নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

সমঝোতা

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১১




এ্যাই.. .. .. শুনছো? আমার বউ এর সুরেলা গলা।
সামুতে লেখার জন্য একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম শুয়ে শুয়ে। আনমনে বললাম, হু।
’হু’ কেমন উত্তর?
চিন্তায় বাধা পরাতে একটু বিরক্ত লাগলো, কিন্তু তা প্রকাশ করলেই কুরুক্ষেত্র বেধে যাবে। তাই সেদিকে না গিয়ে বললাম, জ্বী, শুনছি।
চা খাবে?
বলে কি! এইবার আসন্ন বিপদের আশংকায় লাফ দিয়ে উঠে বসলাম। সুরেলা গলা শুনেই আমার সাবধান হওয়া উচিত ছিল। আনমনা থাকায় ঠিক বুঝে উঠতে পারি নাই। এক কাপ চায়ের জন্য যেই মানুষটাকে সারাক্ষন তোয়াজ করতে হয়, পায়ে না ধরলেও হাতে ধরতে হয়, সে নিজে থেকে কেন চায়ের কথা বলবে? 'মেঘ না চাইতেই জল' বলে যে বাগধারা বা প্রবাদবাক্য কি জানি একটা প্রচলিত আছে, সেটা আসলে প্রাচীনকালের কথা। এই যুগে অচল। এই যুগে কোন কিছু চাওয়ার অনেক আগে থেকেই পাওয়ার জন্য সাধনা শুরু করতে হয়। তারপরেও যতোটুকু চাওয়া হয়, তা পাওয়ারই কোন নিশ্চয়তা নাই। বেশী পাওয়া তো বহুত দুর কা বাত। চায়ের কথা শুনে উৎফুল্ল হলেও কৌশলগত কারনে সেটা এক্সপোজ করা যাবে না, মনের ভিতরেই রাখতে হবে। তাই সন্নাসীদের মতো নিরাসক্ত গলায় বললাম, দিতে চাচ্ছ যখন, দাও!

গিন্নী সাথে সাথে উঠে গিয়ে দুই কাপ চা নিয়ে এলো। ভুল বুঝবেন না, প্রথমে আামিও অবশ্য মনে করেছিলাম আমার জন্যই বোধকরি দুই কাপ! একটু আশ্চর্য হলেও পরমূহুর্তে বুঝলাম যে আসলে উনিও আমার সাথে চা পান করবেন। ভাবগতিক দেখে আমি পুরাপুরি বিভ্রান্ত! ঘটনার ধারাবাহিকতায় বিপদের ঘন্টা টা আমার মাথার মধ্যে বেশ জোড়েসোড়ে বাজা শুরু করলো। আমাকে বলার আগেই সে আমার জন্য চা বানিয়ে রেখেছে, নিজের জন্যও বানিয়েছে। আর কোন এক অজানা প্ল্যানের অংশ হিসাবেই আমার সাথে চা-চক্রে যোগ দিয়েছে।

কিছু না বলে চুপচাপ চায়ে চুমুক দিলাম। দেখি সে পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তাকানোর স্টাইল অনেকটা বিড়াল যেভাবে মাছের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে; সেইরকম। বললো, চা কেমন হয়েছে?

এবার আমি পুরাই সন্দেহমুক্ত। আমাকে ফাসানোর কিছু একটা প্ল্যান তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দু’দিন আগের কথা মনে পড়ে গেল। সেদিন অনেক অনুরোধ-উপরোধের পর এক কাপ চা বানিয়ে দিয়েছিল। চায়ে চুমুক দিয়ে বলেছিলাম, চিনি একটু বেশী হয়ে গিয়েছে। আমি তো ডাইলখোর না, এতো চিনি দাও কেন?
বউ মুখ ঝামটা দিয়ে বলেছিল, নিজেও তো বানাতে পারো। এতোই যখন খুতখুতানী, তখন নিজেই বানিয়ে খাও। আমাকে ডিষ্টার্ব কর কেন?

