নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাতি লেখক হলেও মূলত পাঠক, শিখছি ; কোরার পর এখানেই নিয়মিত লিখবো
ব্লগে রেজিস্ট্রেশন করার মাত্র দুদিনের মাথায় শাইয়্যান ভাইয়ের কাছ থেকে এমনি সুন্দর একটি টিশার্ট পেয়ে যাবো সেটা
ভাবতেও পারি নি । ভাইয়ের ব্লগে মন্তব্য করি আমি তো নতুন পেতে পারি কি না ? মন্তব্যের উত্তরে সম্মতি সূচক রিপ্লাই পাই ।
যেদিন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মেসেজ পেলাম যে আমার নামে ইবুক হয়েছে তখন তো কিছুক্ষণ ঘোরেই ছিলাম!! আমিও তাহলে এমন একটি টিশার্ট পেতে চলেছি!! আজকে তাদের ( সুন্দরবন কুরিয়ার সার্ভিস) কাছ থেকে ফোন পাই যে আমার জন্য পাঠানো কুরিয়ারটি পৌঁছে গেছে। কোনো দেরি না করে বিকাল বেলায় আনতে গেলুম। হলুদ রঙের প্যাকেট !! আহা , ভাবা যায় ।
বাড়ি এনে খুলে দেখলাম অসাধারণ একটি টিশার্ট। বুকের বাঁ দিকে আমার নিজের নাম লেখা ডান হাতের উপরেরর দিকে কাঁধে লেখা অ আ কি খ !! নববর্ষের এরকম সময়ে এমন একটি উপহার পেলে কার না ভালো লাগবে !! তার উপর সাদা কালো রঙ আমার অতি প্রিয় । মানে জমে একেবারে ক্ষীর
ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমার মতো একজন নতুন ব্লগারকে এমন সুন্দর একটি টিশার্ট দিয়েছেন । আপনার এই মহতী উদ্যোগের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই, যে উদ্যোগ ব্লগের এডমিনগনের নেওয়ার প্রয়োজন ছিল তা আপনি নিয়েছেন । ভালো থাকবেন শাইয়্যান ভাই খুব খুব ভালো। আপনার জন্যও কোন একদিন গিফট পাঠাতে পারলে খুশি হবো । অবশ্যই সাক্ষাতে দেখা করে দুকাপ চায়ের সাথে দুদণ্ড কথা বলার অপেক্ষায় রইলাম। আশা করি সৃষ্টিকর্তা সে সুযোগ একদিন করে দিবেন।
ভাস্কর রায়
২| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫
আমি সাজিদ বলেছেন: ব্লগারদের জন্য স্বেচ্ছায় চমৎকার উদ্যোগের জন্য শাইয়্যান ভাইকে ধন্যবাদ। উনার একটা পজেটিভ দিক হলো, যে যাই বলুক সে তার কাজ করে যায়। মাঝে মাঝে তার কিছু আইডিয়া ও কাজ খুবই ইউনিক মনে হয়।
৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও আজ পেলাম। ধন্যবাদ শাইয়্যান ভাই।
৪| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: আমিও পেয়েছি।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
শাহ আজিজ বলেছেন: আমিও আজ পেলাম । ধন্যবাদ শ্যাইয়ান । হ্যাপি ম্যারেজ ডে ।