| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই এতো সুন্দর জমকালো ব্লগ দিবসের আয়োজন করার জন্য আয়োজকদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে গুটিকয় মানুষ কষ্ট না করলে সিংহভাগ মানুষ আনন্দ করতে পারে না। যারা দিন-রাত্রি পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে (অবশ্য ঘাম পরেছে কিনা আমি নিশ্চিত না, কারন শুনলাম দেশে এখন তীব্র শীত) দিবসটাকে সফল এবং স্মরনীয় করে রাখলেন, তাদেরকে জেনুইন ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নাই। বিশেষ করে আমার, অর্থাৎ ভুয়া মফিজের পক্ষে ব্যাপারটা আরো কঠিনই বটে!
যাই হোক, ব্লগার স্বপ্নের শঙ্খচিলের পোষ্টে ব্লগ দিবস ম্যাগাজিনের সূচিপত্র দেখে জানলাম আমার বর্ণবাদী ভূত নামক গল্পটা ছাপা হয়েছে। অত্যন্ত ভালো কথা, সুখের কথা। আমার জন্য অতীব আনন্দের বিষয়। সূচিপত্রটা পোষ্টে যোগ করে দেয়ার জন্য ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু একি……!! লেখকের নাম দেখে আমি আতকে উঠলাম। ভুইয়া মফিজ!!! এ কে? এরে তো চিনলাম না। এই একই নামের গল্প এই অজানা ব্লগার কই পাইলো? প্রাথমিক ধাক্কা সামলে উঠে বুঝতে পারলাম, এইটা আসলে আমিই…...ভুয়া মফিজ। আরও বুঝলাম, বর্ণবাদী ভুত সম্ভবতঃ ছাপাখানার ভূতের খপ্পড়ে পড়েছে।
আমাকে না জানিয়ে আমার এত সুন্দর নিকটার এই হাল যে বা যারা করেছে, সামু কর্তৃপক্ষের কাছে তার বা তাদের বিচার চাই। আর এর জন্য যদি সামু কর্তৃপক্ষই দায়ী হয় তাহলে সন্মানীত ব্লগারদের কাছে এর বিচার চাই।
আমি আমার অতিপ্রিয় এই নিকের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের, এই অবিচারের 'তেব্র পরতিবাদ' জানাচ্ছি।
সেই সঙ্গে সবাইকে এটাও জানিয়ে দিতে চাই, আমার পদবী কস্মিনকালেও ভুইয়া ছিল না। এখন এই পরিবর্তনের জন্য যদি কোন আকীকা দিতে হয় বা খরচ করতে হয়, তাহলে এটা ষড়যন্ত্রকারী বা কারীদেরই বহন করিতে হইবেক!
দুঃখ একটাই! পাথরে নাম লেখার মতো এই ম্যাগাজিনেও ভুয়া মফিজ চিরস্থায়ীভাবে ভুইয়া মফিজ রয়ে যাবে..... চিরকাল!! আর এই দুঃখ আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে!!! (কারো কাছে কি এক বক্স টিস্যু হবে….প্লিজ??)
![]()
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
ভুয়া মফিজ বলেছেন: দেখলেন, কতো সমস্যা! আর কে কে কি কি ভাবে সেটা নিয়েই চিন্তায় আছি। আমার নিকটা কেমন একটা বিপদে পরে গেল না!! ![]()
২|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা হাহাহাহাহা
হাসি ছাড়া কমেন্ট নাই হাহাহাহাহাহাহাহাহা
হাহাহাহাহা
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১
ভুয়া মফিজ বলেছেন: কারো বিপদে যে কেউ এমনভাবে হাসতে পারে, এইটা এই প্রথম জানলাম।
পৃথিবীতে হৃদয়হীন মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে! বিদায় পিতিবি!!! ![]()
৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কতমোটা একটা বই অথচ কবির সংখ্যা কম --------বড় দুঃখজনক
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
ভুয়া মফিজ বলেছেন: আপনি আছেন আপনার দুঃখ নিয়ে......এদিকে আমি বাচি না আমার জ্বালায়!! ![]()
৪|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
ধ্রুবক আলো বলেছেন: ই-কার ইতে ঝামেলা করে দিলো।
অভিনন্দন ভাই। কালকে দেখা হয়েছিলো। কিন্তু পরিচয় হয়নি মনে হয়নি।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
ভুয়া মফিজ বলেছেন: আপনার কথা শুনে তো আমি আরো চিন্তায় পরে গেলাম রে ভাই! আমি আছি ইংল্যান্ডে......আপনি আমাকে দেখলেন কিভাবে?? তাহলে কি ভুইয়া মফিজ নামে আসলেই কেউ আছে, যে অনুষ্ঠানে গিয়েছিল??? ![]()
ভালো ঝামেলায় পরলাম মনে হচ্ছে!!!!