তো সেই বউ, আর এই বউ; একই। কোন অদল-বদলও হয় নাই। তাহলে ঘটনাটা কি? বললাম, চা একদম পারফেক্টো হয়েছে। এবার বলো তোমার মতলবটা কি?
তোমার কথার যা ছিরি! আমি কি মতলববাজ নাকি? কোন মতলব নাই। ভাবলাম দু’জনে একসাথে বসে চা খাই।

চা খেতে খেতে এই কথা সেই কথা বলতে বলতে আমার টান টান ভাব কেটে গিয়ে যখন মাত্র স্বাভাবিক হওয়া শুরু করেছি, ঠিক এমন সময় বউ কোপটা দিল।
চলো না, এবারের ঈদটা সুমনাদের ওখানে গিয়ে করি! বউ টেনে টেনে আহ্লাদী গলায় বললো।
কোন সুমনা? কোথায় থাকে?
আহা, ঢং কোরো না। তুমি যেন জানো না। আমার বড়খালার ছেলের ছোট শালার বউ, সুমনা! প্যারিসে থাকে। কতোদিন ধরে যেতে বলছে। তুমি খালি টাল-বাহানা করো।
শুনে আমার মাথায় কেমন যেন চক্কর দিয়ে উঠলো। আমার আবার সম্পর্ক-ফোবিয়া আছে। বাবা-মা, ভাই-বোন, কাকা-ফুফু, মামা-খালা পর্যন্তই আমার মাথায় ভালো ভাবে ঢোকে। খুব বেশী হলে ফার্স্ট কাজিন। এরপরের সম্পর্কের কথা ভাবতে গেলেই মাথায় এলোমেলো প্যাচ লেগে যায়, চক্কর দেয়। ঠিক বুঝে উঠতে পারি না সম্পর্কের এন্ড রেজাল্ট টা কি হবে। অর্থাৎ আমার এবং আমার কাউন্টার পার্টের মধ্যে সম্বোধন কি হবে।
সে যাই হোক, বললাম, কিন্তু তুমিতো জানো এই ঈদের ছুটিতে আমার কত্তো কাজ। তাছাড়া, সামু'র জন্যও লিখতে হবে। টাইট অবস্থা। বরং তুমি গিয়ে ঘুরে আসো।

সামু’র কথা বলতেই বউ তেলেবেগুনে জ্বলে উঠলো। বললো, দুই দিন পর পর একা একা এদিক-ওদিক ড্যাং ড্যাং করে ঘুরতে যাও। তারপর এসে দিনের পর দিন সামুর জন্য লেখো। আমি কিছু বলি? কতোদিন থেকে বলছি, চলো সুমনাদের ওখান থেকে ঘুরে আসি! আমি কিছু বললেই যতো রকমের বাহানা।

ঝটকা দিয়ে আমার সামনে থেকে আমার আধা খাওয়া চায়ের কাপটা নিয়ে কিচেনে চলে গেল, বাকীটুকু খাওয়ার চান্সই পেলাম না। শুনলাম কিচেনে হাড়িকুড়ির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আমি দেখলাম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বসে বসে ভাবছি কি করা যায়। আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে দিনে দিনে বেড়ানো তাও ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে রাতে থাকাটা আমার একদমই পছন্দ না।

একটু পরই রণ-রঙ্গিনী মুর্তি একটা ফ্রুটনাইফ নিয়ে আবার আমার সামনে এসে হাজির। চাকু আমার নাকের সামনে দোলাতে দোলাতে বললো, আমি ঈদ করতে ঢাকায় চলে যাচ্ছি। টিকেট দ্যাখো। তুমি তোমার সামুকে নিয়েই থাকো। ঘর-সংসার করো। ওর ভাবসাব দেখে আমার হাসি পেয়ে গেল। হাসি চাপতে চাপতে বললাম, ঠিক আছে, তুমি যখন এতো করে বলছো। চলো, প্যারিসেই যাই। তবে চাকু দিয়ে ভয় না দেখালেই পারতা! যদি নাকে লেগে যেতো?
ও ফিক করে হেসে দিয়ে বললো, ভয় দেখাচ্ছি না তো। জানি ঢাকায় যাওয়ার কথা বললে তুমি রাজী হবা, তাই তোমার জন্য আপেল কাটছিলাম!

