নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

ভুয়া মফিজের ব্লগবাড়িতে স্বাগতম!!!

১৮ ই মে, ২০২০ সকাল ১০:০৩



অনেকদিন থেকেই ভাবছি একটা কথা।

ব্লগিং করতে গিয়ে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার (কিংবা বাগ) সম্মুখীন হয়েছি/হচ্ছি, যার বেশীরভাগই অনেক বলার পরেও সমাধান হয়নি। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অগোছালো ব্যাপার স্যাপারও আছে, যেমন বিষয়ভিত্তিক ব্লগ। যাইহোক, এসব সমস্যা নিয়ে কথাবার্তা কম হয়নি বিভিন্নসময়ে। আমিও বলেছি। কিন্তু কোন সমাধান না হওয়াতে একসময়ে সবাই মেনে নেয়। কোন কোন সমস্যা হয়তো টেকনিক্যাল কারনে ঠিক করা সম্ভব না, কিংবা হয়তো আর্থিক বা ব্যবস্থাপনাগত সমস্যা আছে। কি জানি! মানুষের সময়ের সাথে সাথে যে কোনও কিছুই মানিয়ে নেয়ার ক্ষমতা অনেক বেশী। আমরা সবাই একটা সময়ে সমস্যার সাথে বসবাসেই অভ্যস্থ হয়ে যাই।

একজন ব্লগার বিভিন্ন ধরনের লেখা লেখেন। সময়ের সাথে সাথে তার পোষ্টের সংখ্যা বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে কারো কারো প্রচুর পোষ্ট হয়ে যায়। যাদের অনেক পোষ্ট, তারা কোন একটা পোষ্ট খুজতে গেলে নিজেরাই সহজে পান না। আবার কোন একটা পুরানো পোষ্ট ওপেন করার পর ব্যাক বাটন প্রেস করলে ইমিডিয়েট পেছনে না গিয়ে একেবারে ব্লগবাড়ির প্রথম পেইজে চলে আসে। আবার এক এক করে পিছনে গিয়ে চেক করার ধৈর্য থাকে না অনেক সময়েই।

এদিকে সবার সব বিষয়ে সমান আগ্রহ থাকে না। মনে করেন, একজন ব্লগার আরেকজন ব্লগারের কোন বিশেষ ধরনের পুরানো লেখা…….যেমন, সমকালীন বিশ্ব বিষয়ক, পড়তে চান। প্রতিটা পাতা চেক করে দেখাও সম্ভব হয় না, ফলে আগ্রহ একসময়ে হারিয়ে যায়।

এসব চিন্তা করেই আমার একটা অনুরোধ আছে কর্তৃপক্ষের কাছে। প্রতিটা ব্লগবাড়িতে শুরুতেই বাই ডিফল্ট ঝুলে থাকবে এমন একটা সূচীপত্রের ব্যবস্থা কি করা যায়, যেটা ওই ব্লগার তার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন! তাহলে একজন ভিজিটর তার কাঙ্খিত ব্লগারের কোন কাঙ্খিত পুরানো পোষ্ট আগ্রহ অনুযায়ী কষ্ট করে না খুজে সহজেই পেতে পারেন।

ধরে নিলাম, কোন বিশেষ কারনে ব্লগ কর্তৃপক্ষ এই অনুরোধ রাখতে পারছেন না। তাহলে আমার আরেকটা বিকল্প প্রস্তাবনা আছে। ব্লগের প্রথম পাতায় যেমন করে যে কোনও একটা পোষ্টকে স্টিকি করে রাখা যায়, তেমনি একটা ব্ল্যাঙ্ক পোষ্টকে প্রতিটা ব্লগবাড়িতে বাই ডিফল্ট স্টিকি করে রাখা যায় কিনা, যেটাকে ওই ব্লগার তার মতো করে সাজিয়ে নিবেন! নতুন প্রতিটা পোষ্ট সেখানে সংযুক্ত করতে থাকবেন। সেক্ষেত্রে সেই পোষ্টটাই ওই ব্লগারের সূচীপত্র হিসাবে কাজ করবে। উদাহরন হিসাবে আমার পোষ্টগুলোকে আমি আমার মতো করে এই পোষ্টে সাজালাম। এটা আসলে করেছি, নিজের জন্য; কারন আগেই বলেছি, কোন একটা নির্দিষ্ট পোষ্ট খুজে বের করতে খুবই বিরক্ত লাগে। ভাবলাম, এতো কষ্ট করে করলামই যখন, আপনাদের সাথেও শেয়ার করি। তারপরেই এই আইডিয়াটা মাথায় এলো। দেখি…...ব্লগ কর্তৃপক্ষ কিছু করতে পারেন কিনা!!!

গত ছয় মাস ধরে একটু একটু করে কাজ এগিয়েছি। বিশাল ঝামেলার কাজ। করোনা হামলা না হলে এটা শেষ করতে আরো ছয় মাস লাগতো। এখানে আমার ব্লগ জীবনের শুরু থেকে ১০০টা পোষ্ট (লিঙ্কসহ) আছে। কর্তৃপক্ষের কাছে চাওয়া শুধু একটাই। এই পোষ্টটা যেন সব সময়ে আমার ব্লগবাড়ির প্রথম পাতার শুরুতেই থাকে, সেই ব্যবস্থা করা। চাওয়াটা কি খুব বেশী হয়ে গেল? আপনারা কি বলেন??

প্রাসঙ্গিকভাবেই আমার এই সূচীপত্রমূলক পোষ্টের শিরোনাম, ভুয়া মফিজের ব্লগবাড়িতে স্বাগতম!!!


আমার সকল পোষ্ট


১। ভ্রমনঃ আমার সবচাইতে প্রিয় বিষয়
সাফারী পার্কে কয়েকটা ঘন্টা
মাত্র দুই পর্বআইল অফ ওয়াইট ভ্রমন - ১
তিন পর্বে প্যারিসমোহনীয় রমণীয় প্যারিস (পর্ব ১)
ছয় পর্বের সমাহারঃইস্তান্বুলের অলি-গলিতে কয়েকটা দিন - প্রথম পর্ব
আট পর্বের ইটালী ভ্রমনঃস্বপ্নযাত্রা: ইটালী - ১
তিন পর্বের স্কটল্যান্ড ভ্রমনঃঅপরুপ স্কটল্যান্ড - ১
বিলাতের খুচরা অভিজ্ঞতা: নদী দর্শন


২। দেশ নিয়ে আমার ভাবনা
করোনা ভাইরাসঃ বাংলাদেশের কতিপয় কৌশলগত সুবিধা এবং অসুবিধা
করোনা ভাইরাসের সাথে লড়াইতে আমরা জিততে পারবো তো!!!
দেশ উন্নয়নের মহাসড়কেঃ সত্যিই! কিভাবে!!
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনকাল
কোথাও কেউ নেই
ছাত্র রাজনীতি: সরকার এবং জনগনের ভাবনার ভিন্নতা
রঙ্গে ভরা বঙ্গ
'বারোভাজা' এবং দেশের প্রকৃত উন্নতি
জাতীয় সঙ্গীত নিয়ে বর্তমান বিতর্ক কি আসলেই জরুরী?
পাহাড়ের নীরব ঘাতক
প্রায়োরিটি সেটিংঃ স্যাটেলাইট, নাকি সবার জন্য প্রকৃত শিক্ষা
জনগন নাকি সরকার; কে আগে?
মৃত্যুর মহাসড়কে বাংলাদেশ
ব্যক্তি ও প্রতিষ্ঠান বনাম বাক-স্বাধীনতাঃ প্রসঙ্গ বাংলাদেশ
ব্র্যান্ডিংঃ বাংলাদেশের খাবার ও পর্যটন
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা খোলা চিঠি
বাংলাদেশ: একটি নবীন রাষ্ট্রের অভ্যুদয়কালীন প্রথম ডাকটিকেট
আসুন, আবার আশায় বুক বাধি
ড্রাগস বনাম ক্রসফায়ার
বাংলা আমার মা
এমন ‘বেয়াদব’ই চাই আমরা
একজন নাগরিকের জিজ্ঞাসা
বাংলাদেশ ক্রিকেটে অশনি-সংকেত
শেষ পর্যন্ত কোটা বাতিল?


৩। সমকালীন বা সম-সাময়িক বিশ্ব নিয়ে আমার ভাবনা
মধ্যপ্রাচ্যে হাওয়া বদলের রাজনীতিঃ পেছনে কলকাঠি নাড়ছে করোনা ভাইরাস নাকি তেল?
কাশ্মীর না পাকিস্তানের, না ভারতের; কাশ্মীর কাশ্মীরিদের
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা?