কে এই কালপ্রিট? ![]()
৫|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১
টারজান০০০০৭ বলেছেন: তাহারা আফনারে ভুয়া মফিজ হইতে খাঁটি মফিজ বানাইতে চাহিয়াছিলেন ! আর আপনি কিনা তাহাদেরই এই সুকর্মের পোরতিবাদ জানাইয়া কুকর্ম করিতেছেন ! যাউকগা ! আফনারে অভিনন্দন !
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
ভুয়া মফিজ বলেছেন: আপনে যেমন জঙ্গলের রাজা হইয়াই সুখী, আমিও তেমনই ভুয়া হইয়াই সুখী। আমি তো কারো কাছে খাটি হওয়ার আবেদন করি নাই। তাইলে আমার লগে এমুন হইলো ক্যান? কোন দিশা পাইতেছি না। জঙ্গলের রাজার কাছেই বিচার দিলাম। আশাকরি সুবিচার পামু!
অভিনন্দনের জন্য ধইন্যবাদ।
৬|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
নয়ন বিন বাহার বলেছেন: ভাই, আমি একটা পোস্ট দিয়েছি যাঁদের যে লেখা প্রকাশ হয়েছে। নামটা নিয়ে আমার খটকা লেগেছে। আপনাকে তো জানিই। কিন্তু ভাবলাম হয়তো এটাই সঠিক। আমার লেখা সংশোধন করে নিচ্ছি ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭
ভুয়া মফিজ বলেছেন: আমার লেখা সংশোধন করে নিচ্ছি ভাই। ধন্যবাদ।
জঙ্গলের রাজার ধারনা অনুযায়ী, এটা সম্ভবতঃ আমাকে খাটি বানানোর একটা অপচেষ্টা। একে রুখতেই হবে। আপনার সহযোগিতার জন্য আবারো ধন্যবাদ। ![]()
৭|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: না না ভাই কাঁদবেন না। টিসু খরচ না করে বরংচ বাকী কান্নাটা আমিই কেঁদে নেই।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১
ভুয়া মফিজ বলেছেন: সহযোগিতার জন্য আপনারও ধন্যবাদ পাওনা হলো।
টিস্যুর জন্য অবশ্য আমি পয়সা খরচ করতাম না, আপনাদের কাছ থেকেই নিতাম। দেখি, কেউ যদি দেয়.....আপনাকে দিয়ে দেব। ![]()
৮|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: নাম কোনো ব্যাপার না। মানুষের আসল পরিচয় কর্মে। হে হে
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
ভুয়া মফিজ বলেছেন: পাক্কা জ্ঞানীর মতো বলেছেন। এ'জন্যেই তো আমি সবসময় বলি, আপনার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে!! ![]()
৯|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আমিও প্রথমে চমকে উঠেছিলাম। যাইহোক, কিছু ত্রুটি অবশ্যই আছে। তবে এই পাকনামি বোধ করি প্রেস থেকেই ঘটেছে। এই ব্যাপারে জানানো হয়েছে, পরের কপিগুলো সংশোধিত আকারে আসলে আপনার জন্য আমি একটা রেখে দিবো।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
ভুয়া মফিজ বলেছেন: আহ্, বাচালেন জাদিদ ভাই। আপনার আশ্বাস যেন চৈত্রের কাঠফাটা রোদে এক ঝলক সুশীতল হাওয়া!
