নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

বাঘমামার ইন্টারভিউ

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮




অনেকদিন আগে সামু কর্তৃপক্ষ আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। সেটা ছিল সুন্দরবনে গিয়ে সুন্দরবনের রাজা ''দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার'' ওরফে বাঘমামার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেয়া। অনেক অনেক দিনের চেষ্টা-চরিত্র আর তদবিরের পর সুন্দরবনের রাজা বাঘের ইন্টারভিউ নেয়ার এপয়েন্টমেন্ট মিললো। আমাকে বলা হলো ইন্টারভিউ এর সময় হবে খুবই সীমিত। আগেই পই পই করে আমাকে সাবধান করা হয়েছিল, দিনেরবেলা মামার বিশ্রামের সময়। বিশ্রাম ছাড়া অন্য কিছু করলে সেইসময় উনার মেজাজ তিরিক্ষী হয়ে থাকে। তাছাড়া সময়ের ব্যাপারে উনি খুবই পান্কচুয়্যাল। তাই কথা-বার্তা যেন হুশ করে বলি, আর নির্দিষ্ট সময়ে যেন উপস্থিত থাকি। সে অনুযায়ী সকাল সকাল রওয়ানা দিয়ে নির্দিষ্ট সময়েই পৌছলাম। পৌছে দেখি, মামা আমার আগেই হাজির। বেশ আয়েশ করে গা এলিয়ে আধশোয়া অবস্থায় মামাকে দেখে পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে থমকালাম। মামার কোনটা হাত, আর কোনটা পা? তো মামা জিজ্ঞেস করলো, কিরে চুপ কইরা আছোস ক্যান? আমি বললাম, মামা, আপনার পা কোনটা? প্রথম দেখা। সালাম করেই ইন্টারভিউ শুরু করি। মামা মোচে তা দিয়ে মুচকি হেসে বললো, থাক, সালাম করতে হইবো না। অতি ভক্তি চোরের লক্ষণ! কথা শুরু কর!

আমিঃ তথাস্ত। তো মামা, প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মুল্যবান সময় আমাকে দেয়ার জন্য! সামু কর্তৃপক্ষ এইজন্য তাদের অশেষ কৃতজ্ঞতা আমার মাধ্যমে আপনাকে জানাচ্ছেন।
বাঘমামাঃ আর মুল্যবান সময়! এই সময় তো আমি হুইয়াই থাকি। আচ্ছা, কথা শুরু করনের আগে তোরে একটা কথা জিগাই। মফিজ তোগো নাম হয়, ঠিক আছে। কিন্তু নামের আগে ভুয়া লাগাইছোস ক্যান? আর প্রোপিকে আমার ফটোই বা দিছস ক্যান?
আমিঃ বাদ দেন মামা। শরম দিয়েন না। আমার কথা বাদ। আজকে শুধুই আপনার কথা।
বাঘমামাঃ হুহ্! আচ্ছা যা, বাদ। তোর জন্য বরাদ্দ সময় এমনেও কম। নে শুরু কর!

আমিঃ অন্ন-বস্ত্র-বাসস্থান হলো গিয়ে মানুষের মৌলিক চাহিদা। আপনাদেরতো বস্ত্র লাগে না। আপনারা উলঙ্গ থাকতেই.. ... .. ..যাই হোক, বাসস্থানের ব্যাপারে আপনারা নাকি খুবই চিন্তিত?
বাঘমামাঃ হ। চিন্তা তো হইবোই। সরকার তো আমাগো কথা ভাবে না। আমরাও তো এই দেশের-ই নাগরিক, নাকি? বিদ্যুত তোগো লাগে, আমাগো তো লাগে না। তোগো সুবিদার লাইগা আমাগো থাকনের জায়গা নষ্ট করার মানে কি?
আমিঃ কিন্তু সরকার বলেছে সুন্দরবনের কোন ক্ষতি হবে না। তবুও আপনারা চিন্তা করছেন কেন?
বাঘমামাঃ সরকার তো কতো কথাই কয়। সব ভোটের রাজনীতি, আমরা কি বুঝি না! আমাগো ভোটও নাই, তাই আমাগো লয়া কুনও চিন্তাও নাই।
আমিঃ শুনলাম ওপার বাংলার বাঘ সম্প্রদায় নাকি আপনাদের সাথে যোগাযোগ করেছে! বেশী সমস্যা হলে আপনাদেরকে ওপারে চলে যেতে বলেছে?
বাঘমামাঃ হ। একটা মিটিং অবশ্য হইছিল। কিন্তু ওগো লগে আমাগো মিলে না। ওরা কথা কয় অন্যরকম কইরা। চাল-চলনও আলাদা। মিটিং এ খাইতে দিছে পচা মাংস! মুখেও দেওন যায় না। এইডা কুনো কথা হইলো, ক দেহি? তাছাড়া বাপ-দাদার ভিটামাটি ছাইড়া যাইতেও মন চায় না। কি যে করুম!!!

