নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
বাংলাদেশের সহযোগিতা উপলব্ধি করতে ব্যর্থ ভারত (ভিডিও)
বাংলাদেশের সহযোগিতা উপলব্ধি করতে ব্যর্থ ভারত (ভিডিও)
আমাদের সময়.কম : ০৩/০৫/২০১৪
বাংলাদেশের সহযোগিতা উপলব্ধি করতে ব্যর্থ ভারত (ভিডিও)
রাশিদ রিয়াজ : ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা দিয়ে এ দুটি দেশের সম্পর্কের মাত্রা পরিবর্তন করেছে। কিন্তু ভারত তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের যত ত্রুটি থাক শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত করেছে। এবং যত দোষই থাকুক না কেন এজন্যে কৃতিত্ব সরকারের। কিন্তু ভারত এ বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ দেশটির সঙ্গে যে সহযোগিতা করেছে তা উপলব্ধি করতে এবং এ নিয়ে ভবিষ্যতে আরো বিশাল সম্ভাবনার দ্বার যে উম্মুক্ত করা যেত তা বুঝতে পারেনি ভারত।
Click This Link
****************
আজ থেকে প্রায় তিন বছর আগে লিখেছিলাম;
"কেন বিএনপি ভারতের কাছে বাংলাদেশের ইজ্জত বিকিয়ে দিলনা" মাহফুজ আনামের আফসোস!
Click This Link
অথচ ভাগ্যের নির্মম পরিহাস আজকে সেও আমতা আমতা করে হলেও স্বীকার করে নিয়েছে যে হাসিনা থেকে একতরফা সুযোগ-সুবিধা পেয়েও ভারত বাংলাদেশকে বিনিময়ে তেমন কিছুই দেয় নাই। ভারতের এই আচরণতো নতুন কিছু নয়। ভারতের সাথে মর্যাদা, স্বার্থ রক্ষা করে বাংলাদেশ যদি যুগোপোৎ কোন চুক্তি না করে স্রেফ আশ্বাস নিয়ে আসে তাহলে তাকে ঠকতে হয়। তিন বছর আগের পোষ্টে বলেছি যে বিএনপি ও জাতীয়তাবাদীদের কথা হল ভারত এক হাতে সুবিধা দিবে অন্য হাতে বাংলাদেশ হতে সুবিধা নিবে যা হবে ন্যায্যতার ভিত্তিতে। ঐ দেই দিচ্ছির বেইল বিএনপির কাছে নাই। কিন্তু এই বিষয়টাই আওয়ামী-বাকশালী ও মাহফুজ গংদের সহ্য নয়। বাংলাদেশের পক্ষে ভারতের সাথে শক্ত দেন দরবারকে তারা ভারত বিরোধীতা আখ্যায়িত করে। পক্ষান্তরে হাসিনা ও তার আলীগ সব সময়ই বাংলাদেশের মর্যদা, স্বার্থ রক্ষা না করেই ভারতকে সব সুবিধা দিয়ে বসে থাকে। তারপরেও ভারতীয় কুকুরদের পেট ভরে না তারা আরও চায়। হাসিনা যদি বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট খু্ইয়ে আসে তাহলে আলীগ কেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও সুবিধা করতে পারবে না। আওয়ামী-বাকশালী মাহফুজ গং হইল জ্ঞানপাপী দালাল। এদের দ্বারা দেশ ও জনগণ সব সময়ই ভারতের কাছে ঠকবে। আর আমার পূর্বের পোষ্টে আওয়ামী চামচাদের দালালীও চোখে পড়ার মত। তারা মূল লেখার বিষয়াদি না বিবেচনা নিয়ে আমাকে ব্যাক্তি আক্রমণে ব্যাস্ত থেকেছে। এই গুলিও বিবেকহীন ব্লগার যাদের কারণে হাসিনা ও তার আলীগ দেশের জন্য আজকে হুমকি হয়ে দাড়িয়েছে।
০৩ রা মে, ২০১৪ রাত ৮:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই গুলারে খালি জুতা পিটা করা উচিত।
ধন্যবাদ ভাই।
২| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
মুদ্দাকির বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কতটা নিলজ্জ হলে একজন মাহফুজ আনাম হওয়া যায়!!!!!!!!
কতটা ভাদা হলে এমন নিলজ্জ বিবৃতিবাজি করা যায়!!!
কতটা নিলজ্জ ভাদা হলে দেশের স্বার্থকে উপেক্ষা করা যায়!
অথচ তারাই নাকি কথিত চেতনার হোল সেলার!!!!!!!
০৩ রা মে, ২০১৪ রাত ৮:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এরা শুকর প্রজাতির।
ধন্যবাদ।
৩| ০৩ রা মে, ২০১৪ রাত ৮:৪৬
nurul amin বলেছেন: কথা ঠিক।ওনারা ভয়ে এসব করেন।
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই হইল তাদের চেতনা...
৪| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:০৭
ম্যাংগো পিপল বলেছেন: লেখক বলেছেন: এরা শুকর প্রজাতির।
এদের কোন প্রানীর সাথে তুলনা করে দয়া করে প্রানী জগতের অপমান করবেন না !!!
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৫| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:২১
একজন ঘূণপোকা বলেছেন:
ইন্ডিয়ার দালাল
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আক্ষরিক অর্থেই এরা জ্ঞানপাপী দালাল।
ধন্যবাদ।
৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৪০
মদন বলেছেন: +++++++
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ মদন ভাই।
৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৪৫
ঢাকাবাসী বলেছেন: এইসকল ঘৃন্য জীবগুলোর জন্যই এদের বসরা টিকে থাকে!
০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৩২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কতটা নিলজ্জ হলে একজন মাহফুজ আনাম হওয়া যায়!!!!!!!!
কতটা ভাদা হলে এমন নিলজ্জ বিবৃতিবাজি করা যায়!!!
কতটা নিলজ্জ ভাদা হলে দেশের স্বার্থকে উপেক্ষা করা যায়!
অথচ তারাই নাকি কথিত চেতনার হোল সেলার!!!!!!!