এটা যে প্রেসের ভুল সেটা আগেই অনুমান করেছিলাম। সেজন্যেই শিরোনামে ছাপাখানার ভূত বলেছি। তবে, দু্ঃখ পাচ্ছিলাম এই ভেবে যে, ম্যাগাজিনটা যখনই আমার শেলফ থেকে নামাবো, তখনই না চাইলেও নজরটা প্রথমেই চলে যাবে ভুইয়া মফিজের দিকে।
উদ্ধারকারী জাহাজ হামজা'র ভুমিকা পালনের জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।
১০|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনে যেমন জঙ্গলের রাজা হইয়াই সুখী, আমিও তেমনই ভুয়া হইয়াই সুখী। আমি তো কারো কাছে খাটি হওয়ার আবেদন করি নাই। তাইলে আমার লগে এমুন হইলো ক্যান? কোন দিশা পাইতেছি না। জঙ্গলের রাজার কাছেই বিচার দিলাম। আশাকরি সুবিচার পামু!
ভাই জঙ্গলের রাজার কাছে বিচার দিলেন? শেষে উনি আবার কার টোকেন কাকে দিয়ে দেন!
![]()
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
ভুয়া মফিজ বলেছেন: ভালো কথা বলেছেন তো! এটা তো মনে ছিল না!!
ফরগেট জঙ্গলের রাজা। বিচারের শুনানীর জন্য ডাকলেও যাচ্ছি না আর। তাছাড়া আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে ইতোমধ্যেই। ![]()
১১|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
পদ্মপুকুর বলেছেন: আহা হা, বাংলাদেশের সব প্রতিবাদ যদি এ রকম শালীন আর আদরে মোড়া হতো, তাইলে দেশটা আইসল্যান্ড হয়ে যেতো!!!
কর্তৃপক্ষ বলেছে পরের কপিগুলো সংশোধিত হবে। কিন্তু বর্তমান কপিগুলোর কি হবে? আপনি কি তবে ভুইয়া বাড়ির মফিজই থেকে যাবেন?
এইভাবে চইলতো না, রাস্তায় নামেন, তারপর বিআরটিসির বাসে ইট মারেন, আগুন দ্যান। শাহবাগে যান, মিডিয়ারে খবর দিয়াই আইতাছি..... ![]()
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
ভুয়া মফিজ বলেছেন: আমি আসলে অহিংস আন্দোলনে বিশ্বাসী। তাছাড়া যে দেশে থাকি সেখানে 'প্রতিবাদ' না হয়ে 'পরতিবাদ'ই হয়।
এখন যে তীর ছোড়া হয়ে গিয়েছে তা তো আর ফিরিয়ে নেয়া যাবে না, তাই জাদিদ ভাইয়ের এই সমাধানই সই। আমি দেখা যাচ্ছে, আংশিক ভুইয়া আর আংশিক ভুয়া হিসাবেই রয়ে যাবো।
আপনেরা ভরসা দিলে আর দ্যাশে থাকলে ইটা মারার কথা না হয় চিন্তা করতাম, এহন তো কিছু করনের নাই!!! ![]()
১২|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিছু অতি আঁতেল টাইপের লোকজন এইসব করে। আমার নিজের ক্ষেত্রে একটা ঘটনার কথা বলি। আমার নাম আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম। একটি সরকারি অফিসে একটা কাজের জন্য গেলে সংশ্লিষ্ট কেরানী মহাশয় বললেন, আপনি নিজের নাম ভুল বলছেন। মোঃ শব্দটি সব সময় নামের আগে ব্যবহার করা হয়, নামের মাঝখানে নয়। এই কথা বলে তিনি ফরমে আমার নাম লিখলেন, মোঃ আবুহেনা আশরাফুল ইসলাম। আমি তীব্র প্রতিবাদ করে বললাম, আমার নাম আমি জানি না, আপনি জানেন? এখুনি ফরমটা সংশোধন করুন। বেশি পণ্ডিতি ভালো নয়। নিজের নাম যে যেমন লিখে সেটাই ঠিক। সৈয়দ আরিফুর রহমান যেমন ঠিক, তেমনি আব্দুল মান্নান সৈয়দও ঠিক। বাংলাদেশের একজন বিখ্যাত কবি আব্দুল মান্নান সৈয়দের নাম শুনেছেন?
