![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ঈদ মেবারক - ঈদ মোবারক - ঈদ মোবারক
পবিত্র ঈদুল আযাহ মুসলিম উম্মাহের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বা মুসলমানদের জাতীয় উৎসব। ধনী গরীব নির্বিশেষে সকলের জন্য এই দিনটি আনন্দের। সমাজের ধনিক শ্রেণীর মানুষ যে ভাবে উৎসবের আনন্দ উপভোগ করে গরীব মানুষ তা পারে না। কারন তাদের অবস্থা আর্থিক ভাবে সচ্ছল নয়। সমাজে যারা ধনিক মুসলমান তারা অর্থের বিনিময়ে পশু খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকেন। নিয়ম অনুযায়ী পশুর মাংশের একটি অংশ সমাজে গরীব মানুষের মধ্যে বণ্টন করে থাকেন। আবার পশুর চামড়া বিক্রি করে সেই অর্থ গরীবের মাঝে বণ্টন করা হয়। আর এসব কিছুই করা হয় ঈদের মূল অনুষ্ঠানের পরে। যেমন ঈদের নামাজ ও কোরবানির পরে । কিন্তু আসল ঈদের আনন্দ ও আনুষ্ঠানিকতা শুরু হয় বিশেষ করে ঈদের দিন সকাল থেকে। যেমন নতুন ও পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া। ধনী লোকেরা বা তাদের ছেলে মেয়েরা এ সুযোগ পেলেও গরীবের জন্য বড়ই দুঃসাধ্য । তাই আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ প্রতিবেশী ও নিকট আত্মীয় স্বজনদের জন্য সাধ্যমত নতুন পোশাক উপহার দিই ঈদের আগে যেন অন্তত পক্ষে এই একটি দিন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই নিরানন্দের জীবনে সবাই মহা আনন্দে মেতে উঠি। আস্তে আস্তে আমরা এই একটি দিন থেকে বছরের তিনশ পয়সট্টি দিন-ই ভেদাভেদ ভুলে সবাই মহা আনন্দে থাকতে পারব।
©somewhere in net ltd.