মামা উদাস চোখে দুরে তাকিয়ে রইলো। মামার মন খারাপ আমাকেও স্পর্শ করলো। লেজ টান টান করে মাটিতে হাল্কা হাল্কা বাড়ি দিতে দেখে বুঝলাম মামার মেজাজও খারাপ হচ্ছে ধীরে ধীরে। আমি চুপ করে বসে রইলাম। কিছুক্ষন পর ফোস করে বড় একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে বললো,

বাঘমামাঃ যাউক গা, এহনও সময় আছে। দেহি কি করন যায়! সবার লগে বইতে হইবো। জানোস, মাঝে মাঝে মইরা যাইতে ইচ্ছা করে। মনে কয়, ওই হারামী কুমিরগুলারে কই; আয়, আমাগোরে খাইয়া হালা!
আমিঃ মরলে কিভাবে হবে? আপনারা দেশের গর্ব। আপনাদের সাথে সাক্ষাতের জন্য দেশ-বিদেশ থেকে কতো পর্যটক সুন্দরবনে আসে।
বাঘমামাঃ এইদিন আর বেশীদিন থাকবো না। এরপরে আমাগো দেখতে মিরপুর আর শাহবাগে যাওন লাগবো। কষ্ট কইরা আর এতোদুরে আইতে হইবো না!

আমিঃ মন খারাপ করবেন না মামা। আমরাও চেষ্টা করছি সরকারকে বোঝাতে। এবার একটু অন্য প্রসঙ্গ। আমাদের ক্রিকেট টিমকে টাইগার্স বলে, জানেন তো নিশ্চয়ই। এদের ব্যাপারে আপনার মুল্যায়ন কি?
বাঘমামাঃ মুল্যায়ন আবার কি? এরা একদিন ভালো কইরা খেলে তো দশদিন খারাপ খেলে। মাঝে মইদ্যে এমন খেলে যে ওইপাড়ের হ্যাগো কাছে লজ্জায় মুখ দেহাইতে পারি না। তোরা তো কস বিলাই আর আমরা একই রকমের। তো ওগো নাম বদলাইয়া ক্যাটস রাখোছ না ক্যান? খামাখা আমাগো বদনামের ভাগীদার করার মানে কি? ওগো টাইগার কয়া ডাকতে কইছে কুন হালায়?
আমিঃ তবুও আমরা আশা করি, ওরা একদিন না একদিন আমাদের মুখ উজ্জল করবেই!
বাঘমামাঃ আর মুখ! মুখ থাকলে না উজ্জল! ওগো এইহানে পাঠায়া দে। আমরা গিয়া খেললেও ওগো থিক্যা ভালো খেলুম!

আমিঃ এইবার একটা অফটপিক প্রশ্ন। বিড়ালকে বাঘের মাসি বলা হয়। এ ব্যাপারে আপনার অনুভূতি কি?
বাঘমামাঃ তরা কস, আমরা কই না, স্বীকারও যাই না। কই শেখসাদী, আর কই ছাগলের লাদী। আমরা খাই হরিণের মাংস, হ্যারা খায় কাডা-কুডা। এক হইলো!
আমিঃ কিন্তু ওদের সাথে আপনাদের চেহারা, আচার আচরনেও তো মিল আছে!
বাঘমামাঃ চেহারা, আচার আচরনে তো তোগো লগে বান্দরেরও মিল আছে। তাই বইলা কি আমরা কই তোরা বান্দরের ভাতিজা? বিলাই গো লগে আমাগোর তুলনা! থাবড়াইয়া কানকুন ফাডানের আগেই ভাগ এইহান থিকা। ফাজিল কুনহানকার!

