![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ইন্টারনেটের সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক লেখক পণ্ডিতদের দেখা যায়। বিশেষ করে ফেইসবুকে এর প্রভাব খুব বেশি। তবে ব্লগ মাধ্যমেও এদের সরব উপস্থিতি। একটা ভাল লেখার পিছনে যে কত শ্রম, সময় আর চিন্তার খোরাক থাকে তার চেয়ে কে বেশি জানে যিনি ওই সৃষ্টিশীল কাজের স্রষ্টা। কত রাত তাঁর নির্ঘুম কেটেছে কেউ কি তাঁর খবর রাখে? সৃষ্টি সুখের উল্লাস যেমন, আছে তেমনি চরম প্রসব বেদনা। আমাদের দেশ বা সমাজ এখনও পর্যন্ত সেই অবস্থায় পৌঁছায়নি যেখানে সৃষ্টিশীল কাজ সুস্থ প্রক্রিয়ায় সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ হয়। সামাজিক মাধ্যম তো একেবারে অরক্ষিত। বাংলা ব্লগ মাধ্যমে প্রায়ই দেখা যায় একজনের লেখা অন্যজন কপি করে নিজের নামে পোস্ট করেছে। বেশ কিছু দিন আগে দেখলাম একই লেখা দুই জনে প্রকাশ করেছে। আমি দুইটা লেখায় পড়েছিলাম। আমি বেশ আহত হলাম তাই যে লেখাটি পরে প্রকাশ করা হয়েছিল আমি সেটিকে রিপোর্ট করলাম। পরে বুঝলাম একব্যক্তি একাধিক নিক খুলে একই লেখা বার বার প্রকাশ করছে। এর পর থেকে আর রিপোর্ট করিনা। বিভিন্ন সাইটের প্রশাসনের সহায়তায় তারা করে থাকে। বিষয়টি আবার নজরে আসার কারন হল বিশেষ করে ফেইসবুকে কিছু মানুষ ভাল কিছু লেখা প্রকাশ করছে। মনোযোগ দিয়ে পড়ছি আর ভাবছি আহ কত সুন্দর বিষয়বস্ত আর লিখন শৈলী। পড়তে পড়তে একেবারে শেষে গিয়ে দেখি লেখা অমক বা তমক ভাইয়ের পোস্ট থেকে সংগৃহীত। বিষয়টা দেখে চরম রকমের বিরক্ত হলাম আর তাকে ফ্রেন্ড লিস্ট থেকে অব্যহতি দিলাম। ফেইসবুকে সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট হল শেয়ার অপশন। অর্থাৎ কোন লেখা, ছবি বা গুরুত্বপূর্ণ বিষয়বস্ত শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তাতে করে মূল লেখকের পরিচিতি বা আসল সৃষ্টিশীল মানুষটিকে সবাই জানতে পারে। তাই আসুন কপি পেস্ট না করে মূল লেখকের বা স্বত্বাধিকারীর সাইটটি আমরা সরাসরি শেয়ার করি এবং সবাইকে মূল স্বত্বাধিকারীকে সম্পর্কে অবহিত করি। ধন্যবাদ সবাইকে।
২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:০২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৫
ডাঃ মোঃ ফাইজুল হক বলেছেন: লেখাটি ভালো লাগলো
২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০
তপোবণ বলেছেন: সংগত কারণেই লেখাটি সংগত। তাই++
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ তপোবণ।
৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৭
চিন্তক মাস্টারদা বলেছেন: যুৎসই কথা বটে
++++++++++
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ অনেক ধন্যবাদ।
৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৮
মোস্তফা সোহেল বলেছেন: যারা অন্যর লেখা নিজের নামে চালায় আমার কাছে তাদেরকে চরম ছোট লোকই মনে হয়।
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিদ্যুৎ বলেছেন: খুবই সত্য বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাই আসুন কপি পেস্ট না করে মূল লেখকের বা স্বত্বাধিকারীর সাইটটি আমরা সরাসরি শেয়ার করি এবং সবাইকে মূল স্বত্বাধিকারীকে সম্পর্কে অবহিত করি।
এটাই সঠিক। অন্যের লেখা চুরি করে নিজের নামে কপি পেস্ট করা চরম অন্যায় ও ঘৃণ্য কাজ।
ধন্যবাদ বিদ্যুৎ।
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
বিদ্যুৎ বলেছেন: আপনার সহ মত প্রকাশের জন্য ধন্যবাদ বড় ভাই। ভাল থাকবেন সবসময় ।
৭| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭
কানিজ রিনা বলেছেন: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালায়,
এরা জাতীয় বেহায়া।
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। সবার মধ্যে সৎ চেতনার উদয় হবে এই আশা লালন করছি।
৮| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
ধ্রুবক আলো বলেছেন: একটা ভাল লেখার পিছনে যে কত শ্রম, সময় আর চিন্তার খোরাক থাকে তার চেয়ে কে বেশি জানে যিনি ওই সৃষ্টিশীল কাজের স্রষ্টা। কত রাত তাঁর নির্ঘুম কেটেছে কেউ কি তাঁর খবর রাখে?
আন্তরিক ধন্যবাদ ++
২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩০
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভাল লাগে যে আপনারা আমার লেখা পড়েন।
৯| ১১ ই মে, ২০১৭ সকাল ৮:০৩
হাফিজ রাহমান বলেছেন: "একটা ভাল লেখার পিছনে যে কত শ্রম, সময় আর চিন্তার খোরাক থাকে তার চেয়ে কে বেশি জানে যিনি ওই সৃষ্টিশীল কাজের স্রষ্টা। কত রাত তাঁর নির্ঘুম কেটেছে কেউ কি তাঁর খবর রাখে?" চরম এ সত্য কথাটি সকলেরই উপলব্ধি করা চাই। ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভাল থাকুন।
১১ ই মে, ২০১৭ সকাল ৮:১৬
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ হাফিজ রাহমান সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্যেও রইল শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৬
রিফাত হোসেন বলেছেন: +