৪। আত্ম-উপলব্ধি বা আত্ম-কথনঃ আমার যাপিত জীবনের খন্ডাংশ
আমার এই পথ চলাতেই আনন্দ!!!
আমার হলবেলা
ছাপাখানার ভূতের কবলে বর্ণবাদী ভূত
ব্লকের কবলে ভুয়া মফিজ!!!
আমার সুখ (?) দুঃখের দিনরাত্রি
কালচার শক - পটভূমি বিলাত
বিশ্বকবি রবিঠাকুরের অনুপ্রেরণা বনাম আমজনতার নকল
সখী তুমি কার?
আমার কাব্যভীতিঃ কেন আমি এমন হইলাম
এক ভাষায় গালি, আরেক ভাষায় বুলি
ইর্ষার বিচিত্র রুপ
রানীর 'হিচকি' এবং আমার ভাবনা
চানাচুর পোষ্ট
সমঝোতা
Find Hot Russian Singles – বিশাল জ্বালার অপর নাম
শুভ্রতায় মোড়ানো সকাল
ঢাকা, আমার ঢাকা


৫। পেট পূজা
দুই পর্বের পোষ্টঃবিরিয়ানীর রাজা, রাজার বিরিয়ানীঃ হায়দ্রাবাদী দম বিরিয়ানী - ১


৬। আমার গল্প লেখার কতিপয় অপচেষ্টা
গল্পঃ নামের বিড়ম্বনা
গল্প: বর্ণবাদী ভুত
চিন্তাধারা: একটি আধুনিক রুপকথা
তিনটি আধা-ভৌতিক মিনি গল্প
একটি সহজ সরল জীবনের গল্প
একটি অনুর্বর মস্তিস্ক-প্রসূত অবাস্তব কল্পনা
গল্পঃ শয়তানের সাথে কিছুক্ষণ
একটি ভিন্নমাত্রার প্রেম কাহিনী
আমাদের বড়পা (একটা ছোট গল্প)
পাচটি সন্দেহজনক ভৌতিক মিনি গল্প
পাচ পর্বের গল্পঃইচ্ছা পূরণের গল্পঃ প্রথম পর্ব
দুই পর্বের গল্পঃজীবন যখন যেমন - প্রথম পর্ব


৭। কল্পিত সাক্ষাৎকার
করোনা ভাইরাসের সাথে একান্ত আলাপচারিতা
বাঘমামার ইন্টারভিউ


৮। রহস্যময় জগৎ
হোরাসের চোখ
রহস্যময়তাঃ ফিবোনাচ্চি রাশিমালা থেকে গোল্ডেন রেশিও
প্যারালাল ইউনিভার্সঃ বাস্তব নাকি কল্পনা?
স্টোনহেন্জঃ এক অমিমাংসিত রহস্য


৯। বর্ষ সমাপনীতে সারা বছরের সালতামামী
অধিকার হারানোর বছর, নাকি ফিরে পাওয়ার বছর???
আমার চোখে ২০১৮ সালঃ একটু পিছন ফিরে দেখা


১০। ব্লগ বিষয়ক কতিপয় প্রস্তাবনা
মাননীয় মডারেটর এবং সন্মানীত ব্লগারবৃন্দের কাছে আকুল আবেদন
একুশের বইমেলা এবং ব্লগারদের বইঃ একটি প্রস্তাবনা
সামুর জন্য কতিপয় ভাবনা


১১। ব্লগ ব্লকঃ বৈরি সময়ের সংগ্রামী স্মৃতি
সামু’তে বেশী বেশী ঝাপানো এবং অতঃপর.......
অনলাইন ব্লগার সংখ্যা
আসুন, আবার ঝাপিয়ে পরি......


১২। একটু হলেও হাসুন
তিন পর্বের পোষ্টঃহাসির উপর ওষুধ নাই - ১

আশা রাখছি, আমাদের এই প্রিয় প্ল্যাটফর্মটাকে ভবিষ্যতে আরো অর্গানাইজড ভাবে দেখতে পাবো। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, একাধিক পর্বের পোষ্টগুলোতে আমি শুধু প্রথম পর্বের লিঙ্ক দিয়েছি। পরবর্তী প্রতিটা পোষ্টের নীচে পরের পর্বের লিঙ্ক দেয়া আছে।

সবাইকে আমার ব্লগবাড়িতে সু-স্বাগতম!!!

মন্তব্য ১২০ টি রেটিং +২২/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:১২

ইসিয়াক বলেছেন: খাওন দাওন নাই?

১৮ ই মে, ২০২০ সকাল ১০:১৭

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে............সেহরী খাইছি। এরপরে আবার খাওন-দাওন কিয়ের? :P

২| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:১২

জাফরুল মবীন বলেছেন: যাক আপনার পোস্ট সংকলন পাওয়া গেল।প্রিয়তে নিয়া রাখি।দেখি কপালে প্রথম মন্তব্যকারী হওয়া হলো কি না?

১৮ ই মে, ২০২০ সকাল ১০:১৯

ভুয়া মফিজ বলেছেন: দেখি কপালে প্রথম মন্তব্যকারী হওয়া হলো কি না? একটুর জন্য কানের পাশ দিয়ে গুলি বের হয়ে গিয়েছে!! =p~

প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ মবীনভাই।

৩| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ দারুন ব্লগিং ইন্টেরিওর :)

এক নজরে এক পলকে প্রিয় বিষয় খুঁজে পাওয়া সত্যি আনন্দের।
আপনার প্রস্তাবনা ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা করবে আশা করি।

+++

১৮ ই মে, ২০২০ সকাল ১০:২৪

ভুয়া মফিজ বলেছেন: আপনেরটাও কইরা ফালান........অবশ্যই কবিতা বাদ দিয়া...হে হে হে!!! :-B

এক নজরে এক পলকে প্রিয় বিষয় খুঁজে পাওয়া সত্যি আনন্দের। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ব্লগবাড়িতেই যাই, কিন্তু খোজাখুজির পেরেশানীতে কিছুই ঠিকমতো পড়তে পারি না।

দেখি, কর্তৃপক্ষ বিবেচনা করলে আরেকটু সাজাবো, নয়তো কি আর করা......এভাবেই রাখতে হবে। :(

৪| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার ব্লগ ইতিহাস ভালো।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৪১

ভুয়া মফিজ বলেছেন: থ্যাঙ্কু! কিন্তু কেমন ভালো বুঝলাম না। একটু খুইলা বলেন দেখি! :)

৫| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাক, ভালো একটা কাজ করলেন।
এটা দরকার ছিল।

৬| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যাক, ভালো একটা কাজ করলেন।
এটা দরকার ছিল।

আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি । অন্যের লেখা না হয় নাই কপি করলাম নিজের লেখা কপি করার সুযোগটা তো থাকা দরকার। পুরনো লেখায় গিয়ে নিজের লেখা কপি করতে পারিনা । এডিট ও করা যায় না। নালিশ।

১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৭

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। :)

নিজের লেখা কপি করার সুযোগটা তো থাকা দরকার। পুরনো লেখায় গিয়ে নিজের লেখা কপি করতে পারিনা । এডিট ও করা যায় না। কেন, আমি তো পারি। আপনি কেন পারেন না, জানি না। আমার একেবারে প্রথম লেখাটায় কালও আমি একটা বানান এডিট করেছি।

৭| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৪

জুন বলেছেন: আমারেও এই রকম একটা বানায়ে দেন ভুয়া #:-S
আমি বুড়া মানুষ :||
খুজে বের করতে ম্যালা কষ্ট :(

১৮ ই মে, ২০২০ সকাল ১১:৪৩

ভুয়া মফিজ বলেছেন: আমি বুড়া মানুষ :|| আপনে বুড়া না, বুড়ি হবে। তবে এতে আমার সন্দেহ আছে! হে হে হে.......।

এইটা বানাইতে আমার কিরাম কষ্ট হইছে, আমি জানি। পায়ের ঘাম মাথায় পড়ছে। আপনের তো ম্যালা পোষ্ট! সব না কইরা যে কোনও একটা ক্যাটাগরী দিয়া বিসমিল্লাহ বইলা শুরু কইরা দ্যান। দুলাভাই আর ভাইগ্নারেও কামে লাগায়া দ্যান। দুলাভাইরে কইবেন, শরমের কিছু নাই।
আমার বউও আমারে হেল্পাইছে!! =p~

৮| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৫৬

জুন বলেছেন: দুলাভাই নিজেই ব্লগার :P তার হেল্পানের সুমায় নাই :(
জিনিসটা ভালো লাগছে। এখন নিজেরই করতে হবে। এইবার আসি, নইলে কাকু ফ্লাডিং এর অভিযোগ তুইলা রাগ করতে পারে B-)

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২১

ভুয়া মফিজ বলেছেন: জিনিসটা ভালো লাগছে। এখন নিজেরই করতে হবে। আপনেরটা দেখনের অপেক্ষায় থাকলাম।

আপনে তো দেহি কাকুরে সেরাম ডরান! একটা হোরাসের চউক্ষের তাবিজ ধারন করেন। ট্যাকা বেশী লাগবো না। ;)

