নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

সাফারী পার্কে কয়েকটা ঘন্টা

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬




গত সেপ্টেম্বরের ২৯ তারিখ রবিবার। আমার জীবনের একটা বিশেষ দিন।

আগেরদিন রাতে মুরগীর মাংস মেরিনেট করে ফ্রীজে রেখে দিয়েছি, আমার দারুন প্রিয় হায়দ্রাবাদী বিরিয়ানী রাধার জন্য। আরও প্ল্যান প্রোগ্রাম আছে, সারাদিনের। রবিবার সকালে নাস্তা করে এককাপ চা বানিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরিয়েছি মাত্র। এমন সময়ে মোবাইলটা বেজে উঠলো। ক্রিস ফোন করেছে।

কলটা রিসিভ করে বললাম, গুড মর্নিং ক্রিস। কিরে, তোর কোন কাজকাম নাই? এতো সকাল সকাল ফোন দিছস কিল্লাই?

ওপাশ থেকে ক্রিসের উত্তেজিত গলা ভেসে এলো, মর্নিং মফিজ। জলদি তৈরী হও। আমরা আজকে সারাদিনের লাই ডে আউটে যামু রে মামু! ওয়েস্ট মিডল্যান্ডের কিডারমিনিস্টার সাফারী পার্কে!!

আমি বললাম, তুই হাগল নি কোনো? আড়াইঘন্টা ড্রাইভ কইরা ১৩৪ মাইল দুরে যামু! নো চান্স!! আজকে সারাদিনের প্রোগ্রাম আমার ফিক্সড। তুই সাফারীর হাতি দিয়াও আমারে ঘর থিকা বাইর করতে পারবি না।

ক্রিস কাদো কাদো স্বরে বললো, সুজানা যাইতে রাজী হইছে। কিন্তু হ্যাতে একলা যাইবো না, আরেকটা কাপল লাগবো। এহন আমি কাপল কই পাই?

বললাম, জেমস কি করে? হ্যারে কস না ক্যান?

ওপাশ থেকে বললো, তোমার ঘটনা জানি বইলাই আগে ওরে ফোন দিছিলাম। হুমুন্ধির পো সকাল সকাল ওয়েস্ট কোস্টে গিয়া বইসা আছে, সার্ফিং করনের লাই। এহন আমি কি করি? চলোরে বাপ…...তোমার দুইটা পায়ে পরি। সব খরচাপাতি আমিই করবাম নে, আর আমার গাড়ীই নিয়াম নে!!

ঘটনা হলো, মাস তিনেক আগে আমাদের অফিসে সুজানা নামে এক মেয়ে জয়েন করেছে, রোমানিয়ান। মেয়ে তো নয়, যেন আগুনের গোলা! যেমন তার চেহারা….দেহের রং, তেমনি তার দেহের বাক…...আচার-আচরণ। সামনে দিয়ে হেটে গেলে মানুষ নাকি জলপরী বুঝতেই কয়েক মিনিট সময় চলে যায়। কথা বললে মনে হয় কোথাও যেন পিয়ানোর টুং টাং শব্দ হচ্ছে। যেই ওর দিকে তাকায় তারই চোখ ট্যারা হয়ে যায়! এ হেন জলকন্যার সাথে লাইন মারার লোকের কি অভাব আছে! কাজেই, স্বাভাবিকভাবেই, এমন মেয়ে দেখে নোলা ঝরানো হুলা বিড়ালের অভাব নাই অফিসে।

এদিকে আমাদের ক্রিসও একেবারে ফেলে দেয়ার মতো না। একটু প্লাস্টিক সার্জারী আর হাল্কা মেইক আপ দিলে ওকেও হলিউডি সিনেমার নায়ক বলে চালিয়ে দেয়া যায়। অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী একজন মানুষ। এমন একজন মানুষকে ওর বুরবাক জিএফ মাস ছয়েক আগে ডিচ করেছে! সেই দুঃখে বেকুবটা কয়েকদিন বিছানা থেকেই উঠতে পারে নাই। তবে, সেটা এখন অতীত। সুজানার অন্য অনেক প্রণয়প্রার্থীর মতো ওরও বর্তমানে অফিস হলো পার্টটাইম জব। ফুল টাইম জব হলো, সুজানাকে পটানোর তরীকা বের করা। স্বয়নে-স্বপনে-নিদ্রায়-জাগরনে সারাক্ষণ শুধু সুজানার নাম জপে ক্রিস বেচারা। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, সুজানাকে বেড়ানোর জন্য রাজী করালো কি করে? যাকগে, সেটা আমার ইস্যু না এই মুহুর্তে। ইস্যু হলো; আমার বউ বলছে, রাখো তোমার হায়দ্রাবাদী বিরিয়ানী। তুমি যদি না যাও, তাহলে কিন্তু এখন থেকে শাস্তিস্বরুপ আমি তোমাকে ‘মফিজ‘ বলেই ডাকবো। আর আমি যাবোই ওদের সাথে, তুমি বাসায় বসে থাকো তোমার প্ল্যান নিয়ে। আমি বললাম, তুমি একা গেলে হবে না। সুজানা বলেছে…….., কথা শেষ করার আগেই বউ আমাকে একটা চোখটিপ দিয়ে বললো, জানি জানি, পাশের বাসার মার্টিনকে বললেই আমার সাথে যাবে!

এরপরে আর কোন কথা থাকে না। এতোটা রিস্ক নেয়া আসলেই রিস্কি হয়ে যায় আমার জন্য। অগত্যা উঠতেই হলো। আমাকে রাজী হতে দেখে বউয়ের সাবধানবাণী ধেয়ে এলো, যাচ্ছো ভালো কথা। কিন্তু সুজানার সাথে কোন রকমের ছ্যাবলামী করার চেষ্টা করবা না। তাইলে কিন্তু তোমার খবর আছে!!

