নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

আমি এক আত্মবিস্মৃত

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

অনন্তকাল আগে, নির্ঘুম এক আঁধিয়ার রাতে,
সে হবে হয়তো কোনো বিভ্রান্ত স্মৃতিরও অতীতে,
এক দৈব কন্ঠস্বর, মেঘমন্দ্র নাদে
হঠাৎ শুধালো আমাকে, ”ওহে ঊণ মানব,
তুমি কার? কে তোমার? আছে কি জানা তোমার?
পরিচয়ের আবাহনে, তুমি কি আছ তোমার?"--------
হঠাৎ আগমনের মতো করেই সেই ভরাট কন্ঠস্বর অন্তর্হিত হল ইথারে।
জানা হয়নি তার সলুক সন্ধান। জানা হয়নি নাম।
সে রেখে গেল না তার চিহ্নমাত্র। কেবল জ্বালিয়ে গেল,
এক সামান্য ঊণ মানবের হৃদয় গহীনে জীবনের গভীরতম প্রশ্ন-
”তুমি কার? কে তোমার? জানো কি হদিস তার?”
সেই বিনিদ্র রাতের পর হতে আমি নিজেকে কেবলই প্রশ্ন করে গেছি,
নিজেকে আবদ্ধ করেছি প্রশ্নের পর প্রশ্নের অনুরননে।
নিজের কৌতুহলে নিজেই নিরুত্তর থেকেছি অকারনে।
আজও আমি জানি না, আমি কে। নিজেকে তবু প্রশ্ন করি-
আমি কি এক ঝলক বাতাস?
নাকি শরতের কালিমা মুক্ত একখন্ড আকাশ?
কখনো ভাবি,
আমি হয়তো সত্যি কোনো এক ঊণ মানুষ। কিংবা হয়তো একজন হিমায়িত লাশ।
মর্গের রক্ত হিম করা মেঝেতে পড়ে থাকা, নাম গোত্রহীন এক মনুষ্য লাশ।
বেঁচে মরে থাকার আজীবন ছিল যার আঁশ।
অথবা হবে হয়তো, আমিও সেই দৈব স্বরের মতোই একটি কন্ঠস্বর মাত্র।
যে কন্ঠস্বর শেষ বেঁজে উঠেছিল তিনশো কোটি বছর আগের পৃথিবীতে।
জলহীন, বৃক্ষহীন, প্রেমহীন সাহারার একাকী বুকে,
আদমের জন্মেরও বহু আগে,
সৌরজগতের সবচেয়ে পুরোনো তারাটার জন্মেরও হয়তো আগে,
বেঁজেছিল মেঘমন্দ্র কন্ঠস্বর। একা একা।
আজও আমি তাই একাকী এক বিমূর্ত কন্ঠস্বর।
আপন নিরবতায় নিমজ্জিত, বিবর্ণ, ধূসর। যাকে-
শোনা যায়, দেখা যায় না। যাকে-
অনুভব করা যায় অথচ অনুভূতিতে লীন করা যায় না।
আমি সেই সুপ্রাচীন, প্রাগৈতিহাসিক কন্ঠস্বর।
ইথারে ইথারে ভেসে চলা অশরীরি এক অচ্ছুৎ, অস্পৃশ্য কন্ঠস্বর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

খায়রুল আহসান বলেছেন: ২১তম লাইনের শেষ শব্দটি আঁশ নয়, 'আশ' হবে।
আঁশ মানে মাছের আঁশ, সুতোর আঁশ, পাটের আঁশ, ইত্যাদি।
আশ মানে আশা, আকাঙ্খা, বাসনা, কামনা ইত্যাদি। এটার আরেকটা মানে আছে- আহার, ভোজন, ইত্যাদি। যেমনঃ প্রাতঃ + আশ = প্রাতরাশ, যার মানে সকালের আহার।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

বেচারা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা। ভুল ধরিয়ে দেবেন ক্রমাগত।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

আমি সাজিদ বলেছেন: বেশ।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

বেচারা বলেছেন: বেশ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

পাজী-পোলা বলেছেন: শব্দের পাপড়িতে যে কবিতা ফোঁটালেন
চোখের সামনে ডাকাতি করতে ইচ্ছে করে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

বেচারা বলেছেন: করুন না।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

বেচারা বলেছেন: ধন্যবাদ নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.