![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
আইন শৃঙ্খলা বাহিনী এখন তাদের সেই সুপরিচিত স্লোগান "ক্রসফায়ার" বদলে "গুম-হত্যা" নির্ধারণ করেছে বলে প্রতীয়মান হয়। এখন থেকে আগামী পাঁচ বছর এই স্লোগান সারাদেশ ব্যাপী সমারোহে চলবে। নারায়ণগঞ্জের এই ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত! আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা ও ময়মনসিংহ এ দুই শিক্ষক অপহরণ ও পরে পুলিশ হেফাজতে থাকায় এই হত্যাকাণ্ডর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত বলে প্রতীয়মান/ ধারনা সত্য হতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হল দেশের নাগরিক তথা সকল জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। অনেকগুলো দায়িত্ব একসাথে পালন করার মধ্যও আমাদের সরকার প্রধান, পার্টির প্রধান, একাধিক মন্ত্রনালয়ের প্রধান খুব পরিস্কার করে বললেন নারায়ণগঞ্জের এই ঘটনার সাথে বিরোধীরা জড়িত! যেহেতু সরকার এটা জানেন তাহলে আর দেরি কেন? এরকম একটি মর্মান্তিক বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য শুধু তামাশায়ই নয় রীতিমত জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে উপহাস করা হচ্ছে। ঘটনা যেই ঘটাক সরকারের দায়িত্ব এর সুবিচার করে তার শাস্তি নিশ্চিত করা। আবোলতাবোল বলে সরকার তার দায় এড়াতে পারে না।
শুধু রাজনীতিবিদ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও তামাশা দেখে মনে হয় তারা দেশ ও জনগণকে নিয়ে উপলব্ধি ......করেন----
"রাষ্ট্র যন্ত্র বাংলা তুই বড়ই এক বেজম্মা
ষোল কোটি কামলা (জনগন) তোর পুটকি (পাছা) সামলা
আমি রাজনৈতিক- আমলা হা- হা-হা-হা--"
©somewhere in net ltd.