নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

একজন আবুল মিয়া!!!!

২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৮



আমাদের এই শহরটাতে এক ''দেশী ভদ্রলোক'' আছে। আসল নাম বলছি না, মনে করেন নাম তার আবুল মিয়া। আমার আজকের পোষ্টের প্রধান চরিত্র হওয়ার কারনে তার একটা ইন্ট্রো দেয়া জরুরী বোধ করছি।

খুব অল্প বয়সে সে এ'দেশে এসেছিলো। অনেক কষ্ট করেছে। অনেক চড়াই-উৎরাইয়ের পর রেস্টুরেন্ট ব্যবসায় নেমে প্রচুর টাকা-পয়সা বানিয়েছে, ফলে লেখাপড়া আগেও যেই কারনে তেমন একটা করতে পারে নাই, পরেও পারে নাই। বছর দুয়েক ধরে ভাবছে, টাকা-পয়সা কামাই যথেষ্ট হয়েছে, এখন বরঞ্চ খানিকটা লেখালেখি এবং সাংস্কৃতিক জগতে মেলামেশা করা দরকার। কে তার মাথায় এই বিষয়টা ঢুকিয়ে সর্বনাশ করলো আল্লাহ মালুম! তবে সেটা জেনে আমার কোন কাজও নাই, কারন আমি এনাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। দুঃখজনক ব্যাপার হলো, বেশীরভাগ সময়েই তা পারি না। মানুষ হিসাবে নিঃসন্দেহে সে বেশ ভালোমানুষ, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা গায়ে পড়া ভাব আছে, যেটা আমার পক্ষে সহ্য করা বেশ কঠিন। সমস্যা হলো, কোনও এক অজানা কারনে সে আমাকে বেশ পছন্দ করে এবং যে কোনও অনুষ্ঠান বা সোশ্যাল গ্যাদারিংয়ে আমাকে খুজে বের করে, তারপরে ত্যক্ত করা শুরু করে। দোষ ধরছি না, আসলে সে বোঝে না যে তার কথায় বা কাজে অন্য কেউ ত্যক্ত হচ্ছে; এতোটাই সহজ সরল কিসিমের একজন মানুষ!!!

কিছুদিন আগে এক বাসায় দাওয়াতে গিয়েছি। মাত্রই আল্পস পর্বতমালার পেটের মধ্যে থাকা অস্ট্রিয়ার ইনসব্রুকে দিন দশেক কাটিয়ে ফিরেছি। বহুদিনের স্বপ্ন-পূরণের উত্তেজনা তখনও কাটে নাই। গৃহকর্তার সাথে সেই উত্তেজনাই ভাগাভাগি করছিলাম। আবুল মিয়া তৎক্ষনাৎ এসে হাজির। বললো, আপনেরা কি করতে যে এতো টাকা-পয়সা খরচা করে পাহাড় দেখতে যান, বুঝি না। আমাদের আশেপাশেই তো কতো পাহাড় আছে!!! কোন মানে হয়?

বললাম ভাই সাহেব, এইখানকার এইগুলা পাহাড় না, টিলা। আমাদের দেশের নদীর তুলনায় এইখানকার নদী যেমন, আল্পস পর্বতমালার তুলনায় এইগুলাও তেমন।

আমার এই কথায় অবশ্য বিশেষ কোন ইতরভেদ হলো না। আবুল মিয়া হে হে হে করে কিছুক্ষণ টেনে টেনে হাসলো। তারপরে বললো, বুজলাম..........কোনোটা একটু বেশী উচা-লাম্বা, কোনোটা কম। কিন্তু জিনিস তো একই। যেই লাউ, সেই কদু।

বললাম, ঠিক আছে। আপনের গবেষণা লাউ আর কদুর মধ্যেই সীমাবদ্ধ রাখেন। টিলা-পাহাড়-পর্বতের প্রকারভেদ আপনের বুঝার কাম নাই!!!