কথা অনেক হলো। চলেন, এবার আপনাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই আর বাসিন্দাদের সাথে যতোটুকু পারি পরিচয় করিয়ে দেই।

ঢুকতেই পথ আটকে দাড়ালো থ্রি স্টুজেস। যেন বলছে, খাওন না দিয়া কই যাও।


বউকে বললাম, খাওয়াও। সে বেচারী সাহস করে উঠতে পারলো না। অগত্যা আমিই ডেমো দিলাম। জিরাফের খাবার খাওয়ার কায়দা কানুন আলাদা। হাত থেকে সরাসরি না খেয়ে পুরো হাতটাই মুখে ঢুকিয়ে নিয়ে তারপরে খায়। তবে, ভয়ের কিছু নাই। ওরা কামড় টামড় দেয় না।


এবার সাহস সন্চয় করে আমার বউও খাওয়ালো, তবে সাবধানে। হাত পুরোটা মুখে ঢুকাতে দেয় নাই।


এন্টেলোপদের সমাবেশ।


আমাদের থামতে দেখে বক্তব্য প্রদানরত নেতা এগিয়ে এলো। বউ ইতোমধ্যে জিরাফকে খাইয়ে যথেষ্ট সাহস সন্চয় করে ফেলেছে। কাজেই মেহমানদারীর দায়িত্ব ও-ই নিলো।


কোথাও শান্তি নাই। এখানেও স্বার্থের দ্বন্ধ!


গন্ডার আমাদেরকে একেবারেই পাত্তা দেয়নি।


সাদা সিংহ। এরা নাকি বিলুপ্তির ভয়ে আছে।


এদেরকে দেখে দীর্ঘনিশ্বাস ফেললাম। আমারও বাসায় এভাবে গা এলিয়ে বসে থাকার কথা ছিল।


আবারও বউয়ের মেহমানদারী।


এই পাহাড়ী ছাগলটার ভাবে মনে হলো, আমাকে কিছু বলতে চায়!


দুর থেকে দেখা হস্তী।


এটা কি জানি না। হরিণের কোন প্রজাতি হবে।


এটাকে সবাই চিনেন। আড়ে আড়ে আমাদের দেখছে।


সাদা ক্যাঙ্গারু। এরাও নাকি বিলুপ্তির পথে।


আমাদের প্রিয় বাঘমামা ওরফে রয়্যাল বেঙ্গল টাইগার। উনার এক আত্মীয়ের সাক্ষাতকার নিয়েছিলাম একসময়। পড়তে চাইলে এখানে, বাঘমামার ইন্টারভিউ


শিকা হরিণ।


এই লেপার্ডটার একটা স্থির ছবি নেয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু বিশেষ কোন কারনে উনি খুব উত্তেজিত ছিলেন। এক মুহুর্তের জন্য উনাকে স্থির পাই নাই। অন্তত ২০/২২ টা শট থেকে এটাই সবচেয়ে ভালো পেয়েছি।


ওখানে এ্যকুরিয়ামে অদ্ভুত অদ্ভুত সব মাছ রাখা আছে। তেমনই দু‘টা ছবি।




সাফারী শেষ করে এক রেস্টুরেন্টে ডিনার করলাম। রাগের চোটে কয়েকটা দামী ডিশ অর্ডার করেছিলাম। ক্রিসের শুকনা হাসি দেখে বুঝলাম ওর শরীরে জ্বালাপোড়া হচ্ছে। মনে মনে ভাবছিল নিশ্চয়ই, কলিজা ঠান্ডা কইরা খায়া ল, হালার পো! আমারও দিন আইবো কোন একদিন! তবে আমি গুরুত্ব দেই নাই। আমার সারাদিন বরবাদ করার শাস্তি তো ওকে পেতেই হবে…...তাই না!!!


প্রথম ছবিটা নেট থেকে নেয়া।

মন্তব্য ৮৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

নুরহোসেন নুর বলেছেন: অসাধারন বিবরন!
মনে হচ্ছে আমিও সেখানে ছিলাম!!

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

ভুয়া মফিজ বলেছেন: আপনি তো ছিলেনই। শারিরীকভাবে না হলেও মানসিকভাবে তো বটেই। :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাতো জব্বর লিখছেন।কিন্তু দুঃখের বিষয় নেট স্লো যার কারনে ছবি দেখতে পাচ্ছি না।
অসুবিধা নাই পরে দেখে নিবনে।
আশা করি আপনি ভালই আছেন?

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

ভুয়া মফিজ বলেছেন: হায় হায়, নেট স্লো কেন? দেশে কি ফোর জি আসে নাই? পোষ্টে ছবিগুলোই তো আসল। না দেখা গেলে তো বিরাট সমস্যা!! :(

নেট মনে হয় দেশের উন্নয়নের সাথে পাল্লা দিতে পারছে না। :)

আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি আছেন কেমন? আজকাল আপনাকে ব্লগে কম দেখি মনে হয়!!

৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

আরোগ্য বলেছেন:
যেই ওর দিকে তাকায় ওর চোখ ট্যারা হয়ে যায়। সাবধান ভুয়া ভাই ভুলেও তাকায়েন না। ক্রীসরে ধন্যবাদ ওর জন্য সাফারী পার্ক আমরাও ঘুরবার পারলাম। :P
বিরিয়ানির জন্য দুঃখ কইরেন না। আপাতত আমার হাতের হায়দ্রাবাদি বিরিয়ানি খান। ;)

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

ভুয়া মফিজ বলেছেন: না না ভয় নাই, আমার গলায় তো দড়ি বাধা। একটু উল্টাপাল্টা করলে কিভাবে যেন দড়িতে টান পরে। সাথে সাথে সাবধান হয়ে যাই। :D

আপনের বিরিয়ানী দেইখা মোগাম্বো খুশ হুয়া। আহাহা....কি রুপ! সুজানার রুপ এর কাছে কিছুই না। :P

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

ভুয়া মফিজ বলেছেন: ও ভালো কথা। জিগাইতে ভুইলা গেছিলাম। আপনে কি ছবি দেখবার পারেন?

৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদটা ক্রিসকেই দেয়া যাক কি বলেন?

সুজানার বর্ণনা শুনেতো দেখতে ইচ্ছে হচ্ছিল।
থাক, আবার টেগরা অই যামু।

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

ভুয়া মফিজ বলেছেন: ক্রিসকে দিতে পারেন। আমাকেও একটু ছিটাফোটা দিয়েন। ব্লগে তো আর ক্রিস পোষ্টায় নাই!! =p~

সুজানার বর্ণনা শুনেতো দেখতে ইচ্ছে হচ্ছিল। থাক, আবার টেগরা অই যামু। এই তো বুজছেন। না দেখারও উপকারিতা আছে। তবে, দিব্যচোখে দ্যাখেন; কোন বাধা নাই! :)

৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: দেশে নামে ফোরজি মাঝে মাঝে তো টুজিও পায়না।
গতকাল থেকে আমি নেট স্লো পাচ্ছি।
আমি আল্লাহর রহমতে ভালই আছি।অফিসে + বাসায় কাজের চাপ বেড়েছে তাই ব্লগে কম আসা হয়।

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

ভুয়া মফিজ বলেছেন: যাক গে, নামে তো ফোর জি....এটাই বা কম কি? মনে করে পরে ছবিগুলো দেখে নিয়েন পিলিজ...নইলে আমার মনে দুঃখ থেকে যাবে। :)

অফিস আর বাসাই আসল, তারপরে সময় পেলে ব্লগ। ফিরে এসে আবার মন্তব্যের জন্য ধন্যবাদ নিয়েন। :)

৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি খুব উপভোগ করলাম।

০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

ভুয়া মফিজ বলেছেন: কষ্ট করে উপভোগ করার জন্য ধন্যবাদ। :)

৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

মা.হাসান বলেছেন: মার্টিন কি আপনার জানের দোস্ত? এত বড় সুযোগ ছাড়লেন কেন বুঝলাম না।
আপনার কাদা মাখা ছবিটা খুব ভালো উঠেছে। B-))
লেপার্ডের উত্তেজনার কারণ জানতে ইসিয়াক ভাইয়ের কালকের পোস্ট দেখতে পারেন। :`>
সুজানার ছবি কই ? নাকি ভাবি ক্যামেরা চেক করে সব সরিয়ে নিয়েছে? :P
ফেসবুকের কোন গ্রুপে প্রশ্ন ফাঁস হইতেছে? ফার্স্ট হওয়া দূরের কথা, পত্থম পাঁচ জনের মাঝেও তো থাকতে পারলাম না।

নেটওয়ার্কের বিষয়ে যা বুঝছি, ব্লগ ব্লক থাকার সময়ে ইউজার কম ছিলো, সার্ভারে চাপ কম পড়তো। এখন ইউজার বেশি, সার্ভারে চাপ বেশি, সামুর নেটওয়ার্ক স্লো। অন্য কোথাও নেটওয়ার্ক স্লো দেখি না। আমার বর্তমান পোস্ট তৈরির সময়ে পোস্টে ত্রিশটার বেশি ছবির কারণে প্রিভিউ দেখতে অনেক সময় নিয়েছে। তবে আমি এখনো টর/ভিপিএন ব্যবহার করছি (অভ্যাস), সরাসরি অবস্থা এর চেয়ে কিছুটা ভালো হবার কথা।

০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

ভুয়া মফিজ বলেছেন: আপনি তো আমার বউকে চিনেন না, আমি চিনি। কোনটা ভুয়া হমকি, আর কোনটা জেনুইন, আমার জানা আছে। সুযোগ যখন কায়দামতো আসবে, তখন ছাড়বো না.....এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। আপনি সন্মানীত ব্লগারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে সফল হবেন না। আমার প্রোপিক কিন্তু সবাই দ্যাখে। B-)

সুজানার ছবি দেখলে আপনাদের চোখে সমস্যা হতে পারে, তাই দেখাচ্ছি না। একজন শুভাকাঙ্খি হিসাবে আপনার কোন ক্ষতি তো আমি করতে পারি না! :)

প্রশ্ন ফাস ফেবুতে হয় নাই। কোথায় হইছে, কমু না। আপনের তো অনেক বুদ্ধি। নিজে নিজেই বাইর কইরা লন। নেটওয়ার্কের বিষয়ে যা বুঝছি, ব্লগ ব্লক থাকার সময়ে ইউজার কম ছিলো, সার্ভারে চাপ কম পড়তো। এখন ইউজার বেশি, সার্ভারে চাপ বেশি, সামুর নেটওয়ার্ক স্লো =p~। নেট বেশী স্লো হইলে মনে হয় টর/ভিপিএনই ভালো।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

আরোগ্য বলেছেন: .হুম ভুয়া ভাই মুই ফটো দেখবার পারছি। ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

ভুয়া মফিজ বলেছেন: যাক, শান্তি পাইলাম। :)

৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি তো দেখে শিরোনাম ভাবছিলাম, আপনি মনে হয় দেশে এসেছেন । মাগার সাফারি পার্ক যে বিদেশেও হতে পারে এই বিষয়টা এখন মানতে পারছি না X(( X(