মনে মনে বললাম, কতো অভিনয়ই না জানো'রে বন্ধু। একবার বলিউডে গিয়ে লাক ট্রাই করলেও তো পারো, কপাল খুলেও যেতে পারে!

(লেখাটা প্যারিস থেকে ফিরেই লিখেছিলাম। ভাবলাম ইস্তান্বুল ভ্রমনের সমাপ্তি না টেনে আরেকটা পোষ্ট দেয়া ঠিক হবে না। ব্যস্ততার জন্য ওটা শেষ করতে দেরী হলো, তাই এটা পোষ্ট করতেও দেরী হলো।)

ছবিটা নেট থেকে নেয়া।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: পোষ্ট শুরুর ছবি থেকে শেষ লাইন পর্যন্ত পুরোটাই দারুণ । :)
অনেক শুভকামনা

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।
আপনার জন্যও অনেক শুভকামনা।

২| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

তারেক ফাহিম বলেছেন: হাসতে হাসতে শেষ :D

বৌ-এর হাতে চাকু মনে হয় সব পুরুষই ভয় পায় :-*

লিখার ঢং দেখে মনে হচ্ছিল ‍ঘটনাটি আমার সামনেই হচ্ছিল।

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: বৌ-এর হাতে চাকু মনে হয় সব পুরুষই ভয় পায় ভয় না পেলেও ভয় পাওয়ার অভিনয় করা সকল স্বামীদের কর্তব্যের মধ্যেই পরে... ;)

৩| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: দারুন দুষ্টু-মিষ্টি কাহিনি।
পড়ে অনেক ভাল লাগল।

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

ভুয়া মফিজ বলেছেন: আপনার ভালো লেগেছে......আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: খুবই ভাল লাগল

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: মজার পোষ্ট খুব ভাল লাগলো মফিজ ভাই ।

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৬| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বউয়েরা মনে করে স্বামীরা তাদের ফাঁকি দেওয়ার জন্যই সামুতে পড়ে থাকে।

ওরা প্রতিভার মূল্যায়ন করতে চায়না।

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

ভুয়া মফিজ বলেছেন: ওরা প্রতিভার মূল্যায়ন করতে চায়না।
বোঝা যাচ্ছে, আপনি এখনও বিয়ে করেন নাই। করলে এই কথা বলার সাহস হতো না। কিছু কিছু কথা ভেতরেই রাখবেন, প্রকাশ করবেন না। :)

৭| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না মফিজ ভাই বিয়ে করেছি, এজন্যইতো একথা বলেছি।

যতই সময় দেওয়া হোক, বলবে আমাকে সময়ই দেয়না।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

ভুয়া মফিজ বলেছেন: তাহলে ঠিক আছে, অভিজ্ঞতা থেকেই বলেছেন। :)
বউ এবং বস, এদেরকে পুরাপুরি সন্তুষ্ট করা মোটামুটিভাবে হিমালয় জয় করার চেয়ে কঠিন। :(

৮| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: যখন তুমি প্রচন্ড ক্লান্ত।তোমার জীবনসংগী কে জিজ্ঞেস করলে, আজ দুপুরে তুমি কি আমার সংগে লান্চ করবে?
ধর সে বলল, না । এবং সে ভীষণ ব্যস্ত।
তুমি তখন বললে তবে আমায় একটু আগে বললেই পারতে।আমি এত আয়োজন করতামনা।
সে বলল, আমি অনেক ব্যস্ত থাকি তোমার রোমান্টিসিসমের ধার ধারবার টাইম নাই।বলে সে ফোনটা রেখে দিল।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

ভুয়া মফিজ বলেছেন: এমন পঙ্গু মানসিকতাসম্পন্ন মানুষকে অবিলম্বে রিমান্ডে নেয়া উচিত।
জীবনসংগী টার নাম কি রাজীব নুর?

৯| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমঝোতার বাস্তবতায় মুগ্ধতা ;)
হা হা হা

+++++

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ভুয়া মফিজ বলেছেন: সমঝোতা না করে কি বিপদে পড়বো? উপায় নাই গোলাম হোসেন!

