নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশি বাঙালি, উগ্র সাম্প্রদায়িক ও ধর্মান্ধতা মুক্ত , বিজ্ঞান চিন্তক একজন লেখক হিসেবে লিখতে চাই মানুষ ও মানবতার কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের কথা , ধরিয়ে দিতে চাই ধর্মের নামে গড়ে উঠা কুসংস্কার ও ভন্ডামিগুলোকে । পাঠকদের স্বাগতম।।

ভাস্কর রায় ( সৌরভ রাজধন )

পাতি লেখক হলেও মূলত পাঠক, শিখছি ; কোরার পর এখানেই নিয়মিত লিখবো

ভাস্কর রায় ( সৌরভ রাজধন ) › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান ভাইকে সামুর মাধ্যমে ধন্যবাদ

১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

ব্লগে রেজিস্ট্রেশন করার মাত্র দুদিনের মাথায় শাইয়্যান ভাইয়ের কাছ থেকে এমনি সুন্দর একটি টিশার্ট পেয়ে যাবো সেটা
ভাবতেও পারি নি ।‌ ভাইয়ের ব্লগে মন্তব্য করি আমি তো নতুন পেতে পারি কি না ? মন্তব্যের উত্তরে সম্মতি সূচক রিপ্লাই পাই ।

যেদিন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মেসেজ পেলাম যে আমার নামে ইবুক হয়েছে তখন তো কিছুক্ষণ ঘোরেই ছিলাম!! আমিও তাহলে এমন একটি টিশার্ট পেতে চলেছি!! আজকে তাদের ( সুন্দরবন কুরিয়ার সার্ভিস) কাছ থেকে ফোন পাই যে আমার জন্য পাঠানো কুরিয়ারটি পৌঁছে গেছে। কোনো দেরি না করে বিকাল বেলায় আনতে গেলুম। হলুদ রঙের প্যাকেট !! আহা , ভাবা যায় ।

বাড়ি এনে খুলে দেখলাম অসাধারণ একটি টিশার্ট। বুকের বাঁ দিকে আমার নিজের নাম লেখা ডান হাতের উপরেরর দিকে কাঁধে লেখা অ আ কি খ !! নববর্ষের এরকম সময়ে এমন একটি উপহার পেলে কার না ভালো লাগবে !! তার উপর সাদা কালো রঙ আমার অতি প্রিয় । মানে জমে একেবারে ক্ষীর



ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমার মতো একজন নতুন ব্লগারকে এমন সুন্দর একটি টিশার্ট দিয়েছেন । আপনার এই মহতী উদ্যোগের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই, যে উদ্যোগ ব্লগের এডমিনগনের নেওয়ার প্রয়োজন ছিল তা আপনি নিয়েছেন । ভালো থাকবেন শাইয়্যান ভাই খুব খুব ভালো। আপনার জন্যও কোন একদিন গিফট পাঠাতে পারলে খুশি হবো । অবশ্যই সাক্ষাতে দেখা করে দুকাপ চায়ের সাথে দুদণ্ড কথা বলার অপেক্ষায় রইলাম। আশা করি সৃষ্টিকর্তা সে সুযোগ একদিন করে দিবেন।





ভাস্কর রায়

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: আমিও আজ পেলাম । ধন্যবাদ শ্যাইয়ান । হ্যাপি ম্যারেজ ডে ।

২| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫

আমি সাজিদ বলেছেন: ব্লগারদের জন্য স্বেচ্ছায় চমৎকার উদ্যোগের জন্য শাইয়্যান ভাইকে ধন্যবাদ। উনার একটা পজেটিভ দিক হলো, যে যাই বলুক সে তার কাজ করে যায়। মাঝে মাঝে তার কিছু আইডিয়া ও কাজ খুবই ইউনিক মনে হয়।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও আজ পেলাম। ধন্যবাদ শাইয়্যান ভাই।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আমিও পেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.