তো এই আবুল মিয়া কিভাবে যেন টের পেয়েছে, আমি টুকটাক লেখালেখি করি। এক জুম্মাহ'র নামায শেষ করে বের হচ্ছি, আমাকে পাকড়াও করলো। বললো, ভাইজান আমিও কিছু লেখালেখি শুরু করছি। আমি বললাম, কি লিখেন? সে হাত কচলাতে কচলাতে নববধুর মতো লজ্জারাঙ্গা হয়ে বললো, এই টুকটাক কবিতা গল্প, এইসব আর কি। আপনেরা বিদগ্ধজন। সময় করে আমার রেস্টুরেন্টে একদিন আসেন। আপনারে কিছু শোনাইতে মন চায়!!! শুনে একটু মতামত দিলে আমার একটু উপকার হবে। বললাম, আমি বিদগ্ধজন না, তেমন কোন পদের লেখকও না। তারপরেও আসবো একদিন। তবে কবিতা থেকে আমি শতহস্ত দূরে থাকি, ওই ব্যাপারে মাফ চাই। আপনার লেটেস্ট কোন একটা গল্প শোনায়েন।

আবুল মিয়াকে এই কথা বলে পড়লাম বিপদে। কিছুদিন পরপরই ফোন করে...........ভাইজান, কবে আসতেছেন? যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একদিন গেলাম, সাথে নিলাম ক্রিসকে। ওকে অবশ্য আগেই ব্রিফ করেছি। জানিয়েছি, আমরা সেখানে কথাবার্তা বলবো মূলতঃ বাংলায়। কাজেই তোর মূল আকর্ষণ হবে বিনা-পয়সার উদর-পূর্তি। চাইলে যাইতে পারিস। সে সবগুলো দাত বের করে ফেললো। টপাস করে এক ফোটা লালাও ঝড়ালো। বললো.......অবশ্যই যামু। বাংলার সাথে আমার কোন সংঘর্ষ নাই!! তোমার কল্যানে একটু-আধটু বুঝতেও তো পারি!!! পেইড ফুড ভ্লগারদের আপ্যায়নের মতো করে আবুল মিয়া তার রেস্টুরেন্টের মোটামুটি সব আইটেম দিয়ে আমাদের টেবিল ভরে ফেললো। ভরপেট খাওয়া-দাওয়া করে ভাবলাম, যতোই কষ্ট হোক, তার একটা গল্প মনোযোগ দিয়ে না শুনলে বেইমানী হয়ে যায়!!! চায়ে চুমুক দিতে দিতে বললাম, শুরু করেন।

গল্প শুরুর আগে আবুল মিয়া কিছু তথ্য দিলো। কিছুদিন আগে সে My Sister's Keeper নামে একটা মুভি দেখেছে যেটার মূল প্রতিপাদ্য বিষয় হলো, এক বোন কর্তৃক আরেক বোনকে কিডনি দান। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে সে গল্পটা লিখেছে। তবে তার গল্পটা নাকি চরম রোমান্টিক!!! তার ইচ্ছা, দেশে এই গল্পের উপর ভিত্তি করে একটা নাটক বানাবে। আমি বললাম, বেশ ভালো আইডিয়া। ট্যাকা এমনিতেই আপনের কাছে তেজপাতা। কিছু উড়াইলে ক্ষতি নাই কোনো!!!

পুরোটা গল্প আপনাদেরকে শুনিয়ে বিরক্ত করতে চাই না। তবে এই চরম রোমান্টিক গল্পের মূল আকর্ষণ শেষের দিকে। শেষটা এমন..........নায়কের হার্ট এ্যটাক হয়েছে। ডাক্তার বলেছে, এই হার্ট আর কোন কামের না। কুল্লে ফিনিস। এদিকে নায়িকা এই অবস্থা কোনক্রমেই মেনে নিতে পারছে না। নায়ক বিহীন তার জেবন অনেকটা ফিল্টার বিহীন বিড়ির মতো। তাই তার কঠিন সিদ্ধান্ত, সে তার হার্ট নায়ককে দান করবে। পরে অপারেশান করে তার হার্ট নায়কের শরীরে বসানো হয়।

এন্ডিং শুনে আমি প্রায় বাক্যহারা হয়ে গেলাম। এই পর্যায়ে কোন রকমে আমি আবুল মিয়াকে থামিয়ে দিয়ে বললাম, এইটা চরম রোমান্টিক হইলো কিভাবে?