৯| ১৮ ই মে, ২০২০ দুপুর ১২:৪৬

জুন বলেছেন: হোরাসের চোখ না আনাটা যে কত বড় ভুল তা বলে বোঝাতে পারবো না ভুয়া :-/
view this link

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আপনে একটা সাদা কাগজে হোরাসের চোখ আইক্কা তাবিজ বানায়া ফালান। ;)

অহন একটা জরুরী কামে বাইরে যাইতাছি, আয়া অবশ্যই দেখুম।

১৯ শে মে, ২০২০ সকাল ৯:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনের পোষ্ট পড়ছি, এনজয় করছি; আর প্রয়োজনীয় কার্য সম্পাদন কইরা আসছি। আপনের মতোন এইটা কই নাই, পড়াশোনা কইরা আসতে হবে ভুয়া #:-S....... :P

১০| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূয়া ভাই এবার একখান কামের কথা কইছে।
তবে আমার যতদূর মনে পড়ে সামুর আগের ভার্সনে
এমন একটা সুবিধা ছিলো। আমি আমার লেখাগুলো
ক্যাটাগিরিওয়াইজ সাজিয়ে রাখতাম যেমন, কবিতা
যেখানে সব কবিতা একসাথে গলাগিলি করে থাকতো।
তার পর- গল্প, সমসাময়িক, সংবাদ, ইতিহসের পাতা ইত্যাদি।
সামুর নতুন ভার্সন আসার পরে সেই অপশনটা চলে গেছে।
অনেকের পার্সনাল ব্লগ আছে, সেখানে যদি তারা সাজাতে পারে তবে সামুতে কেন নয়? সামু আন্তরিক হলে এটা সম্ভব বলে আমার
বিশ্বাস। সামুর আইটি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি

১৮ ই মে, ২০২০ রাত ৮:০৬

ভুয়া মফিজ বলেছেন: সামুর আগের ভার্সানে থাকলে এখন সমস্যা কি? প্রযুক্তি দিনে দিনে আগায়। আর বাংলাদেশের সাথে তাল রেখে আমাদের এই মিনি বাংলাদেশও দেখি দিন দিন পিছাচ্ছে। X(

পার্সোনাল ওয়েবসাইট একটা আমারও আছে। কিন্তু আমি জায়গারটা জায়গায় রাখার পক্ষে। তাছাড়া, ব্লগের সবার তো আর পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ নাই।

সামুর আইটি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি আমিও। :)

১১| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা দারুণ আইডিয়া মিস্টার মফিজ। যখন সময় ছিল, নিজের 'খেরোখাতা' নামে নিজের ব্লগ সাজাতাম :) এখন খুঁজতে যেয়ে দুটো পেলাম :) ওখানে আমন্ত্রণ জানিয়ে গেলুম :)

আমার নিজের ও অন্যান্য ব্লগারের কিছু প্রিয় পোস্ট এখানে একত্র করলাম, কুইক রেফারেন্সের জন্য

আমার সবগুলো কবিতার লিংক একত্র করলাম

১৮ ই মে, ২০২০ রাত ৯:২১

ভুয়া মফিজ বলেছেন: আপনার কবিতার লিঙ্কটাতে যেতে পারবো না। জানেন তো আমি কবিতা খুবই ভয় পাই, কবিতা দেখলে হাত-পা কেমন জানি অবশ হয়ে আসে। তবে, আমার নিজের ও অন্যান্য ব্লগারের কিছু প্রিয় পোস্ট এখানে একত্র করলাম, কুইক রেফারেন্সের জন্য এইটাতে অবশ্যই যাবো। আমন্ত্রণ কবুল করলাম। :)

১২| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন ও ভালোবাসা । আপনার পুরা বগ্ল ইতিহাস দেখতে পেলাম । সেভ করলাম । সময় অসময় দেখতে।

১৮ ই মে, ২০২০ রাত ৯:২৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার জন্যও অভিনন্দন আর ভালোবাসা। ভালো থাকুন সকল সময়ে, আর দেখতে থাকুন সময়ে কিংবা অসময়ে। :)

১৩| ১৮ ই মে, ২০২০ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: এই একটা কাজের কাজ হয়েছে । বিশেষ করে রহস্যময় জগৎ আর গল্প এইটা আমার বিশেষ কাজে দিব !
ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাই ধন্যবাদ দিলাম না । নিয়মিত সংকলন আপডেট হবে এই আশা রাখি ! :)


ইয়ে মানে দাওয়াত দিলে চা নাস্তা দিতে হয় । রোজার সময় অন্তত প্যাকেটের ব্যবস্থা তো করা উচিৎ ! #:-S

১৮ ই মে, ২০২০ রাত ৯:৩০

ভুয়া মফিজ বলেছেন: এইটাতো মিলাদের দাওয়াত না যে প্যাকেট দিবো। আর রোযায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্যই তো যেন চা-নাস্তা না দিতে হয়! করোনার সময়ে টাকা সেভ করা খুবই জরুরী। :P

রহস্যময় জগৎ কাজে দিবে ঠিক আছে; কিন্তু আপনি হলেন গল্পের মাস্টার। আমার গল্প দেখবেন চিন্তা করে কিন্চিৎ টেনশান হচ্ছে। :``>>

১৪| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: থ্যাঙ্কু! কিন্তু কেমন ভালো বুঝলাম না। একটু খুইলা বলেন দেখি!

না না রমজান মাসে খুলে টলে বলতে পারবো না।

১৮ ই মে, ২০২০ রাত ৯:৩২

ভুয়া মফিজ বলেছেন: আপনি তো রোযাই রাখেন না, খুললে অসুবিধা কি??? :-B

১৫| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮

সোহানী বলেছেন: অতি উত্তম প্রস্তাব কুমীর ভাইজান। বিশেষ কইরা রাজি ভাই আর নুরু ভাই এর লাইগা বেশী দরকার। আমার মতো যারা মাসে একটা লিখা লিখতেই জীবন যায় তাদের জন্য সস্যা নাই।

ব্লগে কিন্তু বিষয় ভিত্তিক ব্লগ আছে সেটারও আপডেট হলে কিছুটা সমাধানও কিন্তু হয়। তখন চাইলেই যেকোন ব্লাগারের লিখাও খুজেঁ পাওয়া যায়।

তবে আমার দু:খ, অনেক কষ্টের লিখা যদি গায়েব হয়ে যায়! কর্তৃপক্ষ অবশ্যই লিখা মুছে দেবার আগে লেখককে জানানো উচিত তাহলে সে সেটা ড্রাফটে নিয়ে নিতে পারে। আমার কয়েকটা লিখা হঠাৎ মনে পড়ার পর খুজেঁ দেখি নেই। কি কারনে গায়েব সেটা না হয় নাই জানলাম কিন্তু নিজের লেখার কপিতো অন্তত রাখতে পারতাম যদি আমাকে নোটিশ করতো।

যাহোক, এরকম দাবী নিয়ে প্রায়ই দেখি ব্লগারগণ সোচ্চার হোন। আশা করি সবার সে সব ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার দিকে নজর দিবে!!

১৮ ই মে, ২০২০ রাত ১০:০৩

ভুয়া মফিজ বলেছেন: আমি কুমীর চরিত্র থিকা আপাততঃ রিটায়ারমেন্টে আছি। আপনে কইলাম অহনও কুমীর চরিত্র ধইরা রাখছেন। ;)

ব্লগে কিন্তু বিষয় ভিত্তিক ব্লগ আছে সেটারও আপডেট হলে কিছুটা সমাধানও কিন্তু হয়। তখন চাইলেই যেকোন ব্লাগারের লিখাও খুজেঁ পাওয়া যায়। গলদ!!! মনে করেন, আপনে জুন আপার ২০১৫ সালের কোন একটা পোষ্ট দেখতে চান, যেইটা আপনে জানেন বিষয় ভিত্তিক ব্লগে আছে......পাইবেন খুইজা? পাইবেন হয়তো, কিন্তু অসীম ধৈর্য আর আনলিমিটেড টাইম লাগবো। সেইটাও আপনে হয়তো করবেন ডেসপারেট হইলে, শখ কইরা পড়ার লাইগা করবেন না। তো, অন্য কথায় অসম্ভব।

নিজের লেখা পোস্টানোর আগে কপি কইরা রাখেন না ক্যান? এক মিনিটেরও কাম না। কুমীরামী করলে একটু হ্যাপা তো পোহাইতেই হয়.....খালি রোদ পোহাইবেন তা তো হইবো না। একটা ফোল্ডার কইরা তাতে সব জমা কইরা রাখেন। B-)

ব্লগ সরকার, বাংলাদেশ সরকারের মতোনই........আমাগো দাবী হুনে কম!!! :((

১৬| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

ঢাবিয়ান বলেছেন: বেশ সুন্দর করে সাজিয়েছেন আপনার ব্লগবাড়ী।
অটঃ হোরাসের চোখের মাদুলি কোন জায়গায় লটকাইলেন ? বিড়াট কাজ দিসে দেখা যায় :)। আমারতো একটা ভিশন দরকার হয়ে পরসে। =p~

