নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বাহিনীর পক্ষে শত্রু এলাকায় Office of Strategic Services (OSS) কাজ করত। অক্ষ শক্তির গতিবিধি নজরদারি সহ বিভিন্ন বিষয়ে তথ্য সরবারাহ করত মার্কিন সমরবিদদের। জার্মান নাৎসি বাহিনী তখন জার্মানি সহ পোল্যান্ড, ফ্রান্স থেকেও V2 রকেট নিক্ষেপ শুরু করে ১৯৪৪র ডি-ডের পর। এমনই একটা ভি২ রকেটের গোপন ডিপো ছিল ফ্রান্সে। এখন ঐ সংশ্লিষ্ট জোনে ওএসএস অপারেটরগণ এই বিষয়ে মিত্রবাহিনীর সমরবিদদেরকে অবগত করে। একই সাথে মার্কিনিরা জেনে ফেলে যে ঐ গ্রুপে একটা জার্মান স্পাই আছে যে ওএসএস এজেন্টের ছদ্দ রুপে। এখন তাকেই খুজে বার করার জন্য Robert Emmetর চরিত্রে অভিনয় করা James Cagneyকে পাঠানো হয়। অনেক ঝুকিপূর্ণ কিন্তু তা সত্ত্বেও রবার্ট ফ্রান্সে এই মিশনে যায়। ছবিটা imdbতে ৬.৯ রেটিং
https://www.imdb.com/title/tt0038279/
আর জেমস কেগনি হল হলিউডের মুষ্টিমেয় সর্বকালের সেরা নায়কদের একজন। ১৯৭৪এ তাকে হলিউডের লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়;
https://letterboxd.com/film/afi-life-achievement-award-a-tribute-to-james-cagney/
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:২৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আস-সালামু আলাইকুম! আমি আলহামদুলিল্লাহ, আপনে কেমন আছেন ভাই?
২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: মুভিটা দেখি নাই। নামটা টুকে রাখলাম।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আশা করি দেখবেন, ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: বাজি, ক্যামন আছেন? শুভ কামনা।