আবুল মিয়ার সরল ব্যাখ্যা..........নায়িকা তার হার্ট দান করার মাধ্যমে নায়ককে বাচিয়ে তুললো। তারপরে তাদের মিলন হলো। তারা সুখে-শান্তিতে ঘর-সংসার করতে লাগলো!!!

আমি আৎকে উঠে বললাম, নায়ক মৃত নায়িকার ভুতের সাথে ঘর-সংসার করবে? এইটা ''চরম রোমান্টিক''? কি কন না কন। এইটাতো দেখি ''চরম হরর''!!!!! সামনে হ্যালোইন উৎসব আসতেছে। আপনে নিশ্চয়ই সেই উপলক্ষ্যে এইটা রিলিজ করবেন।

আবুল মিয়া মোটামুটি বিরক্ত হয়ে বললো, কি যে বলেন আর না বলেন!!! নায়িকা মরবে কেন? আজকাল কিডনি, লিভার, চক্ষু সবতেরই ট্রান্সপ্লান্ট হয়। তাইলে হার্ট হইতে অসুবিধা কি? আর ভাবতেছি হুমায়ুন আহমেদ তার অনেক নাটকের ব্যাকগ্রাউন্ডেই রবীন্দ্রনাথের গান বাজাইছে, আমার নাটকেও একটা বাজবে। ''চরম রোমান্টিক'' একটা গান।

গল্প এবং লেখকের অকাট্য যুক্তি শুনে শরীরে একটা শিহরণ জাগলো। বেচারা আসলে জানেই না যে, এই ক্ষেত্রে এখনও দিল্লী হনুজ দূর অস্ত!!! আমি নিশ্চিত, এই ধরনের নাটক দেশের কোন মানুষ কোন কালেই, কখনও দেখে নাই। বললাম, দারুণ হবে। এই নাটক সুপারহিট না হয়েই যায় না। তবে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। রাখবেন?

আবুল মিয়া তার আসন্ন নাটকের ভাইরালতায় আবেশিত হয়ে ঢুলু ঢুলু নয়নে হয়ে আমার দিকে ঝুকে এসে ফিস ফিস করে বললো, বলেন বলেন.........অবশ্যই রাখবো।

নায়ক-নায়িকার ঘর সংসার দেখানো পর্যন্ত যাওয়ার দরকার নাই। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথের গান না, নায়ক-নায়িকার অপারেশানের পর পরই দর্শকদেরকে ব্যাকগ্রাউন্ডে ''ইন্নালিল্লাহে ওয়া-ইন্না ইলাইহে রাজেউন'' শুনায়ে নাটক শেষ করে দিয়েন, প্লিজ। আমিও আবুল মিয়ার দিকে ঝুকে ফিস ফিস করে বললাম!!!!


পুনশ্চঃ ভাবছি, এমন একটা প্রতিভার যথাযথ মুল্যায়ন না করলে অবিচার হয়। তাকে আমাদের এই প্ল্যাটফর্মের সন্ধান দিয়ে দেই। সে কবিতা-গল্প এখানে পোষ্ট করে তার প্রতিভাকে বিকশিত করুক। আপনারা কি বলেন?

ছবিসূত্র।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৮

নতুন নকিব বলেছেন:



তাকে সামুর সন্ধান দিয়ে দিন। সেটাই বেশ হবে। সামুর তৃষ্ণার্ত পাঠকরা তার থেকে মনি মানিক্যসম অঢেল জ্ঞান লাভের সুযোগ পাবেন। মরণাপন্ন নায়ককে বাঁচাতে নিজের হার্ট দান করে দেওয়ার পরেও সেই নায়িকাকে নিয়ে নায়কের ঘর সংসার করার মত অতি আশ্চর্য বয়ান হাজির করা তো বিরল প্রতিভারই লক্ষণ!

