ভাল না।

ধন্যবাদ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

গারো হিল বলেছেন:
বঙ্গবন্ধু যখন সপরিবারে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে খুন হোন; তখন শফিউল্লাহ সাহেব সেনাপ্রধান ছিলেন।

হরতাল অবরোধে জ্বালাও পোড়াও ভাঙচুর এর দায় যদি বিএনপির শীর্ষ নেতৃত্ব কে নিতে হয়; বঙ্গবন্ধু হত্যার দায় শফিউল্লাহ কেনো নিবেন না?

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগের পক্ষে থাকলে রাজাকার বেয়াই মোশারফও কৈলাম ভালা হয়া যায় :)

ধন্যবাদ।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: chi chi oder chi chi dai tho tho .............

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :-B

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

গ্রাম্যবালক বলেছেন: হাসিনার মজিনাকে বহিস্কারের সাহস বা ক্ষমতা কোনটাই নাই। মজিনাকে বহিস্কার করতে গেলে ক্ষমতা ও চলে যেতে পারে।।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই এর জন্যই বলে গরীবের ঘোড়া রোগ ভাল না। আমাদের মধ্যপ্রাচ্যের মত তেল নাই। এই গার্মেন্টস সহ বিভিন্ন রপ্তানী শিল্পের পণ্য যদি মার্কিনিরা কেনা বন্ধ বা কমিয়ে দেয় তাইলে ইইউও একই পথ অনুসরণ করবে। হাসিনার উচিত হবে তার চামচাদের মুখে লাগাম দেওয়া।

ধন্যবাদ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

আল মামুনুর রশিদ বলেছেন: অঙ্গরায্যের উপর ভারতবর্ষের কর্তৃত্ব আছে।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

মোমের মানুষ বলেছেন: পাগলে কি না বলে ছাগলে কি না খায়

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে কিসের পাগল! এরা জাতে মাতাল তালে ঠিক :)

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

শয়তান শাহীন বলেছেন: গ্যালারিতে বসলাম, দেখি চেতনাধারীরা কি কয়।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে তারা এখন কিভাবে হাসিনার কুকাম ও ভারত সেবাকে জায়েজ করবে সেই চিন্তায় মশগুল :)

ধন্যবাদ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: দালালরা সবসময়ই উচ্চকন্ঠ থাকে......এটাই যে ওদের ব্যাবসা। আর যতো যাই বলেন......বিএনপির পরাজয় হয়েছে তাদের দুর্বল সাংগঠনিক কাঠামো আর নেতৃত্বের জন্য।
বিএনপির যদি একজন মতিয় চৌধুরী/আমু/তোফায়েল থাকতো......তাহলে দেশের এ অবস্থা আর দেখতে হতো না।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মেহেদী ভাই, বিএনপিতে সৎ ও ত্যাগীদের বেশী নমিনেশন দিতে হবে। যদি ব্যানা হুদা, পারটেক্স গ্রুপের হাশেমদের মত সুবিধাভোগীদের সুযোগ দেওয়া হয় তো বিপদের সময় তারা কেউ আসবে না।

ধন্যবাদ।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

পদ্মা_েমঘনা বলেছেন: ঝাতি গণজাগরণ মঞ্চের দূতাবাস ঘেরাও কর্মসূচীর তারিখ ঝানতে ছায়!!! :) ;) :) ;)

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

সীমাহীন ভালবাসা বলেছেন: হাসিনা খালা চাচ্ছে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হোক, যুক্তি একটাই বঙ্গ বন্ধু দেশ স্বাধীন করেছে ,, যার আওয়ামীলীগ না করবে সব রাজাকার,, :D আসেন আমরা আওয়ামীলীগ করে মুক্তিযোদ্ধা হয়া যাই,আপনি ২৫ বছরের যুবক হলে ও মুক্তিযোদ্ধা সনদ পাইলে ও পাইতে পারেন :P

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

পাঠক১৯৭১ বলেছেন: খোন্দকার যা বলেছে, তা সঠিক; ওকে, ইডিয়ট!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তুই বিনা পয়সায় তোর পটু দিয়া বিএসএফরে সেবা দিতে থাক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.