মুহতারামা ভাবী সাহেবার উপস্থিতি আপনার বিনোদন বাড়ানোর পাশাপাশি আপনাকে জবরদস্থ এক নিরাপত্ত্বার বেষ্টনীতে বন্দি করে রেখেছে জেনে আমার নৃত্য করতে ইচ্ছে করছে =p~ B-)) :#) =p~ =p~

ভাবী সাহেবাকে আমার সালাম জানাবেন ।

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১

ভুয়া মফিজ বলেছেন: সাফারী পার্ক বিদেশেরই কনসেপ্ট। দেশে তো হলো ক‘দিন আগে। মেনে নিন....এটাই বাস্তবতা। :D

আমার খুব ইচ্ছা করছে, আপনার নৃত্য দেখি। কোন ব্যবস্থা কি করা যায়? :P

ভাবী সাহেবাকে আপনার সালাম পৌছে দিয়েছি। উনি ওয়ালেইকুম সালাম বলেছেন।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
সাফারি পার্কের ঘুরে বেড়ানোর বর্ণনা কী যে আনন্দ
মনে বলছেন তা বুঝাই যাচ্ছে ( সাথে বোনাস ) আছে
না । নাহ মফিজ ভাই মজা করছি না , সব মিলিয়ে
ভালো লাগছে ছবি ও লেখাগুলো পড়ে।
শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সহ আপনাকে ও ভাবিকে।

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

ভুয়া মফিজ বলেছেন: কয়েকজন মিলে বেড়ানোর একটা আনন্দ আছে না! সেজন্যেই বোধহয় বর্ণনাতে আনন্দ চলে এসেছে। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল। :)

১১| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

নাহার জেনি বলেছেন: অসাধারণ হয়েছে। ভাল লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২২

সোহানী বলেছেন: আহারে বেচারা ক্রিস.... নিজের পয়সার শ্রাদ্ধ করে আপনাকে নিয়ে কি ভুলটাই না করলো! আমারে কইলেইতো দৌড় দিতাম

ছবি সহ বর্ননায় ডাবল প্লাস।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১

ভুয়া মফিজ বলেছেন: আমারে না নিয়া ওর কোন উপায় আছিলো না!

আপনে মনে করেন রাজী হইলেন, কিন্তুক আমাগো ভাইজানে রাজী না.....তখন কারে লইতেন! পাশের বাসার মার্টিনরে!! :P

ডাবল প্লাসের জন্য কৃতজ্ঞতা। :)

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০৫

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: সব কিছু মিলে বেশ উপভোগ্য। সো কলড রম্য লেখকদের আপনার লেখনী পড়ে শেখার আছে।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

ভুয়া মফিজ বলেছেন: সো কলড রম্য লেখক কারা সে বিষয়ে আমার কোন ধারনা নাই। আমি ভাই আমার মতো লেখি, অতি সাধারন মানের। আমার লেখা পড়ে শেখার কিছু নাই বলেই আমার ধারনা।

আপনার কাছে উপভোগ্য মনে হয়েছে....এতেই আমি খুশী। :)

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবী আন্নে কই? ভাই তো রোমানিয়ান মাইয়াতে জলপরী দেখে! আন্নেরে কোনদিন জলপরী কইছিলো নি কোনো?

হা হা....


ছবিগুলো সুন্দর, উপস্থাপনও....

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

ভুয়া মফিজ বলেছেন: আন্নের ভাবীরে জলপরী কওন লাগে ন, হ্যাতে আগেত্থনই আঁর পরী! =p~

ছবিগুলো সুন্দর, উপস্থাপনও.... ধন্যবাদ।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫১

নীল আকাশ বলেছেন: আপ্নের পোস্ট পইড়া কিন্তু আমার বেবাক সন্দেহ হইতাছে।
সুজানের লগে যে আপনি টাংকি মারতে জান নাই সেটা কেমতে বলি? সব জায়গায় তো শুধু হাত দেখি, মাথা নাই, গলাকাটা পাসপোর্ট।
রোমানিয়ান জলপরীর সাথে নিজে সারা জায়গা ঘুইরা আইসা নিরপোরাধ ক্রিসে নাম যে ফাসাইয়া দেন নাই তার প্রমাণ কি?
লেখা, ছবি আর বর্ণনা ভালো লাগছে। তয় আফসুস রইয়া গেল, রোমানিয়ান জলপরীকে দেখলাম না!! এর পরেরবার যেন জিরাফ আফনের হাতে কাম্মা দেয় সেই বদদোয়া কইরা গেলাম।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

ভুয়া মফিজ বলেছেন: সুজানার লগে তো আমি টাঙ্কি মারতেই চাই....মাগার সমস্যার প্রবলেম চিন্তা কইরাই মারি না। :P

সুজানের লগে যে আপনি টাংকি মারতে জান নাই সেটা কেমতে বলি? সরল বিশ্বাস....বুজলেন.....সরল বিশ্বাস। এ‘ছাড়া আপনের আর কোন উপায় নাই। হাত না দেখায়া উপায় আছিল না, হের লাইগাই দেহাইছি। নয়তো হেইডাও দেহাইতাম না।

রোমানিয়ান জলপরী দেহনের কাম নাই। চউক্ষের যত্ন নেন। আর যাইতাছি না.....জিরাফে কামরাইবো কেমতে!!! =p~

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কষ্ট করে উপভোগ করার জন্য ধন্যবাদ।

কষ্ট নয়, আনন্দ নিয়েই উপভোগ করেছি।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

ভুয়া মফিজ বলেছেন: তাইলে ধন্যবাদ। :)

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি প্রথমে ভেবেছিলাম গাজীপুরের টা।
এজন্য পড়িও নাই। পরের দিন দেখি মেলা কমেন্ট। তাই খুলে দেখলাম।