মামার রুদ্রমূর্তি দেখে আর কথা বাড়ানোর সাহস পেলাম না। পৈতৃক জান টা নিয়ে ইন্টারভিউস্থল থেকে চলে এলাম।


ফটো ক্রেডিটঃ গুগল।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

রক বেনন বলেছেন: হা হা হা!!!! চমৎকার ইন্টারভিউ!!

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: আপনার প্রোপিকটা আমার পছন্দ হয়েছে।
একসময় পাগলের মতো ওয়েষ্টার্ন মুভিগুলো দেখতাম। ক্লিন্ট ইস্টউড আমার খুব প্রিয় একজন অভিনেতা।

ভালো থাকবেন।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন মফি ভাই! দারুন।

বাঘ মামা ভয় নাই,
আমরা আছি তোমার সাথে...;)


পছন্দের কিছু লাইনঃ
(★বাপ-দাদার ভিটামাটি ছাইড়া যাইতেও মন চায় না। কি যে করুম!!!:(
★জানোস, মাঝে মাঝে মইরা যাইতে ইচ্ছা করে। মনে কয়, ওই হারামী কুমিরগুলারে কই; আয়, আমাগোরে খাইয়া হালা! :(
★আচার আচরনে তো তোগো লগে বান্দরেরও মিল আছে। তাই বইলা কি আমরা কই তোরা বান্দরের ভাতিজা? বিলাই গো লগে আমাগোর তুলনা! থাবড়াইয়া কানকুন ফাডানের আগেই ভাগ এইহান থিকা। ফাজিল কুনহানকার!:P

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: বাঘ মামা সত্যি সত্যি ভয়ে আছে। এইসব শ্লোগানে খুব একটা আশ্বস্থ হবে বলে মনে হয় না। মামার জন্য এখন প্রচুর ভাগ্নে দরকার যারা সত্যিকারের কিছু একটা করবে।

আপনার এই শ্লোগান আকাশে-বাতাসে ছড়িয়ে দিতে হবে। :)

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, একটা প্রশ্ন করতে মনে হয় ভুইলা গেছিলেন- সাহসী সোনার ছেলেরা হইল বাঘের বাচ্চা! এইটা ক্যামনে কি?

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

ভুয়া মফিজ বলেছেন: প্রশ্নটা মাথায় ছিল। :P
কিন্তু সময় কম থাকায়, আর মামা চেইতা যাওয়াতে আর করার সুযোগ পাই নাই।
এখন আপনে নিজের মতো কইরা বুইঝা লন! =p~

৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

কাইকর বলেছেন: হি হি হি

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: খালি হাসলেই তো হবে না পরিচালক সাহেব, কিছু তো বলতেও হবে, তাই না! :)

৫| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

এ.এস বাশার বলেছেন: অসাধারন। গল্পটা হাসির কিন্তু শিক্ষনীয়।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

ভুয়া মফিজ বলেছেন: শিক্ষনীয় ব্যাপারটাকে যে যেভাবে নেয়। সবাইতো সবকিছু থেকে শিখতে পারে না, তাই না!
কেউ যদি এখান থেকে কিছু শিখে.....খুবই ভালো।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

আখেনাটেন বলেছেন: চমৎকার সাক্ষাৎকার।

মামারাও সুখে নেই। কবে যে বোনের বাড়িতে হামলা দিয়ে তছনছ করে আল্লাহ মালুম।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

ভুয়া মফিজ বলেছেন: মামারা কিভাবে সুখে থাকে বলেন? উচ্ছেদের চিন্তা, সবচেয়ে বড় চিন্তা!
চেইতা গেলে বোন কেন, যে কোনখানেই হামলা করতে পারে।
তাদেরকে চেতানোর দরকারটা কি?

অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

৭| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল মফিজভাই,

ভীষণ ভালো লাগলো বাঘমামার সাক্ষাৎকার । হি হি হি। তবে একটা কথা ছিলো, মামা ভাগ্নাদের শহরের বাড়িতে একবার আসতে চাই নি??

