নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

চাকরী খুুঁজুন নিয়মতান্ত্রিকভাবে

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১১

সারা মাস অনেক মানুষ চাকরী পেতে সহায়তা চান। মানুষ চাকরী পায় না। আবার আমরা এমপ্লয়াররা উপযুক্ত লোক সময়মতো খুঁজে পাই না। এ বড় ধাঁ ধাঁ। একটি উপযুক্ত চাকরী খুঁজে হয়রান হতে হয়নি-এমন লোক খুব বিরল। অনেক সময় ভুলভাবে খোঁজাখুঁজির জন্য চাকরী খোঁজাই সার হয়, জলে যায় সব উদ্যোগ।

কীভাবে কার্যকরভাবে খুঁজবেন চাকরী, তা বলছি সংক্ষেপে:

১.প্রথমেই নিজের কাঙ্খিত সেক্টর, চাকরীর সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন।

২.আধুনিক, যুগোপযোগী ও নির্দিষ্ট পজিশনের জন্য মানানসই আলাদা আলাদা একটি সিভি বানান।

৩.নিজের গুগল ড্রাইভে, ফেসবুকে কিংবা ক্লাউডে একটি সিভি লোড করে রাখুন। নিজের মোবাইলে সবসময় একটি সিভি রাখুন।

৪.আর নিজে নিশ্চিত হয়ে নিন, আপনি চাকরী পাবার মৌলিকতম কমোন যোগ্যতাগুলো নিয়ে তৈরী কিনা। যেমন, ইংরেজি জ্ঞান, কম্পিউটার জ্ঞান, শার্পনেস, স্মার্ট প্রেজেন্টেশন, ইন্টারভিউ স্কীল, কমিউনিকেশন পাওয়ার, জেনারেল থিংকিং এবিলিটি ইত্যাদি।

৫.যতগুলো বিখ্যাত কোম্পানীকে আপনার যোগ্যতার জন্য উপযুক্ত মনে হয়, তাদের ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে গিয়ে আপনার একটি প্রোফাইল বানিয়ে রাখুন আর নিয়মিত আপডেট করুন। পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন।

৬.ফেসবুকে বেশ কিছু দারুন জব হান্টিং পেজ আছে। ওগুলোতে মেম্বার হোন। প্রতিদিন অন্তত একবার চেক করুন।

৭.আমি কতগুলো জব সাইটের নাম বলছি। ওগুলোতে নিজের প্রোফাইল বানান আর নিয়মিত আপডেট করুন: দেশি জব পোর্টাল-
www.linkedin.com, http://www.bdjobs.com, http://www.azadijobs.com,
www.femalejobs.com.bd, http://www.nayadigantajobs.com,
www.yellowjobs.com.bd, http://www.everjobs.com.bd,
www.jobsa1.com, http://www.jobsbd.com, http://www.chakuri.net,
www.keenlayjobs.com, http://www.jobsinbd.com,
www.chakri.com, http://www.jobstunes.com,
www.alokitojobs.com, http://www.bdjobstoday.com,
www.ufixmebd.com, http://www.bd-career.com,
www.jobsbangladesh.com, http://www.bikroy.com, http://www.serajobs.com

বিদেশি জব পোর্টালস-
www.naukri.com, http://www.careerbuilder.com,
www.indeed.com, http://www.monster.com,
www.roberthalf.com, http://www.job.com,
www.jobdiagnosis.com, http://www.beyond.com,
www.ziprecruiter.com, http://www.theladders.com,
www.glassdoor.com, http://www.us.jobs.com,
www.simplyhired.com, http://www.gulftalent.com,
www.bayt.com, http://www.expatriates.com,

ফেসবুক পেজ/গ্রূপ-
Vacancy announcement, Vacancy announcement of Bangladesh, Vacancy Announcement for Apparel Sector BD, Job at MNC & Others in BD, BDHUNT- Recruitment Solution Partner, Job Circular ( চাকরির খবর ), Job Circular - নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিদিনের চাকরির খবর, CAREER @ CTG, Job information - জব ইনফর্মেশন, চাকরি খুঁজব না চাকরি দেব, চাকরির খবর,

৮.বিভিন্ন জনের কাছে এলোমেলোভাবে না ঘুরে কিছু কর্পোরেট পারসনকে টার্গেট করুন। তাদের সাথে জব নিয়ে নিয়মিত লিংকড থাকুন।

৯.বিভিন্ন প্রোফেশনাল গ্রূপ/পেজে নিয়মিত থাকুন, নিজের পরিচীতি বাড়ান, মন্তব্য দিন, মতামত দিন।

১০.অভিজ্ঞ ‍ও বিজ্ঞ প্রোফেশনালদের কাছে নিয়মিত মতামত নিন।

১১.থার্ড পার্টি হেড হান্টিং ফার্ম এখন খুব কাজে দেয়। ওদের সাথে যোগাযোগ করে নিজের প্রোফাইল বানান কিংবা সিভি দিয়ে রাখুন।