অনেক ভাল লম্বা বর্ননা দিছেন। ভাল লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: দেশেরটা হলে পড়বেন না....এটা কেমন কথা! আপনে কি খালি বিদেশীই ভালা পান!! ;)

ভালো লাগার জন্য কৃতজ্ঞতা।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ উপভোগ্য।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

ভুয়া মফিজ বলেছেন: আপনারা যাতে করে ভালো মতো উপভোগ করেন, সেই চেষ্টার কোন কমতি ছিল না। থ্যাঙ্কু :P

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

নতুন নকিব বলেছেন:



আপনার বর্ণনা বরাবরই উপভোগ্য। এই পোস্টেও তার ব্যতিক্রম হয়নি। মুগ্ধতা একরাশ! +++

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: কেন যে শুধু শুধু শরমিন্দা করেন......আমি এমন কিছু লেখি না, একটু চেষ্টা করি আর কি! যে মুগ্ধ হয়, সে রাস্তার ধারের আগাছা দেখেও মুগ্ধ হয়। :)

ভালো থাকবেন।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

করুণাধারা বলেছেন: সাফারি পার্ক ভ্রমণ ভালই লাগলো। আপনি ছবি তোলেন চমৎকার!

শুরু করলেন ক্রিসকে দিয়ে, শেষ করলেন দামি খাবার খেতে গিয়ে ক্রিসের জ্বালাপোড়ার কথা বলে। মাঝখানের সময়ে কি হলো, সুজানকে পটাতে পারল কিনা, সেটা জানার আগ্রহ রয়েই গেল!

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আমার তোলা বেশীরভাগ ছবিই আমার আইফোনের। ফোন হাতে থাকে, সাবজেক্টকে তাক করে ঝটপট তুলে ফেলি। বেড়াতে গেলে সাথে ক্যামেরা থাকে ঠিকই..... কিন্তু ওটা বের করে, বিভিন্নরকমের ক্যারিকেচার করে ছবি তোলা আমাকে দিয়ে খুব কম সময়েই হয়। ছবি চমৎকার কেন হয়, জানিনা। ক্যামেরা অপারেটও আমি ঠিকমতো করতে পারি না। সম্ভবতঃ আমার কপাল ভালো। :)

সুজানাকে পুরাপুরি কব্জা করতে পারে নাই এখনও, তবে ভাবে মনে হচ্ছে পটানোতে সফলতা আসবে। একবার সফল হলে আবার ওকে খসাবো। আমারও তো কিছু অবদান আছে, তাই না!! =p~

২২| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভ্রমনে মুগ্ধতা :)

একবার সাহস পাইলে কি হয় দেখলেনতো? সব আপ‌্যায়নে শেষে ভাবী সাহেবা!
ভয় মাঝে মাঝে খূব ভালা জিনিষ মনে হয় ;)

++++

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

ভুয়া মফিজ বলেছেন: আপনে খালি আমার বউয়ের সাহসটাই দেখলেন, আমি যে ডেমো দেখাইলাম এইটা কিছু না! .....নট ফেয়ার ভৃগুদা, নট ফেয়ার এ্যট অল! :P
ভয় মাঝে মাঝে খূব ভালা জিনিষ মনে হয় তাতো বটেই...তাতো বটেই!! :)

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কী সুন্দর পশু

আচ্ছা জিরাফ কামড় দেয় না ।
দেখলেই ডর লাগে

সুন্দর পোস্ট

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

ভুয়া মফিজ বলেছেন: দুনিয়াতে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। জিরাফ বদ লোকদেরকেই শুধু কামড়ায়.....কাজেই বুঝতেই পারছেন! ;)

এই কইলেন সুন্দর, আবার কন ডর লাগে....মানে কি!! :P

পোষ্টরে সুন্দর কওনের লাই ধইন্যবাদ।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

বলেছেন: মফিজিয়া বর্ণনায় আমোদিত।।।।
বিরয়ানী পার্টি নেক্সট টাইম হলে দাওয়াত দিয়েন।।।।


সাফারি পার্ক গাড়ির ভেতর থেকেই দেখতে হয় বলে মফিজ কোথাও উল্লেখ করেছেন কি না।।।

সুজানার সাথে দেখা করা যায় নাকি --

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

ভুয়া মফিজ বলেছেন: বিরিয়ানী পার্টি হয় না, বিরিয়ানী পাকাই, আর খাই......এইটারে কি পার্টি কওন যায়? :)

সাফারি পার্ক গাড়ির ভেতর থেকেই দেখতে হয় বলে মফিজ কোথাও উল্লেখ করেছেন কি না না, করেন নাই। সাফারিতে হাটার সুযোগ তো নাই, উল্লেখ করে কি হবে? হাটার সুযোগওয়ালা সাফারীর কথাও জানা নাই। সাফারীতে গিয়া আপনের হাটনেরই বা কাম কি?

সুজানার সাথে দেখা করার দরকার কি? আপনার চরিত্র কি কোন এক চাচার মতো পবিত্র?? :P

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাসীনের বাপেরে নিয়া দাঁড়া করাইয়াম...। আঙ্গুলে কামড় দিক। আমি ভালা মানুষ হাহাহাহা

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

ভুয়া মফিজ বলেছেন: হের পরে আপনে নিজেই ভেউভেউয়াইয়া কানবেন। কইবেন......এই বদ জিরাফে আমার কি সর্বনাশটা করলো গো!!! :P

মনে রাইখেন,
আপনাকে ভালো বলে, ভালো সে নয়
লোকে যারে ভালো বলে, ভালো সে হয়।
...... =p~

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কানতাম না
বদ মানুষের জন্য কানতাম না । তবে তাসীন তামীমের জন্য চিন্তা আর কী হাহাহা

আমারে ভালা দুইনাইর মানুষে কয় .....