১৮ ই মে, ২০২০ রাত ১০:২৬

ভুয়া মফিজ বলেছেন: তাবিজের কথা তো আগেই কইছিলাম, পাত্তা দ্যান নাই। এখন খুজেন ক্যান?? B-)

১৭| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

ঢাবিয়ান বলেছেন: সোহানি এবং জুন আপু একটু কষ্ট করে আমার সাম্প্রতিক পোস্টে একটু উকি দিলে ভাল হত। আপনারা এক্স ঢাবিয়ান। আপনাদের গল্প শুনতে চাই। ভুয়া মফিজের প্রেমিকার গল্প শুনতে শুনতেতো আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। =p~ এখন একটু আমাদের দুলাভাইদের কাহিনী শুনতে চাই। :`>

১৮ ই মে, ২০২০ রাত ১০:১৩

ভুয়া মফিজ বলেছেন: ভুয়া মফিজের প্রেমিকার গল্প শুনতে শুনতেতো আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। =p~ খাড়ান, কান আরো ঝালাপালা করার ব্যবস্থা নিতাছি। :P

আরেকজন দুলাভাইয়ের হদিস দেই আপনাকে। ব্লগার মনিরা সুলতানাকেও দাওয়াত দ্যান। উনিও একজন এক্স।

১৮| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,




স্বাগতম আর করলেন কই , একটা ফর্দ ধরিয়ে দিলেন - দাদখানি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই......... :D
এখন এই ফর্দ নিয়ে সামু বাজারে গিয়ে একটা একটা করে যাচাই করতে হবে ? সামু এই ফর্দ অনুযায়ী মাল সরবরাহ করতে পারবে কিনা ? এই ফর্দ তো কতোবার যে সামু বাজারে পেশ করা হয়েছে আর প্রতি বারেই ব্যাগে ধরিয়ে দিয়েছে এই মাল - দাদখানি ডাল, মুসুরের দই, চিনি পাতা কই............. :P :( :||

১৮ ই মে, ২০২০ রাত ১০:৩৮

ভুয়া মফিজ বলেছেন: এইটারেই আজকাল স্বাগতমঃ বলে। :P
এই ফর্দ তো কতোবার যে সামু বাজারে পেশ করা হয়েছে আর প্রতি বারেই ব্যাগে ধরিয়ে দিয়েছে এই মাল হতাশ হবেন না। দোয়া করি, আল্লাহ আপনাকে যেন রবার্ট ব্রুসের ধৈর্য দান করেন। =p~

১৯| ১৮ ই মে, ২০২০ রাত ৮:০৬

জুন বলেছেন: শাহবাগের আরেকটা বিখ্যাত রেস্টুরেন্টের নাম ছিল মৌলি। এর নামই কি ভুলে গেছেন ঢাবিয়ানের পোস্টে? আপনের অন্তত ভুলাটা ঠিক হয় নাই। শামসুন্নাহার হল থিকা বেশি দুরে না কিন্ত #:-S

১৮ ই মে, ২০২০ রাত ৮:১১

ভুয়া মফিজ বলেছেন: সবাইরে টপকায়া আপনেরে ধন্যবাদ দিতে আইলাম। কতো যে চেষ্টা করছি এইটার নাম মনে করতে। আমার বউয়েরও মনে নাই। সব বুড়া-ধুরা হয়া গ্যাছে গা। দেখছেন.....কইছিলাম না, আপনে বুড়া না। অহনও মেমরী কত্তো শার্প!!! অথচ সিলভানার থিকা এইটাতে আড্ডা (আসলে ডেটিং হবে :P ) দিতাম বেশী।

অনেক অনেক থ্যাঙ্কু আফা!! :)

২০| ১৮ ই মে, ২০২০ রাত ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি দেরীতে আইলাম কিছুটা অনাহুত হিসেবে। ব্যবস্থাপনা দারুন। কপি করতে বললে অসম্ভব। জুনাপু ঢাবির প্রাক্তনী হওয়ায় ইন্টেরিয়র ডেকরেশনে এক্সপার্ট পেলেও আমি রব নিষ্ফলে হতাশার দলে। চলুক জমজমাটি আড্ডা।

১৮ ই মে, ২০২০ রাত ১১:০২

ভুয়া মফিজ বলেছেন: নিজেকে অনাহুত ভেবে ছোট করবেন না। তাছাড়া আপনি ফেইবুকের একজন সন্মানীত ভাড়। আপনার দাবী বিশাল। =p~

আমাদের ছোটভাই আরোগ্য এখন কেমন আছে? বেশকিছুদিন আপনার কাছ থেকে কোন আপডেট পাই নাই। আমি আসলে ফেসবুক থাকলেও ব্যবহার করি না, পাসওয়ার্ডও ভুলে গিয়েছি। তাই আপনি ম্যাসেন্জারে কিছু পাঠালে আমার পাওয়ার চান্স কম।

২১| ১৮ ই মে, ২০২০ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

জানেন তো আমি কবিতা খুবই ভয় পাই, কবিতা দেখলে হাত-পা কেমন জানি অবশ হয়ে আসে।

মফিজ ভাই কি ভুয়া ছিল?
না হে, আমি ঠিক দেখেছি
ঘরের ভেতর একটা গভীর কুয়া ছিল
কুয়ার ভেতর সিগারেটের ধুয়া ছিল
ঠান্ডা জলে চিৎ হয়ে কে শোয়া ছিল?
ওহে, আমি ঠিক দেখেছি, ঠিক দেখেছি
চুরুট হাতে মফিজ সাহেব -
এই যে তাহার পিক এঁকেছি :)




১৮ ই মে, ২০২০ রাত ১০:৫৭

ভুয়া মফিজ বলেছেন: এমন জোর করে কবিতা পড়ালে আপনার সাথে খেলা যাবে না। আমার কাব্যভীতির ব্যাপারটাতো ভেবেছিলাম আপনি জানেন। না জানলে লিঙ্ক দিলাম আমার কাব্যভীতিঃ কেন আমি এমন হইলাম

আমি ধুমপান করি জানলেন কিভাবে? সুযোগ পেলে চিৎ হয়েই করি। ছবিতে তো যেন নিজেকেই দেখছি। =p~

২২| ১৯ শে মে, ২০২০ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: ওরে রে এ এ এ .........
এত মহা যজ্ঞ দেখতাছি !!!
আপনারা কাবিল ব্লগার লেখা বেশি, বৈচিত্র্য ও অনেক ! সিস্টেম করার পর আমাদের মত পাঠক দের লাভ ;)
চমৎকার পোষ্ট !

১৯ শে মে, ২০২০ রাত ১২:২২

ভুয়া মফিজ বলেছেন: আপনারে কাবিল ব্লগার হইতে মানা করছে কে? আপনে অবশ্য এমনেই কাবিল, বেশী বিনয় করার দরকার নাই। :P
১৭ নং মন্তব্য দেখেন, ব্লগার ঢাবিয়ান ব্লগে দুলাভাই খুজতাছে........। =p~

২৩| ১৯ শে মে, ২০২০ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম দেখে এলাম, কিন্তু ভয়ে মুখ খুলি নাই :P

১৯ শে মে, ২০২০ রাত ১২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: এতো ভয়ের কি আছে? হোরাসের চোখের তাবিজ বানায়ে দিবো নাকি একটা? =p~

২৪| ১৯ শে মে, ২০২০ রাত ১:২০

সোহানী বলেছেন: আরে কুমীর ভাই, আমিতো একটু খানি থিতু হইছি কিছুদিন হইলো। এর আগে ছিলাম টো টো কোম্পানীর ম্যানেজার। আজ এখানে তো কাল সেখানে। ব্লগের মেক্সিমাম লিখাই লিখছি হয় গাড়িতে নয় প্লেনে। এমনই বিজি থাকতাম যে ব্লগে উকিঁ দেয়া ছিল কঠিন সাধনার বিষয়। আর ল্যাপটপটাও ছিল অফিসের। তাই বলতে গেল কিছুই রাখা হয় নাই। আর কিছু রাখলেও ল্যাপটপ চেইন্জ এর সাথে সাথে সব গায়েব। এরই মাঝে ল্যাপটপ চেইন্জ করছি (নিজেরটা) কম করে ৫ খান। তাই আমারে কুমিরামী বলাটা ঠিক না.... সবই পরিস্থিতিন স্বীকার।

ঢাবিয়ান, এখানে ঢুকার আগে আপনার ওখানে ঢুকছিলাম। দেইখা আসেন!!!