১২.লিংকডইনে নিয়মিত হোন। কানেকশন বাড়ান। ওখানে উন্মুক্তভাবে প্রচুর অফার আসে। মাঝে মধ্যে নিজের যোগ্যতা ও চাকরীর চাহিদা সংক্ষেপে লিখে নিজের ফেসবুক ওয়ালে কিংবা লিংকডইনে পোস্ট দিতে পারেন।

১৩.কিছু কিছু বিশেষায়িত পত্রিকাসহ দৈনিক পত্রিকাতে এখনো কিছু কিছু সার্কুলার হয়। সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বা দু’দিন ওগুলো দেখুন। প্রযোজ্য ক্ষেত্রে আবেদন করুন। কখনো অন্যের কাছে থাকা কোনো পত্রিকাতে কিছু দেখলে নিজ মোবাইলে চট করে একটা ফটো তুলে নিন। পরে সময়মতো আবেদন করবেন।

১৪.অবশ্যই সার্কুলারের প্রতিটি খুঁটিনাটি মন দিয়ে পড়বেন এবং তা মেনে আবেদন করবেন। নির্দেশনা না মেনে এলোমেলো বা ভাগ্য পরীক্ষামূলক আবেদন করবেন না।

১৫.কখনোই আবেদন করতে কভার মেইল ও সাবজেক্ট লাইনে কাঙ্খিত পজিশন লিখতে ভুলবেন না।

১৬.কখনো কোনো মানুষের সাথে চাকরী বিষয়ক কোনো কাজে দেখা করতে গেলে একটি সিভি নিয়ে যাবেন এবং সেখানে ইন্টারভিউ দেবার মতো প্রস্তুতি নিয়ে যাবেন। বাসাতেও কয়েক কপি রাখবেন।

১৭.নিজ বিশ্ববিদ্যালয়ের ভাই, জুনিয়র কিন্তু প্রতিষ্ঠিত প্রোফেশনাল কিংবা আগের অফিসের কলিগদের সাথে যোগাযোগ রাখবেন।

১৮.অযথা ফেসবুকিং এ সময় না দিয়ে বাসে, লঞ্চে, ট্রেনে যাতায়াত কালে সাইটগুলো দেখুন, ফেবু পোর্টালগুলো দেখুন। তাৎক্ষনিক কিছু করতে যেহেতু পারবেন না, তাই পোস্টগুলো সেভ করে রাখুন। পরে আবেদন করুন।

এই সবকিছু যদি আপনি নিয়ম করে পালন করেন, নিঃসন্দেহে আপনার সুযোগের সংখ্যা বাড়বে।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২১

কাইকর বলেছেন: ভাল পোস্ট

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

বেচারা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮

শিমুল_মাহমুদ বলেছেন: খুবই উপকারী পোষ্ট।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

বেচারা বলেছেন: খুশি হব কাজে লাগলে।

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: +++
ভালো পোষ্ট

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

বেচারা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫

টারজান০০০০৭ বলেছেন: উবগাড়ী পোস্ট ! আমি যখন বেকার আছিলাম তখন পোস্টান নাই কেন ?

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

বেচারা বলেছেন: তখন তো আমিও চাকরী খুঁজছিলাম। তাই।

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক বেকার রা এগুলা বুজবে না।
কারণ সব বেকার রা ই মোটামোটি অলস ।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

বেচারা বলেছেন: সবাই নিশ্চই না। সারভাইভাল ফর দি ফিটেস্ট।

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

বেচারা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন। ভাল রাখুন।

৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: এই পোষ্টটি অনেকেরই ভীষন কাজে লাগবে।
ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

বেচারা বলেছেন: কাজে লাগলে খুশি হব। ধন্যবাদ আপনাকে।

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫০

শিখণ্ডী বলেছেন: খুব ভাল পোস্ট। সমস্যা একটাই বেকাররা চাকুরি খোঁজার চেয়ে সেলফি তুলতে বেশি ভালবাসে। চাকরিদাতা সব সময় চায় পরিচিত বা কারও রেফারেন্সে কর্মি নিয়োগ দিতে। কিন্তু আজকাল দেখা যায় বেকাররা ভাব ধরে থাকে, কোনও চাকরিজীবী গ্রামে বা তাদের বাড়িতে গেলে আদাব, সালাম দেয়া দূরে থাক বুঝিয়ে দিতে চায় সে আর এমন কী! যারা চালাক তারা ছাত্র থাকা অবস্থাতেই নানা জনের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলে। অগ্রজদের সাথে সুসম্পর্ক না থাকায় অনেকেই পেছনে পড়ে থাকে।

আমার নিজের অভিজ্ঞতাই এমন! দেখা হয় কখনও কথা বলে না, হঠাৎ বাপ-মা একদিন এসে বলে ছেলেটার একটা গতি করে দাও!

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

বেচারা বলেছেন: খুবই বাস্তব কথা বলেছেন। চেষ্টার ঘাটতি অনেক কম। যতটা হা হুতাশে ব্যয় হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.