আমি তো বালা না বালা লইয়াই থাইকো হুহ :(

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আমারে ভালা দুইনাইর মানুষে কয় ..... তাইলে আর কোন কথা নাই। আমারও অবশ্য আপনেরে ভালাই মনে হয়। খালি কবিতা লেখেন আর দিন রাইত ফটো খিচেন.....এই দুইডা ব্যাপার জানি কেমুন!! =p~

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় এই গুনী মানুষের কিছুই মানুষ দেখে না হুহ । বড় রাগে ইমু হবে। দুইটা ছাড়াও দুইনার কাজ করি, তাসীনের বাপেও দেখে না মানইসেও দেখে না। এই দুই কাম ছাড়া অফিস দেখে কে? রান্না বান্না করে কে? স্কুলে পোলাদের নিয়া যায় কে? টিভি দেখে কে? গান শুনে কে? ঘুমায় কে? আরও আরও অনেক কাজ করি কিন্তু । ও এক ঘন্টা হাঁটে কে :D

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

ভুয়া মফিজ বলেছেন: আহা, চেতেন ক্যান! আপনে যে লম্বা ফিরিস্তি দিছেন আপনের গুনের, তার পরে আপনের গুন নাই কইবো কোন......!!! =p~

অবশ্যই আপনে অনেক গুনী। একটু মজা করি আর কি!
আপনের গুনের লিস্টি আমি আরো লম্বা করতে পারি....তয় দরকার নাই। যা কইছেন, তাতেই চলবো! :P

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

জুন বলেছেন: সাফারি পার্কে কয়েক ঘন্টা :-*
আমিতো সেই সকালে গেছি আর সেই বিকালে আসছি। ল্যাপিতে বসলে ছবি দিমু হ্যানে B-)

আমি ইদানীং খেয়াল কর্ছি আপ্নে আমার লেখালেখিতে আসেন্না :(
কিছু রাগ উগ কর্ছেন্নাকি ভুয়া /:)

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

ভুয়া মফিজ বলেছেন: পার্কের ভিতরে গাড়ি নিয়া ঘুরতে হয়, গাড়ির থিকা নামা নিষেধ। তারপরেও ঘন্টা তিনেক আছিলাম। কতোক্ষণ আর বইসা থাকা যায় কন!!

আপনের সাফারীর ছবি দেখনের অপেক্ষায় রইলাম। :)

এইটা কি কইলেন আপা, শরমের কথা! আপনের উপরে রাগ করমু ক্যান। আপনেই উল্টা আমার উপরে চেইতা আছেন মনে কইরা ভয়ে আপনের ব্লগবাড়িতে যাই নাই। ভাবলাম, রাগ কমুক, হেরপরে যামুনে।

আইচ্ছা, ব্যাপারটা তাইলে আপনেরে খুইলাই কই।

আমার মাননীয় মডারেটর এবং সন্মানীত ব্লগারবৃন্দের কাছে আকুল আবেদন পোস্টে আপনে কমেন্ট করছেন, কিন্তু লাইক দ্যান নাই। আবার :( এই ইমোও দিছেন! আমার কোন পোস্টে আপনে কমেন্ট কইরা লাইক দ্যান নাই, এইটা ইতিহাসে নাই। তো তখনই বুজছি, আপনে মাইন্ড খাইছেন। সেইটা বুইজ্জাই কিন্তু ব্যাখ্যাও দিছি। এরপরে আমার তিনটি আধা-ভৌতিক মিনি গল্প পোস্টে তো আপনে আইলেনই না, অথচ আপনেরে কয়েকবারই অনলাইনে দেখছি। তহনই বুঝছি, তাইলে তো সর্বনাশ হইছে! তো, ভাবলাম…….এট্টু গ্যাপ দেই, চেতা ভাবটা কমুক। তারপরে আপনের ব্লগ পাতায় গিয়া দেখুম, কোন পোষ্ট মিস করছি কি না, কারন, মাঝের বেশ কয়েকটা দিন খুব ব্যস্ত থাকায় ব্লগেই আইতে পারি নাই!! :P

এই হইলো ঘটনা। বুঝাইতে পারছি? নাকি আরও ব্যাখ্যা দিমু!!! :)

২৯| ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

জুন বলেছেন: একেতো মন্তব্যের ঘরে প্রতি উত্তর দিছেন তার লগে এক ট্রাক মিছা অভিযোগ /:)
আর আপনে ওই পোস্টে ফেসবুকীয় পোস্ট্রে পচাইছেন তাই আমি লাইক দিছি পরে ভুয়া। আর ছ্যাড ইমু দিছিলাম নাকি :-* কনকি :-&

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

ভুয়া মফিজ বলেছেন: বহুত চিন্তা-ভাবনা কইরা উত্তর দিছি। এই জন্য সমস্যা হইতাছিল, বারে বারে ডিলিট করছি। =p~

এইবার মনে হয় ঠিক আছে.....কি কন!!

