![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
গাঁও গেরামে থাকি আমরা
মনটা সবার ভীষণ ভালা
বন্ধু বান্ধব মিলে পিকনিক খাওয়ার পালা।
গ্রীষ্ম কালের ছুটি সবার
আনন্দে সবাই আটখানা
আজ রাতে হবে,সবে মিলে মুরগ খাওয়া।
বিদ্যুৎ নেই আলো নেই
নাই ইন্টারনেটের ছোঁয়া
সন্ধ্যা হলেই নামে ঘুটঘুটে আন্ধার কালা।
বিরাট বড় গাঁ মোদের
পাঠশালা তো নেই ভালা
মাইল ক্রোশ হেঁটে পড়তে যায় শহরতলা।
ফেরার পথে দল বেঁধে
বন্ধুরা সব ঘরে ফেরা
সব মিলে সন্ধি আজ হবে মুরগ খাওয়া।
বাবা মার চোখ ফাঁকি
পালায় কতক আমরা
সত্যি কথা কি, লেখাপড়া আমরাই সেরা।
উত্তর পাড়ার রনি-রবি
দক্ষিণ পাড়া করবে চুরি
ধরা পরার আগে কিন্তু ছুট দিয়ে পালাবি।
দক্ষিণের মিজান-মোনা
পূর্ব তাদের খুব জানা
পণ করেছে আজ,করবে চুরি ছাগল ছানা!
কৃষ্ণকালা আঁধার রাতে
অন্ধকারে কুত্তার ঘরে
হাত বাড়াতেই কুত্তা ঘেউ ঘেউ করে ধাওয়া।
পশ্চিম পাড়া হাসু-কাসু
কথাবর্তায় খুব বেশি পটু
সারা গাঁও ঘুরেফিরে শূন্য হাতে ফিরছে স্পটে।
জনে জনে শূন্য হাতে
ফিরে আসি মিলন তটে
হতাশ হয়ে বলাবলি পিকনিকটা আজ হল মাটি।
চুরি মিথ্যা ভুলে হতাশা
চলো সবাই বাঁধি আশা
জনে জনে চাঁদা দিয়ে পূরণ হয় পিকনিক খাওয়া।
@
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৫
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগা জানিয়ে মন্তব্যের জন্য।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: সুন্দর স্মৃতিচারণ কবিতা।
০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৪
উদ্ভ্রান্ত কবি বলেছেন: বাহ বেশ