নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশি বাঙালি, উগ্র সাম্প্রদায়িক ও ধর্মান্ধতা মুক্ত , বিজ্ঞান চিন্তক একজন লেখক হিসেবে লিখতে চাই মানুষ ও মানবতার কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের কথা , ধরিয়ে দিতে চাই ধর্মের নামে গড়ে উঠা কুসংস্কার ও ভন্ডামিগুলোকে । পাঠকদের স্বাগতম।।

ভাস্কর রায় ( সৌরভ রাজধন )

পাতি লেখক হলেও মূলত পাঠক, শিখছি ; কোরার পর এখানেই নিয়মিত লিখবো

ভাস্কর রায় ( সৌরভ রাজধন ) › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানে ব্লাসফেমির ৮৮ , সেঞ্চুরি হতে ১২ কম !!

১৯ শে জুন, ২০২৩ সকাল ১০:১৩


ছবির এই ভদ্রলোকের নাম মাওলানা নিগার আলম৷ পাকিস্তানের নেতা ইমরান খাঁনের পক্ষের সভায় তাঁকে মোনাজাত করতে বলা হয়। সেই মোনাজাতে তিনি বলেন, ইমরান খান কে তিনি নবীর মতো ভালবাসেন।ব্যস, মাথামোটা কিছু মুসলমান চিল্লানো শুরু করলো এ কথা বলে নবীর অবমাননা হয়েছে। ব্ল্যাসফেমি হয়েছে। শুরু হলো আক্রমণ ৷
মাওলানা আলম দৌড়ে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু তাতেও শেষরক্ষা হলো না। কিছু লোক সেই বাড়ি খুঁজে, দেয়াল টপকে ভিতরে গিয়ে পিটিয়ে মেরে ফেলে মাওলানা নিগার আলম কে। পুলিশও ঠেকাতে পারে নি, নাকি পুলিশের মধ্যেও ব্লাসফেমি আইনের সমর্থকও ছিল? কে জানে! পাকিন্তানে এই নিয়ে ৮৮ জন কে ব্লাসফেমির অভিযোগে মেরে ফেলা হয়েছে।
মানুষ কি নবীর মতো আর কাউকে ভালবাসতে পারবে না? কিম্বা এটা ভালবাসার গভীরতা বোঝাতে বলতে পারবে না? কী বন্ধ, বদ্ধ, মাথা এদের?
ধর্মীয় উন্মাদনার শেষ কোথায়? মোল্লারা যখন উস্কানিমূলক কথা বলেন তখন কি একবারও ভাবেন তা বুমেরাং হয়ে নিজের দিকেও ফিরে আসতে পারে? আপনারা সাধারণ মানুষেরা যারা ধর্মীয় অন্ধত্ব ও উন্মাদনার বিরোধীতা করেন না, তাঁদেরও কিন্তু এই নিষ্ক্রিয়তার খেসারত দিতে হবে। কারণ, মব ম্যাডনেস বা কালেকটিভ হিসটেরিয়া আপনাকেও ছাড়বে না। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে শতগুণ ভাল ছিল এই নিকট অতীতেও। কিন্তু দিনে দিনে সেই দিকেই যাচ্ছে। অতএব, সাধু সাবধান!!

লেখাটি সেজান মাহমুদ এর টাইমলাইন থেকে তথ্য সূত্র: ব্লাসফেমির আরো এক ঘটনা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ধার্মিকদের মগজ কম। ওদের দ্বারা ভালো কিছু সম্ভব নয়।

২| ১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

কামাল১৮ বলেছেন: এটা একটা বর্বর(অসভ্য) আইন।সভ্য দুনিয়ায় এই আইন চলতে পারে না।

১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

ভাস্কর রায় ( সৌরভ রাজধন ) বলেছেন: ধর্মীয় অবমাননার দায়ে মৃত্যুদণ্ড আইনের জন্য এখন বাংলাদেশেও আন্দোলন হচ্ছে। এই আইন কোনো মতেই সমর্থন যোগ্য নয়

৩| ১৯ শে জুন, ২০২৩ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: ৮৮ জন হত্যার স্বীকার হল কতদিনে? এমনকি আমাদের এখানে ঘটে না?

৪| ২০ শে জুন, ২০২৩ সকাল ১১:০৯

ধুলো মেঘ বলেছেন: এই ধরণের মাওলানা দুনিয়াতে যত কম থাকে - ততই ভালো। ভক্তিতে গদ্গদ হয়ে মান সম্মানের সীমা পরিসীমা রাখেনা। কই আগরতলা আর কই চোকির তলা! নবীর প্রতি ভালোবাসা কি কখনও ইমরান খানের মত হতে পারে? এই মাওলানাকে তো জুতা দিয়ে পেটানো উচিত ছিল।

যদিও বিচার বহির্ভুত হত্যা কোনমতেই সমর্থনযোগ্য না, তথাপি এক তেলবাজ চাটুকারকে উপযুক্ত শাস্তি হাতেনাতে পেতে দেখে আনন্দই লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.