নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন ব্লগার সংখ্যা

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১২




আজই সর্বোচ্চ সংখ্যক ব্লগারকে অনলাইনে পেলাম। ভালো লাগছে দেখে যে.....আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। আরো বেশী বেশী লগড-ইন ব্লগার কাম্য। সবাইকে অভিনন্দন।

গুহাবাসীরা মুক্ত আলোয় আরো অধিক সংখ্যায় বের হয়ে আসুন।

প্রথমে ভেবেছিলাম প্রথম পাতা থেকে এই পোষ্ট সরে গেলেই মুছে ফেলবো। অন্যরা যাতে উৎসাহ পায় সেজন্যে ততোটুকু সময় পর্যন্ত থাকুক। কিন্তু ''ব্লগার রাজীব নুর বলেছেন: গ্রেট। তবে পোষ্ট টা মুছার দরকার নাই। স্মৃতি থাকুক। দরকার আছে।''

জী এস ভাই বলেছেন: ''কোনও পোস্ট ব্লগ থেকে সরিয়ে ফেলবেন না। ওগুলো সামুর ইতিহাস।''

আর জুন আপা বলেছেন: ''মুছে না ফেলে ভালো করেছেন। আমাদেরও স্মৃতি থাকবে।''

তাই সবমিলিয়ে আমিও ভাবলাম, থাকুক-ই না হয়। পরে, সামু'র সুসময়ে দেখে স্মৃতি রোমন্থন করা যাবে। দেখতে পারবো কতোটা স্ট্রাগল করতে হয়েছিল সেই দুঃসময়ে। তাছাড়া, সহ-ব্লগারদের সামু'র প্রতি ভালোবাসাপূর্ণ মন্তব্যগুলোও তো হারিয়ে যাবে!

তাই থাকুক, সামু যতোদিন বেচে থাকবে........ততোদিন।।

আর মাত্র দু'জন হলেই হাফ সেন্চুরী পূর্ণ হতো! একটুর জন্য......


অবশেষে ম্যাজিক ফিগার (৫০) এর চেয়ে একজন ব্লগার বেশীই পাওয়া গেল :)


আশাকরি, অতিশীঘ্রই এর চেয়ে বেশী ব্লগারকে আমরা একসাথে পাবো!!!

মন্তব্য ৬৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২২

স্রাঞ্জি সে বলেছেন: হাহাহাহ। আসুক সবাই। এই যে আমি এসে একে৪৭ করলাম। আবার ডরাইয়েন না

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৬

ভুয়া মফিজ বলেছেন: এটা আপনার মাল্টি নাকি.....ঝানতাম না!!! :)

২| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩০

স্রাঞ্জি সে বলেছেন: আরে না। আমি তো আমি। আমি যখন লগিন করলুম। তখন ৪৬ থেকে ১ বাড়ালাম

তো ক্লিয়ার একে৪৭ এর মাল্টি না।

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৭

ভুয়া মফিজ বলেছেন: ও.....বুঝছি। একে৪৭ তো আরেকজন আছে। এই জন্য মনে করেছিলুম....... ;)

৩| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মফিজ ভাই,

নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে ব্লগে ঢুকে মাত্র সাতজনের উপস্থিতি দেখে শিউরে উঠেছিলাম। যে করেই হোক সংখ্যা বৃদ্ধি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমি অবশ্য সব সময় ব্লগে না থাকলেও লগ আউট আর করি না ।
হ্যাপি ব্লগিং।

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: আমি অবশ্য সব সময় ব্লগে না থাকলেও লগ আউট আর করি না । আপনার মতো ডেডিকেটেড ব্লগার ই তো এখন দরকার। ভিজিটরদের মধ্যে অনেক ব্লগারও আছে নিশ্চিত। তারা লগ-ইন করলেও সংখ্যাটা বাড়ে! কেন করে না?? :((

৪| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।
তবে পোষ্ট টা মুছার দরকার নাই। সৃতি থাকুক। দরকার আছে।

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: বলছেন? দেখি তাহলে....

