![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কটল্যান্ডবাসি না ভোটের পক্ষে।সংখাগরিষ্ঠ স্কটিস স্বাধীনতা চাইনা।আমার প্রশ্ন হচ্ছে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিলো তাদের কি স্বাধীনতা বিরোধী শক্তি বলা হবে?কিম্বা রাজাকার?নাকি এটাও বিএনপি-জামাত র ষড়যন্ত্রের অংশ?
স্বাধীনতা বিরোধী স্কটিসদের আমি বিচার চাই।আন্তরজাতিক ট্রাইবুনাল গঠন করে এদের বিচার করার জোর দাবি জানাচ্ছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১
ব।ংল।র ব।ঘ বলেছেন: সহমত!!!
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
মহাসাধক বলেছেন: যদি কিছু স্কটবাসী ইং বাসীর পক্ষ নিয়ে ঘড়বাড়িতে অগ্নিসংযোগ, লুন্ঠন, হত্যা, ধর্ষন করত তাহলে তাদের বিচার অবশ্যই হত।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
ব।ংল।র ব।ঘ বলেছেন: বিচার করার জন্যে অগ্নিসংযোগ, লুন্ঠন, হত্যা, ধর্ষনের প্রমান থাকাটা কি জুরুরী?এগুালার অভিযোগ ছাড়াই তো শাস্তি দেয়া যায়,তাই না???!!!
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: স্কটল্যান্ড আর ইংল্যান্ড এর মধ্যকার ইতিহাস জানেন ? @মহাসাধক এর মন্তব্য লক্ষণীয় । বাংলার বাঘ যখন আসল নিকেই লেখেন না কেন !
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
ব।ংল।র ব।ঘ বলেছেন: স্কটল্যান্ড আর ইংল্যান্ড এর মধ্যকার ইতিহাসটা বলেন,জাতি জানতে চায়।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
আমার পথ চলা ১ বলেছেন: স্কটল্যান্ডের যে গণভোট হলে তাকে কী 'স্বাধীনতা'র জন্য বলা যায়? স্কটল্যান্ড কি এখন স্বাধীন নয়? আমার মনে হয়, এখানে 'স্বাধীনতা' শব্দটি ভুলভাবে বা ভুল অর্থে ব্যবহৃত হচ্ছে। একটি দেশ যখন স্বাধীন থাকে তখন তার অন্তর্ভূক্ত সকল এলাকা বা অঞ্চলই স্বাধীন বলেই ধরে নিতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি ভারত একটি স্বাধীন দেশ, তাহলে এই দেশের অভ্যন্তরে যত এলাকা বা অঞ্চল আছে সবটাই ওই স্বাধীন সত্ত্বার অংশীদার। ভারত স্বাধীন মানেই মাদ্রাজ, অন্ধপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, আসাম, ত্রিপুরা সবাই সেই স্বাধীনতার অংশীদার, তবে এরা কেউ আলাদা দেশ নয়। একইভাবে স্বাধীন যুক্তরাজ্যের অংশ হিসেবে স্কটল্যান্ডও স্বাধীন। তবে তারা আলাদা দেশ নয়।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯
মহাসাধক বলেছেন: তাই স্বাধীনতাকামি স্কটিসদের বিচার চাই
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২
জামান শেখ বলেছেন: আমিও রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের বিচার চাই। স্কটল্যান্ডে যারা না ভোট দিয়েছে তারা রাজাকার। তাদের বিচার হোক।