অতি পণ্ডিত ভদ্রলোক মুখ হাঁ করে তাকিয়ে রইলেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
ভুয়া মফিজ বলেছেন: যাকগে হেনা ভাই। নিজ গুনে ক্ষমা করে দ্যান। প্রেসের লোক হয়তো ভেবেছে 'ভুয়া মফিজ' তো হতে পারে না, তাই একটা 'ই' যোগ করে দিয়েছে, অবশ্যই সরল বিশ্বাসে।
আপনার বর্ণিত স্বঘোষিত পন্ডিত দেশে অত্যাধিক। এরা যন্ত্রণা তো একটু দিবেই.....কি আর করা। ![]()
১৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আবারও হাসতে আসিলাম।
আপনি আমার ছবি ব্লগ দেখেন নাই ক্যারে
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: নেন....মজা নিতে থাকেন।
আপনে আবার ছবি ব্লগ দিলেন কুনসুম? দ্যাখলাম তো একখান কবিতা। ওইটার মধ্যে ছবি আছে নি? আচ্ছা, চেক কইরা দেখতাছি। ![]()
১৪|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
জুন বলেছেন: ভুইয়া মফিজ
হা হা হা ভালোই তো ভুয়া, বিনে পয়সায় ভুল সংশোধন

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
ভুয়া মফিজ বলেছেন: আমার নিকের বিষয়টাতো ভুলই না, তাই সংশোধনের প্রশ্নই আসে না।
যাউকগ্যা, কপালে দুর্ভোগ থাকলে তো মাইনা নিতেই হইবো, কি আর করা!!
আপনের বিলাইটা আমারে ব্যাকা হয়া দ্যাখতাছে ক্যান, বুজলাম না। ভুয়া দ্যাখে নাই কুনদিন?? ![]()
১৫|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আমার নিকের বিষয়টাতো ভুলই না, তাই সংশোধনের প্রশ্নই আসে না।
যাউকগ্যা, কপালে দুর্ভোগ থাকলে তো মাইনা নিতেই হইবো, কি আর করা!! ![]()
আপনের বিলাইটা আমারে ব্যাকা হয়া দ্যাখতাছে ক্যান, বুজলাম না। ভুয়া দ্যাখে নাই কুনদিন??
হে নিজেরে অরিজিনাল ভুয়া ভাবতো, অহন দ্যাক্তাছে অরিজিনাল ভুয়া আপনে, অবাক হ্ইছে এল্লাইগ্যা।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
ভুয়া মফিজ বলেছেন: আমি আর অরিজিনাল থাকতে পারলাম কোনহানতে, মাঝখানে তো 'ভুইয়া' হান্দায়া গ্যাছে গা!!
এহন হ্যায়-ই অরিজিনাল ভুয়া। আমি অফ নিলাম!
১৬|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: এই নিন টিস্যু ![]()

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
ভুয়া মফিজ বলেছেন: বক্সটা প্লিজ ব্লগার মাহমুদুর রহমান সুজনকে পৌছে দিবেন। আমার হয়ে কান্নার দায়িত্ব এখন উনার। ![]()
১৭|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
ইসিয়াক বলেছেন: কি আর বলবো? সমবেদনা রইলো ।
ভালো থাকুন। সুস্থ থাকুন। মনের আনন্দে লিখুন।
ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
ভুয়া মফিজ বলেছেন: সমান বেদনার জন্য ধন্যবাদ।
সুস্থ আছি আল্লাহর রহমতে। ভালো থাকার চেষ্টা করছি। আর লেখালেখি আমি সবসময় মনের আনন্দেই করি।
আপনার জন্যও একই কামনা রইলো। আবারও অনেক ধন্যবাদ।
১৮|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
শের শায়রী বলেছেন: শেষ পর্যন্ত বারো ভুইয়ার জায়গায় তের ভুইয়া? হাহাহা। আপনিও জঙ্গলের রাজা আমিও কিন্তু তাই (মানে প্রোপিকে
)
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
ভুয়া মফিজ বলেছেন: বারো ভুইয়া ছিল জেনুইন। তেরতমটাতে ভেজাল আছে।
প্রোপিকের ব্যাপারে ঠিকই বলেছেন। তবে ব্লগে সন্তানের ছবি দেয়াটা ঠিক না। ![]()
১৯|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
নীল আকাশ বলেছেন: ধ্রুবক আলো ভাইয়ের মন্তব্য পড়ে আমি চমকে উঠেছি। এত বড় বেঈমানি ভুয়া মানুষের পক্ষেই সম্ভব। অনুষ্ঠানে আসলেন আর আমার সাথে দেখা করলেন না?