রেকর্ড অবশ্য ব্রেক হয়েছে। দেখুন....

৫| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৯

জুন বলেছেন: আছি ভুয়া মফিজ :)
এই সমস্যার পর থেকে আমি সব সময় লগ থাকার চেষ্টা করি।

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ আপা। আপনারা কয়েকজন আছেন বলেই তো আমরা টিকে আছি!

৬| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার নিকে "ভুয়া" শব্দটা যোগ করে সমস্যা করেছেন, না হয়, আপনার আহবানে আরো বেশী ব্লগার লগ-ইন করতেন।

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮

ভুয়া মফিজ বলেছেন: সেটা একটা সমস্যা হলেও হতে পারে!!

এক কাজ করেন.....আপনার নিকে তো ভুয়া নাই। আপনি একটা জোরালো এবং বলিষ্ঠ কন্ঠে আহ্বান করেন। আমি নিশ্চিত.....সংখ্যা অনেক বাড়বে। :)

৭| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: যাক ভালো খবর।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০১

ভুয়া মফিজ বলেছেন: অবশ্যই। ভালো খবরের তো শেষ নাই.....আরো ভালো খবরের অপেক্ষায়... :)

৮| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯

করুণাধারা বলেছেন: থাকার চেষ্টা করি, কিন্তু সব সময় থাকতে পারিনা!

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২২

ভুয়া মফিজ বলেছেন: সমস্যা তো আছেই.....সবারই। যতোটুকু চেষ্টা করা......এই আর কি। আন্তরিক থাকাটাই গুরুত্বপূর্ণ।

৯| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


একই সাথে কয়েকটা ফ্যাক্টর সামুকে চাপে রেখেছে: প্রশাসনের হিংসা, সামুর মালিকানার পদক্ষেপ সম্পর্কে পরিস্কার ধারণার অভাব; সবচেয়ে বড় সমস্যা নীচু মানের অনেক পোষ্ট।

ভালো পোষ্ট এলে, অনেকই লগ-ইন করেন। সুরা ফাতেহা সর্ব রোগের ঔষধ, নবীর ৭ বছরের বাচ্চার সাথে বিয়ে হওয়ার কাহিনী, মাটি থেকে মানুষ ও ইট তৈরির কাহিনী পড়ার মতো ব্লগার কমে এসেছে।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩১

ভুয়া মফিজ বলেছেন: মানের কথা যদি বলেন.....এটা সবসময়ের সমস্যা। সব খানেই। এই যে, হাজার হাজার বই প্রতি বছর বের হয়, এর ক'টাই বা মানসম্মত? কথা হলো, যার যেটা ভালো লাগবে, সে সেটা পড়বে। ব্লগে তো সব ধরনের লেখাই আসে। কাজেই, এটা ব্লগের ক্ষেত্রেও প্রযোজ্য।

সার্বিকভাবে পোষ্ট কমে গিয়েছে....এটা ঠিক। দুঃসময় তো একটা যাচ্ছেই, অস্বীকার করার উপায় নাই।

যে সমস্যাগুলো বলেছেন....সবই ভাইটাল। এখন ব্লগের এই সমস্যাগুলোর বেশীরভাগ তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। আমাদেরই এগিয়ে আসতে হবে। তারপরে তো বাইরের ফ্যাক্টর! যেগুলো আমাদের নিয়ন্ত্রনের বাইরে সেগুলো নিয়ে চিন্তা করে কোন লাভ কি আছে?