পাশাপাশি বর্তমানে কংক্রিটের জঙ্গল যেভাবে বাড়ছে তাতে পরিবেশের ভারসাম্য দ্রত নষ্ট হচ্ছে । সেখানে দরকার সচেতনতা। এমন পোষ্ট নিঃসন্দেহে আমাদের সেই বোধকে জাগ্রত করবে আশাকরি।

অনেক অনেক শুভকামনা আপনাকে ।


১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

ভুয়া মফিজ বলেছেন: না, মামারা যেখানে আছে সেখানেই খুশিতে আছে। এখন ভালোয় ভালোয় থাকতে পারলে হয়।

সচেতনতা বোধকে জাগ্রত করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। জানি কিছুই হবে না, তবুও বিবেকের কাছে পরিস্কার থাকা যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু করার চেষ্টা করেছি।
বাকীটা ওপরওয়ালার ইচ্ছা।

আপনাকেও অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।

৮| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

রক বেনন বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই। ক্লিন্ট ইস্টউড আমারও খুব প্রিয় একজন অভিনেতা। বিশেষ করে উনার The good, the bad and the ugly আর Grand Torino।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০০

ভুয়া মফিজ বলেছেন: For a few dollars more এর কথা কি ভুলে গেলেন? এই মুভির থিম মিউজিকটাকে অসাধারন বললেও কম হয়!

৯| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাঘ কি আপনার পছন্দের প্রানী।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২০

ভুয়া মফিজ বলেছেন: পছন্দ না করে উপায় আছে? বাঘ আমাদের অহংকার। শৌর্যবীর্যের প্রতীক, আর তার সাথে সৌন্দর্যের মিশেল......এমন প্রানী পৃথিবীতে খুব বেশী নাই।

১০| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকে সবাই শুনুন ভাই
ব্যাঘ্র মামার ভয় নাই,
দেখি, কোন সালা ভিড়ে কাছে?X(
হিরো তোমার সাথে আছে!!:P


পুনশ্চঃ
ও বাঘ মামা!
তুমি আবার আমারে খাইয়া ফালায়ো না!:P

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

ভুয়া মফিজ বলেছেন: বাঘ মানুষ খায় ঠেকায় পরে। আমরা, মানুষরাই তাদেরকে ঠেকায় ফেলি!
খাদ্য হিসাবে হরিনই তাদের সবচেয়ে প্রিয়।
কাজেই আপনার কোন ভয় নাই। নিশ্চিন্তে জন-সংযোগ করেন!

১১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

নাজিম সৌরভ বলেছেন: ভাই! বাঘমামা যে থাবাটা তুলে নাই এটাই তো বিরাট পাওনা!
ভালো লাগলো বাঘের কথাবার্তা। পরের বার বাঘ সিংহের ইন্টারভিউ নিতে গেলে আমারেও লগে নিয়েন। :)

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

ভুয়া মফিজ বলেছেন: এপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছি না!
মামারা আমাদের মতো বেহুদা কাম করে না।
পরের বার বাঘ সিংহের ইন্টারভিউ নিতে গেলে আমারেও লগে নিয়েন আচ্ছা, একজন ফটো খিচার লোকও দরকার। ;)

১২| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০২

কিশোর মাইনু বলেছেন: হা হা হা।।।
সেরা ছিল।ভাগ্যিস চলে এসেছিলেন।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

ভুয়া মফিজ বলেছেন: না এসে উপায় কি, চেতলে খবর আছে না?

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১১

অচেনা হৃদি বলেছেন: আহা, এতো শান্তভাবে ইন্টারভিউ দিয়ে দিলো! ওটা কি আসলে বাঘ ছিল নাকি পোষা বেড়াল ছিল ভাইয়া? ;)

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

ভুয়া মফিজ বলেছেন: এপয়েন্টমেন্ট নিয়ে গেলে কোন অসুবিধা নাই।

উপরের ছবিটা বিড়ালের মনে হয়? মামার সামনে কোনদিন পরলে বিড়ালের কথা মুখেও নিয়েন না। মামার শেষের কথাগুলো পড়েন নাই? :)

১৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

ঢাবিয়ান বলেছেন: বাঘ মামা বিডি ক্রিকেট টিমের নাগিন ড্যন্স দেখলে জানি কি কইত!