মন্তব্যে ধন্যবাদ জানবেন, আর অনেক অনেক ভালো থাকবেন।

১০| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী আর করবেন? উনি বলেই তো আপনার সাথে ঘর করছেন, অন্য কেউ হলে তো...

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:০৯

ভুয়া মফিজ বলেছেন: তা যা বলেছেন, সে জন্যে আমি অবশ্য সকাল-বিকাল কৃতজ্ঞতা প্রকাশ করি। :)

১১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা,হা। শেষ পর্যন্ত তাহলে আপেল?? আমি তো গোগ্রাসে গিলছিলাম। ভালো লাগল মফিজ ভাই। ++

শুভকামনা জানবেন।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:১২

ভুয়া মফিজ বলেছেন: কি গিলছিলেন.....আপেল? :)

খুব ভালো থাকুন। আপনার জন্যও শুভকামনা।

১২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

নতুন নকিব বলেছেন:


উপায় নাই গোলাম হোসেন!

-ঠিক বলেছেন। পোস্টে ভাললাগা, প্লাস। শুভকামনা।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:১৭

ভুয়া মফিজ বলেছেন: ভালো লাগানোর জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, সর্বদা।
আর আপনার জন্যও শুভকামনা।

১৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯

জাহিদ অনিক বলেছেন:

বাহ !!! এবার তবে প্যারিসের পোষ্টটাও দিয়েন
চমৎকার

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৪

ভুয়া মফিজ বলেছেন: আসলে প্যারিসে এবারই প্রথম না, আগেও বেশ কয়েকবার গিয়েছি। দেখার মতো নতুন কিছু নাই। আমি রেস্টে ছিলাম।
ওরা দুইজন শপিং-টপিং করেছে।
আর মেয়েদের সাথে আমি পারতপক্ষে শপিং-এ যাই না। ;)

১৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:০২

করুণাধারা বলেছেন: ছুরি থেরাপি একদম ঠিক আছে। মাঝে সাঝে ঘুরতে যাওয়াটা বউয়ের অধিকারের মধ্যে পড়ে!!

কিন্তু বউ রেখে একা একা ইস্তাম্বুল ঘোরার দরকার কি ছিল?

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:৪১

ভুয়া মফিজ বলেছেন: বউ রেখে একা একা ইস্তাম্বুল ঘোরার দরকার কি ছিল ও হাটতে চায় না, তাই নেই না। তাছাড়া আমি যা দেখতে যাই, তাতে ওর আগ্রহ কম।
ছুরি থেরাপিতে আমি মাইন্ড খাই নাই, নাকে লাগলে আলাদা কথা ছিল। :)
মাঝে সাঝে ঘুরতে যাওয়াটা বউয়ের অধিকারের মধ্যে পড়ে অবশ্যই, পুরাপুরি একমত।

ভালো থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৮

শামচুল হক বলেছেন: আহা যাকে বলে ছুরি থেরাপি। যেমন ঘটনা তেমন বক্তব্য, খুবই ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৮ রাত ২:০৬

ভুয়া মফিজ বলেছেন: যে কোন থেরাপী-ই স্বাস্থ্যের জন্য ভালো। ;)
শুভ কামনা। ভালো থাকবেন।

১৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: হাহা
ভাইয়া প্যারিসের সচিত্র প্রতিবেদন চাই ;)
খালাতো ভাইয়ের খালাত থুক্কু মাথা আমার ও আউলাইয়া গেছে -_-

১২ ই জুলাই, ২০১৮ রাত ২:১৭

ভুয়া মফিজ বলেছেন: এবার তো ঘুরি নাই, রেস্টে ছিলাম।
একসময় প্যারিসে প্রচুর ঘুরেছি, তবে তা সামুতে লেখালেখি শুরুর আগে। এখন সেসব লিখলে স্মৃতিচারন হয়ে যাবে। আপনাদেরকে তো আমি টাটকা ভ্রমন-বৃত্তান্ত দেই! :)
খালাতো ভাইয়ের খালাত থুক্কু মাথা আমার ও আউলাইয়া গেছে আমারতো সবসময় অাউলায়!

অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০১

মোঃ খুরশীদ আলম বলেছেন: সব বউ গুলোর এই এক জায়গায় কি অদ্ভুদ মিল। কোন কিছু দরকার হলে তাদের ভালবাসার মরা গাঙ্গে জোয়ার উঠা শুরু করে।
আর বিনয় ? সারা বছর যেমন যাক স্বার্থের সময় যেন তারা বিনয়ের অবতার হয়ে পড়ে । ভাল লাগল আপনার স্মৃতির অবগাহন।
ম্যাডামের জন্য শুভ কামনা রইল, আর আপনার প্রতি পরামর্শ রইল একটু বুঝে শুন কাজ করতে হবে, যেভাবে চাকু, ছুরি নিয়ে তেড়ে আসে কখন না কি হয়ে যায়। ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আপনি মনে হচ্ছে পৃথিবীর তাবৎ বউদের উপর মহা খাপ্পা! :)
নাহ্, এতোটা বিরুপ হওয়া ঠিক না। হাজার হলেও আমরা একে অন্যের পরিপূরক।

আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা।

১৮| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এমন পঙ্গু মানসিকতাসম্পন্ন মানুষকে অবিলম্বে রিমান্ডে নেয়া উচিত।
জীবনসংগী টার নাম কি রাজীব নুর?


বলা নিষেধ।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: থাক তবে। বলা নিষেধ থাকলে না বলাই ভালো।

১৯| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।

২০| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: প্রতিটা মেয়েমানুষই সম্ভবত স্বার্থসিদ্ধির জন্য চমৎকার অভিনয়গুণ ক্ষমতা নিয়ে জন্মায়। আর পুরুষের উপর তার বাস্তব প্রয়োগ করে।
ভাল লাগল। শুভকামনা অশেষ।।

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

ভুয়া মফিজ বলেছেন: স্বার্থসিদ্ধির জন্য অভিনয়গুণ খুবই জরুরী, নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই এটা প্রযোজ্য। নারী পুরুষের উপর, পুরুষ নারীর উপর সেটা এপ্লাই করবে; এটাই তো স্বাভাবিক, তাই না!

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: মোহিত হলাম।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

২২| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সনেট কবি বলেছেন: আমি আপনাকে নিয়ে একটা পোষ্ট দিয়ে ছিলাম সম্ভবত আপনার নজরে আসেনি।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

ভুয়া মফিজ বলেছেন: না তো, দেখি নাই!!
কি নাম পোষ্টের? আচ্ছা, আপনার বাসায় যাচ্ছি, দেখি ওখানে গিয়ে।

২৩| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০

জুন বলেছেন: যখন নিজে থেকে ভাবীসাহেব চা অফার করলো তখন আমার মনের মধ্যেও কি জানি একটা চিল্লিক দিয়া উঠলো ভুয়া মফিজ :-&
মনে হৈলো কোন মহৎ উদ্দেশ্য আছে ভাবীর হা হা হা হা
=p~
যাকগা ফাক তালে প্যারিস ঘুরলেন সেটাই লাভ। আর চা কফি আপেলও সবসময় হাতের কাছে মজুদ, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে B-)
আমরাও আপনার সাথে ইস্তাম্বুলের গলিতে গলিতে ঘুরতে ঘুরতে টায়ার্ড :-< তাই এমন একটি মজার পোষ্ট পেয়ে খুবই মজা পেলাম :)
+

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে........অভিজ্ঞদের চিন্তাধারা, একরকমই তো হবে আপা!

আমি ফাকতালে ঘুরি নাই, অন্ততঃ আপনি এটাকে ঘোরা বলবেন না কোনভাবেই। আসলে প্যারিসে আমার ঘোরার মতো কোন জায়গা আর অবশিষ্ট নাই। সেজন্যেই, যাওয়ার কোন ইচ্ছাও ছিল না।
তবে ব্ল্যাকমেইল করলে আর কি করতে পারি, বলেন!! :(

ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে যাই প্রতিবার। আপনার ইটালীর পোষ্টে, যেটাতে আপনি ভিসুভিয়াসের কথা বলেছিলেন; সেটাতে আমি একটা কমেন্ট করেছিলাম, অনেক আগে। দেখেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.