১০| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২২

হাবিব বলেছেন: আমি কখনো লগড আউট হই না, চেষ্টা করি যতক্ষণ সম্ভব। আসুক সবাই আবার সামু প্রাঙ্গনে আপনার আহবানে

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৩

ভুয়া মফিজ বলেছেন: আমরা সবাই তো সেটাই চাই। লগড-ইন থাকা। একটিভ না থাকলেও চলবে।
মানুষের অনেক কাজ আছে......সবসময় একটিভ থাকা সম্ভবও না।

১১| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৯

আরোগ্য বলেছেন: আপনার পোস্ট দেয়ার পর থেকে বেশিরভাগ সময় লগইন থাকার চেষ্টা করি।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৪

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।
আমরা যারা আছি.....তারা তো আছিই। গুহাবাসীদেরকে নিয়েই চিন্তা। তাদেরকে বেশী সংখ্যায় আসতে উদ্বুদ্ধ করতে হবে।
অনেক ভালো ভালো ব্লগার আছেন, যাদেরকে দেখিই না একেবারে! কেন? খুবই দুঃখজনক!!

১২| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪০

আরোগ্য বলেছেন: পরের পর্বের উত্তর কই?

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৭

ভুয়া মফিজ বলেছেন: ৩ আর ৪ এর উত্তর তো দিয়েছি।
আর কোনটা? দেখি নাই তো!! :(

১৩| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫০

আরোগ্য বলেছেন: ৪ এর কথাই বলছিলাম। একটু আগে নোটিফিকেশন পেয়েছি।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০১

ভুয়া মফিজ বলেছেন: মন্তব্য অনেক আগে করেছি....আর নোটিফিকেশন এখন? ব্লগের এটা একটা বড় সমস্যা।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



আরোগ্য বলেছেন, " আপনার পোস্ট দেয়ার পর থেকে বেশিরভাগ সময় লগইন থাকার চেষ্টা করি। "

-এটা কি ভালো, নাকি সমস্যা?

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০২

ভুয়া মফিজ বলেছেন: চেষ্টা করা সব সময়ই ভালো। :)
নাকি ভূল বললাম?

১৫| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


নীচু মানের পোষ্ট ও অর্থহীন কমেন্ট ব্লগের জন্য ভালো কিছু নয়।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৮

ভুয়া মফিজ বলেছেন: ঠিকই বলেছেন।

তবে উচু-নীচুর তো কোন স্ট্যান্ডার্ড ঠিক করা নেই। যে যেভাবে বোঝে।
আমি মনে করি.....সবই গুরুত্বপূর্ণ। এট লিষ্ট, ব্লগারদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো গড়ে ওঠে। এটাই কম কি?

১৬| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন: বাহ সুখবর তো !

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২১

ভুয়া মফিজ বলেছেন: সত্যিই.......তবে এর চেয়ে বড় সুখবরের অপেক্ষায় আছি! :)

১৭| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

সাহিনুর বলেছেন: দিন দিন সামু কে একটা পরিবার মনে হচ্ছে। যে পরিবার আবার উটে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে , আমরা জানি তা ১০০ % পারবে আমাদের এই সামু পরিবার ।
শুভো কামনা সবাই কে যারা আবার নতুন করে ফিরে আসছে ।

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

ভুয়া মফিজ বলেছেন: সামু একটা পরিবার-ই। আপনিও সেই পরিবারের একজন সদস্য।
সবার শুভ কামনাই সামু'কে হারিয়ে যেতে দিবে না।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

আরোগ্য বলেছেন: মুরুব্বি বলেছেন,
নীচু মানের পোষ্ট ও অর্থহীন কমেন্ট ব্লগের জন্য ভালো কিছু নয়।

ভালো পোস্ট ও উন্নত মানের কমেন্ট এর একটা তালিকা দিলে কিছু শিখতে পারতাম।

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

ভুয়া মফিজ বলেছেন: :)

১৯| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২০

অন্তরা রহমান বলেছেন: একটা সময় ১০০ ও পার হয়ে যেত। ওল্ড গোল্ডেন টাইমস।

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ভুয়া মফিজ বলেছেন: আমার দেখা সর্বোচ্চ সংখ্যা ১০৮।

'Old is gold' আর 'যায় দিন ভালো, আসে দিন খারাপ' সব সময়ের জন্যই সত্যি! :)