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: উনি সব খবরই রাখেন। মন খারাপ থাকায় মন খুলে কথা বলতে পারেন নাই। :)

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

কামরুননাহার কলি বলেছেন: আপনার সাথে আমাকে একটু নিলেন না কেনো ভাইয়া। আমিও একটু বাঘমামার সাথে সাক্ষাৎ করতাম।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

ভুয়া মফিজ বলেছেন: পরের বার গেলে আপনাকে নেয়ার কথা অবশ্যই মাথায় রাখবো।

১৬| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

মনিরা সুলতানা বলেছেন: মামা তো দেখি সব উচিত কথা কয়!
মামায় জানে না বুঝি " গরমভাতে বিলাই বেজার,আর উচিত কথায় বন্ধু"
মামা'র বসবাসের জায়গা আর নামে'র ইজ্জত দুই নিয়া আমি ও চিন্তিত ।

লেখা অনেক মজার হইছে ভাই।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

ভুয়া মফিজ বলেছেন: মামা অনেক গেয়ানী মানুষ....থুক্কু বাঘ! যা কয় সবই গুরুত্বপূর্ণ। ;)
মামা'র বসবাসের জায়গা আর নামে'র ইজ্জত দুই নিয়া আমি ও চিন্তিত মামা নিজেও এই ব্যাপারে খুবই সেনসিটিভ!
মজার মন্তব্যের জন্য অনেক অনেক থ্যাংকু!

১৭| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

নতুন নকিব বলেছেন:



দারুন লাগলো। সুন্দর লিখেছেন।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

ভুয়া মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

মোস্তফা সোহেল বলেছেন: সকালেই পড়তে বসেছিলাম কিন্তু আধেক পড়া হতেই কাজে ব্যস্ত হয়ে পড়তে হল তাই প্রথম মন্তব্য মিস হয়ে গেছে :(
ইন্টারভিউ কিন্তু ভাল্লাগছে।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

ভুয়া মফিজ বলেছেন: কোন ব্যাপার না, সময় করে পড়লেই হলো। পড়েছেন এটাই অনেক।
তবে প্রথম মন্তব্য টার্গেট করে মিস করলে একটু খারাপই লাগে।
আপনার জন্য অজস্র শুভকামনা!

১৯| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: বেশ হয়েছে জনাব।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

২০| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: আমি একবার সুন্দরবন গিয়ে 'টাইগার' উপাধি পেয়েছি তা কি জানেন?

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

ভুয়া মফিজ বলেছেন: কিভাবে? বাঘের লেজ দিয়ে কান চুলকাইছিলেন নাকি?
নিউজে তো দেখি নাই, এখন আপনি বলাতে জানলাম! ;)

২১| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

যাযাবর চখা বলেছেন: মজার ইন্টারভিউ। খুব ভালো লাগলো।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।

২২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

মহসিন ৩১ বলেছেন: হা হা হা হা । খুব ভাল হই ছে !!............... তো মনে হচ্ছে মামা এখনও মনে হয় man eater হয় নাই। .........

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

ভুয়া মফিজ বলেছেন: না না, man eater হয় নাই। মামার মনে এখন অন্নের চেয়ে বাসস্থানের চিন্তাই বড়।

২৩| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: এক্সক্লুসিভ ইন্টারভিউ...
ভালো লাগল...

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৪| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন ইন্টারভ্যু ;)

বাঘের লেঞ্জা দিয়া কান চুলকানীর একটা আইটেম বাদ পইড়া গেল গা :P
আমি হুনছি!
তারায় তারায় যখন মিটিং করছে- কইছে
সুন্দরবন নিয়া খেইলা তারা বাঘের লেজ দিয়া কান চুলকাইতেছে!
আরে সুন্দরবন না থাকলেতো ওরাও সিডরে ভাইসা যাইব!
গ্রীন হাউজ ইফেক্টে তাপ বাইড়া তলাইয়া যাইব!
আর কয়লার ছাইয়ের ঠেলায় রোগ বালাইতো আছেই! ;)