১৯ শে মে, ২০২০ সকাল ৯:২৯

ভুয়া মফিজ বলেছেন: শোনেন, খোড়া যুক্তি দিয়েন না। ল্যাপটপ কোনটাই কেউতো আপনের কাছ থিকা কাইরা নেয় নাই। আর টেকি'রা পেন ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ আবিস্কার করছে ক্যান.......ব্যবহার করনের লাইগাই তো, নাকি মিছা কইলাম! ল্যাপটপের সবকিছুরই যে ব্যাকআপ রাখন লাগে (বিশেষ কইরা যে দৌড়ের উপ্রে থাকে) এইটা আপনে জানেন না.....আমারে বিশ্বাস করতে কন?? স্বীকার যান যে, আইলসামী কইরা এইসব করেন নাই। :P

২৫| ১৯ শে মে, ২০২০ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি তো রোযাই রাখেন না, খুললে অসুবিধা কি?

পড়ে সময় করে বলব।

১৯ শে মে, ২০২০ সকাল ১০:১৪

ভুয়া মফিজ বলেছেন: ওক্কে!!! :)

২৬| ১৯ শে মে, ২০২০ রাত ২:২১

আমি সাজিদ বলেছেন: দারুন। কিন্তু কেন আপনি নিকের নাম ভুয়া রাখলেন?

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

ভুয়া মফিজ বলেছেন: কারন আমি জেনুইন মফিজ না, তাই! B-)

২৭| ১৯ শে মে, ২০২০ রাত ২:৩০

আমি সাজিদ বলেছেন: কমেন্ট করলেন লরেন্স অব এরাবিয়া দেখেছেন৷ একটা রিভিউ লেইখেন।আমিও দেখলাম লক ডাউনে। চোখের শান্তি।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২

ভুয়া মফিজ বলেছেন: রাণী মুখার্জির 'হিচকি' দেইখা একটা পোষ্ট দিছিলাম, রিভিউ না। তাতেই এক ব্লগার বললো, আমি নাকি স্পয়লার দিছি। এখন রিভিউ দিলে কি অবস্থা হইবো চিন্তা করেন। তার চেয়ে আপনে লেখেন, আমি পড়ি।:)

২৮| ১৯ শে মে, ২০২০ সকাল ৯:১৮

কল্পদ্রুম বলেছেন: প্রস্তাবনাকে সমর্থন করছি।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩২

ভুয়া মফিজ বলেছেন: সমর্থনের জন্য ধন্যবাদ। সবার সমর্থনেই একটা ভালো পরিবর্তন আসতে পারে।:)

আর হ্যা, আপনার দু‘টা গল্প পড়লাম.......মন্তব্য রেখে এসেছি।

২৯| ১৯ শে মে, ২০২০ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: করোনার কারণে বাসায় ব্যস্ত সময় পার করছি। ব্লগে প্রায় আসাই হয় না।
আজকে ঢুকেই দেখি আপনার এই পোস্ট। অনেক দিন থেকে আমি নিজেও এই ধরণ্র একটা ক্যাটালগ বানানোর কথা চিন্তা
করছিলাম। আমিও আপনার সাথে একমত। এটা সবারই থাকা উচিত।
তবে এই পোস্ট নিজের ব্লগ বাড়িতে স্টিকি বা পিন পোস্ট কিভাবে করা যায় সেটা ব্লগ কর্মকর্তাদের ভেবে দেখার জন্য অনুরোধ করছি।
পোস্ট লাইকড এবং দারুন কাজের জিনিস।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১

ভুয়া মফিজ বলেছেন: সেটাই ভাবছিলাম আমার আগের পোষ্টে আপনাকে না পেয়ে। :)

নুরু ভায়ের কাছে শুনলাম (১০ নং মন্তব্য), এ‘ধরনের ব্যাপার সামুর আগের ভার্সানে ছিল, তাই যদি হয়, তাহলে এই ভার্সানে তো কোন অসুবিধা দেখছি না। আপনারটাও করে ফেলুন।

আপনার জন্য একটা সারপ্রাইজ আছে.........আপনাকে পেলে আগের পোষ্টেই দিতাম; এই নিন,

৩০| ১৯ শে মে, ২০২০ সকাল ১১:০৬

তারেক ফাহিম বলেছেন: পাঠকদের জন্য ভালোই হল।

অনেক পরিশ্রমি পোষ্ট।

প্রস্তাবনার সফলতা কামনা করছি।

১৯ শে মে, ২০২০ রাত ৮:০২

ভুয়া মফিজ বলেছেন: কর্তৃপক্ষ যদি এই প্রস্তাবে অনুকুল সাড়া দেন.....তাহলে খুবই ভালো হয়, আর পরিশ্রমটাও সফল হয়।

৩১| ১৯ শে মে, ২০২০ সকাল ১১:২৮

ওমেরা বলেছেন: আপনাদের মত নামী - দামী ব্লগারদের জন্য এটা হলে ভালই হয় , অবশ্য আমরা উপকারী হব কাজেই আপনার প্রস্তাবে সমর্থন থাকলো।

১৯ শে মে, ২০২০ রাত ৮:০৭

ভুয়া মফিজ বলেছেন: কি যে বলেন না বলেন......নামী আর দামী!! কোন ক্যাটাগরীতেই তো আমি পরি না। অতি সাধারন, নগন্য একজন ব্লগার। কেউ কেউ তো আমার মতো আরো কয়েকজনকে ব্লগার হিসাবেই স্বীকার করে না! যাই হোক, আপনি তবুও তো ব্লগার বললেন। অশেষ কৃতজ্ঞতা। :-B

সমর্থনের জন্যও ধন্যবাদ। :)

৩২| ১৯ শে মে, ২০২০ বিকাল ৪:৩১

করুণাধারা বলেছেন: ভালো আইডিয়া! এভাবে সাজিয়ে রাখলে খুঁজে পাওয়া সহজ হয়।

আপনার লেখার ক্যাটাগরি বারো। যদি এক দুই করে দিতেন ভালো হতো। আমার ক্যাটাগরি পাঁচ ছয় হবে, দেখি এভাবে সাজাতে পারি কিনা!!

১৯ শে মে, ২০২০ রাত ৮:২০

ভুয়া মফিজ বলেছেন: আপনার পরামর্শ অনুযায়ী নাম্বারিং করে দিয়েছি। থ্যাঙ্কু সাজেশানটার জন্য। ক্যাটাগরি এক ডজনেই সীমাবদ্ধ রাখবো ঠিক করেছিলাম, তাই দরকার মনে করলেও আর বাড়াই নাই। মার্জ করে দিয়েছি কয়েকটা পোষ্টকে, যেগুলো আসলে ওই ক্যাটাগরির সাথে পুরোপুরি যায় না। তবে ঠিক আছে। দিনশেষে আমি আমার কর্মে সন্তুষ্ট। :)

দেখি এভাবে সাজাতে পারি কিনা! সাজান, খুবই ভালো হবে। আস্তে-ধীরে অল্প অল্প করে শেষ করেন। টানা করতে খুবই বিরক্ত লাগে। ধৈর্য আর সময়ও লাগে অনেক।

৩৩| ১৯ শে মে, ২০২০ রাত ১০:১৮

শের শায়রী বলেছেন: বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি, কারন কিছুটা ঝামেলায় ছিলাম। ওরে ভুয়া ভাই, আপনে সামুর কাছে অনেক বেশী কিছু চাইয়া ফালাইছেন। আমি ডিসেম্বরে একটা পোষ্ট দিয়েছিলাম সামুর প্রতিষ্ঠাতা, মডু এবং লেখক পাঠকদের প্রতি অন্ততপক্ষে দেশে যেন মোবাইল কোম্পানীগুলোর সাথে একটা নেগোশিয়েশানে এসে মোবাইল কোম্পানী গুলোর ডাটা ইউজ করে সামু ব্লগে ঢোকা যায়, কারন বাংলাদেশে এখনো এক মাত্র ওয়াই ফাই ইউজ করা ছাড়া মোবাইল ডাটা ইউজ করে সামুতে ঢোকা যায় না। আমার সর্নিবন্ধ অনুরোধ ছিল এই অসুবিধা যেন দূর করা হয় কারন দেশের বিশাল অংশ মোবাইল ডাটা ইউজ করে। অথচ কে শোনে কার কথা। সামু, সামুর মতই চলছে পুরা ভুয়া X(

যাউজ্ঞা আমার লেখারে হয়ত পাত্তা দেয় নাই, এইবার নিশ্চয়ই সামু একটা কিছু করবে :P

২১ শে মে, ২০২০ রাত ১২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: দিলে দিবো, না দিলে না দিবো.......চাইতে অসুবিধা কি? আমি জানি, সরকারী ভুত সামু'র উপরে বহুতদিন থিকাই সওয়ার, তারপরেও আশায় থাকি। আচানক যদি কাম হয়া যায়!! B-)

আপনে এক ভুয়ার কাছে আরেক ভুয়ার গল্প করতাছেন। মায়ের কাছে মাসির গল্পের লাহান......আপনের সাহস তো কম না!!! X(

যাউজ্ঞা আমার লেখারে হয়ত পাত্তা দেয় নাই, এইবার নিশ্চয়ই সামু একটা কিছু করবে :P আপনের মুখে ফুল-চন্দন পড়ুক। ;)