২০| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: হুম, দেখলাম।

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।

২১| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা স্থায়ী সমাধান কবে হবে?
ব্লগ কতৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে, জানতে মন চায় :|

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ভুয়া মফিজ বলেছেন: স্থায়ী সমাধান কবে হবে? উপরওয়ালা জানেন।

আপাততঃ কোন আপডেট নাই। জানা আপা বলেছেন, ধৈর্য না হারাতে। :)

২২| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২২

নীল আকাশ বলেছেন: আজকে আমার অফিসের ইন্টারনেট প্রোভাইডার সামু ব্লক করে দিল। মোবাইল এখন শেষ ভরসা।

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

ভুয়া মফিজ বলেছেন: কেন....ডেস্কটপে 'টর' বা 'ভিপিএন' ব্যবহার করেন।

২৩| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

বলেছেন: সুখবর!!সুখবর !!সুখবর ---------------

সামুর জয় হোক

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

ভুয়া মফিজ বলেছেন: সামুর জয় হোক হোক....আমাদের সবার শুভকামনায় না হওয়ার কোন কারন দেখি না। :)

২৪| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: হু মুছে না ফেলে ভালো করেছেন ভুয়া। আমাদেরও স্মৃতি থাকবে :)

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

ভুয়া মফিজ বলেছেন: সেটাই আপা........মুছলেই তো চিরতরে হারিয়ে যাবে! :)

২৫| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,




ক্রান্তিকালের শুরু থেকেই সামুতে লেগে আছি। শুধু অফিসের সার্ভার সিকিওরড বিধায় সন্ধ্যে পর্য্যন্ত বাঁকা পথে ঢোকা যাচ্ছেনা। ঘরে ফিরে প্রথম কাজটাই হলো পিসি অন করে সামু খুলে রাখা আর হাতে একটু সময় পেলেই সেখানে ঝাঁপিয়ে পড়া।

কোনও পোস্ট ব্লগ থেকে সরিয়ে ফেলবেন না। ওগুলো সামুর ইতিহাস।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার আদেশ শিরোধার্য, জী এস ভাই। :)

২৬| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমাবস্যার আঁধার আরো ঘনিয়ে আসছে মনে হয়!

ঢাবিতে আজ যা হল ইতিহাসে বোধকরি বর্বরতম!
সবচে সেরা বিদ্যাপিঠে আজ রাজনীতির নামে যে নোংরামো হলো মনে হচ্ছে অন্ধকার ঘনিভুত হচ্ছে!
দেখা যাক।

সামুর প্রতি সহসা কোন আশান্বিত হবার মতো পরিবেশ নেইই বোধকরি।
এখন টিকে থাকার লড়াই!

আছি, থাকবো ইনশাল্লাহ।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯

ভুয়া মফিজ বলেছেন: ডাকসু ভিপি নুরকে নাজেহাল করার কথা বলছেন? এটা কোন ব্যাপার না।
আর সামু টিকে থাকবে। সো রিল্যাক্স!! :)

২৭| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮

ডার্ক ম্যান বলেছেন: চমত্কার

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৫০

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। :)

২৮| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৫০

নতুন নকিব বলেছেন:



সামু এগিয়ে যাক।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৪

ভুয়া মফিজ বলেছেন: সামু এগিয়ে যাক। সব বাধা ডিঙ্গিয়ে.....অপ্রতিরোধ্য গতিতে! :)

২৯| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমাকে তো ভিপিএন ব্যাপার করতে হচ্ছে সব সময়

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

ভুয়া মফিজ বলেছেন: দেশের কেউ-ই এখন সম্ভবতঃ সোজা পথে ঢুকতে পারছে না। কি আর করা! বিকল্প পথই সই!!