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

ভুয়া মফিজ বলেছেন: তাই আমি লাইক দিছি পরে ভুয়া হে হে হে......পরে না, এহন লাইক দিছেন। :P
মিছা অভিযোগ কুনটা.... :)
ছ্যাড ইমু তো দিছেনই, দ্যাহেন চেক কইরা। এর লাইগাই তো ডরাইছি। B-)

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

জুন বলেছেন: তো এখন এক ট্রাক ঝিনুক চকলেট পাঠাইয়া দ্যান আমি আধা ভুতের গল্পে আস্তে ধীরে মন্তব্য কর্তে থাকি ;) :`>

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

ভুয়া মফিজ বলেছেন: আপনেও ঠিকানা পাঠায়া দ্যান, পাঠাইতাছি। আপনেরে ঠান্ডা না করলে তো বিপদ আছে..... =p~

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

জুন বলেছেন: আমিতো সব সময় আপনার লেখা লাইক করি ভুয়া। সহ ব্লগার হিসাবেও লাইক করি। সো লাইক ফাইক না দিলেও বুইজ্জা নিবেন ইউ আর অলওয়েজ লাইকড B-) B-)

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

ভুয়া মফিজ বলেছেন: তা আমি জানি। ‘লাইক‘ খুব গুরুত্বপূর্ণ কিছু না।

কিন্তু যখন সবসময়ের প্র্যাকটিসে ব্যত্যয় ঘটে তখন মনে হয়, কিছু একটা সমস্যা নিশ্চয়ই হইছে! তার উপরে :( এই ইমো দেইখা ডরাইছি। :P

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

অজানা তীর্থ বলেছেন: বছর তিনেক আগে গিয়েছিলাম, আপনার এই পোষ্ট দেখে আবার যেতে ইচ্ছে করছে। সুন্দর ভাবে বর্ণনা করেছেন।

০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

ভুয়া মফিজ বলেছেন: একবার যাওয়ার পরেও আমার পোষ্টের কারনে আবার যেতে ইচ্ছা করছে? তাহলে তো পোষ্ট সার্থক!! :)

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

মা.হাসান বলেছেন: আমি আগেই বলেছিলাম ব্লগে লাইক বিক্রি হয়, এবার তো প্রমান সহ সব দেখা যায়। :( আমার কম্বল কোথায়?
রাজীব নূর বাইরে যাবার আগেই এই অবস্থা, গেলে তো সরাসরি সব নিলাম হবে গো :((

(রাজীব ভাইয়ের দেশ ত্যাগের খবর জানিতে কাজী ফাতেমা ছবি আপার লাস্ট পোস্ট পড়ুন)

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

ভুয়া মফিজ বলেছেন: আমি কোথায় জুন আপারে বুঝায় শুনায় ঠান্ডা করতাছি, আপনে আইছেন ভেজাল লাগানের লাই। হুনেন, ব্লগে লাইকের দরকার আছে। নয়তো এইটা উঠায়া দিত। এখন আপনের ক্যাচালের জন্য আপায় আমার ভুতের পুষ্টে মন্তব্য করতাছে না…...লাইক তো দুরের কথা! আমিতো এহনও মাঝেমধ্যেই না পইড়া লাইক দেই…...অহন কি করবেন, করেন!! :(( :P

এইহানে ‘লাইক‘ প্রসঙ্গ আইছে আপায় যে চেতছে, হেইডা বোঝানের লাই। আপনে ‘ঘটনা উদ্দেশ্যমূলকভাবে অন্যদিকে প্রবাহিত‘ করতাছেন। আমি...ভুয়া মফিজ, এর তেব্র জেনুইন পরতিবাদ করতাছি। ;)

আপনের লাইক দ্যাতে সাপধান আগেই পড়ছি। আজাইরা লেখা। খামাখা আমাগো চোখের মণিরে চেতাইছেন!! X(

শেষ কথা হইলো, লাইক লইয়া কিরপিনের চুদুর বুদুর চইলতো ন!!!! =p~

রাজীব নুর সাময়িকভাবে দেশত্যাগ করিয়াছেন। তবে এই সাময়িক সময়টুকুতেই ব্লগ ‘অভিভাবক শুন্য‘ অবস্থায় থাকিবে, দেখা শুনা করার কেহ থাকিবে না........ইহা মানিয়া লইতে হইবে। কিছুই করার নাই। :(

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

জুন বলেছেন: থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে একদিন দিয়ে গেলাম :)

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

ভুয়া মফিজ বলেছেন: দেখলাম। মন্তব্য রেখে এসেছি। :)

@ মা.হাসান: লাইকও দিয়ে এসেছি!!! =p~

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

আখেনাটেন বলেছেন: সুজানাকে পটানো যে সোজা না তা বুঝা যাচ্ছে। ক্রিসের শিঁকে ছিঁড়ুক এই কামনা। :P

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

ভুয়া মফিজ বলেছেন: সহজ হওয়ার কথা না। অতিরিক্ত সুন্দরী মেয়েদের ঢং-ও অতিরিক্ত রকমের হয়। আমার আবার ধৈর্য কম.... তাই আমার কাছে এসব ঢং সামলানো বিরক্তিকর মনে হয়।

তবে ক্রিসের অসীম ধৈর্য। শিকে ছিড়বে বলেই মনে হচ্ছে! ;)

৩৬| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

মা.হাসান বলেছেন: @অরেঞ্জ ট্রাম্প--হুদাই লোকে আপনার নামে quid pro quo এর অভিযোগ আনছে। একবার ব্লগে ঢুইকা দ্যাখেন কি হইতে আছে।

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

ভুয়া মফিজ বলেছেন: ''অরেঞ্জ ট্রাম্প''........এনারে তো চিনলাম না!!! :(

৩৭| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

মোস্তফা সোহেল বলেছেন: আজ ছবি গুলো দেখে নিলাম ভাই। :D

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ, আর ফিরে এসে জানানোর জন্য ডাবল ধন্যবাদ! B-)

৩৮| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আসুন কিছু খাই।


১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

ভুয়া মফিজ বলেছেন: আপনে খান, আমি দেখি। কলা ছাড়া আর কোন ফল আমার বিশেষ পছন্দ না। :D

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মা.হাসান বলেছেন: ''অরেঞ্জ ট্রাম্প''........এনারে তো চিনলাম না!!!