৩৪| ২০ শে মে, ২০২০ দুপুর ১:২৫

আমি সাজিদ বলেছেন: আগে দেখতাম অনেক ব্লগার শুধুমাত্র হিটের জন্য বাসায় রান্না করে ছবি তুলে ব্লগে পোস্ট দিতো।হাহাহ, এতোটা ডেস্পারেট হই নাই এখনো। ইদানীং লেখতে ভালো না। আমি তাই পড়বো। আপনি লিখেন, স্পয়লায় ছাড়া। আস্তে আস্তে ক্লাসিকগুলো নিয়ে লেখেন।

২১ শে মে, ২০২০ রাত ২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: স্পয়লায় ছাড়া আমি লিখতে পারবো না বলেই আমার ধারনা। সেজন্যেই এখন পর্যন্ত কোন বই বা মুভি রিভিউ লেখি নাই। তাছাড়া, কবিতার মতো এই রিভিউও আমার অপছন্দ.......তাই পড়িও না তেমন একটা। প্রচুর মুভি যেহেতু দেখি, কোন মুভি সম্পর্কেই কোন ধরনের অগ্রীম ধারনা আমি একেবারেই পেতে চাই না।

তারপরেও আপনার কথা মাথায় থাকবে। কোন একদিন হয়তো লিখেও ফেলতে পারি। :)

৩৫| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: বহু বছর পর পর ব্লগে ঢুকলে কমেন্টও মাথার উপর দিয়া যায়। কিছুই বুঝি না

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ভুয়া মফিজ বলেছেন: বহু বছর পর পর ব্লগে ঢুকলে কমেন্টও মাথার উপর দিয়া যায়। কোনটা আবার মাথার উপর দিয়া গেল? তবে গেলে যাক, এটা নিয়ে টেনশানের কিছু নাই। বরং এই রাগে আবার রেগুলার হয়ে যান। :)

৩৬| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: পরিশ্রম করা পোষ্ট, অভিনন্দন জানাই।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

৩৭| ২১ শে মে, ২০২০ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: ভাইয়া!!! কতদিন পর একটু চোখ মেলে চাইতে পারছি। এই কমাসে তো মরো মরো ছিলাম হাজার ঝামেলায়.......

২২ শে মে, ২০২০ ভোর ৪:৩৯

ভুয়া মফিজ বলেছেন: কতদিন পর একটু চোখ মেলে চাইতে পারছি। এই কমাসে তো মরো মরো ছিলাম হাজার ঝামেলায়....... জীয়ন কাঠি ছোয়ালো কোন সে হতভাগা রাজকুমার! কোন রাজ্যে তার নিবাস, আর কোথায়ই বা তার বসবাস!! :-B

৩৮| ২২ শে মে, ২০২০ দুপুর ২:৩০

শায়মা বলেছেন: রাজকুমার লাগে নাকি আবার!!

আমি তো একাই দুইশো!!!

সব কাজ শেষ করে তারপর এলাম কিছুদিন রেস্টিং এর মাঝে! হা হা হা
রেস্টিং কারন আবার শুরু হবে যন্ত্রনাময় ক্লাস ১ থেকে! :(

২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

ভুয়া মফিজ বলেছেন: শায়মা বলেছেন: রাজকুমার লাগে নাকি আবার!! আমি তো একাই দুইশো!!! কথায় প্রচুর যুক্তি আছে। :P

বেশীদিন ছুটিতে থাকলে আবার কাজে ফেরা বেশ যন্ত্রণার। আমার তো ঘরে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গিয়েছে, আবার অফিসে যাওয়ার কথা ভাবলে গায়ে জ্বর আসে। এভাবেই যদি বাকী জীবনটা পার করতে পারতাম.......আহা!!! =p~

৩৯| ২২ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

জুন বলেছেন: @শায়মা বিখ্যাত লেখক প্রমথ নাথ বিশীর একটা ছোট গল্পে পড়েছিলাম " দুষ্ট ছেলেপুলেদের অত্যাচারে মায়েদের দিবানিদ্রায় যেন কোন ব্যঘাত না হয় তাহার জন্যই স্কুলের সৃষ্টি, মাস্টাররাও এতক্ষণ ছেলেপুলেদের শুধু শুধু বসাইয়া না রাখিয়া কিছু কিছু পাঠ দিতে লাগিলেন। এইভাবেই বংগদেশে স্কুলের আবির্ভাব ঘটিয়াছে"। =p~
যাক তুমি এখন ছেলেপুলে নিয়ে বিজি থাকো, আমি এই ফাকে একটু দিবানিদ্রা দিয়া লই :`>

২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪

ভুয়া মফিজ বলেছেন: আমি তো প্রথমে ভাবলাম আপনে বোধহয় শায়মাকে দুষ্ট ছেলেপুলেদের সাথে তুলনা করলেন!!=p~ =p~ :P

৪০| ২২ শে মে, ২০২০ রাত ৯:৫০

শায়মা বলেছেন: হা হা হায় হায় তুমি দেখছি ভালোই আলসাবুড়া ভূয়াভাইয়া!!!!!!!!!!!!


আর জুন আপুনি!!!!!!!!! দুষ্টু ছেলেমেয়েদের বলতে কি বুঝালে!!!

সামু ব্লগের দুষ্টু ব্লগারদের ভুলিয়ে রাখবো নাকি!!!!!!! হা হা হা হা হা হা হা হা হা হা

২২ শে মে, ২০২০ রাত ১১:১৯

ভুয়া মফিজ বলেছেন: হা হা হায় হায় তুমি দেখছি ভালোই আলসাবুড়া ভূয়াভাইয়া!!!!!! অবশ্যই। আমি নিজেই স্বীকার করি, আমি একজন গর্বিত অলস! ইদানীং দেখি, মা.হাসান, সোহানী প্রমুখ আমাকে কুমীর ভাই বলে ডাকার চেষ্টা করে। আমি কোন প্রতিবাদ তো করি না!! :P

জুন আপার 'দিবানিদ্রা' এখনও শেষ হয় নাই মনে হচ্ছে। দেখি, উনার কোন বক্তব্য আছে কিনা! :-B

৪১| ২২ শে মে, ২০২০ রাত ১০:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলোচনা তো দেখি জমে উঠেছে।

২২ শে মে, ২০২০ রাত ১১:২১

ভুয়া মফিজ বলেছেন: জমে বরফের মতো কি হয়েছে? B-)

৪২| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:৩৯

নীল আকাশ বলেছেন: আপনার জন্য একটা সারপ্রাইজ আছে.........আপনাকে পেলে আগের পোষ্টেই দিতাম; এই নিন,
হে হে দেখেছি।
ইদানিং ক্যাচাল লাগানোর পোস্ট দিচ্ছি। বাড়বে তো এভাবেই?
আপনাকে আমি ফেসবুকে খুজে পাইনি। সামু গ্রুপে থাকলে আমাকে আলাদা করে নক কইরেন।

২৫ শে মে, ২০২০ ভোর ৬:২৯

ভুয়া মফিজ বলেছেন: ইদানিং ক্যাচাল লাগানোর পোস্ট দিচ্ছি। বাড়বে তো এভাবেই? না, ঠিকমতো দেখেন নাই। বাড়বে তো বটেই, দিনে দিনে সবা্রই বাড়ে। ইউনিক যেটা, সেটা হলো ম্যাজিক সংখ্যা। ব্লগটি ৮৮৮৮৮ বার দেখা হয়েছে। :)

আমি ফেসবুকে যাই না। সামু গ্রুপে তো ছিলাম ব্লগ ব্লকের সময়। কিন্তু পাসওয়ার্ড হারায়ে ফেলছি। :(
ইস্পেশাল কোন ব্যাপার আছে নাকি?

ঈদ মোবারক!!!