২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: সামুর তৃষ্ণার্ত পাঠকরা তার থেকে মনি মানিক্যসম অঢেল জ্ঞান লাভের সুযোগ পাবেন। আসলেই, আমিও এমনটাই ভাবছি!!! :P

সামুতে এখন কয়েকজন কমেডিয়ান আছে; আশা করি, উনার প্রতিভার গুনে পুরানো কমেডিয়ানরা নতুন করে বাচার আগ্রহ পাবে। সামুর যা অবস্থা এখন, এই অবস্থা উত্তরণে আবুল মিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে!!! =p~

২| ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলেই, আবুল ভাইয়ার গল্পটা খুব ভাইরাল হবে আমি মনে করি। গল্পটা বিজ্ঞানের এক নব অধ্যায়ের সূচনা করবে বা ইঙ্গিত দেবে, যেখানে দেখা যাবে হার্ট ট্রান্সপ্ল্যান্টেশনে ডোনার ব্যক্তিও বেঁচে থাকেন। আমি আবুল ভাইয়ার নাট্য ও বৈজ্ঞানিক জীবনের সাফল্য কামনা করিতেছি। আমিন।

২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: আমি আবুল ভাইয়ার নাট্য ও বৈজ্ঞানিক জীবনের সাফল্য কামনা করিতেছি। আমিন। আমিন, আমিন......ছুম্মা আমিন। গল্প বলেন আর নাটক, অবশ্যই ভাইরাল হবে। আর এই আইডিয়া দেয়ার জন্য নো-বেল কমিটি উনাকে সন্মানীত করলেও আমি আশ্চর্য হবো না!!! :-B

বর্ষা বা মিন্নিদের ভিড়ে আজকাল এমন প্রেমিকা খুজে পাওয়াই দুস্কর!!!

৩| ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৪

মিরোরডডল বলেছেন:






এইটা ''চরম রোমান্টিক''? কি কন না কন। এইটাতো দেখি ''চরম হরর''!!!!!


রোম্যান্টিক অথবা হরর, কোনটাই না।
এটা হবে কমেডি নাটক :)


২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: রোম্যান্টিক অথবা হরর, কোনটাই না। এটা হবে কমেডি নাটক :) কথা সত্য। তার কাছ থেকে এমনতরো আরো অনেক নাটক পাওয়া যাইবে ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত করি।। =p~

৪| ২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



ছোট আবুল বড় আবুলকে ঠিকই খুঁজে বের করেছে; ইহা নিয়ে ২ পাতা লিখে বসেছেন? গার্বেজ।

২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

ভুয়া মফিজ বলেছেন: আমার পোষ্ট ব্লগের জারজটা দেখি ঠিকই খুজে বের করে ফেলেছে; খুজে বের করে ১ লাইন গার্বেজ মন্তব্য করে বসেছেন? আবাল। :P

৫| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: হোটেল ম্যানেজার আবুল কাকার লেখা ফিকশন হিসেবে আমার কাছে ঠিকই মনে হয়েছে।
রেন্ডিয়ার রেন্ডির বাচ্চা গলুর মত জিডিপি কে লোক সংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়তো উনি দাবি করে নাই।


২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০১

ভুয়া মফিজ বলেছেন: একজন পরীক্ষিত এবং প্রমানীত আবাল হওয়ার কারনে গলুর মন্তব্য সিরিয়াসলী নেওয়ার কোন কারন নাই। সে ঘেউ ঘেউ করতে থাকবে, আবার লাঠির বাড়ি পড়লে কেউ কেউ করতে থাকবে। দ্যাটস ইট!!! ;)

৬| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩

যাযাবর চখা বলেছেন: আবুল ভাইকে নিয়ে লেখাটা ভালো লাগলো।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!! :)

৭| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩০

করুণাধারা বলেছেন: আবুল মিঞার গল্প ভালই লাগলো। লাইক করলাম।

আমি অবশ্য আবুল মিয়ার লেখা একটা কবিতার কথা জানি। একদিন ঘরে চেয়ারে বসে আবুল মিয়া ছাদের দিকে তাকিয়ে দেখলেন, ছাদে একটা টিকটিকি। তখনই তিনি কবিতা লিখে ফেললেন:

টিকটিকিটা ছাদের পরে
ভাবছে বসে কেমন করে
ঝুলছে ছাদে আবুল মিয়া
পা দুখানা শূন্যে দিয়া।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:০৯

ভুয়া মফিজ বলেছেন: প্রথমে আনমনে ছড়াটা পড়ে এইটার রস ঠিকমতো বুঝি নাই। তবে আরেকবার পড়ার পরেই মজা পেলাম। ইনোভেটিভ ছড়া!!! :)

