নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

মায়ের প্রতি ভালবাসা

০৯ ই মে, ২০১৬ সকাল ৮:০৭



মায়ের প্রতি ভালবাসা

মাকে নিয়ে মা দিবসে কত কথা লিখি
সত্যি করে বল কবি,মাকে ভালবাসি?
কবি মোর পেশা,কবিতা আমার নেশা
মা’কে নিয়ে লিখে, কামায় কিছু পয়সা।

দাড়ি টুপি হুজুর বেশে ওয়াজ করি আমি
সত্যি করে বল মিয়া মা’র কথা মানি?
হাদিস বলি মা’র পদতলে মোর জান্নাত
সত্যি জেনেও মাকে,দেয়না কাপড় ভাত।

পড়াশোনা করছি বটে করি চাকুরী
অশিক্ষিত মাকে নিয়ে থাকেনা চাতুরী!
বউ এর কথার যুক্তি,বাধ্য হয়ে মেনে
জন্ম ধাত্রী মাকে রেখে আসি বৃদ্ধাশ্রমে।

বৃদ্ধাশ্রমে যেতে মা’র নাই কোন আপত্তি
মনে প্রাণে দোয়া মাঙ্গে খোকা হবি সুখী!
বাড়ি ছাড়া করতে,মায়ের প্রতি অপবাদ
বুক ভরা কষ্ট, তবু থাক ওরা নিরাপদ।

মা দিবসে পণ করি, থাকব মায়ের সাথে
সব দিবস হয় যেন, মায়ের সেবা দানে।
জীবন তুমি দিয়েছ খোদা মায়ের অস্তিত্বে
পরজনমে থাকি যেন মা’র সাথে জান্নাতে।

বি দ্রঃ লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া নিষেধ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সকাল ৮:১৪

অযাচিত একজন বলেছেন: ভালো লাগলো

০৯ ই মে, ২০১৬ সকাল ৮:১৬

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল জানানোর জন্য। আপনার ভাল লেগেছে যেন আমারও খুব ভাল লাগলো।

২| ০৯ ই মে, ২০১৬ সকাল ৮:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: বৃদ্ধাশ্রমে যেতে মা’র নাই কোন আপত্তি
মনে প্রাণে দোয়া মাঙ্গে খোকা হবি সুখী!
বাড়ি ছাড়া করতে,মায়ের প্রতি অপবাদ
বুক ভরা কষ্ট, তবু থাক ওরা নিরাপদ।


চমৎকার লেখনি।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।

৩| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:৩৯

হাফিজ বিন শামসী বলেছেন:


মাকে নিয়ে কবিতা ভাল লাগল।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:৫২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।

৪| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.