অরেঞ্জ ট্রাম্প হলো আপনার প্রতিবেশি নাইজেল ফারাজের একজন দোস্ত এবং যুবলীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী । উনি মনে হয় স্টর্মি ড্যানিয়েলস নামের কোনো নায়িকার সাথে একটা সিনেমাও করেছেন, আমার এখনো দেখা হয় নি :P

১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

ভুয়া মফিজ বলেছেন: এই লোক তো বরিস জনসনেরও দোস্ত। এনাকে ইমপিচমেন্টের কাজ শুরু হয়েছে। যদি সত্যি সত্যি হয়েই যায়, তাহলে যুবলীগের দায়িত্ব নিতে আর কোন অসুবিধা থাকবে না। আমি নিশ্চিত, ইউ এস প্রেসিডেন্টের চেয়ে যুবলীগের প্রেসিডেন্ট হিসাবেই সে দুনিয়াব্যাপি নাম কামাবে। চরিত্রগত মিল বলে একটা কথা আছে। ;)

মুভিটা দেখে একটা রিভিউ দিয়েন।

৪০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: জিরাফের মুখের ভেতরে হাত ঢুকিয়ে আমি খাওয়াচ্ছি, কল্পনা করতেই মনে হইলো আমি ফ্রিজ হইয়া গেছি।
আপনার বউ আপনারে যে নামে ডাকার হুমকি দিছে, খারাপ কি! মফিজ বলবে, হা হা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

ভুয়া মফিজ বলেছেন: জিরাফের মুখের ভেতরে হাত ঢুকিয়ে আমি খাওয়াচ্ছি, কল্পনা করতেই মনে হইলো আমি ফ্রিজ হইয়া গেছি। আমার মতো সাহসী মানুষদের ব্যাপার-স্যাপারই আলাদা।;)

বউয়ের মফিজ ডাক খারাপ না, ব্লগে এই ডাক শুনতে শুনতে আমি অভ্যস্থ হয়ে গিয়েছি। তবে, ডাকের সাথে যে মুচকি হাসি দিবে, সেটাই অসহ্য!!

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০১

শের শায়রী বলেছেন: ব্লগে যদি মাইনাস বাটন ডা থাকত টিপ্পা ধইরা বইসা থাকতাম, দেহাইলেন মুরগী খাওয়াইলেন আলু, মানে রোমানিয়ান জলপরী দেখতে গিয়া সাদা হাতি, কালা বান্দর, নীল চামচিকা, হইলদা তেলাপিয়া, আপনি আসলেই ভুইয়া, নামেও ভুইয়া কামেও ভুইয়া। সুযোগ থাকলে লোক ভাড়া কইরা আইনা মাইনাস লাগাইতাম।

আহারে মোন্ডা যানি কেমুন আনচান আনচান লাগতাছে, (অফ দ্যা রেকর্ড আশ পাশ দিয়া সিঙ্ঘীর মত বউ যাইতাছে তয় আমার এই সব ছাইপাশ লেখায় সে মনোযোগ দেয় না বিধায় নিশ্চিন্তে লিখতে পারছি, যদি দ্যাখে আমি রোমানিয়ার জলপরী দ্যাখতে চাইতাছি তাইলে ...... সব বাড়ির পাশে মার্টিনরা থাকে :(

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

ভুয়া মফিজ বলেছেন: আমি ছবি দেহামু তো কই নাই, বর্ণনার কথা কইছি। এহনে বাংলা পইড়া আপনে না বুজলে আমি কি করতাম!! :P

সব বাড়ির পাশে মার্টিনরা থাকে হ....তা তো থাকেই। এইডাই তো ওনাগো তুরুপের তাস। নিজেগো মইদ্দে ঝগড়া-বিবাদ বাদ দিয়া বরং চলেন একলগে রোমানিয়া যাই। দুই বাঘভাই মিল্লা ইকটু ফুর্তি-ফার্তা করি। আমাগো লাইফে কি কোন জীবন আছে!!! =p~

৪২| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টে মাইনাস! রোমানিয়ান সুন্দরীর ছবি পোষ্ট যুক্ত না করলে এই সাফারি দেখিয়া আমার কি লাভ??

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

ভুয়া মফিজ বলেছেন: উপরে শের শায়রী ভাইজানেও দেখলাম মাইনাস দিতে চাইলো! এক কাজ করেন, মাইনাস বাটনটা ফেরত আনেন।

রোমানিয়ান সুন্দরীর ছবি দিলে আমার এই পোষ্টে ভিড় হয়ে যাবে, ভিউ বেড়ে যাবে। তখন অন্য ব্লগারেরা ভাবতে পারে, আমিও তাইলে সুন্দরীদের ছবি দেই.........। ব্লগে এভাবে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হলে কি আপনার ভালো লাগবে? তাছাড়া এই ছবি বার বার দেখতে ইচ্ছা করবে, মানিব্যাগে রাখতেও ইচ্ছা করতে পারে। তাতে করে বাড়ীর অন্য আরেকজনের প্রতিও অবিচার করা হবে। তার চেয়ে পশু-পাখি দেখা অনেক সেইফ! ;)

এতো সবকিছু বিবেচনা করে আমার অবিবেচক, অমানবিক হতে ইচ্ছা করলো না। স্যরি!!! =p~

৪৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:০৭

নিয়াজ সুমন বলেছেন: জিরাফ কি সত্যি কামড় দেয় না?
আরেকটি হতাশা, জলপরী কে উম্মোচন করলে কি ভালো হতো না !!

১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৩৩

ভুয়া মফিজ বলেছেন: না ভাই, দেয় না। দিলে কি আর মুখে হাত ঢুকাতাম?

জলপরী না দেখাই ভালো। শুধু শুধু আফসোস বাড়িয়ে কি লাভ? =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.