৪৩| ২৫ শে মে, ২০২০ রাত ২:১০

আখেনাটেন বলেছেন: এ যে দেখি ভুয়া মফিজের বাড়িতে বিরাট ইছালে ছওয়াবের আয়োজন। এত পরে এসে কি 'তবারক' মিস করলাম নাকি। :P

বিরাট কাজ করেছেন। আমারগুলোরও একটি সদগতি করতে হবে। ভালো আইডিয়া জেনারেইট করেছেন। :D

২৫ শে মে, ২০২০ ভোর ৬:৪২

ভুয়া মফিজ বলেছেন: তবারকের ব্যবস্থা রাখি নাই। রোযা-রমযানের সময়কার পোষ্টে কোন খাওয়া দাওয়া নাই। =p~

আমারগুলোরও একটি সদগতি করতে হবে। এক বসায় করা মুশকিল। একটু একটু করে শেষ করেন। :)

৪৪| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:৩২

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ভাইয়া ।
নিরন্তর শুভকামনা।

২৫ শে মে, ২০২০ ভোর ৬:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার এবং আপনার পরিবারের সকলের জন্যও অনেক অনেক ঈদের শুভেচ্ছা।

আমাদের ঈদ হয়ে গিয়েছে। আপনাদের শুরু হচ্ছে। ঘরে বসে আনন্দ করেন। :)

৪৫| ২৫ শে মে, ২০২০ দুপুর ১:০৭

আরোগ্য বলেছেন: আসসালামুআলাইকুম ভুয়া ভাই। ঈদ মোবারক। সালাম দিলে সালামি দিতে হয় আর পুরান ঢাকার মানুষ কতটা দিলখোলা তা বলার দরকার নাই ;)
আল্লাহর রহমতে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি । ইতোমধ্যে আসা আপনার কতগুলো লেখা পড়া হয় নি। আসবো সময় করে ইনশাআল্লাহ।
আশা করি লক ডাউনে বেশ ফুর্তিতে আছেন :P

২৫ শে মে, ২০২০ বিকাল ৪:৩২

ভুয়া মফিজ বলেছেন: ওয়ালেইকুম সালাম। আমার দিল যে কতোটা খোলা তা সালামীর নোটটা দেখলেই বুঝতে পারবেন। এই নেন,

আশা করি লক ডাউনে বেশ ফুর্তিতে আছেন :P সে আর বলতে!!! =p~

আল্লার রহমতে ফিরে এসেছেন। আমরা সবাই আনন্দিত। এইবার প্রান খুলে ঈদের আনন্দ উপভোগ করেন।

৪৬| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: ভাইয়ামনি

কেমন কাটালে ঈদ!!

এবারের ঈদ বর্ণণ করো!!!!!

০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৪

ভুয়া মফিজ বলেছেন: এবারের ঈদ অবর্ণনীয়! কারো বাপ-দাদা চৌদ্দগুষ্ঠি এমন ঈদ উদযাপন করে নাই। এই হলো বর্ণনা। B-)

৪৭| ২৯ শে মে, ২০২০ সকাল ৯:৪৫

জুন বলেছেন: ভুয়া আমার মনে হয় শাহবাগের আরেক রেস্টুরেন্টের নাম সিনোরিটা, সিলভানা মনে হয় না। একটু কনফার্ম কইরেন :)

০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৮

ভুয়া মফিজ বলেছেন: যতোদূর মনে পড়ে......সিনোরিটাও ছিল। তবে সিলভানা ছিল, এইটা নিশ্চিত। ইন ফ্যাক্ট, ওটা এখনও আছে। একটা লিঙ্ক দিলাম, দ্যাখেন। view this link

৪৮| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সাজিয়েছেন আপনার ব্লগবাড়ি।

আপনার প্রস্তাবনার সাথে আমি সহমত পোষন করি।

ভাল থাকুন নিরন্তর। শুভকামনা :)

০১ লা জুন, ২০২০ রাত ১০:০৬

ভুয়া মফিজ বলেছেন: আপনিও আপনারটা সাজিয়ে ফেলুন সময় করে। সহমতের জন্য ধন্যবাদ......তবে ব্লগ কর্তৃপক্ষের মতিগতি দেখি সুবিধার মনে হচ্ছে না। :(

শুভকামনা আপনার জন্যেও। :)

৪৯| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৭

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
আপনার এই লেখাটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ
ও প্রস্তাবনা। খুব ভালো লাগলো সবই একসাথে পেয়ে।
সময় করে আমি অন্য লেখাগুলোও পড়বো তাই আর কোন
কথা নয় সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম ।
ধন্যবাদ জানবেন।

০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪২

ভুয়া মফিজ বলেছেন: সরাসরি প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি, আমার কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লেখাগুলো আস্তে-ধীরে পড়ে ফেলবেন। :)
প্রস্তাবনা তো ভালো, কিন্তু ব্লগ কর্তৃপক্ষ কিছু করবে বলে তো মনে হয় না। :(

৫০| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৯

মা.হাসান বলেছেন: ব্লগে আগেও কিছু প্রস্তাব দেখেছি। সমসাময়িক কিছু ব্লগের গেট আপ, ডিজাইন ইত্যাদির সঙ্গে সামুর তুলনা করে দেয়া একটা পোস্টের কথা বেশ মনে পড়ছে। সামুর বাজেট এবং লোক বলের স্বল্পতা রয়েছে। দৃষ্টি ভঙ্গিরও একটা ব্যাপার আছে। ঢাবিয়ান একটা পোস্টের মন্তব্যে বলেছিলেন একটা সুন্দর জিনিসের সৌন্দর্য নষ্ট না করেও বানিজ্যিক করা যায়। এ বিষয়ে আমি সহমত। তবে যতদূর বুঝি সামুকে বানিজ্যিক করার বিষয়ে ব্লগ কতৃপক্ষের অনীহা আছে।

সামুর কোডে কিছুটা পরিবর্তন করলেই ব্লগার কে স্বাধীনতাটা দেয়া যায় তিনি তার হোম পেজটা কিভাবে সাজাবেন। কোন পোস্টটা উপরে রাখবেন, কোন পোস্টের কোন কমেন্ট স্টিকি করবেন ইত্যাদি।
আমি আশাবাদি, সামুর অর্থকষ্ট একদিন কেটে যাবে। আমরা চাপের মধ্যে রাখলে তখন হয়তো পরিবর্তন গুলো দেখতে পাবো। তবে তার আগে ব্যান হয়ে গেলে আলাদা কথা।

আপনার এই পোস্টের স্ট্রাকচার খুব সুন্দর হয়েছে। সম্ভব হলে মাসে একবার আপডেট করার অনুরোধ থাকলো।

ছাত্রাবস্থায় মৌলি-সিলভানা দেখেছি। মৌলি ছাত্রদের বাজেটের বাইরে বলে মনে হয়েছিলো বলে যাওয়া হয় নি। তখন কি জানতাম যে ওখানে লোকে খেতে না, ডেটিং করতে যায়! জানলেও আমার জন্য বিশেষ পার্থক্য অবশ্য হতো না।
সিলভানায় বিশাল বিশাল পরোটা ভাজতে দেখেছি। আমার কাছে নোংরা মনে হওয়ায় ঢোকা হয় নি। সিনোরিটার কথা মনে করতে পারলাম না। লক ডাউনের এই সময়ে রেস্তোরার কথা মনে করিয়ে দিয়ে ভালো করেন নি। মোহাম্মদপুর টাউন হল মাঠের উত্তর পাশে হোটেল ফাহাদে এক সময়ে অনেক আড্ডাবাজি করেছি। সেলিম কাবাবের কথা মনে আছে?

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

ভুয়া মফিজ বলেছেন: তবে যতদূর বুঝি সামুকে বানিজ্যিক করার বিষয়ে ব্লগ কতৃপক্ষের অনীহা আছে। তা থাকতেই পারে, তবে আমার এই চাওয়ার সাথে তো বানিজ্যিকীকরণের কোন সম্পর্ক নাই.....নাকি আছে?

এই পোষ্ট মাসে একবার আপডেট করলে তো লাভ নাই। এটা তো আর আমার ব্লগবাড়ির শুরুতে ঝুলে থাকবে না!! :(

আমি ছাত্র অবস্থাতেই মৌলি-সিলভানাতে গিয়েছি। আপনি যে কিরপিন, সেটা আমরা সবাই জানি। কাজেই সেখানে আপনার না যাওয়াটা কোন আশ্চর্যের ব্যাপার না। আর কিরপিনের ডেটিং করার সৌভাগ্যও হওয়ার কথা না। 'সিনোরিটা' এখন আছে কিনা জানা নাই, তবে তখন ছিল। :P

সেলিম কাবাবের কথা মনে আছে? আবার মনে থাকবে না!!! দেশে গেলে এটা আমার অন্যতম প্রধান টার্গেট। ওদের চিকেনের শিক কাবাবটা সেরাম......মুখে পানি চলে আসছে!!! X(

৫১| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার ভ্রমণ বিষয়ক সবগুলো লেখা পড়ার সংকল্প রাখি।
অশেষ ধন্যবাদ সব কিছুর জন্য।
আসলে আমি পড়াশোনা এবং শেখার মধ্যেই আছি। সামুতে বাংলায় টাইপ করার জন্য সারাদিন লগড ইন থাকি।
সামু একটি ভালো প্ল্যাটফর্ম, এখানে এসে অনেক অপরিচিত ভালো মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। ব্যপারটা অনেক আনন্দের এবং শিক্ষামূলক। সব কিছু মিলিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ+

১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:১৩

ভুয়া মফিজ বলেছেন: আপনার ভ্রমণ বিষয়ক সবগুলো লেখা পড়ার সংকল্প রাখি। শুনে খুবই ভালো লাগলো।

সামু একটি ভালো প্ল্যাটফর্ম, এখানে এসে অনেক অপরিচিত ভালো মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। ব্যপারটা অনেক আনন্দের এবং শিক্ষামূলক। সব কিছু মিলিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ+ গুড.....দ্যাটস দ্য স্পিরিট!!! :) ব্লগিং বাদ দিবেন না কখনও। সাময়িক বিরতি তো হতেই পারে! তাই না!!!