+++

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১১

ভুয়া মফিজ বলেছেন: বাঘের লেঞ্জা দিয়া কান চুলকানীর একটা আইটেম বাদ পইড়া গেল গা ওইটা আমাগো রাজীব নূর কইরা টাইগার উপাধি পাইছে।
যেই সব সমস্যার কথা কইলেন, সেগুলা মাইনষে চিন্তা না করলেও বাঘেরা ঠিকই করতাছে। মাইনষেগো থিকা বাঘেরা গেয়ানী বেশী। :)

আপনেরে ধইন্যবাদ।

২৫| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

তারেক ফাহিম বলেছেন: গল্প পড়েতো ভুয়া মনে হলো না মফিজই মনে হল।

ভুয়া হলে কী আর বাঘের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পায় ;)

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৩

ভুয়া মফিজ বলেছেন: এই ভুয়া সেই ভুয়া না.....বুঝতে হবে আপনাকে। :)

অনেক ধন্যবাদ আপনাকে।

২৬| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: ভাইগ্নার মত মাসীও ঘুমানোর আয়োজন করতেছে তবে একখান ছানা নিয়া B-)
কিন্ত ভবিষ্যতে ভাইগ্নারা আবার দাদাদের দেশে উদবাস্ত হইয়া চৈলা যায় কি না সেই চিন্তায় মাসীর আর ঘুম আসে না =p~

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩

ভুয়া মফিজ বলেছেন: ওয়াও! দারুন কিউট!!!
মাসীর চেয়ে ছানাই তো বেশী টেনশানে মনে হয়!

মন্তব্য আর দারুন একখানা ছবির জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৭| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০

নীলপরি বলেছেন: ইন্টারভিউ দারুণ লাগলো । ভাগ্যিস পালিয়েছিলেন । তাই জানতে পারলাম । :)

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

ভুয়া মফিজ বলেছেন: না না, ভয়ের তেমন কিছু ছিল না। মামা খুবই মাইডিয়ার টাইপের মানুষ........থুক্কু বাঘ! তবে বাঘ বলে কথা, একটু মেজাজ গরম না হলে কি চলে? নইলে তো সবাই বিড়াল বলবে, তাই না! :)

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।

২৮| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিভাবে? বাঘের লেজ দিয়ে কান চুলকাইছিলেন নাকি?
নিউজে তো দেখি নাই, এখন আপনি বলাতে জানলাম!

সে এক বিরাট ইতিহাস।
১৩ জন বন্ধু মিলে সুন্দরবন গিয়েছি। দুবলার চর এলাকায়। হাঁটতে হাঁটতে বনের অনেক ভিতরে চলে গিয়েছিলাম আমরা। হঠাত দেখি আমার বন্ধুরা আমাকে ফেলে দৌড়ে চলে যাচ্ছে। আমি বুঝলাম না আমার বন্ধুরা আমাকে ফেলে দৌড়ে পালাচ্ছে কেন? আমি সামনের দিকে তাকিয়ে দেখি গাছের পাতার ফাঁকে কিয এন দেখা যায়। মনটা খুব খারাপ হলো- একসাথে এসেছি আর সামনে বাঘ দেখে বন্ধুরা আমাকে ফেলে চলে গেল। আমি রাগে দুঃখে সামনের দিকে (যেদিকে বাঘ) ঝেড়ে দৌড় দিলাম। এমন ভাবে দৌড় দিলাম বাঘ আমাকে দেখে পেয়ে দৌড় দিল। প্রায় মিনিট পাঁচেক বাঘটাকে দৌড়ের উপর রাখলাম। একটুর জন্য বাঘটাকে ধরতে পারিনি। দূর থেকে এসব লক্ষ্য করছিল আমার বন্ধুরা।
শেষে ওরা আমার বীরত্ব দেখে আমাকে ''টাইগার' উপাধি দিয়েছে।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

ভুয়া মফিজ বলেছেন: এতোদিন শুধু শুনেই এসেছি যে, গাজার নৌকা নাকি পানিতে না....হাওয়ায় ভাসে; কিন্তু বিশ্বাস করি নাই। আজকে বিশ্বাস হলো! ;)

