নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

এখানে অন্তহীন অপেক্ষা

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

তুই এক নিঃসঙ্গ কালো ডানা দাঁড়কাক, তোর রুক্ষ পালকে জমা বিষন্ন ছায়া।
তুই বিপন্ন আকাশ, অথবা, বিকেল আকাশ কোণে বিপন্ন মায়া।
তুই কক্ষচ্যুত নক্ষত্র এক; তুই একা, ভীষণ একা।
তুই মেঘে ঢাকা সন্ধ্যা তারার ছায়া।
তুই মরা চাঁদ, অথবা রাতের মরা গাঙে রুপালি চাঁদের কায়া।

তুই ধুসর গোধূলি, অথবা দল ছুট ডানা ভাঙা চিল,
তুই বিদ্রোহ, তুই উত্তপ্ত মধ্যাহ্ন মিছিল।
তুই অলস চৈত্র দুপুর, নিদাঘ আকাশে উড়ন্ত ভুবন চিল,
তুই শিকার কিংবা শিকারী, তুই হঠাৎ জাগা কবিতা স্বপ্নিল।
তুই কবিতার খাতা, তুই এলোমেলো ছন্দের মিল অমিল।

তুই নতুন, তুই নবীন, তুই ভরা ভাদরের উদাত্ত আহ্বান,
তুই বজ্রাহত ফিনিক্স, অথবা আইকারুসের শ্বাসরুদ্ধ প্রাণ,
তুই দিগন্ত জোড়া মেঘ, অথবা মেঘ বালিকার চপলা নাচন,
তুই নতুন বাঁধা কোনো গান, হয়তো তুই ভরা গাঙে জোয়ারের টান,
তুই লোনা জল সমুদ্র অপার, তুই অকূল দরিয়া ভাসান।

তুই রাত জাগা পাখি, তুই ঘুম চোখে আড়ষ্ট অভিসম্পাত,
তুই কালো দুঃস্বপ্ন এক, তুই কুয়াশা চাদরে মোড়া পৌষ প্রভাত।
তুই আমার সাদা কাগজে কালো কালো অক্ষরে, কবিতার নিবিড় জলপ্রপাত,
তুই নিদাঘ চৈত্র আকাশ, তুই বেহিসেবি ধারাপাত,
তুই আছিস, তুই থাকবি, হয়ে অবিনাশী গান, অথবা দীর্ঘ বিনিদ্র রাত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.