তবে আমার আবুল মিয়ার মতো আপনার আবুল মিয়ার লেখাতেও একটা টেকনিক্যাল ভুল আছে। আপনার কি নজরে পড়েছে? তবে যতো যাই হোক, ছড়াটা বেশ মজার, কোনই সন্দেহ নাই।

৮| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,




আবুল মিয়ার আবু্ইল্লামি নিয়া আমাগো হাসাইতেছেন ক্যা? আবুল মিয়া তো বিজ্ঞানের কারিশমা জানে। আন্নে কি জানেন ? জানবেন কেম্নে, আন্নে তো মফিজ। :P বিজ্ঞান যে কৎদ্দুর আউগাইছে হেডা কি আন্নে জানেন ? আন্নে বোজেন নাই আবুল মিয়া কি কইতে চাইছে! :(
নায়িকারে খালি টেসলার ফ্যাক্টরীতে পাডাইতে হইবে। হেইহানে মগজের মইদ্দে চিপস বওয়াইয়া হালাইছে কবে! আর এডাতো হার্টের একটা মামুলী চিপস , কোনও ব্যাপার না........ =p~ :)

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১০

ভুয়া মফিজ বলেছেন: কথা একদম খারাপ কন নাই। টেসলার কাছে নায়িকারে পাঠাইলে হ্যায় কোন একটা ব্যবস্থা কইরাই ফেলবো। হার্ট ত্যাগ কইরা নায়িকা আত্মত্যাগের যেই খায়েশ রাখতে চায়, সেইটা মাঠে মারা যাওয়ার সমূহ সম্ভাবনা!!!

আমাগো আবুল মিয়া যে আসলেই একজন দূরদৃষ্টিসম্পন্ন ব্যাডা, তাতে কোন সন্দেহ নাই। ভিশন না থাকলে মিশন সম্পন্ন হইবো কেমতে? :-B

৯| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:২৮

শায়মা বলেছেন: ভাইয়া সত্যিই হাসতে হাসতে শেষ আমি। ব্যাকগ্রাউন্ডে ইন্নানিল্লাহ শুনে :P

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১১

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে...........গল্প শুনে আমারও হাসি পেয়ে গিয়েছিলো। অনেক কষ্টে গম্ভীর ছিলাম। বেচারা এতো আদর-আপ্যায়ন করলো, এতো কিছু খাওয়ালো, তার মনে কষ্ট দেয়া ঠিক হতো না, কি বলো!!!! :)

১০| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: আবুল মিয়া সামুতে আইলে দুই বলদে জমবে বেশ ! :D

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:১১

ভুয়া মফিজ বলেছেন: পিতিবির শেরেষ্ট বলদের সাথে আপনে আমাগো আবুল মিয়ারে এক কাতারে ফালাইলেন!!! কারে ছোট করলেন, আর কারে বড়........পরিস্কার না বুঝলেও মনে বড়ই কষ্ট পাইলাম। এই বিষয়ে একটা সেকেন্ড থট দিতে পারেন!!! ;)

১১| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১১

আরোগ্য বলেছেন: পরশুগা লগইন করার মত সুযোগ পাইনাই আর কালকারতে কতবার যে ব্লগে আইসি, আয়া দেহি ব্যরিকেড। তাই আপনের পোস্টে আইতে দেরি অইলো।

ভালো হইসে গতানুগতিক রাজনৈতিক পোস্ট থুইয়া আলাদা কিছু দিসেন নাকি রূপক কিছু বুজাইসেন??? :||
আবুল মিয়ার নাটকে নায়িকার দুইটা হার্ট ❤️। একটা হিন্দি গান মনে পড়লো, ছবির নাম মোহরা। এবার গেস করেন... :P

২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৮

ভুয়া মফিজ বলেছেন: কতবার যে ব্লগে আইসি, আয়া দেহি ব্যরিকেড। তাই আপনের পোস্টে আইতে দেরি অইলো। আর কয়েন না, আমি পোষ্টাইলেই সামুর সার্ভার ডাউন হয়া যায় গিয়া। দেরী হউক, তাও আইবার পারছেন.........মোগাম্বো খুশ হুয়া!!! :P