যাই হোক আমি নিশ্চিত ভুয়া কিংবা আসল কোন মফিজই ইংল্যান্ড কিংবা রংংপুর থেকে আসে নি।
তবে আপনার ভুয়া নাম জেনুইন করার চেস্টা একেবারে মন্দ হয় নি।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
ভুয়া মফিজ বলেছেন: ধ্রুবক আলো ভাইয়ের মন্তব্য পড়ে আমি চমকে উঠেছি। আপনি চমকাবেন কি, উনি তো আমাকেও চমকে দিয়েছেন!!
দেশে এসে ব্লগের মিলনমেলায় যদি আসতামই তাহলে চোরের মতো কি আসতাম! একেবারে ব্যান্ডপার্টি নিয়ে বাদ্য-বাজনা বাজাতে বাজাতে আসতাম। আপনারা এক মাইল দুর থেকেই বুঝতেন, ভুয়া মফিজ আসিতেছে!!! ![]()
২০|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good evening
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০
ভুয়া মফিজ বলেছেন: Evening!!! How you're doing?
২১|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬
সোহানী বলেছেন: হাহাহাহা.........
জানেনতো ভুঁইয়ারা একসময় জমিদ্দার ছিল
। আপনেরেতো মিয়া প্রমোশোন দিসে প্রেসওয়ালারা.............
![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬
ভুয়া মফিজ বলেছেন: ভুইয়ারা যা খুশী তাই থাকুক, আমি ভুইয়া হইতে চাই না, প্রোমোশনও চাই না। আমার ভুয়াই ভালা। ![]()
২২|
২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭
মলাসইলমুইনা বলেছেন: নয়ন বিন বাহারের ব্লগারস ডে ম্যাগাজিন নিয়ে লেখা থেকে যা জানা গেলো তাতে মনে হচ্ছে আপনার বর্ণবাদী ভুতের মিউটেশন হয়ে সে আমার লেখা পর্যন্ত এসেছে ! এখন সে গিলে ফেলেছে আমার গল্পের শিরোনামের একটা আস্ত "র" !!! আর তাতে আমার গল্পের শিরোনামে ভৌগোলিক, নাক্ষত্রিক কনসেপ্টের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে মনে হচ্ছে । কাভা সাহেবকে অবহিত করা হয়েছে । সংবিধান সংশোধন না হলে যে কি হবে সেটাই ভাবছি ।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৩
ভুয়া মফিজ বলেছেন: ভুতের কি কোন বিশ্বাস আছে!! এরা যে কোন কিছুই করতে পারে। আপনিও ভুতাক্রান্ত জেনে ভালো লাগছে। অন্ততঃ আরেকজন তো পাওয়া গেল!!!
সংবিধান সংশোধন হবে, তবে আমার মতোই ঝুলে থাকবেন। আধা ঠিক, আধা বেঠিক!!
আপনার তো তাও ভালো......গল্পের নামের উপর দিয়ে গিয়েছে; আমার তো অস্তিত্ব ধরেই টান দিয়েছে। ![]()
২৩|
২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: প্রেসের প্রুফ-রীডার ভুয়া মফিজের একটা নতুন নিক নেইম দিয়েছেন, ভূঁইয়া মফিজ। এ আর তেমন কি? শুধু একটা উ কার আর একটা ই যোগ করে দিয়েছেন। কোন কিছু বিয়োগ তো করেন নি!
এখন আপনার শেলফে দুটো ম্যাগাজিন থাকবে, একটা ভুয়া নামের, অপরটা জেনুইন ভুয়া নামের। ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
ভুয়া মফিজ বলেছেন: নামে যোগ কিংবা বিয়োগ দু'টাই ভয়ংকর। দেখলেন না, আমাকে কোথা থেকে কোথায় নিয়ে ফেললো!!