২৯| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। ভাই, আপনার ইন্টারভিউ পড়ে তো একবারে চিৎপটাং। যা ইন্টারভিউ নিয়েছেন ভাই! এক্কেবারে ফাটিয়ে দিয়েছেন! আপনি তো খুব রসিক মানুষ দেখছি! :) ভালো। এমন আরও ইন্টারভিউ পড়তে চাই।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

ভুয়া মফিজ বলেছেন: সবই আপনাদের দোয়ার ফল। আপনার ভালো লাগাতে খুব খুশী হলাম। :)
বারে বারে ইন্টারভিউতে কাজ হবে না। জানেন তো, লেবু বেশী কচলালে কি হয়?

ভালো থাকবেন আর এভাবে অনুপ্রেরনামূলক কথা বলবেন।

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: খিক খিক :D

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ভুয়া মফিজ বলেছেন: খিকজ B-))

৩১| ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

শের শায়রী বলেছেন: সব ঠিক আছিল, তয় শ্যাষে আইয়া আপনে স্বজাতিরে নিয়া কুৎসা গাইছেন, আমনেরে মোডেই কানসা ফাডাইতে চায় নাই, উপরন্ত কোলাকুলি কইরা আপনারে বিদায় দিছে। প্রমান স্বরূপ এই ছবিডা পাডাইছে

সব ঠিক আছিল, তয় শ্যাষে আইয়া আপনে স্বজাতিরে নিয়া কুৎসা গাইছেন, আমনেরে মোডেই কানসা ফাডাইতে চায় নাই, উপরন্ত কোলাকুলি কইরা আপনারে বিদায় দিছে। প্রমান স্বরূপ বড় ভাই এই ছবিডা পাডাইছে, তয় কইছে এইবার আপনারে পাইলে......



এই আমার দেখা ঢাকা ভার্সিটির অস্ত্রবাজরা লিঙ্কে ঘুইরা আইসেন পুরানো স্মৃতি। পুরানো দিন ভালো লাগতেও পারে। অনেক আগের পোষ্ট।

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

ভুয়া মফিজ বলেছেন: কুৎসা গাই নাই, মামায় ভাইগ্নারে তো একটু শাসন করতেই পারে। দুই চাইরডা থাবড় দিলেই বা কি করার আছে? আপনের কি মনে হয়, মামার মন বলতে কিছু নাই!!! :P

আসলে এইডা যহন লেখছি, তহন আমি একলা বাঘ আছিলাম। বাঘের মর্ম পুরাপুরি বুইজা উটতে পারি নাই। এই জইন্য মাজে-মইদ্দে গুলায়া ফালাইতাম। এহন আর এই ভুল হইবো না....কি কন!! ;)

ইনভার্সিটির অস্ত্রবাজগো মনে কইরা দেখুম অবশ্যই, হোয়াই নট!! :P

৩২| ২২ শে মে, ২০২০ সকাল ১১:১৪

ইসিয়াক বলেছেন: এতোদিন পরে আপনার অন্য পজেশনের একটা ছবি দেইখ্যা মজা পাইলাম। ফেবুতে তো আইবেন না ব্লগই ভরসা। ভালো থাইকেন।
# ল [ Rahman Lotif] ভাইয়ের লাহান আবার হারাইয়া যাইয়েন না। বার বার কষ্ট পাইতে পারুম না।রাত্রেও ম্যাসেনজারে কথা কইলাম ,কইলেন সকালে কথা কইবেন তারপর আর যোগাযোগ নাই। ছয় মাস হইয়া গেলো।
ভালো থাইকেন?

২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০০

ভুয়া মফিজ বলেছেন: ফেবু'র ইমেজ আমার কাছে ভালো না। আপনেরা যেহেতু সেইখানে আছেন....এর চেয়ে বেশী কিছু কইলাম না। আমার হারানের সম্ভাবনা নাই। বাইচা থাকতে থাকতে যদি যাই গা......তাইলে তো জানায়ই যামু। আর নয়তো ওই যে তিন মাসের কথা কইলাম.........। :)

লতিফ সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম........কোন সাড়া-শব্দ নাই। কি হইছে আল্লাহ জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.