![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
একুশের কবিতা
------------- বিদ্যুৎ
বায়ান্নতে গর্জে ছিল রাখতে মাতৃভাষা বাংলা
একাত্তরে ছিনিয়ে এনেছি স্বাধীন দেশ বাংলা।
বাংলায় মাতাল, বাংলায় পাগল, বাংলায় গর্জন
বাংলা যদি গর্জে উঠে থরথর কাঁপে ধরণীতল।
বায়ান্নতে নির্যাতনে ঠেকে ছিল পিঠ দেওয়ালে
অস্ত্রবিহীন বীর বাঙ্গালী গর্জে উঠেছি একসাথে।
যুদ্ধ করতে অস্ত্র লাগে, বুকে লাগে বড় হিম্মৎ
হিম্মৎ ছাড়া যুদ্ধ বিজয় হবে নাকো অকস্মাৎ।
হিম্মৎ হল বড় অস্ত্র তার প্রমাণ বাংলার যুবক
এমন নজির পাবে নাকো খুজলে সারা মুল্লুক।
ভাষার নামে স্বাধীন আমি ভাষা মোর পরিচয়
মাতৃভাষা লজ্জা পেলে তোর জীবন যে অপচয়।
উন্নায়নে জোয়ার বেশি মানুষ থাকে আস্তাবলে
অপসংস্কৃতি আগ্রাসনে বাংলা এখন গোবরকরে।
সালাম বরকত রফিক জব্বার সব মোর ভাই
তাঁদের আত্মা শান্তি পাইবে বাংলায় যদি গাই।
স্বাধীন দেশ স্বাধীন মানুষ স্বাধীন আমার হিয়া
যা খুশি আমি করতে পারি সবই খোদার দয়া।
বাংলা আমি গৌরব করি বাংলায় করি প্রার্থনা
বাংলা সংস্কৃতি বিহনে স্বাধীনতাই তোর মিথ্যা।
বাঙ্গালীরা এমন জাতি দ্বিতীয় না কেউ আছে
মাতৃভাষার জন্যে লড়াই করে জীবন দিয়েছে।
মনেরেখ বিশ্ববাসী বাঙ্গালীরা তোমাদের ভ্রাতা
সবার অধিকার আদায় করে মাতৃভাষায় কথা।
বাঙ্গালী জাতি দিতে পারে সাধ্যি আছে কাহার
একুশে ফেব্রুয়ারি বিশ্ববাসীকে সর্বশ্রেষ্ঠ উপহার।
একুশ তারিখ প্রাতঃ প্রহর ফুল শুভেচ্ছা উজ্জাপন
সারাবিশ্ব স্মরণ করে বাংলা ভাষার উদ্দাপন।। (সমাপ্ত
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা...
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি !!
সুন্দর লিখেছেন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯
বিদ্যুৎ বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর মন্ত্যবের জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩
ভাবুক কবি বলেছেন: দারুণ লিখেছেন