তারপরও যখনই সম্ভব অনলাইনে থাকার চেষ্টা করেন। শুভ কামনা। :)

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন আমি সহ ১৭ জন আছি। :D

০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৫

ভুয়া মফিজ বলেছেন: এই চিত্র অবশ্য অবধারিতভাবেই উঠা-নামা করে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখেছি, ৫ জন ব্লগার অনলাইনে। সর্বোচ্চ এখন পর্যন্ত ৪৮ জন।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এখানে থাকার জন্য, লেখকদের পোস্টে কিছু কথা বলে যাবার জন্য, নিজেও কিছু পোস্ট লেখার জন্য।
তবে আগে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, নানা কারণে তাতে ভাটা পড়তে শুরু করেছে। সামু'র জন্য সব সময়ই শুভকামনা আছে, থাকবে।
এখন এখানে আমরা আছি ২৪ জন, ভিজিটর ৭৫৫ জন, তার মধ্যে ৬৫৬ জন মোবাইল থেকে।

০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৭

ভুয়া মফিজ বলেছেন: আমাদের সবার মিলিত চেষ্টাই সামু'কে এগিয়ে নিয়ে যাবে।
হতাশা তো আছেই খায়রুল ভাই। এটাই তো চ্যালেন্জ! এটাতে আমাদের জিততেই হবে।

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার মুখরিত হচ্ছে সামু।
+++

০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫০

ভুয়া মফিজ বলেছেন: খারাপের দিকে যাচ্ছে না, এটা ভালো দিক।
আমাদের সক্রিয় থাকতেই হবে, কোন বিকল্প নাই। তাহলেই আমরা কামিয়াব হবো।

৩৩| ২২ শে মে, ২০২০ সকাল ১০:৫৭

ইসিয়াক বলেছেন: আহারে! ওই সময় তো আমি জানতামই না ভি পি এন দিয়ে কিভাবে ব্লগে ঢুকতে হয়? নতুন ছিলাম তবু খারাপ লাগতো ব্লগের জন্য। পরে অবশ্য ইউটিউব ঘেটে সব সমস্যা সমাধার করেছি।বাসায় থাকলে এখন ব্রডব্যান্ড লাইন দিয়ে সামুতে ঢুকি। বাইরে থাকলে বাংলালিঙ্ক আর গ্রামীন দিয়ে ভি পি এন দিয়ে ছাড়া ঢোকা যায় না। তখন শুধু ফেবুতে থাকি।

২২ শে মে, ২০২০ রাত ৮:১৩

ভুয়া মফিজ বলেছেন: সরকার ব্লক তুলে নিয়েছে, সেখানে দেশের মোবাইল কোম্পানীগুলো এখনও সেই ব্লক কিভাবে বজায় রাখে, এটাই আমার মাথায় ঢোকে না। এ তো দেখি, বাশের চেয়ে কন্চি বড়!!! এসব শুধু আমাদের প্রিয় বাংলাদেশেই সম্ভব। B-)

৩৪| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৭

রামিসা রোজা বলেছেন:

ব্লগ ব্লকের সময়কালীন ব্লগের প্রতি প্রেম সংক্রান্ত কয়েকটা
পোষ্টের লিঙ্ক দেয়া অনুযায়ী পোস্টগুলো পড়ে বুঝতে পারলাম আপনারা অনেক ধৈর্যের সহকারে ব্লগের সাথেই ছিলেন ।
একটা দুঃসময়ে সকলেই উদগ্রীব ছিলেন কবে আবার সব স্বাভাবিক হবে , খুব ভালো লাগলো এই একাত্মাবোধ দেখে।
ধন্যবাদ আপনাকে।

২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

ভুয়া মফিজ বলেছেন: শুধু ব্লগের প্রতি ভালোবাসা না, তখন আসলে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও মুখ্য বিষয় ছিল। পোষ্ট লেখি, মন্তব্য করি কিংবা কিছুই না করি......আমরা বেশ কয়েকজন ব্লগার সর্বোচ্চ চেষ্টা করতাম সব সময়ে লগড-ইন অবস্থায় থাকার। তখন পোষ্ট দেয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ চেষ্টাটাই করতাম।

শেষ পর্যন্ত ব্লগ আবার স্বাভাবিক হলো.......এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.