এখন আপনার শেলফে দুটো ম্যাগাজিন থাকবে, একটা ভুয়া নামের, অপরটা জেনুইন ভুয়া নামের। এটা ভালো বলেছেন। এ উছিলায় অন্ততঃ দু‘টা ম্যাগাজিন তো পাওয়া যাবে! Every cloud has a silver lining!!! ![]()
২৪|
২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২
মা.হাসান বলেছেন: ইহা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ মনে হই্তেছে। ব্লগের সেই সব ঝাড়ুদার বৃন্দ, যাহারা সব সময়ে ষড়যন্ত্রের প্রতিবাদ করেন, তাহারা কোথায়?
তবে ২য় একটি সম্ভাবনা আছে। আপনি **ছাল লিখেন। সম্পাদক কি আর এই সব ছাপাইবে? মনে হয় ভুইয়া নামের কাহারো লেখা ছাপা হইয়াছে, উনি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। আপনার **ছাল লেখা রিজেক্ট হইয়াছে, তবে আপনার লেখার আর ঐ ভুইয়া সাহেবের লেখার টাইটেল কাকতালীয় ভাবে মিলিয়া গিয়াছে।
আপনি ১৫০০ লাইনের (নাকি পৃষ্ঠার ?) একখানা কবিতা লিখিবেন শুনিয়া আমিও একখানি কবিতা লিখিয়া পাঠাইয়া ছিলাম, উহাও রিজেক্টেড হইয়াছে। সেই হিসাবে আমরা দুইজনই কিন্তু রিজেক্টেড মদন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
ভুয়া মফিজ বলেছেন: আপনার হিসাবে ভুল আছে।
১৫০০ লাইনের কবিতা লেখি নাই, লেখার কথা বলাতেই কাভাভাই ভয়ে আমার গল্প ছাপাইয়া দিয়াছে। কাজেই আমি আপনার মতো রিজেক্টেড মদন না।
ভুইয়ার থিয়োরীর ব্যাপারে অবশ্য আমার বলার কিছুই নাই, হইলেও হইতে পারে! আর ঝাড়ুদার মাড়ুদারদের ব্যাপারে আমার কোনই আগ্রহ নাই।
আপনি এদিক সেদিক মন্তব্য করে বেড়াচ্ছেন দেখছি অনেকদিন থেকেই, আপনার পোষ্টে আমার মন্তব্যের জবাব না দিয়ে, ঘটনা কি?
২৫|
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬
আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা....
খুব বিনোদন পেলাম...
আকিকা আমরাই দিবনে, নাম বদলে ফেলুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
ভুয়া মফিজ বলেছেন: দেখি...........এটা গভীরভাবে চিন্তা করার বিষয়। ![]()
২৬|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
মুক্তা নীল বলেছেন:
ভুয়া থেকে ভূঁইয়া আপনি হয়তো কিঞ্চিত দুঃখ পেয়েছেন কিন্তু
আপনার পোস্ট পড়ে অনেকেই বিনোদিত হয়েছেন।
আপনার পোস্ট এবং মন্তব্য সবকিছুই পড়ে ভালো
লেগেছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশে এখন একজনের দুঃখে অন্যরা বিনোদিত হয়, এটাই বাস্তবতা। মাঝে মাঝে চোখ বন্ধ করে ভাবি.....দেশ ও দেশের জনগন দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন! হোয়াই!!!