ভালো হইসে গতানুগতিক রাজনৈতিক পোস্ট থুইয়া আলাদা কিছু দিসেন নাকি রূপক কিছু বুজাইসেন??? এইডা কি কইলেন!!! আমার রাজনৈতিক পোষ্ট গতানুগতিক? কত্তো ভাবনা-চিন্তা কইরা একখান পোষ্ট লেখন লাগে, রেফারেন্স রেডি করন লাগে!!! মেলা খাটনি। যাউকগ্যা, আপনে কইছেন দেইখা বেশী কিছু কইলাম না আর!!! B-)
এই পোষ্ট রূপক ভি ভাববার পারেন, কোন অসুবিদা নাইক্কা।

মোহরার কোন গান...........দিল হার কোই দেতা হ্যায়? :-B

১২| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৫

মেঠোপথ২৩ বলেছেন: কিডনি দুইডা হইলে হার্ট দুইডায় সমস্যা কি ? =p~ ঐ সাহিত্যিকরে কইয়েন যে , হার্ট এটাক হইলেও যেন না ঘাবড়ায় । একটা হার্ট নষ্ট হইলে সমস্যা নাই, আরেকটা হার্টতো আছেই =p~

২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: আসলে তারে কইতে হইবো, এই গল্পটারে রোমান্টিক ঘরানার না কইরা হরর, সাইফাই অথবা মিডের কথা মতোন কমেডি ধাচের কিছু একটা লেখন যায় কিনা ভাইবা দেখতে। এই তিনটার যে কোনও একটা হইলেই সব সমস্যার সমাধান হয়া যায়, কি কন!!! ;)

১৩| ২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ভূয়া মফিজের চেয়ে আবুল মিয়া উন্নত?

২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: না, তবে রানু নামক এক নির্বোধ ছাগলের চাইতে উন্নত। =p~

১৪| ২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫১

আরোগ্য বলেছেন: এইডা কি কইলেন!!! আমার রাজনৈতিক পোষ্ট গতানুগতিক? আরে ইদানীং খালি রাজনীতি লয়া পোস্ট দেন দেইখা কইসি এটা। আমি এহন রাজনৈতিক বিষয়ে ত্যক্ত হয়া গেসি। X(

মোহরার কোন গান...........দিল হার কোই দেতা হ্যায়? অহে নাইক্কা। কাশ কাহি এয়সা হোতা কে দো দিল হোতি সিনে মে..... =p~

আপনের আমার পোস্টে লাইক মাইরা ইউটার্ন মারসেন কেলা? আমার পোস্ট কি অখাদ্য :(

২৯ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:১১

ভুয়া মফিজ বলেছেন: আমিও ইদানীং রাজনৈতিক বিষয়ে ত্যক্ত। আর সামুতে এই বিষয় লয়া আলোচনাও করন যায় না। সবাই একেকটা ইয়ের লেন্জা ধইরা বয়া আছে। কারোর মধ্যেই কোন সততা বা সচেতনতা কাম করে না।

কাশ কাহি এয়সা হোতা কে দো দিল হোতি সিনে মে..... =p~ আইচ্ছা....আইচ্ছা!! বুজবার পারছি। =p~

আপনের আমার পোস্টে লাইক মাইরা ইউটার্ন মারসেন কেলা? আমার পোস্ট কি অখাদ্য :( অখাদ্য হইবো কেলা? তয় খুবই ব্যস্ত আছিলাম। সোজাসাপ্টা মন্তব্য করবার পারি নাইক্কা। আপনের পোষ্টে যেনতেন রহমের মন্তব্য করবার মন চায় না। আপনের লেটেস্ট পোষ্টটাও দেখছি। ভালা কইরা পইড়া কমেন্টামু!!! চেইতেন না, মহা ব্যস্ত আছি!!!!! :-<

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: পড়ে যেন মনে হলো চিনি উহারে!

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৮

ভুয়া মফিজ বলেছেন: সে আছে কাছে,
তবু যেন মনে হয় থাকে দূর দেশে।
বারংবার আসে ফিরে গাধা বা ছাগলের বেশে!!!

আমাদের অতি আপন,
পরকীয়ার মতোই সম্পর্ক করে গোপন;
অতিশয় নির্বোধ সে মহাশয়, তার ভাব প্রকাশে!!!! :P =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.