![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
একটু ব্যস্ত থাকার কারণে ফেসবুক বা ব্লগে গত কিছু দিন তেমন কোন স্ট্যাটাস দিতে পারিনি। কিন্তু অতি সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম সহ এই ভার্চুয়াল জগতে একটি বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে আর তা হল কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। কেউ বলছে জিয়া আবার কেউ বলছে মুজিব। কিন্তু ইতিহাস! হ্যা সঠিক ইতিহাস জানার জন্য একশ বছর অপেক্ষা করতে হবে। কিন্তু যারা এটা নিয়ে এত মাতামাতি করছে তারা কি জানেন যে অতি সম্প্রতি ভারত বাংলাদেশের মুক্তি তথা স্বাধীনতা যুদ্ধ কে অস্বীকার করেছে। বলা হচ্ছে সেটা ছিল পাক-ভারত যুদ্ধ।তাহলে আপনারাই বলুন যেখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ কে অস্বীকার করা হচ্ছে সেখানে স্বাধীনতার ঘোষক কে সেটা একে বারেই গৌণ। তাই আসুন আমরা আগে স্বাধীনতার সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত করি তার পর কে ঘোষক তা জানা যাবে। উল্লেখ্য মহান স্বাধীনতা যুদ্ধ এ ভারতের সাহায্যকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি কিন্তু তাদের চাপিয়ে দেওয়া মিথ্যা ইতিহাস আমরা মানিনা মানব না।তাই আসুন আমাদের জাতীয় স্বার্থে আমরা সবাই (ভারতপন্থী ও পাকিস্তানপন্থী না হয়ে) শুধু বাংলাদেশপন্থি হয়। আজ বাংলাদেশ বাংলাদেশপন্থি লোকের বড়ই অভাব।
জয় বাংলা -
বাংলাদেশ জিন্দাবাদ-
জয় হোক বাংলার মেহানতি মানুষের।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন। তবে আমি অনেক দেশে দেখেছি প্রায় প্রতিটি মানুষের হাতে বই। অফিসে আসা- যাওয়া পথে গাড়িতে বই পড়ছে। আর ভ্রমনে গেলে তো আগে রেডি করে যে কয়টি বই সে নিয়ে যাবে সাথে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: "আজ বাংলাদে বাংলাদেশপন্থি লোকের বড়ই অভাব" -- কথাটা ঠিকই বলেছেন।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধাভাজন খায়রুল আহসান। ভাল থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ সকাল ৯:৩০
পংবাড়ী বলেছেন: বাংগালীদের দরকার বিকেলে বসে পড়ালেখা করা।