আমার দুঃখে আপনিও বিনোদিত হয়েছেন জেনে ভালো লাগলো। ![]()
২৭|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২
জুন বলেছেন: আমার বিলাই শুইয়া শুইয়া ভুইয়া দেক্তাছে ভুয়া
![]()
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
ভুয়া মফিজ বলেছেন: ভুইয়া কি শুইয়া শুইয়া দেখনের জিনিস? ![]()
২৮|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহেয়্যারইন ব্লগের ম্যাগাজিন ছাপার কারণে প্রেস প্রতিষ্টান পরবর্তী তে ব্লগারদের কিছু কাজ পেতো। কিন্তু এসব অদক্ষতার জন্য প্রেসের বদনাম হলো। একবার ভুল ছাপা হয়ে গেলে এর দায়ভার পুরোটা লেখকের মাথায় নিতে হয়।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
ভুয়া মফিজ বলেছেন: এতোবড় কাজে একটু-আধটু ভুল হতেই পারে।
এবারকার মতো মাফ করে দ্যান। আমিও দিলাম।
২৯|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৪
আরোগ্য বলেছেন: ভুইয়া ভাই থুক্কু ভুয়া ভাই আপনার নিকের এই বেহাল অবস্থা দেখিয়া মুই বহুত কষ্ট পাইয়াছি। আমি কিন্তু প্রেসের দোষ দিমু না। আমার সন্দেহ আপনার ভুয়ামি ছাড়ানোর জন্য কেউ এই কূটকৌশল অবলম্বন করেছে। এ ব্যাপারে হরতাল ডাকা উচিত নয়তো ম্যাগাজিনের পাতায় আজীবন ভুইয়া বংশের সদস্য হইয়া থাকতে হইবে।
মোদ্দা কথা আমি আপনার সেই গল্প মিস করতে চাই না। যেহেতু আমি ব্লগ ডে-তে কাচ্চি খাইতে যাইতে পারি নাই তাই গল্পটা ব্লগে পোস্ট করার আবেদন করছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮
ভুয়া মফিজ বলেছেন: দুর্মুখেরা অনেক কিছুই বলে, আর দুর্জনেরা অনেক কিছুই করে। আমি এসবে ডরাই না। আমার ভুয়ামী বন্ধ করার ক্ষমতা কারো নাই, যতোই ষড়যন্ত্র করা হউক না কেন।
গল্পটা ব্লগে পোস্ট করা কি ঠিক হইবেক......? চিন্তা করার মতো ব্যাপার। দেখি চিন্তা করে। তবে ম্যাগাজিনটা সংগ্রহ করেন না কেন। আমারটা ছাড়াও আরো কতো সুন্দর সুন্দর লেখা আছে। আমারটাতো ভুইয়া.....থুক্কু ভুয়া লেখা!!!! ![]()
৩০|
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
মনিরা সুলতানা বলেছেন: অ্যাঁ আমি তো ভাবলাম এই মাল্টির রিয়েল নিক ধরে পেলেচি
এখন দেখি ছাপাখানার ভূতের কাজ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪১
ভুয়া মফিজ বলেছেন: আমাকে ধরা এতো সোজা না। শার্লক হোমস একবার চেষ্টা করছিল, পারে নাই। তারপর হাল ছাইরা কাইন্দা কুল পায় না!
আপনেরও কিন্তু সেই অবস্থা হইতে পারে। সাধু (???) সাবধান!!!! ![]()
৩১|
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ছাপাখানা এভাবেই আপনার প্রত্যাশাকে ছাপিয়ে গেল ![]()
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫
ভুয়া মফিজ বলেছেন: আমার আবার কোন প্রত্যাশা ছিল নাকি? এইটা কি বলেন! বুঝি নাই!!!
আমি তো খালি ভুয়া থাকতে চাই......ভুইয়া না, ব্যস!! ![]()
৩২|
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৩
খায়রুল আহসান বলেছেন: মনিরা সুলতানা এর মন্তব্যটি (৩০ নং) ভাল লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
ভুয়া মফিজ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৩৩|
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগ ম্যাগাজিনের পোস্ট যে দিয়েছে , সে পোস্টের লিংক দেন । দেখি কি কি লেখা আসল, কবে প্রকাশ পাবে আর কোথায় পাওয়া যাবে
৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
ভুয়া মফিজ বলেছেন: view this link
লিঙ্ক দিলাম।
কবে প্রকাশ পাবে প্রকাশ পেয়ে গিয়েছে।
কোথায় পাওয়া যাবে বই মেলাতে এক রঙ্গা এক ঘুড়ির স্টলে পাওয়া যাওয়ার কথা। জাদিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তাছাড়া ব্লগার হাবীব স্যার এর সাথে যোগাযোগ করলে উনি সম্ভবতঃ ঠিকানায় পোষ্ট করে দেন।
তারপর....আপনার খবর কি? ব্লগে তো আজকাল আর আসেনই না। কারে কি কই, আমি নিজেই ঠিকমত....নিয়মিত আসতে পারি না!! ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমিও খেয়াল করলাম কাল। তবে ধরে নিয়েছিলাম এটা ভুয়া মফিজের লেখা আসল নাম ভূঁইয়া মফিজ ! তবে ছাপাখানার কবলে ভুইয়া হয়তো ভূঁইয়া হয়ে গেছে।