![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।
আগে মাঝে মাঝে এমনটা হতো যে মাস শেষে হাত খরচের দু’ চারশো টাকা থেকে যেতো।
কোথায় খরচ করি। কোথায় খরচ করি। ভাবতে ভাবতে দেখা যায় ঐ কটা টাকায় কিছুই হয়না।
তখন বাসায় গিয়ে মাটির ব্যাংকে রেখে আসি।
কমাস থেকে এমন হয়েছে যে এটা কিনতে ইচ্ছে হয় ওটা কীনতে ইচ্ছে হয়। কিন্তু এখন আর টাকা হয় না।
কী করে হবে, আমার তো আয় নেই।
বাপের ঘাড় মটকায় খাই।
লাস্ট জমানো টাকা থেকে একটা পেনড্রাইভ কিনলাম।
এখন আবার একটা সুজোগ আছে। এক বড় ভাই 18. 5" LG Monitor বিক্রি করবে।
6 মাস হয় ব্যবহার করছেন। এখনও প্রায় 3 বছর ওয়ারেন্টি আছে।
আমার নেওয়ার সখ হলো।
কিন্তু এখন টাকা কই পাই।
আমি যদি আমার মনিটরটা বিক্রি করি তবে আসবে 3000/-(ধরে নিলাম)।
আমি জোগার করতে পারবো 1000/-
এই মোট 4000/-
তার পর ???
বাবা-মাকে বললে বলবে পড়াশুনা কর। চাকরিবাকরি কর। টাকা কামা। তার পরে নিজেই ওসব কিনিস।
এই ডায়ালগ আর শুনতে ইচ্ছা করে না।
তাই টাকা কামানোর চিন্তা বেশকিছুদিন থেকেই মাথায় ঘুর পাক খাচ্ছে।
তাই ফ্রিল্যানসিং এর কাজগুলো শিখতেছি।
এই জন্য যে পড়াশুনা থাকা খাওয়ার টাকাটা অন্তত যেন বাবা-মার কাছে না চাইতে হয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১২
হাসাস হোসেন বলেছেন: জীবনে অবস্যয় খরচা আছে