আমি তো বাংলা লেখা প্রায় ভুলেই যাচ্ছিলাম। সামু'র কারনেই আজকে আমার এই উন্নতি। সামুকে এই জন্যেই আমি এতো ভালোবাসি! :)

৫২| ২৩ শে জুন, ২০২০ রাত ১:৪৫

শায়মা বলেছেন: বাহ সবই আছে! টক ঝাল মিষ্টি!! :)

২৩ শে জুন, ২০২০ সকাল ১১:৩৭

ভুয়া মফিজ বলেছেন: তা আছে........কিন্তু কর্তৃপক্ষকে আমার আবেদনের ব্যাপারে কোন উচ্চবাচ্চ্য করতে দেখছি না! :(

৫৩| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:৫৩

কাছের-মানুষ বলেছেন: আপনি নামে "ভুয়া" হলে কি হবে কামে একজন "খাটি" ব্লগার।

বাহারি সব পোষ্ট এক সাথে। ভাল একটা কাজ করেছেন।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:০৬

ভুয়া মফিজ বলেছেন: নামে কি আসে যায়। কানা ছেলের নামও তো পদ্মলোচন হয়.....তাই না!! ;)

আপনার গল্পটার সব পর্ব দিয়ে ফেলেছেন আশা করি। মাথায় আছে......ওটা পড়তে হবে। :)

৫৪| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন হলে ভালোই হতো,,

ধন্যবাদ আপনাকে

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৩২

ভুয়া মফিজ বলেছেন: আপনেরে আমার ব্লগবাড়িতে দেইখ্যা আনন্দিত হইলাম। গরীবের বাড়ি চিনছেন তাইলে!! :-B

এমন হলে ভালোই হতো হয়া যাইবো একদিন.....ইন শা আল্লাহ!

৫৫| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিনতান না ক্যারে ভাই..... আমি কী লন্ডন থিকি আইছিনি....

"এক ব্লগ এক পরিবার
যেখানে তোমার আমার সবার আবেগ দুর্নিবার"

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: আবার কবিতা কয়া টেনশানে ফালাইলেন! ভাবছিলাম লক ডাউনে আপনের কবিতার ভাবও ডাউন হইবো.....অহনে দেখতাছি সবই হা হতোস্মি!!! :P

৫৬| ৩০ শে জুন, ২০২০ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা আর ডরাই না
মা। হাসান ভাই কবিতা পড়ে হাহাহা

আশাকরছি আপনিও হা হুতাশার কবিতাত মন রাখবেন একদিন :)

৩০ শে জুন, ২০২০ দুপুর ২:০৮

ভুয়া মফিজ বলেছেন: মা. হাসানের কথা আর কইয়েন না। সে বিরাট পলিটিশিয়ান। এদিক-ওদিক বহুকিছুই করে......খালি আমি কিছু কই না। তয়, আমি এক কথার মানুষ। আমার কোমর কোন একদিন ব্যাকা হয়া যাইবো, মাগার কথা না। হে হে হে!!!

৫৭| ৩০ শে জুন, ২০২০ দুপুর ২:১২

জুন বলেছেন: আমার গল্প দুইটা পড়ার কি সময় হয় নাই ভুয়া /:)

৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৫২

ভুয়া মফিজ বলেছেন: সময় একটা বিরাট ফ্যাক্টর। আইজকা একটু ফ্রী আছি। একটা আগেই পড়ছি, আরেকটা আজকে পইড়া দুইটার ফিডব্যাক আপনেরে একলগেই দিমু আপা। আমি ভুলি নাই কইলাম, মনে আছে। আপনের লাহান আমি ভুইলা যাই না.....হে হে হে!!!

৫৮| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৪

জুন বলেছেন:
মেরা ভাই ভুয়া
আপকো কেয়া হুয়া :-*
:-/

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

ভুয়া মফিজ বলেছেন: মেরা কুচ নেহি হুয়া!!! আপনের হিন্দি কবিতা দেইখ্যা তো আমি চেয়ার থিক্যা পিরায় পইড়াই গেছিলাম গা। =p~ =p~

একটা বিয়ার দাওয়াত খাইতে স্কটল্যান্ড গেছিলাম আপা। মোবাইলে আপনের লেখা পড়ছি আগেই, কিন্তু মোবাইলে বাংলা টাইপ করতে পারি না। বউয়ের ভয়ে ল্যাপটপও নিতে পারি নাইক্কা! :((

আপনের লিঙ্ক দেওয়া লেখা দুইটা পড়ছি, মন্তব্যও করছি। আপনের তো দেহি সেইদিকে কোন নজরই নাই!!!

৫৯| ১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: ঢাকার পোলারা কি বউগো ডরায় নাকি :-*
কি শুনাইলেন আমারে!!
ভাবীর দ্যাশ কৈ? ঐ শেরে বাংলার দেশে নাকি :|
বিয়াশাদী চলতেছে নাকি বিট্টিশদের ঐখানে?
এই করোনার মইধ্যে গন জমায়েত B:-)
যাই রানীরে একটু বইল্লা আসি =p~

মন্তব্য করেছেন নাকি পুরান লেখায়? দেখি নাই তো ? নোটিফিকেশন আসে নাই। ব্লগে আপনাকে না দেখে ভাবলাম মন্তব্য করেন নাই। তবে তিন মাস না মাত্র তিন দিন অনুপস্থিতিতে ভাবলাম খোজ নেই #:-S

১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:১৪

ভুয়া মফিজ বলেছেন: বউরে ডরাই না। তয় কৌশলগত কারনে এট্টু কম্প্রোমাইজ তো করনই লাগে। আপনে বিষয়ডা ভালা বুজবেন!! =p~

বিয়া ওর এক আত্মীয়‘র। ল্যাপটপ নিলেই কইতো, তোমার কি বিয়া বাড়িতে গিয়াও সামু‘র লগে সাক্ষাৎ করতে হইবো? তোমার আত্মীয় হইলে তো এইটা করতা না! হ্যায় আজকাল সামুরে সতীনের মতোন দ্যাহে!! হ্যার বাড়ি বঙ্গবন্ধুর দ্যাশে! :-B

ঘরোয়া ইস্টাইলে বিয়া। গণ জমায়েত না। রাণীরে কিছু না কওনই ভালা হইবো, নয়তো হ্যায় কইবো, কই আমারে তো দাওয়াত দিলা না!! :P

সামু‘র নোটিফিকেশান তো সেইরাম......আপনের তো জানাই আছে। বহুতদিন আগে করছি!! খোজখবরের লাইগা আপনেরে ধন্যবাদ দিমু না। বড়বোনের দায়িত্ব পালন করছেন।

৬০| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে আপনি যে পরামর্শ দিয়েছেন ব্লগারদের জন্য তা আসলেই একটা দরকারি এবং উপকারি বিষয়। আপনি ব্লগ নিয়ে এত ভাবেন আগে জানতাম না। আমার তো মনে হয় আপনি ওনাদের পেইড উপদেষ্টা। নইলে এত ভাবেন কেন। :)

আপনার ফ্রি উপদেশ আমার মনে হয় ভালোই কাজে লাগবে। ফ্রী বললাম কারণ আমার বর্তমান ক্রিপ্টোকারেন্সি স্টক করোনার কারণে প্রায় তলানিতে পৌঁছেছে। একজন অভিজাত ও আধুনিক মানুষ হিসাবে অন্য কোন মাধ্যমে লেনদেন করা আমি অপমান জনক মনে করি :) । আপনি যে ১২ রকমের পোস্টের উল্লেখ করেছেন এগুলির সব না হলেও অনেকগুলি আমার সাথে মেলে। সাথে আরও কিছু যোগ করে নিলে নিজের পোস্টের ব্যাপারে একটা দিক নির্দেশনা তৈরি হয়ে যাবে। কি দিয়ে যে আপনার ঋণ শোধ করি এই চিন্তা করতে করতে সারারাত আমার ঘুম হয় নাই। B-)

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫২

ভুয়া মফিজ বলেছেন: ভাবাভাবি আমার পেশা। কেউ টাকা দিলেও ভাবি, না দিলেও ভাবি। আমার মগজ তো আর কিছু মানুষের মতো অথর্ব না.....কি বলেন!! ;)

উপদেশের জন্য টাকা দিবেন না, ভালো কথা; তা নিয়ে এতো ফেনানোর কিছু নাই। একজন অভিজাত মানুষ যে টাকা না দেয়ার জন্য এতো ধান্দা করে, আপনাকে না দেখলে জানতেও পারতাম না। :P

আপনার ঋণ শোধ করি এই চিন্তা করতে করতে সারারাত আমার ঘুম হয় নাই। এতো চিন্তার কিছু নাই। আপনি যে একজন অভিজাত মানুষ, তার যথাযথ প্রমাণ দিলেই চলবে। প্রকৃত অভিজাতরা কিপটা আর ধান্দাবাজ হয় না। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.